12/18/2024
প্রচুর হাসতে হবে। লবঙ্গ আর আর দারুচিনির ঘ্রাণের মতো নিজেকে তাজা রাখতে হবে। হাওয়াই মিঠাই এর মতো রঙীন থাকতে হবে। আরো অনেক পড়তে হবে। লেখক, কবিদের প্রতি আরো দরদী হতে হবে। জীবনের সমস্ত উঠোন জুড়ে শুদ্ধদের প্রিয় বানিয়ে রাখতে হবে। মিনিমালিস্ট লাইফ লিড করতে হবে।
নর্দান লাইট দেখার জন্য নরওয়ে যেতে হবে। জীবনের মধ্যে আরো অসংখ্য নদী, সাগর, পাহাড়, ফরেস্ট, মহাদেশ এনে ঢুকাতে হবে।
অল্পতেই দমে যায় যারা, তাদেরকে আরো সাহস দিতে হবে। মনোবল বাড়াতে সরল মানুষদের সুন্দর সুন্দর কমপ্লিমেন্টস দিতে হবে।
অনেক গাছ লাগাতে হবে, সবুজের যত্ন নিতে হবে। প্লাস্টিকের ইউজ কমাতে হবে। নদী আর সাগর ক্লিন রাখার জন্য সচেতনতা বাড়াতে হবে। দুনিয়া খুব সুন্দর করে আগামী প্রজন্মের জন্য গুছিয়ে রেখে যেতে হবে। আর…শেষ দিন পর্যন্ত রবের কাছে এই ব্লেসড লাইফটার জন্য কৃতজ্ঞতা জানাতে হবে….!
collected 💥