10/31/2025
মনে থাকে আজ আমার কি কি কাজ করতে হবে!
মনে থাকে আজ কোন বন্ধুটার জন্মদিন।
সকালের ব্রেকফাস্ট, দুপুরের লাঞ্চ থেকে শুরু করে রাতের ডিনার কিছুই ভুলে যাইনা কখনো।
শুধু মনে থাকেনা কেন আমাকে এই পৃথিবীতে পাঠানো হয়েছে!
আমার কাজ কি, উদ্দেশ্য কি?
পৃথিবীর সফর শেষে আমাকে কোথায় যেতে হবে অনন্তকালের জন্য,,,,