01/28/2024
✍️ আজকে আপনাদের যে ট্রিক্স নিয়ে কথা বলছে কিনা জানিনা, তবে আমি ১০০% নিশ্চয়তা দিবো এতো ডিপলি বুঝাবো🤦♂️
২০২৩ সালে ক্লায়েন্ট হান্টিং নামার আগে আঠঘাট বেধেই নামছিলাম তো আমার সেই এক্সপেরিয়েন্স থেকেই শেয়ার করতেছি💣
আপনারা বিশ্বাস করবেন কিনা জানিনা ক্লায়েন্ট হান্টিং এর মেইন টেকনিকটাই হলো "অডিট রিপোর্ট, একশন প্ল্যান, বিজনেস প্ল্যান"
আপনি যদি এইটা প্রোপার করতে পারেন আমি ১০০% বলবো আপনি ক্লায়েন্ট হুক করে ফেলবেন ই!💪
💬 এখন আমি যদি বলি ভাই আপনি আউটরিচ করে ক্লায়েন্ট কেনো পান না জানেন?
👉 আমি কিছু পয়েন্ট বলে দিচ্ছি এই কারনে ক্লায়েন্ট হান্টিং করতে হিমসিম খাচ্ছেন রেগুলার,
◾ আপনি লিড কালেক্ট করেন কমন নিশ নিয়ে যেটা নিয়ে প্রায় সবাই কাজ করে।
◾ আপনি লিড কালেক্ট করেন একদম কমন সাইট থেকে লাইক Yellow Page, Truest Pilot, Superpages, Yelp এগুলা ছাড়াও জোশ জোশ লিড কালেক্ট করার প্লাটফর্ম আছে বাট আপনি রিসার্স করেন না।
◾লিড কালেক্ট করেন ঠিকই কিন্তু আপনি কোন ভাবেই নেটওয়ার্ক করেন না। আপনি কোন প্ল্যান ই করেন না যে আজকে যে লিড কালেক্ট করলেন এই লিড গুলাকে কয় তারিখে একবার নক দিবেন তারপর ফলোআপ দিবেন।
◾ আপনি কমিউনিকেশন প্রোপারলি করতে পারেন, যেমন নিজের মত করে এত্তো বড় বড় টেমপ্লেট মারেন। আপনিই বলেন আপনাকে আমি চিনিনা জানিনা হুট করে সার্ভিস অফার করি তাহলে আপনি আমাকে কাজ দিবেন?
◾ আপনি প্রোপার অডিট রিপোর্ট করতে পারেন না, আপনি একশন প্ল্যান বানাতে পারেন না, আপনি তার পেইন পয়েন্ট বুঝে খোচা মারতে পারেন না।
এখন আসি ব্রেইন স্টোর্মিং করি, অডিট রিপোর্ট দুই ভাবে করা যায়👇
১. Google sheet - ড্রপ ডাউন করে মেনু তৈরি করে যার মাধ্যমে লিখিত আকারে ইস্যু উল্লেখ করে দেই।
২. Google docs - যার মাধ্যমে ইস্যু গুলা Light shots দিয়ে মার্ক করে দেই সাথে নিচে নোট করে বলে দেওয়া যায় যে এই ইস্যু দেখো এবং এইভাবে ফিক্স করতে হবে।
এখন একটু চিন্তা করুন ত্য🧠
আপনি একটা বিজনেস Owner কে নক দিলেন যে কিনা এসইও বুঝেনা জানেনা কিন্তু Google sheet অডিট রিপোর্ট করে দিলেন লিখিত আকারে তাহলে কি সে বুজবে?
আবার আপনি আরেকটা অডিট রিপোর্ট দিলেন তাকে Google Doc এ তার ওয়েবসাইট এর ইস্যু স্ক্রিনশট আকারে দেখিয়ে দিলেন আবার নিচে নোট করে দিয়ে বুঝিয়ে দিলেন তোমার এই সমস্যা এই কারনে হইছে এইভাবে সল্ভ করতে হবে।✨
এখন আপনিই বলেন ক্লায়েন্ট কোন অডিট রিপোর্ট টা দেখে সে Desire হয়ে যাবে??
ক্লায়েন্ট ৮০% কনভার্ট হয় অডিট রিপোর্ট দেখে আপনি মানেন আর না মানেন💯
Audit Report, Action Plan, Improvement Plan, Business Plan যার যত ইউনিক সে ততো ক্লায়েন্ট কনভার্ট করতে পারবে🎯