12/29/2025
মিশিগানে প্রাণবন্ত আয়োজনে বাংলা প্রেসক্লাবের বার্ষিক ডিনার অনুষ্ঠিত
মিশিগানে বাংলা প্রেসক্লাবের উদ্যোগে উৎসবমুখর পরিবেশে বার্ষিক ডিনার পার্টি অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যায় ওয়ারেন শহরের আল শাহী প্যালেসে আয়োজিত এই অনুষ্ঠানে প্রেসক্লাবের সদস্যদের পাশাপাশি তাঁদের পরিবারের সদস্যরাও অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে সবাই এক টেবিলে বসে নৈশভোজ গ্রহণ করায় পারিবারিক ও হৃদ্যতাপূর্ণ পরিবেশের সৃষ্টি হয়। দীর্ঘদিন পর এমন মিলনমেলা সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ আরও দৃঢ় করে।
ডিনার অনুষ্ঠানে সাম্প্রতিক সময়ে সন্ত্রাসীদের হামলায় শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ড এবং ডেইলি স্টার ও প্রথম আলো পত্রিকার কার্যালয়ে হামলার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। সাংবাদিক নেতৃবৃন্দ এসব ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
বক্তারা বলেন, বাংলাদেশে ক্ষমতার পালাবদলের পর গণমাধ্যমে হামলা ও সাংবাদিক নির্যাতনের ঘটনা উদ্বেগজনকভাবে বেড়েছে, যা সংবাদপত্রের স্বাধীনতার ওপর সরাসরি আঘাত। এই পরিস্থিতি থেকে উত্তরণে রাষ্ট্র ও সমাজের সব পক্ষকে দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান তাঁরা।
প্রেসক্লাব সভাপতি সৈয়দ সাহেদুল হক-এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানের সঞ্চালনা করেন সেক্রেটারি তোফায়েল রেজা। এতে বক্তব্য রাখেন সিনিয়র সহ-সভাপতি সেলিম আহমেদ, সাবেক সভাপতি শামীম আহসান, চিন্ময় আচার্য্য, সাবেক সেক্রেটারি মোস্তফা কামাল, কামরুজ্জামান হেলাল, আশিকুর রহমান, বর্তমান যুগ্ম সম্পাদক সাহেল আহমেদ, সিনিয়র সদস্য কাওসার দেওয়ান, মাহফুজুর রহমানসহ প্রেসক্লাবের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে প্রেসক্লাব পরিবারের সদস্যদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়। সংগীত পরিবেশন করেন ক্লাবের কোষাধ্যক্ষ সুলায়মান আল মাহমুদ এবং কবিতা আবৃত্তি করেন সিনিয়র সদস্য মজিবুর রহমান শাহীন। মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়।
এর আগে কেক কেটে মিশিগানের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ‘সুপ্রভাত মিশিগান’-এর আট বছর পূর্তি উদযাপন করা হয়। এসময় সংক্ষিপ্ত স্বাগত বক্তব্য রাখেন পোর্টালটির সম্পাদক চিন্ময় আচার্য্য।