Best cheap deals

Best cheap deals This emotional uptempo ballad revolves around Usher betraying his lover’s trust and being left with guilt.
(1)

04/13/2025

৫০টা ফ্রি AI টুল — আপনার কাজ করবে ১০ গুণ দ্রুত!
এগুলো জানলে আপনি সামনে এগিয়ে থাকবেন, না জানলে পিছিয়ে পড়বেন।
ডিজাইন, কনটেন্ট, ভিডিও এডিট, মার্কেটিং—সব কিছুই অটো!

(সেভ করে রাখুন, কাজে লাগবেই!)👍

নিচে ৫০টি ফ্রি AI টুলের তালিকা দেওয়া হলো —

1. ChatGPT – যেকোনো লেখা বা প্রশ্নের উত্তর দিতে পারে।
2. Canva AI – ডিজাইন তৈরি ও কনটেন্ট সাজাতে AI সহায়তা।
3. Pictory – লেখা থেকে অটো ভিডিও তৈরি করে।
4. Copy. ai – মার্কেটিং কপিরাইটিং বা ব্লগ লেখে।
5. Jasper AI – ব্লগ, বিজ্ঞাপন, ইমেইল লেখায় সাহায্য করে।
6. Grammarly – ইংরেজি লেখার ভুল ধরিয়ে সংশোধন করে।
7. Quillbot – লেখাকে রি-রাইট বা প্যারাফ্রেজ করে।
8. Synthesia – AI এভাটার দিয়ে ভিডিও বানায়।
9. Looka – লোগো ও ব্র্যান্ড ডিজাইন করে।
10. Remove. bg – ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করে এক ক্লিকে।
11. Leonardo AI – কল্পনাশক্তির ইমেজ ডিজাইন করে।
12. Durable – কয়েক সেকেন্ডে ওয়েবসাইট তৈরি করে।
13. SlidesAI – লেখা থেকে অটো স্লাইড প্রেজেন্টেশন বানায়।
14. Runway ML – ভিডিও এডিটিং ও AI ভিজ্যুয়াল এফেক্টে সাহায্য করে।
15. Tome – স্টোরি-বেইজড প্রেজেন্টেশন তৈরি করে।
16. Notion AI – নোট নেয়া, টাস্ক ম্যানেজমেন্ট ও লেখায় সাহায্য করে।
17. Krisp – কলের ব্যাকগ্রাউন্ড নোইজ রিমুভ করে।
18. Cleanup. pictures – ছবির অবাঞ্চিত জিনিস মুছে ফেলে।
19. Replika – AI ভার্চুয়াল বন্ধু বা চ্যাট সঙ্গী।
20. Soundraw – AI দিয়ে অরিজিনাল মিউজিক তৈরি করে।
21. Beatoven – ভিডিও/পডকাস্টের জন্য মিউজিক তৈরি করে।
22. Voicemod – ভয়েস চেঞ্জ বা ভয়েস ইফেক্টে ইউজ হয়।
23. Lumen5 – ব্লগ থেকে ভিডিও কনভার্ট করে।
24. Descript – ভিডিও এডিট করে টেক্সট দিয়ে।
25. Kaiber – AI দিয়ে ভিডিও অ্যানিমেশন বানায়।
26. AutoDraw – হ্যান্ড-ড্রয়িংকে পারফেক্ট ডিজাইনে রূপ দেয়।
27. ElevenLabs – রিয়েলিস্টিক ভয়েস জেনারেশন করে।
28. Heygen – AI স্পোকেন ভিডিও বানায় ফেস ও ভয়েস দিয়ে।
29. Writesonic – কনটেন্ট রাইটিং ও কপি তৈরি করে।
30. Play. ht – ব্লগ বা লেখাকে ভয়েসে পরিণত করে।
31. Papercup – ভিডিওর ভয়েস অন্য ভাষায় ডাব করে।
32. AI Dungeon – ইন্টার‍্যাকটিভ গল্প বানায়।
33. TTSMaker – লেখা থেকে স্পিচ জেনারেট করে।
34. Magic Eraser – ছবির অবজেক্ট সরিয়ে ক্লিন ব্যাকগ্রাউন্ড দেয়।
35. Designs. ai – লোগো, ভিডিও, অডিও সব তৈরি করতে পারে।
36. Midjourney – কমান্ড থেকে ইমেজ তৈরি করে।
37. TinyWow – ডকুমেন্ট, ভিডিও, পিডিএফ টুলস ফ্রি অফার করে।
38. ChatPDF – যেকোনো PDF পড়ে আপনাকে সারাংশ দেয়।
39. Scalenut – SEO কনটেন্ট ও ব্লগ প্ল্যান করে।
40. INK – SEO, রাইটিং, মার্কেটিং একসাথে করে।
41. DeepL – প্রোফেশনাল লেভেলের ট্রান্সলেশন দেয়।
42. OpenArt – AI আর্ট ও ইমেজ তৈরি করে।
43. NameSnack – AI দিয়ে বিজনেস নাম সাজেস্ট করে।
44. Tidio – AI চ্যাটবট তৈরি করে ওয়েবসাইটের জন্য।
45. FormX. ai – স্ক্যান করা ডকুমেন্ট থেকে ডেটা এক্সট্রাক্ট করে।
46. Murf. ai – প্রফেশনাল ভয়েসওভার তৈরি করে।
47. Zyro AI Writer – ওয়েবসাইট বা কনটেন্ট লেখায় ব্যবহার হয়।
48. Hugging Face – বিভিন্ন ধরনের NLP ও AI টুলস হোস্ট করে।
49. Adobe Firefly – AI দিয়ে ইমেজ ও ডিজাইন তৈরি করে।
50. Illustroke – লেখা থেকে SVG ইলাস্ট্রেশন তৈরি করে।

Address

1055 Ann Avenue
Kansas City, KS
66102

Alerts

Be the first to know and let us send you an email when Best cheap deals posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share