S.A. MONIR KHAN

S.A. MONIR KHAN ♥️লা ইলাহা♥️ ইল্লাল্লাহু♥️ মুহাম্মাদুর রাসুলুল্লাহ।♥️
Hi This S.A.MONIR KHAN Iam a Digital Creator I have a youtube channel please follow me.

06/18/2025
06/13/2025
05/25/2025

একটা অনুরোধ, জনাব ওয়াকার স্যার .....

জেনারেল ওয়াকার স্যার,
আপনার কাজের মাধ্যমে আপনি অমর হয়ে থাকতে পারেন। ইতিহাসে জায়গা করে নিতে পারেন সত্যিকারের একজন ‘জনতার জেনারেল’ হিসেবে। শুধু কিছু ভালো কাজ করুন—মানুষ তখন আপনার অতীত ভুলে যাবে, ক্ষমা করে দেবে।

আপনার কাছে আমাদের বিনীত অনুরোধ,
ড. ইউনূসের সঙ্গে বসুন।
একটা গ্রহণযোগ্য নির্বাচনের রোডম্যাপ তৈরি করুন।
একটা কথা দিন জাতিকে—নির্বাচন সুষ্ঠু হবে, সেনাবাহিনী মাঠে থাকবে, নিরপেক্ষ থাকবে।

এই দেশের ছিনতাই , অপরাধ ,চাঁদাবাজি, টেন্ডারবাজি—এইসব বন্ধ করা আপনাদের একদিনের কাজ।
যেই অন্যায় করবে, সে যেই দলের হোক—সমন্বয়ক, বিএনপি, জামাত—কাউকেই ছাড় দেয়া হবে না।
এটাই তো আমাদের চাওয়া।

আপনি যদি বলেন, “এসব আমাদের কাজ না”,
তাহলে আমাদের জিজ্ঞাসা—আপনাদের কাজ কী?
আপনাদের ৫৭ জন অফিসার ভাই যখন একের পর এক হারিয়ে গেলেন,
আপনারা কিছুই করলেন না।
ওই ভাইদের রক্ষা করা তো আপনার ঈমানী দায়িত্ব ছিল, স্যার!

আর দুর্নীতিবাজদের ক্যান্টনমেন্টে আশ্রয়—
খাওয়ানো, ঘুমানোর সুযোগ—
এই কাজ কি সেনাবাহিনীর পবিত্র দায়িত্বের মধ্যে পড়ে?
ছাত্র আর সাধারণ জনগণের উপর গু*লি চালানো—
এটাও কি ছিল সেনাবাহিনীর সত্যিকারের দায়িত্ব?

স্যার, যেহেতু কিছু খারাপ কাজ করেই ফেলেছেন,
এবার যদি কিছু ভালো কাজ করেন, সমস্যা কোথায়?
ভাল কাজে চাপা পরে যাবে মন্দ কাজগুলো । জাতী ক্ষমা করে মাথায় তুলে রাখবে আপনাদের ।

প্লিজ তিন বাহিনী একসাথে বলেন—
“আমরা ড. ইউনূসের পাশে আছি, দেশের পক্ষে আছি।”
বুকে পাথর বেঁধে একটা ভালো কাজ করুন না স্যার!
দ্রুত সংস্কার শেষ করে, একটা সুন্দর, সুশৃঙ্খল নির্বাচনের ব্যবস্থা করুন।
সহযোগিতা করুন, পাশে থাকুন।

আপনার পরিবার নিশ্চয়ই আপনাকে বলেন—
“এই কাজটা ঠিক না, বাবা।”
আপনি কি চান না, তারা গর্ব করে বলুক—
“আমার বাবা দেশের ভবিষ্যৎ বদলে দিয়েছেন”?

ভালো কাজ করে আপনি অতীতের সব দুর্নাম মুছে দিতে পারেন।
সুনাম কামাই করতে পারেন।
ইতিহাসে স্থান করে নিতে পারেন—জেনারেল ওয়াকার নামে।

আপনি এমন কিছু করুন, যেন ড. ইউনূস একদিন বলতে বাধ্য হন—
“ওয়াকার আমার সঙ্গে ছিলেন, দেশের পক্ষে ছিলেন।”
ভালো কিছুর সঙ্গে থাকলে সমস্যা কোথায়, জনাব ওয়াকার?

জীবন একটাই।
সুযোগ বারবার আসে না।
আপনার মন কি বলে না,
আবু সাঈদ, মুগ্ধ—ওদের মতো ইতিহাসে নাম লিখাতে ?

