MD Abdul Ali

MD Abdul Ali পবিত্র মাজার দর্শনের জন্য এই পেইজটি,ল? আসসালামু আলাইকুম "পেইজে বন্ধুদের জানাই আমার পক্ষথেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা "সবাই ভালো থাকুন ধন্যবাদ।

08/07/2021
08/07/2021
07/15/2021
07/14/2021
07/14/2021
07/14/2021
আজ ৬ আষাড় বারো আউলিয়ার অন্যতম হযরত শাহ মোহছেন আউলিয়া (রহ.)'র ৭০১তম বার্ষিক ওরশ মোবারক! #কথিত আছে, হযরত মোহছেন আউলিয়া (রহ...
06/20/2021

আজ ৬ আষাড় বারো আউলিয়ার অন্যতম হযরত শাহ মোহছেন আউলিয়া (রহ.)'র ৭০১তম বার্ষিক ওরশ মোবারক!

#কথিত আছে, হযরত মোহছেন আউলিয়া (রহ.) যখন ইন্তেকাল করেন, তাঁকে দক্ষিণ চট্টগ্রামের আনোয়ারা উপজেলার ঝিউরী গ্রামে নিজ হুজুরা শরীফে সমাধিস্থ করা হয়। তাঁর মাজার শরীফ শঙ্খ নদীর তীরে অবস্থিত হওয়ায় কবর শরীফ নদীর ভাঙ্গঁনের কবলে পড়লে হযরত মোহসেন আউলিয়া রহমাতুল্লাহি আলাইহি আনোয়ারার বটতলী ইউনিয়নের একজন বিশিষ্ঠ ব্যক্তিকে স্বপ্ন যোগে জানান যে তাঁর কবর শরীফ বটতলীতে স্থানান্তরিত করা হোক। কিন্তু সেই বিশিষ্ঠ ব্যক্তি স্বপ্নের ব্যাপারটি গুরুত্ব দেয়নি। পরবর্তী পর্যায়ে বটতলীর অপর তিন ব্যক্তিকে তিনি স্বপ্নযোগে একই কথা জানান। ঐ তিন ব্যক্তি স্বপ্নের বিষয়টি বেশ গুরুত্ব দেন এবং স্বপ্নের আদেশ অনুযায়ী তারা এ ব্যাপারে উদ্যোগ গ্রহণ করেন। তারা নদীর তীরে গিয়ে দেখতে পান পাথরের ওপর একটি লাশ ভেসে আছে। তারা ঐ লাশ বটতলীতে এনে যথাযোগ্য মর্যাদার সাথে দাফন করে। যেখানে তাঁর লাশ দাফন করা হয় সেখানে এখন তাঁর পবিত্র মাজার শরীফ গড়ে উঠেছে। তিনি যে পাথর খন্ড করে ভেসে এসেছিলেন তা এখনও পর্যন্ত তাঁর পবিত্র মাজার শরীফে সংরক্ষিত আছে। এই পাথরটিকে অলৌকিক পাথর বলা হয়। এই পাথর থেকে সারা বছর ধরে পানি ঝরে। এই পানি ভক্তরা নিয়ত করে পান করেন রোগ মুক্তির জন্য।
আর একবার তিনি ১৪ রজব, ১৩৮১ হিজরী সনে কবর শরীফ থেকে উঠে মুসল্লীদের সাথে নামাজ আদায় করেন।

#ইমামে আহলে সুন্নাত আল্লামা গাজী আজিজুল হক শেরে বাংলা (রহ.) তাঁর লিখিত দিওয়ানে আজিজে হযরত মোহছেন আউলিয়া (রহ.) সম্পর্কে বলেন,

"হযরত শাহ মোহছেনকে শত সহস্র মুবারকবাদ।
তিনি বার আউলিয়ার অন্যতম বলে জেনে রেখো। এ কথা নির্ভুল।

নিঃসন্দেহে তিনি আপন কবর শরীফ থেকে দু'বার স্থানান্তরিত হয়েছেন।এখান থেকে এরপর আর স্থানান্তরিত হবেন না। এটা পূর্ব-পশ্চিমের মহান রব আল্লাহর হুকুম।

'ওই শরবাতলীর দিকে তিনি নিশ্চয় স্থানান্তরিত হবেন'
যে এ কথা বলে, অবিলম্বে সে অভিশপ্ত ও হতভাগা হবে।

