
07/22/2025
"মানবতার ফেরিওয়ালা" বলতে অনেক সময় আমাদের বোঝানো হয় এমন একজন ব্যক্তি, যিনি মানব জাতির জন্য শান্তি, ন্যায়, দয়া ও হেদায়েতের বার্তা নিয়ে এসেছেন। ইসলামিক দৃষ্টিভঙ্গিতে এই সম্মাননীয় উপাধি মূলত প্রয়োগ করা হয় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর ওপর।
কোরআনের আলোকে:
হযরত মুহাম্মদ (সা.) কে আল্লাহ তাআলা পাঠিয়েছেন মানবতার হেদায়েতের জন্য, দয়া হিসেবে। নিচে কিছু গুরুত্বপূর্ণ আয়াত দেয়া হলো যা প্রমাণ করে তিনি মানবতার জন্য “ফেরিওয়ালা” বা দয়ালু বার্তাবাহক:
১. দয়া রূপে প্রেরণ:
وَمَا أَرْسَلْنَاكَ إِلَّا رَحْمَةً لِّلْعَالَمِينَ
“আর আমি আপনাকে পাঠাইনি বিশ্বজগতের জন্য রহমত ছাড়া।”
— সূরা আম্বিয়া (২১:১০৭)
🔹 এই আয়াতে আল্লাহ স্পষ্টভাবে বলেন, হযরত মুহাম্মদ (সা.) পুরো মানবতার জন্য দয়া।
২. সকল মানুষের জন্য রাসূল:
قُلْ يَا أَيُّهَا النَّاسُ إِنِّي رَسُولُ اللَّهِ إِلَيْكُمْ جَمِيعًا
“বলুন, হে মানুষ সকল! আমি তোমাদের সকলের প্রতি প্রেরিত আল্লাহর রাসূল।”
— সূরা আ‘রাফ (৭:১৫৮)
🔹 তিনি শুধু আরবদের জন্য নয়, সকল মানুষের জন্য রাসূল।
৩. হেদায়েত ও আলো নিয়ে আগমন:
يَا أَيُّهَا النَّبِيُّ إِنَّا أَرْسَلْنَاكَ شَاهِدًا وَمُبَشِّرًا وَنَذِيرًا وَدَاعِيًا إِلَى اللَّهِ بِإِذْنِهِ وَسِرَاجًا مُّنِيرًا
“হে নবী! আমি তোমাকে পাঠিয়েছি সাক্ষী, সুসংবাদদাতা, সতর্ককারীরূপে এবং আল্লাহর অনুমতিতে আহ্বানকারী ও দীপ্তিমান প্রদীপরূপে।”
#আড্ডা #বাংলা_স্ট্যাটাস #স্মৃতি_অমলিন #57 #৫০০ #3