JYOTI - জ্যোতি

JYOTI - জ্যোতি This is a Buddhist News Magazine for all, who want to know about Buddhist information. We work for a

পতিত সমাজত্রিপিটক বিশোধক কমিটির আহ্বায়ক অগ্রমহাপণ্ডিত প্রজ্ঞালোক মহাস্থবির ---------------------------------------------...
07/29/2025

পতিত সমাজ
ত্রিপিটক বিশোধক কমিটির আহ্বায়ক
অগ্রমহাপণ্ডিত প্রজ্ঞালোক মহাস্থবির
-----------------------------------------------------
বাংলাভাষী বৌদ্ধ সমাজের পতনের আশঙ্কা অনেক আগেই আঁচ করতে পেরেছিলেন মহামনীষীরা । আর তাই তাঁরা তাদের লেখায় এই পতন রোধে আশু করণীয় অনেক বিষয় তুলে ধরেছিলেন ভিক্ষু, সুশিক্ষিত যুবসঙ্ঘ এবং সমাজ নায়কদের প্রতি। কিন্তু না আমরা সেই বিষয়ে নজর দেই নাই কিংবা তাদের কথাকে খুব বেশী গুরুত্ব দেই নাই। তাই আমাদের সমাজও পতনের দিকে। যেখানে ধর্মান্তরকে একটা সংকেত বলা যেতে পারে। আজ হতে সত্তর বছরেরও অধিক আগে বৌদ্ধ মিশন প্রেসের প্রতিষ্ঠাতা অগ্রমহাপন্ডিত প্রজ্ঞালোক মহাস্থবির তার পতিত সমাজ লেখায় যে নির্দেশনা দিয়েছেন তা সংগ্রহ করে তুলে ধরা হলো।

যেই সমাজ পতিত, সেই সমাজ নিশ্চয় অন্তঃসার শূন্য। এই অবনতির মূলকারণ একমাত্র সমাজ সংস্কারক দূরদর্শী, সুক্ষদর্শী লোকেরাই দেখিতে পায়। কিন্তু যাহারা আত্ম প্রসাদ লাভে সন্তুষ্ট, স্বার্থপর, তাহারা ইহার মূলকারণ নির্ণয়ে সম্পূর্ণ অসমর্থ। একটি সমাজ নিয়ন্ত্রিত ও উন্নত করিতে হইলে অভাব অভিযোগ বিশেষ ভাবে লক্ষ্য রাখিতে হয়। কিন্তু অধিকাংশ লোকেই নীরব, নিশ্চেষ্ট, চেতনাহীন ও রুচী বিকার অন্যরুপ। তাই আজ কতেক অপ্রিয় সত্য বলিতে বাধ্য হইতেছি। ভগবান বুদ্ধও বলিয়াছেন- যাহারা উপদেশ দেয়, অনুশাসন করে ও বর্বরতা নিবারণে যত্নপর, তাহারা সজ্জনের প্রিয় হয় বটে, কিন্তু অসাধুর প্রিয় হইতে পারে না।

সাধারণত দেখা যায় যাহারা খাঁটি কথা বলে, লোকের দোষ কথা খোলাসা করিয়া বলে, তোষামোদকে অন্তরের সহিত ঘৃণা করে, তাহারা প্রথমে জন সমাজে স্থান পায় না। যদি কেহ ধীরব্যক্তি সত্যের অপলাপ না করিয়া আপন কর্তব্য সাধনে অচল অটল থাকে, তাহা হইলে অবিশ্বাসবাদীরা নিশ্চয়ই পরাজিত হইয়া থাকে।