হে যুবক! আমার নিকট তাঁর কিছু কারামত শোনো।
ওই ওলীগণের দলপতি মাযার শরীফ থেকে বেরিয়ে এসেছেন।

তিনি নিঃসন্দেহে মুসল্লীদের সাথে জুমআর নামায আদায় করেছেন,
তারিখ ছিল ১৪ রজব ১৩৮১ হিজরী। জেনে রাখবে এটাও নির্ভুল।

শত সহস্র মানুষ বিভিন্ন রোগ থেকে সন্দেহাতীতভাবে আরোগ্য লাভ করেছেন যখন বটতলীতে তাঁর দরকারে এসে ফরিয়াদ করেছেন।"

#সুবহানআল্লাহ! আল্লাহর ওলীগণ আল্লাহর কুদরতে সব কিছু করতে পারেন, এসব ক্ষমতা আল্লাহ তাআলা তাঁদের দান করে থাকেন।

06/19/2021

হযরত নূহ আলাইহি সালাম এর মাজার মোবারক!

উনি প্রায় ৭২ ফুট লম্বা ছিলেন। ওনার মাজার মোবারক লেবানন এর একটি পাহাড়ের চুড়ায় অবস্থিত।

# সুবহানাল্লাহ্

হযরত বড়পীর সৈয়দ আব্দুল কাদের জিলানী (রাহঃ) এর নাতি হযরত সৈয়দ আব্দুল কুদ্দুছ জালালুদ্দীন ওরফে শাহ মখদুম রুপশ (রাহঃ) এর পা...
06/09/2021

হযরত বড়পীর সৈয়দ আব্দুল কাদের জিলানী (রাহঃ) এর নাতি হযরত সৈয়দ আব্দুল কুদ্দুছ জালালুদ্দীন ওরফে শাহ মখদুম রুপশ (রাহঃ) এর পাক পবিত্র মাজার শরীফ 🇧🇩 অবস্থানঃ রাজশাহী, বাংলাদেশ

বহু পীর সাধকের পুণ্যভূমি রাজশাহী। এক সময় এ জনপদের মানুষ কু-সংস্কার আর অপসংস্কৃতি ও কু-প্রথার নিবিড় অন্ধকারের অতলে নিমজ্জিত ছিল। ওই সময় এই মহানগরে দেব-দেবীর নামে নরবলি দেওয়া হতো। মানুষে-মানুষে ছিল ভেদাভেদ। শাহ মখদুম রূপস (রঃ) চৌদ্দ শতকের একজন মুসলিম দরবেশ, যিনি বরেন্দ্র অঞ্চলে ইসলাম প্রচার করেছিলেন। ‘মখদুম’ অর্থ ধর্মীয় নেতা এবং ‘রূপস’ অর্থ আচ্ছাদিত। শাহ মখদুমের প্রকৃত নাম ছিল সৈয়দ আব্দুল কুদ্দুছ জালালুদ্দীন (রঃ)

তিনি ছিলেন হজরত আব্দুল কাদের জিলানীর (রঃ) পৌত্র সৈয়দ আজলা শাহ (রঃ) এর পুত্র। ৬৮৫ হিজরিতে (১২৮৬ খ্রিস্টাব্দে) তিনি তাঁর বড় ভাই সৈয়দ আহমদ ওরফে মীরন শাহকে নিয়ে বাগদাদ হতে এখানে আসেন।

হযরত শাহ মখদুম (রঃ) এর দরগা রাজশাহী মূল শহরের দরগাহপাড়ায় অবস্থিত। হযরত শাহ মখদুম (রঃ) এর দরগা-কে মাজার অথবা দরগা বলা হয় কেননা এটি হযরত শাহ মখদুম রূপস (রঃ) এর কবরের পাশে অবস্থিত। তিনি রাজশাহী অঞ্চলে ইসলাম প্রচার করেন। বলা হয়ে থাকে যে তিনি রাজশাহীতে এসেছিলেন কুমিরের পিঠের ওপর বসে। শাহ মখদুম (রঃ) এর মাজারের পাশের দীঘিতে অনেক কুমির আছে।

