
05/21/2025
উত্তম স্ত্রী ও সন্তানের জন্য দোয়াঃ- رَبَّنَا هَبْ لَنَا مِنْ أَزْوَاجِنَا وَذُرِّيَّاتِنَا قُرَّةَ أَعْيُنٍ وَاجْعَلْنَا لِلْمُتَّقِينَ إِمَامًا
সুরা আল-ফুরকান (২৫:৭৪)
উচ্চারণ: রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া ধুররিয়্যাতিনা কুররাতা আয়ুনিন ওয়াজ’আলনা লিলমুত্তাকীনা ইমামা।
অনুবাদ: “হে আমাদের পালনকর্তা, আমাদের স্ত্রীদের পক্ষ থেকে এবং আমাদের সন্তানের পক্ষ থেকে আমাদের জন্য চোখের শীতলতা দান কর এবং আমাদেরকে মুত্তাকীদের নেতা বানিয়ে দাও।”