বর্তমান যুগে ভারতময় তথা পৃথিবীময় যে আন্দোলন চলিতেছে ইহাতে প্রত্যেক জাতির মধ্যে একটা সংঘাত পৌছিয়াছে। এই সংঘাতের ফলে প্রত্যেকের মধ্যে এমন একটি কর্মশক্তি জাগ্রত হইয়াছে যাহার প্রভাবে মৃত্যুবরণ একটি সামান্য ব্যাপারে পরিগণিত হইয়াছে। ইহা অপেক্ষা উন্নত চিন্তা আর কি হইতে পারে। কর্ম্মময় জীবনের যে সুলক্ষণ আজ ভারতময় ব্যাপ্ত হইয়াছে, তাহা একমাত্র প্রচারকের কৃতিত্ববলেই বলিতে হইবে।

বাস্তবিক পক্ষে চিন্তা করিলে গেলে- যাহারা হাসি মুখে দুঃখকে বরণ করিয়া লইতে সমর্থ, তাহারাই পরার্থ সাধন করিয়া মানব জীবন সার্থক করিতে পারে। যাহারা আনন্দে উৎফুল্ল, দুঃখে কাতর, তাহারা ধর্মের সমাজের উপকার করিয়া কৃতার্থ হইতে পারে না।
এই পৃথিবীর সমস্যার দিনে চট্টগ্রামের বৌদ্ধ সমাজের দিকে দৃকপাত করিলে দেখা যায়, এখনও যেন মোহঘুমের ঘোর কেহই কা্টাইতে পারে নাই। ভারতময় উপকারের কথা দূরে থাকুক, একটা বৌদ্ধ জাতির উপকার করিতে সমর্থ তেমন কর্মীর বিশেষ অভাব পরিলক্ষিত হইতেছে। এখন কথা হইল জাগাইবে কে? জাগাইবে প্রথমতঃ ভিক্ষু, তারপর সমাজ নায়ক ও সুশিক্ষিত যুবসঙ্ঘ।

বিহারে বিহারে প্রাথমিক শিক্ষাঃ

শিশুগণ সর্বদাই জাগ্রত। বিশেষত যত প্রকারের সুযোগ সুবিধা অন্যান্য সমাজের ধর্মগুরু অপেক্ষা ভিক্ষুদের যথেষ্ট আছে। তবে ভিক্ষুদিগকে কতকগুলি বিষয়ের প্রতি নজর রাখিতে হইবে।
১) বিহার স্কুল প্রতিষ্ঠা করিয়া গ্রামবাসী ছেলেদিগকে শিক্ষা দিতে হইবে। ছেলেদের শিক্ষার পরিহানি হয় মত এমন দূর দেশের নিমন্ত্রণে তিনি যাইবেন না। যদি তাহার পরিবর্তে অন্য কেহ শিক্ষা দিতে পারেন, তাহা হইলে যাইতে বাধা নাই।
২) ভিক্ষু অ্ধ্যাপক ধার্মিক হইবেন, উদারতায় তাহার হৃদয় পূর্ণ থাকিবে। যাহা দান দক্ষিণা পাইবেন, সমস্তবিহার স্কুলের উন্নতি কল্পে তিনি ব্যয় করিবেন।
৩) শিক্ষার্থীদিগকে পাঠ্যপুস্তকের সঙ্গে ধর্ম শিক্ষা দিবেন, আহারে, ব্যবহারে পরিষ্কার পরিচ্ছন্নতায়, কায়িক শ্রমে ছাত্রদিগকে গঠন করিবেন।
৪) প্রত্যেক বিহার স্কুলে একটি করিয়া পুস্তকালয় থাকিবে, এই পুস্তকালয়ে ছেলেদের উপযোগী মাসিক সাপ্তাহিক পত্রিকা, ধর্মগ্রন্থ ও বিবিধ সুপাঠ্য পুস্তক থাকিবে। কোন অশ্লীল উপন্যাস থাকিবেনা।
৫) স্কুল খানি খুব পরিষ্কার রাখিতে হইবে, ধর্ম সম্বন্ধীয় ছবি, ভিক্ষুদের ছবি, মহাপুরুষের ও কবিগণের ছবি স্কুলে টাঙ্গাইয়া রাখিতে হইবে। এই আদর্শে ছাত্রদের নৈতিক চরিত্র গঠিত হিইবে। দেশে যত যুবক আছে, প্রত্যেক রবিবারে বিহার পুস্তকালয়ে আসিয়া গ্রন্থ ও পত্রিকাদি পাঠ করিবে।
৬) প্রত্যেক অমাবস্যা পূর্ণিমায় গ্রামবাসী দায়ক-দায়িকাদিগকে ডাকাইয়া, ধর্মনীতি, অর্থ-নীতি, কৃষি নীতি, স্বাস্থ্য নীতি, শিশু পোষন নীতি ও গ্রামের অভাব অভিযোগ পরিপূর্ণ মানসে বিবিধ শিক্ষা এবং উপদেশ দিতে হইবে।
৭) বাড়িতে হউক বিহারে হউক প্রত্যেকে যাহাতে দুই বেলা উপাসনা করে, তৎপ্রতি বিশেষ দৃষ্টি রাখিতে হইবে।
এই সাতটি বিষয়ের প্রতি ভিক্ষুর এবং সুশিক্ষিত যুবসঙ্ঘের ও সমাজ নায়কের বিশেষ দৃষ্টি থাকিবে।
(সংগৃহীত)

