
05/30/2025
বাংলাদেশ জাতীয়তাবাদী দল জর্জিয়ার উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর ৪৪তম শাহাদাৎ বার্ষিকী পালন। তারিখঃ ৩০ মে ২০২৫।
স্থানঃ [Zamzam Restaurant 5432 Buford Hay NE,Doraville GA 30340]
সময়ঃ [সন্ধাঃ৮ টা]
⸻
💌 আমন্ত্রণ পত্র
সম্মানিত - বাংলাদেশ জাতীয়তাবাদী দল জর্জিয়া যুক্তরাষ্ট্র পরিবারের সকল ভাই ও বোনেরা _____________,
আমরা গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করছি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের ঘোষক, বীর সেনানী, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে- ওনার ৪৪তম শাহাদাৎ বার্ষিকী পালন উপলক্ষে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জর্জিয়ার উদ্যোগে মরহুম এর আত্মার মাগফিরাত কামনা ও শ্রদ্ধা নিবেদন করতে একটি স্মরণসভা, দোয়া মাহফিল ও ওনার জীবনীর উপর আলোচনা সভার আয়োজন করা হয়েছে । আপনার উপস্থিতি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই মহতী আয়োজনে আপনাকে সপরিবারে আমন্ত্রণ জানাচ্ছি।
নাহিদুল খান সাহেল
(সভাপতি)
মোঃ মামুন শরিফ
(সাধারণ সম্পাদক)
⸻
“আমরা জিয়ার সৈনিক – দেশ রক্ষায় প্রস্তুত”