মীরন শাহ লক্ষ্মীপুর জেলার কাঞ্চনপুরে এবং মখদুম শাহ কাঞ্চনপুরের সন্নিকটে শ্যামপুরে স্ব স্ব খানকাহ প্রতিষ্ঠা করেন। পরে তিনি তাঁর সঙ্গী সৈয়দ শাহ আববাস, সৈয়দ দিলাল বোখারী, শাহ সুলতান এবং শাহ করম আলীকে নিয়ে বাঘায় চলে যান (রাজশাহী জেলার চারঘাট থানায়)। প্রচলিত কাহিনী অনুসারে চিশতিয়া তরিকার একটি উপদলের দরবেশদের মতো তিনি তাঁর মুখমন্ডল একটুকরা কাপড় দিয়ে ঢেকে রাখতেন এবং এজন্য তাঁকে রূপস বলা হতো। শীঘ্রই তাঁর আবাসস্থল বাঘার নামকররণ করা হয় মখদুমনগর।

৬৮৭ হিজরিতে (১২৮৮ খ্রিস্টাব্দে) শাহ মখদুম রূপস বাঘা হতে রামপুর বোয়ালিয়ায় চলে আসেন। এখানে তাঁর আগমনের সাথে অনেক অলীক কাহিনী এবং তাঁর কারামত সম্পর্কে অনেক কিংবদন্তি প্রচলিত আছে। তিনি ওই এলাকার অত্যাচারী তান্ত্রিক রাজাকে পরাজিত ও নিহত করে শাহ তুরকান শহীদ হত্যার প্রতিশোধ গ্রহণ এবং জনগণকে রাজার অত্যাচার হতে রক্ষা করেন।

শাহ মখদুম তাঁর সঙ্গীদেরকে পার্শ্ববর্তী স্থানসমূহে ইসলাম প্রচারের জন্য প্রেরণ করেন। তাঁরা বিভিন্ন স্থানে খানকাহ প্রতিষ্ঠা করেন। রাজশাহীর বিভিন্ন স্থানে তাঁদের মাজার রয়েছে। সৈয়দ শাহ আববাস, সৈয়দ দিলাল বুখারী, শাহ সুলতান এবং শাহ করম আলীর মাজার যথাক্রমে বাঘা, দিলালপুর, সুলতানগঞ্জ ও বিড়ালদহে রয়েছে।

প্রায় সিকি শতাক ধরে শাহ মখদুম বরেন্দ্র অঞ্চলে ইসলাম প্রচার করে ৭১৩ হিজরির (১৩১৩ খ্রিস্টাব্দ) ২৭ রজব ইন্তেকাল করেন। রাজশাহী সরকারি কলেজের কাছে দরগাহ পাড়ায় তাঁর মাজার রয়েছে। জনৈক আলীকুলী বেগ তাঁর কবরের উপর ১০৫৪ হিজরিতে (১৬৪৪ খ্রিস্টাব্দ) একটি ক্ষুদ্র একগম্বুজ বিশিষ্ট বর্গাকার সমাধিসৌধ নির্মাণ করেন। সমাধিসৌধের দরজার উপরে লাগানো শিলালিপিতে দরবেশের নাম সৈয়দ সনদ শাহ দরবেশ বলে লিখিত রয়েছে।

প্রতি বছর ১০ মহররম শাহ মখদুমের দরগায় একটি মেলা অনুষ্ঠিত হয়। ওই দিন তাজিয়া বের করা হয় এবং লাঠি খেলা ও নকল তলোয়ার দিয়ে যুদ্ধের মহড়া অনুষ্ঠিত হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একটি ছাত্রাবাস এ দরবেশের নামে রাখা হয়েছে।

কিভাবে যাবেন

ঢাকা থেকে রাজশাহীর দূরত্ব ২৬১ কিলোমিটার। রাজশাহীতে যোগাযোগ ব্যাবস্থা খুবই উন্নত। এখান থেকে সারা দেশে সড়ক, রেল, নৌ ও আকাশ পথে যাতায়াত করা যায়। রাজশাহী শহরে চলাচলের জন্য আপনি রিকশা ট্যাক্সি ক্যাব, অটো রিকশা, ও ঘোড়ার গাড়ি পাবেন।

রাজশাহীতে দুটি আন্তঃনগর বাস টার্মিনাল আছে যেখান থেকে রাজধানী ঢাকাসহ সারাদেশের উদ্দেশে এসি এবং নন এসি বাস চলাচল করে। রাজশাহী থেকে সড়ক পথে ঢাকা পৌছাতে ৫ থেকে ৬ ঘণ্টা সময় লাগবে।
বাংলাদেশ রেলওয়ের পশ্চিম জোনের সদর দফতর এই জেলায় অবস্থিত। ঢাকা থেকে রাজশাহীতে “সিল্ক সিটি এক্সপ্রেস”, “পদ্মা এক্সপ্রেস” ও “ধুমকেতু এক্সপ্রেস” চলাচল করে। এছাড়াও রাজশাহী থেকে খুলনা ও দেশের অন্যান্য প্রান্তে আন্তঃনগর, মেইল ও লোকাল ট্রেন চলাচল করে।