No more War, We want peace! ゚viralシviralシfypシ゚viralシalシ  ゚viralシfypシ゚viralシ
07/29/2025

No more War, We want peace!
゚viralシviralシfypシ゚viralシalシ
゚viralシfypシ゚viralシ




Congratulations Venerable Bhante Buddharakkhita ভদন্ত কাবোগগোজা বুদ্ধরক্ষিত মহাথেরর পিএইচ.ডি. ডিগ্রি অর্জন উগান্ডার বৌদ্...
07/27/2025

Congratulations Venerable Bhante Buddharakkhita

ভদন্ত কাবোগগোজা বুদ্ধরক্ষিত মহাথেরর পিএইচ.ডি. ডিগ্রি অর্জন উগান্ডার বৌদ্ধ জাগরণের এক নতুন অধ্যায়।বৌদ্ধ জগতের জন্য এক গৌরবময় মুহূর্ত এসেছে—শ্রীলঙ্কার ঐতিহ্যবাহী পেরাদেনিয়া বিশ্ববিদ্যালয় থেকে পিএইচ.ডি. ডিগ্রি অর্জন করেছেন উগান্ডার বৌদ্ধ বিহার ‘উগান্ডা বুদ্ধিস্ট সেন্টার’-এর প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ, শ্রদ্ধেয় ভদন্ত কাবোগগোজা বুদ্ধরক্ষিত মহাথের। এই অর্জন শুধু একজন ব্যক্তির একাডেমিক সাফল্যই নয়, বরং এটি আফ্রিকান মহাদেশে বৌদ্ধ ধর্মের প্রসার ও গভীরতা বৃদ্ধির এক নিঃশব্দ কিন্তু দৃঢ় পদচিহ্ন।

ভদন্ত বুদ্ধরক্ষিত মহাথের ছিলেন উগান্ডার প্রথম বৌদ্ধ ভিক্ষু, যিনি নিজ জন্মভূমিতে বুদ্ধধর্মের বীজ বপন করেন। কঠোর অধ্যবসায়, গভীর অধ্যয়ন এবং মানবসেবার ব্রত নিয়ে তিনি প্রতিষ্ঠা করেন উগান্ডা বুদ্ধিস্ট সেন্টার, যা আজ আফ্রিকার একটি গুরুত্বপূর্ণ বৌদ্ধ শিক্ষাকেন্দ্র হিসেবে স্বীকৃত। তাঁর প্রচেষ্টায় অসংখ্য মানুষ বৌদ্ধ দর্শনের শান্তি, করুণা ও প্রজ্ঞার পথের সঙ্গে পরিচিত হয়েছেন।

