Dina's Artistic Ventures

Dina's Artistic Ventures Welcome to the world of boundless Inspiration where dreams take flight & possibilities are limitless!

Desher notun rajakar der india patay dewa dorker noile abar desh roshatole dubbe Already dube ache
08/23/2024

Desher notun rajakar der india patay dewa dorker noile abar desh roshatole dubbe
Already dube ache

07/18/2024

True fighters are real heroes, they don't need any kind of pity. They possess the strength and ability to overcome challenges on their own.

দু'জন মানুষ পৃথিবীতে একসাথে বছরের পর বছর একই ছাঁদের নীচে থাকার জন্য সবচেয়ে বেশী প্রয়োজন পারস্পরিক সম্মান.. এই সম্মান নাম...
07/14/2024

দু'জন মানুষ পৃথিবীতে একসাথে বছরের পর বছর একই ছাঁদের নীচে থাকার জন্য সবচেয়ে বেশী প্রয়োজন পারস্পরিক সম্মান.. এই সম্মান নামক শব্দ টা শুধু মাত্র বয়সে যে বড় তার জন্যই প্রাপ্য নয়..মনে রাখবেন আপনি আপনার স্ত্রী কে যদি সম্মান না করতে জানেন তাহলে কখনোই আশা করতে পারেন না আপনার সন্তান আপনাকে নুন্যতম সম্মান করবে...তাই আপনার স্ত্রী আপনার বয়সে কম এই দোহায় দিয়ে নিজেকে সবসময় সবজান্তা ভেবে তাকে ডমিনেট করবেন আর সুখী সংসার আশা করবেন তা কখনো সম্ভব নয়!🙂

যে মানুষ টা বছরের পর বছর নিজের ক্যারিয়ার বিসর্জন করে আপনার সংসার করে যাচ্ছে সে নিজের জন্য নয় আপনার জন্য জীবনের গতিপথ পরিবর্তন করেছে...তাই মনে রাখবেন আপনার স্ত্রী কে ছোট করে আপনাকে তৈল মর্দন করা মানুষ গুলো কখনোই আপনার শুভাকাঙ্ক্ষী হতে পারে না.... তাই বয়সে নয় আগে মানুষিক ভাবে প্রাপ্ত বয়স্ক হোন তারপর বিয়ের জন্য লাফালাফি করুন।🙂

মনে রাখবেন আপনি আর আপনার স্ত্রী এই দুজন ঠিক তো দুনিয়া ঠিক..তাই অনেক বেশী রিসার্চ করার দরকার নাই জাস্ট সংসারের শুরু থেকে শেষ দিন অব্দি চোখ এবং কান পরস্পরের প্রতি স্থির রাখুন... দেখবেন হাজার হাজার সমস্যার ভীরেও আপনারাই সত্যিকারের সুখী দম্পতি 🙂।

-copy from rj udoy

মিডল ক্লাস মানুষের জন্য একটা ইজি  process  হলো দেশ থেকে বাইরে চলে যাওয়া। বাইরে বেশির ভাগ মানুষই মিডল ক্লাস। সেখানে মিডল ...
07/10/2024

মিডল ক্লাস মানুষের জন্য একটা ইজি process হলো দেশ থেকে বাইরে চলে যাওয়া।
বাইরে বেশির ভাগ মানুষই মিডল ক্লাস। সেখানে মিডল ক্লাস লাইফ বেশ কম্ফোর্টেবল, গাড়ি বাড়ি কিনা সেখানে কোন বিগ ডিল না। উন্নত বিশ্বে ডিফল্ট লাইফও বাংলাদেশের মিডল ক্লাস লাইফ থেকে ফার ফার বেটার।
কিন্তু সমস্যাটা অন্যখানে। এই উন্নত জীবনটা বেশির ভাগ ক্ষেত্রেই আপনাকে একা ভোগ করা লাগবে। আপনার বাপ মা ভাই বোন দেশের নরকেই থাকবে।
মিডল ক্লাস সেন্টিমেন্টের ফ্যামিলি ভ্যালু নিয়ে বড় হওয়া যে কেউই তখন একটা অদ্ভুত গিল্টে ভোগে। সুইস আল্পে কফিতে চুমুক দিয়ে ইন্সটাগ্রাম স্টোরি দিতে প্রথম সেকেন্ডে ভাল লাগলেও, দ্বিতীয় সেকেন্ডে মনে হবে আমার আম্মা এইখানে থাকলে ভাল হইত।
থার্ড ওয়ার্ল্ড কানট্রিতে জন্ম নেয়ার মত অভিশাপ আর হয়না। আমার দেশ বদলে দেয়ার মত বড় বড় হ্যাডমওলা স্বপ্ন নাই। আমি জাস্ট বাপ মা ভাইদের নিয়ে এক সাথে একটা সুস্থ স্বাভাবিক নরমাল জীবন চাচ্ছিলাম। যেখানে জীবনের পাঁচটা ব্যাসিক নিড খুব স্বাভাবিক ভাবে ফুলফিল্ড হবে।
Is it too much to ask?

সর্বপ্রথম ভালো দেশ গুলোতে সহজে আগুন লাগে না,লাগলেও সেটা 2 মিনিটে 5 তলা ছড়ায় না। তাই যেই কারনে আগুন লাগে সেই কারন গুলো ঠি...
03/04/2024

সর্বপ্রথম ভালো দেশ গুলোতে সহজে আগুন লাগে না,লাগলেও সেটা 2 মিনিটে 5 তলা ছড়ায় না। তাই যেই কারনে আগুন লাগে সেই কারন গুলো ঠিক করতে হবে আগুন লাগলে যাতে না ছড়ায় সেই ব‍্যবস্থা করতে হবে। এমন অনেক কিছু আছে বিদেশে যে আগুন লাগলে সেটা জ্বলতে সময় লাগে। আর বাংলাদেশে আগুনের নাম শুনলেও ব্লাস্ট হয়ে যায় কত দ‍্রুত সব জ্বলে যায়। মেইন যা দেখলাম সেটা হলো গ‍্যাস সিলিন্ডার তাই সরকারের উচিৎ এটার উপর কাজ করা New technology ব‍ের করা। আমি ভিডিও দেখে আওয়াজ করে, চিৎকার করে কান্না করছিলাম আর বলছিলাম আগুন আর বারিস না। ভিডিওতে 2 মিনিটে আগুন উপরে উঠতে দেখলাম। হায় আল্লাহ্ 🙏যাদের আপন যায় তারাই সুধু বুঝে। যারা মারা গেছে আল্লাহ্ তাদের বেহেশত নসিব করুক। আমিন।
Lekha-coyright

Address

Greenwood Village, CO

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dina's Artistic Ventures posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Dina's Artistic Ventures:

Share