
09/24/2025
একজন নারীর আর্থিক স্বনির্ভরতা শুধু টাকার জন্য নয়—এটা সম্মান, আত্মমর্যাদা এবং স্বাধীনতার জন্য। যখন তুমি নিজে দাঁড়াতে পারো, তখন অন্যের ওপর নির্ভর করতে হয় না নিজের মূল্য বোঝাতে। মনে রেখো, টাকা আসবে যাবে, কিন্তু জীবনের আসল ভিত্তি হলো সম্মান—যা কখনোই বিসর্জন দেওয়া উচিত নয়, কোনো রকম পরিস্থিতিতেই নয়। পরনির্ভরশীলতাই মেয়েদের বাধ্য করে বিভিন্ন রকম অন্যায় পরিস্থিতিকে মেনে নিতে।
A woman’s financial independence is not just about money—it’s about dignity, self-respect, and freedom. When you can stand on your own feet, you don’t need to depend on anyone for your worth. Remember, money may come and go, but respect is the foundation of life—and that should never be compromised. Dependence forces women to accept unjust situations.