Luthfur Rahman

Luthfur Rahman I’m very simple man

06/13/2025

ভারতের আহমেদাবাদে বিমান দু-র্ঘ-টনায় ২৪২ জন যাত্রীর সবাই মা-রা গেছে! একজন ও বেঁ-চে নে-ই!
যাত্রীদের কথা ভাবেন, সবাই লন্ডন যাচ্ছিলো।
কেউ কেউ হয়তো এবার ই প্রথম লন্ডন যাচ্ছিলো, কেউ রিলেটিভের সাথে দেখা করতে যাচ্ছিলো, কেউ পড়ালেখা করার জন্য যাচ্ছিলো, কেউ চাকরির জন্য। সবাই শে-ষ!
বিমান দু-র্ঘ-টনার ঠিক আগ মুহূর্তে তারা কি ভেবেছিলো একটু পরেই তারা আর দুনিয়ায় থাকবেনা? ভেবেছিলো? আমরাও কি গ্যারান্টি দিতে পারবো একটু পরে আমরা জীবিত থাকবো?
কতো কতো স্বপ্ন শে-ষ এক নিমিষেই!
জীবন খুব ঠুনকো! বিমানে উঠে যদি ভাবেন, 'আহ! লন্ডন যাচ্ছি, এবার সব শান্তি!' তাহলেও কিন্তু 'শান্তি' টা আসবেনা! জীবন সেখানেও শে-ষ হয়ে যেতে পারে!
২৪২ জন মানুষের জীবন শে-ষ 🙂

06/13/2025

প্রতি বছরের ন্যায় এবারও ১৩ জুলাই ২০২৫, কুলাউড়া বাংলাদেশী এসোসিয়েশন অব ইউএসএ’র বর্নিল আয়োজনে বার্ষিক বনভোজন ও কুলাউড়াবাসীর মিলন মেলায় আপনারা স্বপরিবারে আমন্ত্রিত।

05/26/2025
05/21/2025

বরমচাল ফুটবলের এক জীবন্ত কিংবদন্তি: বাচ্চু

উপস্থাপক: Rifat Islam

বরমচাল ফুটবল ইতিহাসের এক উজ্জ্বল নক্ষত্রের নাম—বাচ্চু।
তিনি শুধু একজন ফুটবলার ছিলেন না, ছিলেন বরমচাল ফুটবল দলের রক্ষাকবচ। ডিফেন্স পজিশনে খেললেও তাঁর প্রভাব ছড়িয়ে ছিল পুরো মাঠজুড়ে। তাঁর উপস্থিতি মানেই প্রতিপক্ষের জন্য সতর্ক সংকেত। স্ট্রাইকারদের দুর্ধর্ষ আক্রমণও বাচ্চুর সামনে এসে থমকে যেত, যেন এক দুর্ভেদ্য দেওয়ালের মুখোমুখি হয়ে পড়েছে তারা।

বাচ্চুর ফুটবল জীবনের সেরা সময় কেটেছে বরমচালের কিছু নামকরা ক্লাবে।
খেলোয়াড় কল্যাণ সমিতি বরমচাল, অনিষংঘ বরমচাল, এপলোস্টার বরমচাল, এবং বনরুপা ক্লাব (রাবার ভাগান, ভাটেরা)—এই সব ক্লাবগুলোতে তাঁর অসাধারণ পারফরম্যান্সের মাধ্যমে দলগুলো হয়ে ওঠে অনেকবারের চ্যাম্পিয়ন। কঠোর পরিশ্রম, অদম্য সাহস, আর নিখুঁত খেলার কৌশল দিয়ে তিনি নিজেকে প্রতিষ্ঠিত করেন বরমচাল ফুটবল জগতের কেন্দ্রবিন্দুতে।

তিনি ছিলেন এমন একজন খেলোয়াড় যিনি ডান এবং বাম—উভয় পা-ই সমান দক্ষতায় ব্যবহার করতে পারতেন, যা তাঁকে আলাদা মাত্রায় নিয়ে গিয়েছিল। তাঁর প্রতিভা আর নিয়ন্ত্রণ ছিল অসাধারণ, খেলার প্রতি তাঁর নিবেদন ছিল নিঃস্বার্থ ও অকৃত্রিম। বরমচাল ফুটবলের মাঠে তাঁর খেলাই হয়ে উঠেছিল দর্শকদের কাছে এক আনন্দময় অভিজ্ঞতা।

তাঁর প্রতিভা শুধুমাত্র বরমচালেই সীমাবদ্ধ ছিল না। সময়ের পরিক্রমায় তিনি নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন সিলেট বিভাগের অন্যতম সেরা ডিফেন্ডার হিসেবে। উপজেলা পেরিয়ে তিনি স্থান করে নিয়েছিলেন বৃহৎ মঞ্চে, যা ছিল তাঁর পরিশ্রমের নীরব সাক্ষ্য।

কিন্তু জীবনের বাস্তবতা যখন নতুন পথ দেখায়, তখন পরিবারের দায়িত্ব কাঁধে তুলে নিয়ে বাচ্চু পাড়ি জমান দূর প্রবাসে। সেই থেকে মাঠে আর দেখা যায়নি তাঁকে। থেমে যায় তাঁর ফুটবল জীবন, নিভে যায় এক উজ্জ্বল সম্ভাবনার আলো। তবে তিনি হারিয়ে যাননি বরমচালবাসীর হৃদয় থেকে। বরং সময়ের সাথে সাথে তাঁর প্রতি শ্রদ্ধা আরও গভীর হয়েছে।

আজও বরমচালের ক্রীড়াপ্রেমী মানুষদের মুখে মুখে ঘোরে তাঁর নাম। খেলাধুলা নিয়ে কথা উঠলেই বাচ্চুর কথা না উঠে পারে না। তিনি আজও স্মরণীয়, গর্বের এক নাম। তাঁর অবদান বরমচালের ফুটবল ইতিহাসে লেখা থাকবে চিরকাল।

05/16/2025

আসসালামু আলাইকুম,
গত ১২ মে, সোমবার কুলাউড়া বাংলাদেশি অ্যাসোসিয়েশন অফ ইউএসএ ইনক-এর অতীত ও বর্তমান নেতৃবৃন্দের সমন্বয়ে একটি গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়। সভায় অ্যাসোসিয়েশনের ২০২৫-২০২৮ সালের শপথ গ্রহণ, অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়-ব্যয়সহ বিভিন্ন কার্যকলাপ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
এছাড়াও, আসন্ন পিকনিক নিয়ে আলোচনা করা হয়।
এই সভায় পূর্বের সকল কমিটির সদস্যদের কথা শ্রদ্ধার সাথে স্মরণ করা এবং তাদের অবদানের জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

05/14/2025

বরমচাল রেলওয়ে স্টেশন হতে আপ এবং ডাউন ট্রেনের সময় সূচী।

Address

Jamaica, NY

Website

Alerts

Be the first to know and let us send you an email when Luthfur Rahman posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Luthfur Rahman:

Share