আপনার চাকরির মেয়াদ প্রায় শেষ।
আপনি তো নামাজ-রোজা করেন, ধর্মপ্রাণ মানুষ।
দেশটাকে নিরপেক্ষ করে দিয়ে যান,
এটাই আপনার শেষ দায়িত্ব।

মন্দ কাজের সময় তো কাউকে জিজ্ঞাসা করেননি,
“এটা আমাদের কাজ কিনা?”
তাহলে ভালো কাজের আগে কেন আইন খুঁজতে হবে?

আপনি নামাজে ইমামতি করেছেন—
এটাও একটা ইতিহাস।
দেশটাকে সোজা করে দিন—
আরেকটা ইতিহাস গড়ে তুলুন।

একবার ভাবুন স্যার,
যে হাসনাতকে কেউ চিনত না, আজ সে নায়ক।
আপনি যদি ভালো কিছু করেন,
মানুষ একদিন রাস্তায় নেমে আপনাকে প্রধানমন্ত্রী বানাতে চাইবে।
অসম্ভব কিছু না।
শুরুটা এভাবেই হয়।

প্রত্যেক মানুষের জীবনে ভুল থাকে।
ভুল থেকে শিক্ষা নিন।
আপনি ঘোষণা দিন—
সেনাবাহিনী ক্ষমতা নেবে না,
কিন্তু কারও কোন অন্যায়কে সহ্যও করবে না।

সরকারকে সহায়তা করুন,
কিন্তু সরকারের কেউ যদি অন্যায় করে—তাকে ছাড় দেবেন না।

বিশ্বাস করুন, ওয়াকার স্যার—
আপনি পারেন জনগণের নয়নের মনি হতে।
আপনার হাতে ক্ষমতা আছে—
সেই ক্ষমতাটা দেশের ভালোতে কাজে লাগান।

আপনার বাহিনীর অনেক অফিসার আজ বিভক্ত।
আপনি এই ভাল পথে হাঁটলে,
তারা জীবন দিয়ে দেবে আপনার আদর্শ রক্ষায়।

প্লিজ স্যার,
দেশটাকে ঠিক করে দিয়ে যান।
আর ভুল নয়।
সুযোগ এসেছে—
সেই সুযোগটা কাজে লাগান।

আপনি কল্পনাও করতে পারবেন না ,
আপনার জন্য কি অপেক্ষা করছে ভবিষ্যতে ।
আপনি চাইলে সবাইকে অচল করে দিয়ে
চালকের আসনে বসতে পারেন ,
ভাল কিছুর জন্য ,
দেশের জন্য ,
জনগণের জন্য ।
ভাল কাজে ভয় কিসের স্যার ।
প্লিজ সুযোগটা কাজে লাগান ,
অমর হয়ে থাকুন ইতিহাসের পাতায় ।
#বাংলাদেশ

05/25/2025
05/25/2025

মাননীয় প্রধান উপদেষ্টার সাথে আজ আমরা National Citizen Party - NCP'র প্রতিনিধিদল যে ৫টি বিষয় নিয়ে আলোচনা করেছি:

১। জুলাই গণঅভ্যুত্থানের শহীদ পরিবার ও আহতদের পুনর্বাসনের কাজ ধীরে এগোচ্ছে। সঞ্চয়পত্র ও মাসিক ভাতাসহ সকল প্রতিশ্রুত সহায়তা দ্রুততম সময়ে বাস্তবায়নে পদক্ষেপ নেওয়া।

২। শেখ হাসিনার আমলে হওয়া সকল জাতীয় ও স্থানীয় নির্বাচনকে অবৈধ নির্বাচন হিসেবে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা।

৩। আওয়ামী লীগ নিষিদ্ধের আন্দোলনে জুলাই ঘোষণাপত্রের দাবি ছিল। সরকার প্রতিশ্রুতি দিয়েছিল যে ৩০ কার্যদিবসের মধ্যে জুলাই ঘোষণাপত্র জারি হবে। সেই ঘোষণাপত্র তৈরির অগ্রগতি সম্পর্কে আলোচনা।

৪। নির্বাচন কমিশন পুনর্গঠন করে দ্রুত স্থানীয় সরকার নির্বাচন আয়োজন করা।

৫। সংস্কার, বিচার, গণপরিষদ ও আইনসভা নির্বাচনের সুনির্দিষ্ট পরিকল্পনা প্রণয়ন।

05/24/2025

অন্তর্বর্তী সরকারের প্রধান তিনটি দায়িত্ব—নির্বাচন, সংস্কার ও বিচার—পালনে বাধা সৃষ্টি করা হলে জনগণকে সঙ্গে নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে উপদেষ্টা পরিষদ।

05/24/2025

Address

Fishkill, NY

Alerts

Be the first to know and let us send you an email when S.A. MONIR KHAN posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to S.A. MONIR KHAN:

Share