
02/27/2025
জীবনের দৌড়: নিজের লেন ঠিক রাখো
জীবন একটা দৌড়। কেউ শুরু করে ব্র্যান্ডেড জুতা পায়ে, কেউ খালি পায়ে ধুলোমাখা পথে। কেউ প্রথম দৌড়েই এগিয়ে যায় শত মাইল, কেউ প্রথম ধাপেই হোঁচট খেয়ে পড়ে যায়।
এই দৌড়ে নিয়ম এক, কিন্তু পথ আলাদা।
কেউ জন্মেই পেয়ে যায় সবকিছু, আর কারও সবকিছু অর্জন করতে ঘাম ঝরাতে হয়।
কেউ পরীক্ষার আগের রাতে কয়েক ঘণ্টা পড়েই শীর্ষে উঠে যায়, আর কেউ দিনের পর দিন পরিশ্রম করেও কাঙ্ক্ষিত ফল পায় না।
কেউ অফিসে বসে এক ক্লিকে ব্যবসার হিসাব মিলায়, আর কেউ দিনের পর দিন চাকরির আবেদন করতে করতে ক্লান্ত হয়ে পড়ে।
কেউ জন্ম থেকেই নিশ্চিত ভবিষ্যৎ নিয়ে আসে, আর কেউ প্রতিটা মুহূর্ত অনিশ্চয়তার মধ্যে কাটায়।
তাহলে কি জীবনটা অনৈতিক?
হয়তো হ্যাঁ, হয়তো না।
কিন্তু একটাই সত্য—তুলনায় ডুবে থাকলে কেবল হতাশাই বাড়বে।
তাই জীবনকে অন্যের দৌড় দিয়ে মাপার দরকার নেই।
নিজের পথটা চিনে রাখো, নিজের লেন ঠিক রাখো।
গন্তব্য বড় নয়, গুরুত্বপূর্ণ হলো এক পা এক পা করে এগিয়ে যাওয়া।