JYOTI - জ্যোতি

JYOTI - জ্যোতি This is a Buddhist News Magazine for all, who want to know about Buddhist information. We work for a

10/09/2025

A Historical cultural Buddhist Festival at Ramu Cox Bazar, Bangladesh.
゚viralシviralシfypシ゚viralシalシ
゚viralシfypシ゚viralシalシ

10/09/2025

রামু কল্প জাহাজ ভাসা উৎসব ২০২৫ এর ভিডিও ডকুমেন্টারী।
゚viralシfypシ゚viralシalシ
゚viralシviralシfypシ゚viralシalシ
traditional festival in Bangladesh

পূজনীয় ভান্তে জ্যোতিসার স্থবিরের ৪০তম শুভ জন্মদিনে বিনম্র বন্দনা নিবেদন করছি লেখক: সম্পাদক: জ্যোতি বঙ্গীয় বুদ্ধ শাসনের অ...
10/09/2025

পূজনীয় ভান্তে জ্যোতিসার স্থবিরের ৪০তম শুভ জন্মদিনে বিনম্র বন্দনা নিবেদন করছি
লেখক: সম্পাদক: জ্যোতি

বঙ্গীয় বুদ্ধ শাসনের অনন্য থেরবাদ চর্চার আদর্শীক প্রতিষ্ঠান জ্ঞানসেন বৌদ্ধ ভিক্ষু শ্রামণ প্রশিক্ষণ ও সাধনা কেন্দ্রের সফল উত্তরসুরী, যিনি ইউরোপের অনন্য সৌন্দর্যের লীলা নিকেতন, সুগন্ধি শিল্পের শহর ফ্রান্সের প্যারিসের কুশলায়ন বুড্ডিস্ট মেডিটেশন সেন্টারের সম্মানিত প্রতিষ্ঠাতা ও পরিচালক, বঙ্গীয় ভিক্ষুসংঘের মধ্যে অনন্য সুকণ্ঠের অধিকারী, পূজনীয় ভদন্ত জ্যোতিসার থের মহোদয় এর ৪০তম শুভ জন্মদিনে অকৃত্রিম শ্রদ্ধা ও বন্দনা নিবেদন করছি।
ে_পূজনীয়_ভান্তে_ভদন্ত_জ্যোতিসার_স্থবিরের__জীবন_ও_কর্মের_সংক্ষিপ্ত_পর্যালোচনা:
অত্যন্ত সুকন্ঠের অধিকারী শ্রদ্ধেয় ভদন্ত জ্যোতিসার থের মহোদয় আজকের এই দিনে ৮ অক্টোবর ১৯৮৫ ইংরেজি রোজঃ রবিবার পরলোকগত পিতা বাবু ভুলু চরণ বড়ুয়া ও মাতা শ্রীমতী নীতু বালা বড়ুয়া দ্বয়ের কোল আলোকিত করে কুতুপালং গ্রামের জন্মগ্রহণ করেন। জন্মকালে পিতা-মাতা ও বয়জৈষ্ঠ্যদের কর্তৃক নাম আরোপ করেন রাজিব বড়ুয়া। শৈশবে তিনি কুতুপালং সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাথমিক শিক্ষা শুরু করেন। এর পরে প্রাথমিক শিক্ষা শেষান্তে পূজ্য গুরুভান্তে বিনয়শীল ভদন্ত কুশলায়ন মহাথের মহোদয়ের সান্নিধ্যে গমন করে ১৯৯৮ সনের ২৩শে জুন গুরুমহ সমাজ সংস্কারক, পশ্চিমরত্না সুদর্শন বিহারে অধ্যক্ষ, সর্বজন শ্রদ্ধেয়, পন্ডিত প্রবর ভদন্ত শাসনবংশ মহাথের মহোদয়ের সান্নিধ্যে পবিত্র প্রব্রজ্যা শ্রামণ্য ধর্মে দীক্ষিত হয়ে নাম ধারণ করেন জ্যোতিসার শ্রামণ।