পেরাদানিয়া বিশ্ববিদ্যালয়ের মতো আন্তর্জাতিকভাবে স্বীকৃত উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে তাঁর গবেষণা ও প্রাজ্ঞতা স্বীকৃত হওয়া এক অনন্য সম্মান। এই অর্জন শুধু উগান্ডা নয়, বরং সমগ্র বৌদ্ধ বিশ্ব, বিশেষত আফ্রিকার উদীয়মান বৌদ্ধ সমাজের জন্য প্রেরণার উৎস।

ভদন্ত কাবোগগোজা বুদ্ধরক্ষিত মহাথেরর এই জ্ঞান-অর্জনের পথ তাঁকে আরও দৃঢ় ও কার্যকর নেতৃত্বের দিকে নিয়ে যাবে, যার মাধ্যমে বৌদ্ধ শিক্ষা, সামাজিক কল্যাণ এবং আন্তঃধর্মীয় সম্প্রীতির পথ আরও উজ্জ্বল হবে। তাঁর জীবন ও সাধনা প্রমাণ করে—ধর্ম, জ্ঞান এবং সেবার সংমিশ্রণে যে কোনো জাতি, যে কোনো সমাজে সত্য-ধর্মের আলো জ্বালানো সম্ভব।আমরা তাঁকে আন্তরিক অভিনন্দন জানাই এবং ভবিষ্যতের পথচলায় তাঁর প্রতি শ্রদ্ধা ও শুভকামনা জানাই।

মায়ানমারে ৬৯ জন স্বীকৃত বা পরিচিত আর্য বিদ্যাধর আছেন। আমরা তাদের কয়েকজনের নাম মাত্র জানি ৷ আজ ৬৯  জন আর্য্যবিদ্যাধর গনে...
07/26/2025

মায়ানমারে ৬৯ জন স্বীকৃত বা পরিচিত আর্য বিদ্যাধর আছেন। আমরা তাদের কয়েকজনের নাম মাত্র জানি ৷
আজ ৬৯ জন আর্য্যবিদ্যাধর গনের নাম গুলো জেনে নিই:
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

