News Story - বাংলা

News Story - বাংলা Where Stories Shape Reality 📰✨
Bringing you news beyond the headlines. Join the journey. "

07/05/2025

মিথ্যাই কি বিএনপির আসল অস্ত্র।

07/04/2025

বিএনপির কর্মিরা যখন প্রাণ নিয়ে দৌড়ে বেড়াতো, গুম হতো, নির্বিচার ক্রস-ফায়ারে মারা যেতো - সেইসময় গুলোতে আমি এমন ভিডিও বানাতাম। বিএনপির যেই কর্মীরা সমর্থকেরা যেই উন্মত্তের মতো আচরণ করছে আজকে ক্ষমতার কাছাকাছি পৌঁছে, তাদের তখন দেখা যেতোনা।

আমি বিএনপি না করেও সেই দাহকালে বিএনপির পাশে দাঁড়িয়েছিলাম। যখন বিএনপি মজলুম ছিলো। এই ভিডিও আমি বিএনপির নেতা কর্মীদের দেখার জন্য দেইনি। আমি তাদের জন্য দিয়েছি, যারা বিএনপি করেন না। তাদের দেখার জন্য দিয়েছি যে, আদৌ এই দলকে আপনারা বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় দেখতে চান কিনা?

এদের চোখ উল্টাইতে এক মুহুর্ত লাগে না। এরা রাজনীতি বুঝে না। এরা বুঝে দাসত্ব। যারাই এদের দাস নয়, তাদের উপরে এরা ঝাপিয়ে পড়ে নেকড়ের মতো জিঘাংসা নিয়ে।

সেইদিন যেমন কর্ণফুলীকে সাক্ষী রেখেছিলাম। আজকেও আপনাদের সাক্ষী রাখছি আর শপথ নিচ্ছি, এই দুর্বিনীত রাজনৈতিক চর্চাকে কোনভাবেই বাংলাদেশের মাটিতে খুঁটি গাড়তে দেবোনা।

07/02/2025

সংখ্যানুপাতিক নির্বাচন ভালো নাকি মন্দ?

07/02/2025

সংখ্যানুপাতিক নির্বাচনের আইডিয়া নিয়ে আসবে আজকের ভিডিও। একটু অপেক্ষা করেন। ট্রেলার দেখেন। 😃😃😃

07/02/2025

ছাত্র-জনতাকে হ😵ত্যা-র বৈধতা ✅ উৎপাদন করেছিলো মাহফুজানন্দ পোভুপাদ 💨 AKA জাউড়ার জাউড়া 👹।

07/01/2025

Best Video for July 🫡🫡

07/01/2025

😍😍

07/01/2025

জুলাই ২০২৪ এর অন্যতম যোদ্ধা শিল্পী দেবাশিস চক্রবর্তী সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অনুরোধে জুলাই কোমেমোরেশন প্রোগ্রামের অংশ হিসেবে দশটি পোস্টার এঁকেছেন। এই দশটি পোস্টারে ফুটে উঠবে কেন জুলাই অনিবার্য হয়ে উঠেছিল এবং জুলাইয়ে কী ঘটেছিল। প্রতিদিন ধারাবাহিকভাবে একটি করে পোস্টার প্রকাশ করা হবে। আজকে জুলাইয়ের প্রথম পোস্টারটি প্রকাশ করা হলো।

আমরা জিতবো ইনশাআল্লাহ
07/01/2025

আমরা জিতবো ইনশাআল্লাহ

06/30/2025

আবু সাঈদকে নিয়ে কটুক্তি করা স্কুল ছাত্র একজন মুজিব হতে পারবে। ১৮ বছর বয়সে সে ক্লাস টেনে পড়ে। শাবাস। সোহরাওয়ার্দীর বডি গার্ডও এমন ছিলো মনে হয় বাইশ বচ্ছরে মেট্রিক পাশ দিছিলো।

কিন্তু আবু সাঈদ তো তারে কিছু বলে নাই, কিছু করেও নাই বীরের মতো শহীদ হইছে। তারে নিয়া কটুক্তির কী আছে? মানে কেন সে শহীদ হইলো? কেন সে আন্দোলনে গেলো? কেন এমনভাবে শহীদ হইলো যে সারা দেশে আগুন জ্বইলা গেলো? এইটাই আবু সাঈদের দোষ?

এই পোলারে তো রিহ্যাবে পাঠানো দরকার। সে মেন্টালি সিক। অবশ্য সব আওয়ামী লীগারেরাই মেন্টালি সিক। এদের জন্য দুইটা থেরাপি, একটা রিহ্যাব আরেডা তো আপনারা জানেনই।

06/30/2025

BIG BREAKING 👇👇
চুপ্পু আউট,কে হচ্ছেন নতুন রাষ্ট্রপতি?

06/30/2025

চুপ্পু যাইতেছে, কে হইতেছে নতুন প্রেসিডেন্ট?
উত্তর পাইতে একটু অপেক্ষা করেন

Address

Florida City, FL

Telephone

+8801707843607

Website

Alerts

Be the first to know and let us send you an email when News Story - বাংলা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to News Story - বাংলা:

Share