একই বছর তিনি কক্সবাজারস্থ পাহাড়তলী উঃ কৌশল্যা বৌদ্ধ বিহারে গুরুভান্তের সাথে অবস্থান করেন। গুরু ভান্তের নিকট প্রতিনিয়ত পালি ও ধর্ম বিনয় অধ্যয়ণ করতে থাকেন। পাশাপাশি স্কুলের সাধারণ শিক্ষাও চলমান রাখেন। প্রব্রজ্যা গ্রহণের পরবর্তী বছর ১৯৯৯ সনে পটিয়া মুকুট নাইট বিহারে আয়োজিত বাংলাদেশের অধিকাংশ ভিক্ষু-শ্রামণদের অংশগ্রহণে জাতীয় সুত্র প্রতিযোগিতায় অংশগ্রহণ করে কৃতিত্বের সাথে প্রথমস্থান লাভ করে কৃতকার্য হন। ২০০১ সালে বাংলাদেশ বৌদ্ধ সমিতি কর্তৃক আয়োজিত চট্টগ্রাম নন্দন কানন বৌদ্ধ বিহারে সুত্র ও দেশনা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে প্রথম স্থান লাভ করেন। পাশাপাশি শ্রদ্ধেয় ভান্তের সুন্দর মধুময় কণ্ঠ বাংলাদেশের বৌদ্ধ সমাজে প্রকাশিত হয়।

২০০২ সালে জ্ঞানসেন বৌদ্ধ ভিক্ষু-শ্রামণ প্রশিক্ষণ ও সাধনা কেন্দ্রের অনন্য সফল শিক্ষার্থী হিসেবে ধর্ম বিনয়ে পারদর্শীতা লাভ ও অত্যন্ত সুকণ্ঠের অধিকারী হিসেবে "মহাপরিত্রাণ" নামক সুত্রপাঠের একটি অসাধারণ ক্যাসেট (যেখানে মহাসময় সুত্রসহ ৬টি গুরুত্বপূর্ণ সুত্র সন্নিবেশিত ছিল) তৎকালীন বঙ্গীয় বৌদ্ধ সমাজে ব্যাপক সাড়া পেলেন এবং জনপ্রিয়তা লাভ করেন। এই মর্মে বুদ্ধের সেই ধম্মপদের মহান বাণী প্রণিধান যোগ্য বলে মনে করি, বুদ্ধ ভিক্ষুবর্গের ৪ নং গাথা বলেছেন,
"যো মুখসঞ্ঞতো ভিক্খু মন্তভাণী অনুদ্ধতো,
অত্থং ধম্মঞ্চ দীপেতি, মধুরং তস্স ভাসিতং"
অর্থাৎ, যে ভিক্ষু বাক্যসংযমী ও মন্ত্রভাষী, (প্রজ্ঞাভাষী), যিনি অনুদ্ধতভাবে অর্থ ও ধর্ম ব্যাখ্যা করেন, তাঁহার ভাষণ মধুর হয়। -----* ধম্মপদ নং-৩৬৩।
পূজনীয় ভদন্ত জ্যোতিসার স্থবিরও বাংলাদেশী ভিক্ষুসংঘের মধ্যে মধুর ভাষী হিসেবে এখনো দেদীপ্যমান।

শ্রদ্ধেয় জ্যোতিসার শ্রামণ ২০শে মে, ২০০৫ইংরেজী, শুক্রবারে শৈলেরঢেবা চন্দ্রোদয় বৌদ্ধ বিহার ও জ্ঞানসেন বৌদ্ধ ভিক্ষু শ্রামণ প্রশিক্ষণ ও সাধনা কেন্দ্রের শুভ বুদ্ধ পূর্ণিমার বর্ণাঢ্য অনুষ্ঠানে পবিত্র উপসম্পদা (ভিক্ষুত্বধর্ম) জীবন লাভ করে হন জ্যোতিসার ভিক্ষু। ভিক্ষু জীবনে পদার্পণে চর্তুপর্থায় দাতা হিসেবে দায়িত্ব পালন করেন সাবেক আইজিপি ভূমি দানশীল ব্যাক্তিত্ব, উপাসকরত্ম বাবু প্রভাসরঞ্জন বড়ুয়া ও সহধর্মিণী শ্রীমতী শ্যামলী বড়ুয়া চান্দগাঁও, চট্টগ্রাম।