၁။ပထမံ ဘိုးဘိုးအောင် পাথামাং বো বো অং
၂။စင်္ကြာမင်းမြတ် চাক্রামাং ম্রাত
၃။အဘဘိုးမင်းခေါင် অাবা বো মিং গং
၄။အဘအောင်မင်းခေါင် অাবা অং মিং খং
၅။ဓမ္မစေတီမင်းခေါင် ধাম্মাজেদী মাঙখং
၆။ဦးအောင်ရသေ့ উ অং ঋষি
၇။ယက္ကန်းစင်တောင်ဆရာတော် য়াক্কাইং চাং টং ছারাদ
၈။ရှင်မထီး၊ရှင်အဇ္ဇဂေါနဆရာ সাংমাথি অাজ্জাগোনা ছ্রা
၉။ဆံရှည်ဆရာတော်ဦးကောနေည ছাইহ্রে ছারাদ উ কোনেয়া (কোন্ডেয়া)
၁၀။ဣစ္ဆာရိယစေပိုင်ဘိုးတော် ইচ্ছারীয়া জেপোং বো্দ
၁၁။ဦးဓမျမစာရီ উ ধাম্মাচারী
၁၂။ဦးဩဘာသ উ ওভাসা
၁၃။ဦးဥက်ကသံ উ উন্নাসাং
၁၄။ဦးဝါသဝ উ ওসাওয়া
၁၅။ဦးနာရဒ উ নারাদা
၁၆။ဦးကောသလ္လ উ কোসাল্লা
၁၇။ဦးပညာဓမျမသာမိ উ পঞাধাম্মাসামী
၁၈။ဗြဟ္မစိုရ်ကြီးလှဝဏ္ဏလင်္ကာရ ရသေ့ ব্রাহ্মাজোরগ্রী হ্লাওন্না লাঙ্কারা
၁၉။သံ သိပ္ပံဘွဲ့ခံ ဆရာရသေ့ সাং সীপ্পাংবোয়েখাং ছারা রাসে
၂၀။နက္ခတ်ပိုင်ဆရာတော် ဦးပုည নাক্ষাতপোং ছারাদ উ পুঞা
၂၁။ဗောဓိပင် ဆရာဆိုင် বোধিপিং ছারাছোন
၂၂။မဏိမခလော ဆရာမှ মাণিমলা ছারাম্রা
၂၃။အောင်ချမ်းသာဆရာတော် অংছ্যইমসা ছারাদ
၂၄။ဦးသတ္တမကိတ္တရကျော် ဆရာတော် উ সাত্তামাকীত্তারাগ্য ছারাদ
၂၅။ပြည်လုံးချမ်းသာဆရာတော် প্রেলুংখ্যইমসা ছারাদ
၂၆။သစ္စဝါဒီဂိုဏ်းချုပ် မင်းရွာဘိုးဘိုးကြီး সাচ্চাওয়াদী গোন খ্যই মিনরোয়া বো বো গ্রী
၂၇။ခန္တီဝါဒရသေ့ খান্দীওয়াদা রাসে (ঋষি)
၂၈။ဆန္ဒပါလရသေ့ ছান্দাপালা রাসে
၂၉။ဆံရှည်ဆရာတော် ছাইহ্রে (সানশোয়ে) ছারাদ
၃၀။အင်းခမ်းဆရာတော် অং খ্যইম ছারাদ
၃၁။ဗုဒ္ဓေါဆရာတော် বুদ্ধ ছারাদ
၃၂။သိမ်တောင်ဆရာတော် সীমতঙ ছারাদ
၃၃။မက်ဒက်ဆရာတော် মকদক ছারাদ
၃၄။ရွှေဘိုဆရာတော် শোয়েবু ছারাদ
၃၅။ရွှေကူဆရာတော် শোয়েগু ছারাদ
၃၆။ဗားမဲ့ဆရာတော် বামে ছারাদ
၃၇။ဗားတီးဆရာတော် বাঃতীঃ ছারাদ
၃၈။ဗားကရာဆရာတော် বাঃগারা ছারাদ
၃၉။ဗားတမော့ဆရာတော် বাঃডাম ছারাদ
၄၀။ဗားတမြှိက်ဆရာတော် বাতাম্রোইক ছারাদ
၄၁။ဘိုးငယ်ဆရာတော် বোঃঙে ছারাদ
၄၂။ဣစ္ဆာသယရှင်ရသေ့ ইচ্ছাসায়াসাং রাসে (ঋষি)
၄၃။ဘိုးတော်ဦးသာအေး বোদ উ সা এঃ
၄၄။ဦးအောင်ဓမ္မစင်္ကြာ উ অং ধাম্মাচাঙ্ক্রা
၄၅။ဦးစင်္ကြာနံဝံသ উ চাঙ্ক্রানাংওয়াংসা
၄၆။သစ်ချတောင်ဆရာတော် সাচখ্যডঙ ছারাদ
၄၇။ရှင်ဥတ္တမကျော်ဆရာတော် সাঙউত্তামা ক্য ছারাদ
၄၈။ဆရာတော်ဦးတေဇ ছারাদ উ তেজা
၄၉။နောင်တော်ရသေ့ကြီး নঙদরাসেগ্রী
၅၀။အဘဘိုးတော်အေး অাবা বোঃদ এ (অাসাং চাক্রামাঙ)
၅၁။အဘဘိုးတော်ပြူ ူး অাবা বোঃদ পিউ
၅၂။အဘဘိုးတော်ပွင့် অাবা বোঃদ পোয়েং
၅၃။သုပ္ပဒိပ္ပဇော်ဂျီ সুপ্পাদীপ্পা যোগ্যী
၅၄။မဟူရာဇော်ဂျီ মাহুরা যোগ্যী
၅၅။ဇဝနဇော်ဂျီ জাওয়ানাযোগ্যী
၅၆။သဟံပတိဇော်ဂျီ সাহাংপাতী যোগ্যী
၅၇။အနတ်တသုတဝိဇ်ဇာဓိုရျ অানাত্তাবোদ উইজ্জাধর
၅၈။ဝဏ္ဏဒူတဝိဇ္ဇာဓိုရ် ওয়ান্নাদুতা উইজ্জাধর
၅၉။ဆရာကြီးဦးဆေးမှင် ছারাগ্রী উঃছেঃ হ্মাঙ
၆၀။ဆရာကြီး ဦးရဲသူ ছারাগ্রী উরেবু
၆၁။အဘဆရာငြိမ်း অাবা ছারা ঙ্গীম
၆၂။ရွှေပေါက်ကံဆရာသိန်း শোয়েপককাং ছারাসীং
၆၃။လေးကျွန်းကိုင် အဖေနွဲ့ লেঃকোয়াইনকোং অাফেনোয়ে
၆၄။တောင်လေးလုံးဆရာလူ তংলেঃহ্লাং ছারালু
၆၅။ဂန္ဓာရီဦးပန်းအေး গান্ধারী উপিং এ
၆၆။မဟာမြိုင်ဆရာတော် মহাম্রোং ছারাদ
၆၇။အဘဦးတိုက်စည် অাবা উ দকছেঁ
၆၈။အဘဘိုးပေါက်စိန် অাবা বো পকচিন
၆၉။အဘဦးစံရွှန်း অাবা উ ছাংসাং

