09/06/2025
অনেক দিন ধরে ভ্রমণ করতে করতে আমি জানি, বাংলাদেশি পাসপোর্ট নিয়ে গেলে বাড়তি চেক সব সময়ই থাকে। কিন্তু কয়েক সপ্তাহ আগে সেশেলসে ঢোকার সময় ব্যাপারটা একটু বাড়াবাড়ি হয়ে গেল। আমাকে আর আমার স্পেন থেকে আসা এক বন্ধুকে - যে এক সাদা ব্যাটা, যার চৌদ্দ গোত্রই স্পেন থেকে - এক ঘণ্টার বেশি আটকানো হলো। সব হোটেল বুকিং এক এক করে ফোন করে চেক করল, আর শুধু আমার সেশেলস থেকে মাদাগাস্কার যাওয়ার ফ্লাইট থাকাটা তাদের যথেষ্ট মনে হয়নি। মাদাগাস্কার থেকে পরের দেশের ফ্লাইটও সঙ্গে সঙ্গে দেখাতে হবে বলল। তখনো আমি মরিশাসের ভিসার জন্য অপেক্ষা করছিলাম, তাই ওটা ছিল না। বাধ্য হয়ে তখনই মাদাগাস্কার থেকে মরিশাসের একটা টিকিট কিনতে হলো, পরে সেটা ক্যানসেল করতে হয়েছে।
আরও অদ্ভুত ছিল যে আমার ওই স্পেনের বন্ধুকেও ঝামেলা করল। অথচ স্প্যানিশ পাসপোর্ট তো বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টগুলোর মধ্যে একটা। আমাদের ফ্লাইটে অন্য স্প্যানিশরা কোনো ঝামেলা ছাড়াই ঢুকে গেল, কিন্তু সে যেহেতু আমার সঙ্গে ছিল, তাকে ব্যাংক ব্যালেন্স দেখাতে হলো, এমনকি এটিএমে গিয়ে টাকা তুলে প্রমাণ করতে হলো।😂 এত দেরি হতে হতে আমাদের গাড়ি রেন্টালের বুকিং মিস হয়ে গেল, আর আমাকে জায়গাতেই ৫০ ইউরো বেশি দিয়ে নতুন গাড়ি নিতে হলো।
স্টাফরা ভদ্রই ছিল, আর সেশেলসের মানুষজনও চমৎকার। কিন্তু আসল ব্যাপার হলো, বাংলাদেশি পাসপোর্ট নিয়ে ভিসা-অন-অ্যারাইভাল বা অনলাইন ভিসা দেওয়া দেশে ঢুকতে গেলে প্রায়ই এই ধরনের বাড়তি ঝামেলা, সময় নষ্ট আর অতিরিক্ত খরচের মুখোমুখি হতে হয়—even যখন সবকিছু ঠিকঠাক থাকে।
By now I know to expect extra checks with a Bangladeshi passport, but when I arrived in Seychelles a few weeks ago things got a little wild. They stopped me and my Spanish friend for over an hour, called all the hotels to confirm our bookings, and weren’t happy that I only had a flight out to Madagascar. Since I didn’t yet have my onward ticket from Madagascar, they made me book (and later cancel) a flight to Mauritius on the spot just to be let in.
What made it stranger was that they also stopped my friend, even though a Spanish passport is one of the strongest in the world. Other Spaniards on our flight passed through easily, but because he was with me they checked his bank balance and even made him go to the ATM after transferring money between his accounts just to show proof. By the time we got out, we’d missed our car rental pickup and I had to pay €50 extra for another one.
To be clear, the staff were polite and people in Seychelles were great, but this is the kind of thing Bangladeshis often face when traveling to countries with visas on arrival or e-visas—long checks, extra demands, and added costs, even when you’ve done everything right.