ইসলামী সাধক হযরত শাহ মখদুম (রঃ) এর নামে নামকরন করা বিমানবন্দরটি রাজশাহী শহর থেকে সামান্য দূরে অবস্থিত। এখানে ঢাকা এবং সৈয়দপুর থেকে অভ্যন্তরীণ রুটে বিমান চলাচল করে। সংগৃহীত
সূত্রঃ Google,

প্রিয় কবি কাজী নজরুল ইসলাম এর নবীপ্রেম।রাসুলে পাক ﷺ'র শানে কালে কালে বিভিন্ন ভাষায় কত কাসিদা, কবিতা, নাত, প্রবন্ধ লিখা হ...
05/25/2021

প্রিয় কবি কাজী নজরুল ইসলাম এর নবীপ্রেম।

রাসুলে পাক ﷺ'র শানে কালে কালে বিভিন্ন ভাষায় কত কাসিদা, কবিতা, নাত, প্রবন্ধ লিখা হলো— যার কোন হিসেব নেই। বাংলা সাহিত্যে রাসুল ﷺ'র শানে সবচেয়ে বেশি শব্দচয়ন যিনি করেছেন— তিনি হলেন আশেকে রাসুল ﷺ সুফি কবি কাজী নজরুল ইসলাম।

একবার কোন এক প্রসঙ্গে ইব্রাহীম খাঁ এর সাথে আলোচনার সময় কবি বলেছিলেন, " আমার শ্রেষ্ঠতম গুরু সেই হযরত মুহাম্মদ ﷺ'র কথা মনে করুন, তিনি মেরাজে গেলেন, কিন্তু ধরার ধুলিকে ভুললেন না— ফিরে এলেন"।

রসূলে পাক ﷺ'র আগমনে আসমান-জমিন সহ সকল সৃষ্টি আনন্দে আত্নহারা— কবিও আনন্দে লিখলেন, "তোরা দেখে যা আমেনা মায়ের কোলে..."।

সকল মাখলুকাতের আনন্দ প্রকাশে কবি লিখলেন, "কুল মাখলুকে আজি ধ্বনী উঠে, কে এলো ঐ
কালেমা শাহাদাতের বাণী ঠোটে, কে এলো ঐ..."।

আরো লিখলেন, "ত্রিভূবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়, আয়রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়..."।

রাসুলে পাক ﷺ'র প্রেমে বিভোর হয়ে কবি লিখলেন,"তৌহিদেরই মুর্শিদ আমার মুহাম্মদের নাম..."।

প্রেমের আক্ষেপ নিয়ে গাইতেন, "মুহাম্মদের নাম জপেছিলি বুলবুলি তুই আগে, তাই কিরে তোর কন্ঠের গান এমন মধুর লাগে..."।

রাসুল ﷺ'র কদম মুবারক বুকে নেওয়ার আকুতি নিয়ে লিখলেন, "আমি যদি আরব হতাম মদিনারই পথ...."।

মদিনায় যাওয়ার আকুতি নিয়ে লিখলেন, "মনে বড় আশা ছিল যাব মদিনায়, আয় মরুপারের হাওয়া,নিয়ে যারে মদিনায়..."।

প্রিয়নবী ﷺ'র প্রশংসায় গাইতেন, " মুহাম্মদ মুস্তফা সাল্লে আলা, তুমি বাদশারই বাদশাহ কামলিওয়ালা..."।

উপরের পংক্তিগুলো দেখেই বুঝা যাচ্ছে তিনি কেমন আশেকে রাসুল ﷺ ছিলেন। এছাড়াও তিনি অগণিত শব্দ চয়ন করেছেন রাসুলে পাক ﷺ'র শানে।

আজ ২৪ মে প্রিয় কবি কাজী নজরুল ইসলাম ধরার বুকে এসেছিলেন। আল্লাহ পাক প্রিয় কবির মাকাম বুলন্দ করুক এবং আমাদেরকে প্রিয়নবী ﷺ'র আশেক তথা প্রেমিক হিসেবে কবুল করুক। আমিন।