বাসনা চাকমা, রাঙ্গামাটি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষকের মেয়ে দৃষ্টি চাকমা। দৃষ্টি চাকমা ও তার গর্বিত মা ...
07/26/2025

বাসনা চাকমা, রাঙ্গামাটি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষকের মেয়ে দৃষ্টি চাকমা। দৃষ্টি চাকমা ও তার গর্বিত মা বাবাকে অভিনন্দন ও শুভ কামনা।

লন্ডন এক্সিবিশনে প্রদর্শনের জন্য দৃষ্টি চাকমার আঁকা ছবিটি সারা পৃথিবীর ৭,০০০ পেইন্টিং থেকে সেরা নির্বাচিত হয়েছে। তিনি এই অঙ্কনটি মেলবোর্ন বিশ্ববিদ্যালয়ের স্যামুয়েল হান্টারের নেতৃত্বে এম.আর্চ ডিজাইন স্টুডিও 'আর্ট, কালচার অ্যান্ড আদার থিংস'-এর সময় তৈরি করেছিল।

দৃষ্টির আঁকা ছবিটি নির্বাচনের দায়িত্বে ছিল সম্মানিত জুরি নারিন্দর সাগু এমবিই (ফস্টার + পার্টনার্স), জিম হেভেরিন (জাহা হাদিদ আর্কিটেক্টস), উইল জনস্টন (আরএসএইচপি), স্যাম কনওয়ে (হেইস ডেভিডসন), এলিজা গ্রোসভেনর (লন্ডন ফেস্টিভ্যাল অফ আর্কিটেকচার), এবং আর্কিসোর্সের সহ-প্রতিষ্ঠাতা ম্যানসেল হেইনস এবং এমিলি গ্লি।

তার এই অর্জন সমগ্র আদিবাসী, পাহাড়ি অঞ্চল তথা বাংলাদেশের জন্য অত্যান্ত গৌরবের বিষয়।

সংগৃহীত

থাইল্যান্ডের কাছে বৌদ্ধ বিহারগুলি অত্যন্ত পবিত্র স্থান। তাদের অবস্থান যাই হোক না কেন (এই বিহারটি কম্বোডিয়ায় অবস্থিত)। ...
07/26/2025

থাইল্যান্ডের কাছে বৌদ্ধ বিহারগুলি অত্যন্ত পবিত্র স্থান। তাদের অবস্থান যাই হোক না কেন (এই বিহারটি কম্বোডিয়ায় অবস্থিত)। থাইল্যান্ড একটি বৌদ্ধ দেশ। বৌদ্ধ ধর্মাবলম্বী হিসেবে, এই ধরনের স্থান ধ্বংস করা একটি জঘন্য অপরাধ।
To Thai,
Buddhist temples are sacred places, regardless of their location (this temple located in Cambodia). Thailand is a Buddhist country. As a Buddhist, the destruction of such a site constitutes a heinous crime.

