অপূর্ণ ইচ্ছে

অপূর্ণ ইচ্ছে Hi,
This is Sadia Hossain.Welcome to my page.

কাউকে মানসিক কষ্ট দিচ্ছেন?খুব যত্ন করে দিন, যাতে কেউ টের না পায়!তবে নিজেকেও একটু তৈরী রাখবেন ভবিষ্যতের জন্য।যে কষ্টগুলো ...
07/12/2025

কাউকে মানসিক কষ্ট দিচ্ছেন?
খুব যত্ন করে দিন, যাতে কেউ টের না পায়!
তবে নিজেকেও একটু তৈরী রাখবেন ভবিষ্যতের জন্য।
যে কষ্টগুলো আপনি দিচ্ছেন, দুনিয়াতেই তার পুরোটা না হলেও মিনিমাম এক তৃতীয়াংশ ভোগ করে যেতে হবে যে!
গোলাকার এই পৃথিবীতে আপনার দেওয়া কষ্টগুলো ঘুরেফিরে কিন্তু আপনার কাছেই ফেরত আসবে একদিন না একদিন। আপনি অনুশোচনা আর আত্মগ্লানিতে ভুগতে ভুগতে একটা সময় শেষ করে দেবেন নিজেকে, হয়তোবা আপনার সো কল্ড ইগোর জন্য ওই মানুষটার কাছে মাফও চাইতে পারবেন না!

সবারই মনে রাখা উচিত, মানুষের দীর্ঘশ্বাস খুব খারাপ জিনিস — সামনে এগোতে গেলে শিকলের মত পা জড়িয়ে টেনে ধরে। কেউ অভিশাপ না দিলেও "রুহের হায়" বলে একটা কথা আছে, ইংরেজিতে যাকে "Revenge of Nature" বলে। মানুষ ভুলে গেলেও প্রকৃতি কিছুই ভুলে না! সময়ের ব্যবধান মাত্র!!

কেউ নিজে দোষ করে উল্টা আপনাকে অপবাদ দিয়েছে, নিজের দুর্বলতা প্রকাশ পাওয়ার ভয়ে আপনার অর্জনকে ছোট দেখাল, আপনার শ্রম-সফলতার স্বীকৃতি দিল না, ক্ষমতার দাপট দেখিয়ে ন্যায্য হিস্যা থেকে আপনাকে বঞ্চিত করেছে, কথার বাণে আপনাকে করেছে ক্ষত-বিক্ষত! করুক না!! জরুরি না যে সবকিছুর উত্তর আপনাকে এখনই দিতে হবে! কিছু উত্তর সময়ের উপর ছেড়ে দেন না! দেখেনই না কি হয়?

সবসময় আমরা বুঝে উঠতে পারি না, ঠিক কোন অপরাধের শাস্তি আমরা পাচ্ছি৷ কাউকে কষ্ট দিয়ে, অপমান করে, কাঁদিয়ে, কথা দিয়ে বেমালুম ভুলে যাই আমরা, কিন্তু প্রকৃতি ভোলে না, প্রকৃতি ক্ষমা করে না!

এই মুহূর্তে আপনি যার সাথে ইচ্ছাকৃতভাবে অন্যায় করে নিজেকে জয়ী ভেবে বেশ ফুরফুরে মেজাজে আছেন, মনের আনন্দে ঘুরে বেড়াচ্ছেন, সে হয়তো প্রতিবাদ করবে না, কিন্তু তার নীরবতা, কষ্ট থেকে আসা দীর্ঘশ্বাস আপনার সাথে বোঝাপড়াটা সঠিক সময়ে করে নিবে। কারণ মহান সৃষ্টিকর্তা কাউকে ঠকান না। তিনি কারোর একার না। তিনি সবার।
বি:দ্রষ্টব্য লেখাটি কপি পেস্ট করা 🥴

এখানে একটা বিড়াল আছে, ওটা খুঁজে বের করো। ওটা খুঁজে পেতে আমার ১ মিনিট সময় লাগছে !!!
06/01/2025

এখানে একটা বিড়াল আছে, ওটা খুঁজে বের করো। ওটা খুঁজে পেতে আমার ১ মিনিট সময় লাগছে !!!

05/08/2025

প্রতিদিন অফিস এ যাওয়ার সময় দেখি, একজন ভদ্র মহিলা নোহা গাড়ীর পিছনের ঢালা ওপেন করে থ্রি পিস, ওড়না এসব বিক্রি করেন।

উত্তরা আজমপুর রেল গেট পার হলেই দেখা যায় তিনি ক্রেতাদের সাথে ব্যস্ত সময় পার করছেন।

ওনার সাথে কথা বলার কৌতূহল থাকলেও ওনার ব্যস্ততার কারণে সেই সুযোগ হয় না।

আজকে অবশেষে কথা বলার সুযোগ হলো, জানতে পারলাম অনেক কিছু।
ওনি ওই জায়গাতে কাপড় বিক্রি করার কারণ হলো, ওখানে একটা স্কুল আছে, চাইল্ড হ্যাভেন ইন্টারন্যাশনাল স্কুল।

ওই স্কুলে তার একটা ছেলে পড়ে, ছেলেকে স্কুলে নিয়ে আসেন এবং এই সময়টাতে তিনি কাপড় বিক্রি করেন।

অনেক ভাবিরা কিন্তু শরমে শেষ হয়ে যেতো। মনে আছে আমিও আমার স্কুলে, আমাদের গাছের পেয়ারা বিক্রি করতে নিয়ে যেতাম। এটা কিছুটা চ্যালেঞ্জিংও বটে।
রিপা আপুকে নিয়ে লেখার কারণ হলো, ওনারা বেশ স্বচ্ছল, ওনাদের এই গাড়ীটা ছাড়াও আরো ২ টা গাড়ী আছে। রিপা আপু জানালো ছেলেদের পড়াশোনা সংসারের খরচ মিলে মাসে লাখ টাকা ছাড়িয়ে যায়।
আর এটা ওনার কাপড় বিক্রির টাকা থেকেই উঠে আসে।
কি দারুণ তাই না?

আমাদের প্রজন্মের সবাই ছুটছি চাকরির পিছনে, চাকরি করে কত টাকা পাই? আজকে ২০ টাকা বাঁচানোর জন্য তিন কিলোমিটার হেঁটে বাসায় আসলাম।

© সার্জেন্ট জুয়েল

😋😋
05/08/2025

😋😋

05/08/2025

Address

Georgetown, TX

Alerts

Be the first to know and let us send you an email when অপূর্ণ ইচ্ছে posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category