গাজী বুরহান উদ্দীনের মাজার। সিলেট বিভাগের প্রথম মুসলমান বুরহান উদ্দীনের সমাধী। সিলেট শহরের দক্ষিণ পূর্ব সীমান্তে সুরমা ন...
05/17/2021

গাজী বুরহান উদ্দীনের মাজার।

সিলেট বিভাগের প্রথম মুসলমান বুরহান উদ্দীনের সমাধী। সিলেট শহরের দক্ষিণ পূর্ব সীমান্তে সুরমা নদীর তীরে এ মাজার অবস্থিত। সিলেট পৌরসভার আওতাধীন কুশিঘাট এলাকায় গাজী বুরহান উদ্দীনের ঐতিহাসিক বাড়িতেই তার সমাধী বা মাজারের অবস্থান। শ্রীহট্ট (আধুনা সিলেট) অঞ্চলে বসবাসকারী খ্রিস্টিয় দ্বাদশ শতাব্দির প্রথম মুসলমান পরিবারের স্মৃতি বিজড়িত এ স্থানটি সিলেটের অন্যতম পূণ্য তীর্থ হিসেবে পরিচিত।[১][২] প্রাচীন শ্রীহট্টের গৌড় রাজ্যের রাজা গৌড়-গোবিন্দের অত্যাচারে নিহত গাজী বুরহান উদ্দীনের ছোট শিশু গুলজারে আলমের মাজার বা সমাধি সহ এখানে আরো কয়েকটি মাজার পরিলক্ষিত হয়। উক্ত মাজার গুলোকে কেন্দ্র করে এখানে প্রতি দিন শত শত দেশ-বিদেশী দর্শনার্থীর আগমন ঘটে।

গাজী বুরহান উদ্দীনের মাজার

05/11/2021

হযরত মাওলা আলী (আঃ) এর পবিত্র রওজা মোবারক।
#সুবহানাল্লাহ

হযরত আব্দুল্লাহ্ ইবনে রাওয়াহা(রঃ)উনার পবিএ মাজার শরীফ।        অবস্থান-আম্মান,জর্ডান
05/10/2021

হযরত আব্দুল্লাহ্ ইবনে রাওয়াহা(রঃ)
উনার পবিএ মাজার শরীফ।
অবস্থান-আম্মান,জর্ডান

হযরত শেখ ফকির সাহেব অলিউল্লাহ (রহঃ) মাজার শরীফঅবস্হান-দেহিঅলে শরীফ,, শ্রিলংকা।
05/06/2021

হযরত শেখ ফকির সাহেব অলিউল্লাহ (রহঃ) মাজার শরীফ

অবস্হান-দেহিঅলে শরীফ,, শ্রিলংকা।

নবীজি হযরত মুহাম্মাদ (সঃ) এর দন্ত (দাঁত) মোবারক শহীদ হওয়ার পর নবীজি (সঃ) -কে ভালবেসে নিজের সব দাঁত মোবারক পাথরের আঘাতে শ...
04/28/2021

নবীজি হযরত মুহাম্মাদ (সঃ) এর দন্ত (দাঁত) মোবারক শহীদ হওয়ার পর নবীজি (সঃ) -কে ভালবেসে নিজের সব দাঁত মোবারক পাথরের আঘাতে শহীদ করেছেন হযরত ওয়াইজ উদ্দিন ওয়াইজকুরুনী (রঃ)। ওনার পবিত্র মাজার শরীফ।

হযরত ইমাম শাফি(রহঃ)উনার পবিএ মাজার শরীফ।
04/27/2021

হযরত ইমাম শাফি(রহঃ)
উনার পবিএ মাজার শরীফ।

04/25/2021

" যার তাজা রক্ত মুবারকের ফলে
আমরা আজ সুন্নিয়ত পেয়েছি
তিনিই ইমাম শেরে বাংলা (রহঃ)"
#আজ গাজীয়ে দ্বীনে মিল্লাত, ইমামে আহলে সুন্নাত, আশেকে রাসূল (ﷺ), হযরত আল্লামা গাজী সৈয়্যদ আজিজুল হক (শেরে বাংলা) (রহ:)'র ৫৩তম পবিত্র ওরশ শরীফ।

Address

Falls Church, VA

Alerts

Be the first to know and let us send you an email when MD Abdul Ali posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to MD Abdul Ali:

Share