07/26/2025
বিনম্র শ্রদ্ধা
07/26/2025

বিনম্র শ্রদ্ধা

বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভা কতৃক আন্তর্জাতিক মানবিক সহায়তা.... গেল ২৮ মার্চ, ২০২৫ মায়ানমার ও থাইল্যান্ডে ভূমিকম্পে ক্ষ...
07/25/2025

বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভা কতৃক আন্তর্জাতিক মানবিক সহায়তা....

গেল ২৮ মার্চ, ২০২৫ মায়ানমার ও থাইল্যান্ডে ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের সহায়তার জন্য বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভা ভিক্ষু ও দায়ক থেকে অর্ধকোটি টাকার অধিক ফান্ড সংগ্রহ করেছিল।

গত ১৪ মে, ২০২৫ বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার সভাপতি ও মহাসচিবসহ ৫ জন প্রতিনিধি মায়ানমারে গিয়ে ক্ষতিগ্রস্থ প্রায় ৮শ পরিবার, বেশ কয়েকটি হাসপাতাল, ২৫ টির মত বৌদ্ধ বিহার, ৩ টি মসজিদ ও ১ টি মাদ্রাসাতে সহায়তা করি।

ক্ষতিগ্রস্তদের নগদ অর্থ প্রদানের পাশাপাশি ভূমিকম্পে যাদের মাথা গুজানোর বাড়িটিও সম্পূর্ণ ভেঙ্গে গিয়েছে এমন ৭ টি বাড়ি তৈরী করে দেয়ার সিদ্ধান্ত গৃহিত হয়, যাতে বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার এই সহায়তার একটি স্থায়ী মানবিক কর্ম উভয় দেশের বৌদ্ধদের সম্পর্ক দৃঢ় হয় এবং মহাসভার এই দৃষ্টান্ত প্রজন্মান্তর বহন করে।

বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার অনুদানে দীর্ঘ ২ মাস ধরে নির্মাণাধীন ৭ টি বাড়ির কাজ আজ সম্পূর্ণ করা হয়েছে।

সকলে সাধুবাদ দিয়ে পুণ্যার্জন করুন।

Today, the 86th General Convocation – Day 02 / Session IV – was successfully held at the University of Peradeniya.We are...
07/24/2025

Today, the 86th General Convocation – Day 02 / Session IV – was successfully held at the University of Peradeniya.

We are delighted to share that four of our friends from PGIHS, University of Peradeniya celebrated their academic achievements at this special occasion.

Dr. Bhante Buddharakkhita (Uganda),
Ven. Dr. Leejing Shi (Malaysia),
Ven. Abhipunno Bhikkhu (Indonesia), and
Ven. Ashin Sundaralankara Sundaralankara (Myanmar) were conferred their respective degrees—Ph.D. and M.A.

Heartfelt congratulations to all of them on this remarkable milestone.

সকলেই এগিয়ে আসুন।
07/24/2025

সকলেই এগিয়ে আসুন।

মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনায় নিহত একই পরিবারের তিন শিশুহে বুদ্ধ!!! এমন হৃদয়বিদারক চিত্র যেন আর দেখতে না হয় কোনো পরিব...
07/22/2025

মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনায় নিহত একই পরিবারের তিন শিশু

হে বুদ্ধ!!! এমন হৃদয়বিদারক চিত্র যেন আর দেখতে না হয় কোনো পরিবারের... 😥

Address

Los Angeles, CA
CA90002

Alerts

Be the first to know and let us send you an email when JYOTI - জ্যোতি posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to JYOTI - জ্যোতি:

Share