
03/14/2024
আমার এক বন্ধুর স্ত্রী প্রেগন্যান্ট। ভাই বললেন, তিনি সকালে উঠে ভাবীর সারাদিনের খাবারের ব্যবস্থা করে অফিসে যান। অফিস থেকে বাসায় ফিরে ইফতার, রাতের খাবার তৈরি করেন।
জিজ্ঞেস করলাম, ভাবী কি রাঁধতে পারেন না?
বললেন "রাঁধতে পারে না তা না, রাঁধতে দেই না। চুলার কাছটাতে গেলে আঁচ লাগে তো, কষ্ট হয়"।
শুনে কী যে ভালোলাগলো আমার! নারী তার শরীরের ভেতর সন্তান ধারণ করে মা হয়, আর বাবা বুঝি এভাবেই একটু একটু করে হয়ে উঠতে হয়।
পুরুষ নিয়ে শত অভিযোগ, নালিশের ভিড়ে এই ভালোলাগার গল্পটুকুও থাকুক।