ভদন্ত জ্যোতিসার শ্রামণ শিক্ষা জীবনে একজন প্রখর মেধাবী শিক্ষার্থী হিসেবে নিজের কৃতিত্বতা বারবার প্রমাণ করেছেন। তিনি কৃতিত্বের সাথে উখিয়া উচ্চ বিদ্যালয় থেকে এস এস সি পাস করেন। এবং উখিয়া ডিগ্রি কলেজ থেকে এইচ এস সি পাস করে কক্সবাজার সরকারী কলেজ অনার্সে ভর্তি হয়ে অনার্স শেষ না করে তিনি ধর্মীয় উচ্চতর গবেষণার জন্য ঢাকাস্থ মিয়ানমার এমবাসির পরীক্ষায় অংশগ্রহণ করে মায়ানমারের প্রশিদ্ধ International Theravada Buddhist Missionary University (ITBMU) এর স্কলারশিপ লাভ করেন।
তিনি ২০০৮ সালে ১ জুলাই, ধর্মীয় উচ্চতর শিক্ষার জন্য পুণ্যভূমি মায়ানমারে গমন করেন। মায়ানমারে তিনি ৩ বৎসর মেয়াদি Diploma ও B A অনার্স কৃতিত্বের সাথে সম্পন্ন করেন। এরপরে তিনি থাইল্যান্ডের বিখ্যাত বৌদ্ধ শিক্ষাকেন্দ্র Mahachulalongkornrajavidyalaya University এর International Buddhist Studies College ডিপার্টমেন্ট থেকে থিসিসসহ (An Analytical Study of the Contemplation of Body as Body (Kayagatasati) বিষয়ের উপর কৃতিত্বের সাথে মাস্টার্স ডিগ্রী সম্পন্ন করেন।

পূজনীয় ভান্তে জ্যোতিসার স্থবির নবীন ভিক্ষু সংঘের মধ্যে দ্রুততার সাথে বুদ্ধ শাসনের প্রচার কার্যক্রমকে বিশ্বব্যাপী এগিয়ে নিয়ে যাচ্ছে। ভান্তে অতি অল্প বয়সে ইউরোপ আমেরিকার মত দেশে ধর্মাভিযানে গিয়েও কখনো লোভ, দ্বেষ মোহের বন্ধনে নিজের দেবদুর্লভ পুণ্যময় ভিক্ষুজীবনকে জলাঞ্জলি দেননি। তিনি বুদ্ধের মহান বাণী "চরত্থা ভিক্খাবে চরিকং, বহুজন হিতায়, বহুজন সুখায়" এই মহান মন্ত্রে উজ্জীবিত হয়ে তিনি বাংলাদেশের গন্ডি পেরিয়ে বাংলাদেশী বৌদ্ধ ভিক্ষুসংঘের মধ্যে সর্বপ্রথম ইউরোপের পরাশক্তিধর দেশ ফ্রান্সের প্যারিসে বাংলাদেশী ও ইউরোপীয় বৌদ্ধদের জন্য প্রতিষ্ঠা করেন ফ্রান্স মেডিটেশন ফোরাম, কুশলায়ন বুড্ডিস্ট মেডিটেশন সেন্টার বৌদ্ধ বিহার। তিনি বাংলা ভাষাভাষী বৌদ্ধদের পাশাপাশি ইউরোপীয়দের ধর্মীয় খোরাক মিটিয়ে প্রতিনিয়ত পরিশ্রম করে যাচ্ছে।
তাই মহাকারুণিক বুদ্ধের ভাষায় বলতে পারি,
" যো হবে দহরো ভিক্খু যুঞ্জতি বুদ্ধসাসনে,
সো' মং লোকং পভাসতি অব্ ভা মুত্ত'ব চন্দিমা।"
অর্থাৎ, নিতান্ত তরুণ হইলেও যে ভিক্ষু বুদ্ধের শাসনে আত্মনিয়োগ করেন, তিনি মেঘমুক্ত চন্দ্রের ন্যায় এই জগৎকে উদ্ভাসিত করেন। *ধর্মপদ, ভিক্ষু বর্গ -২৩ নং গাথা।

তিনি আমেরিকা যুক্তরাষ্ট্র সহ এশিয়া ও ইউরোপের বিভিন্ন দেশে ধর্মাভিযান করে কাজ করে যাচ্ছেন। আধুনিক এই যুগসন্ধিক্ষণে বুদ্ধশাসনের শ্রীবৃদ্ধি ও রক্ষায় পূজ্য জ্যোতিসার থের মহোদয়ের মত পরিশ্রমী বুদ্ধ শাসনের একনিষ্ঠ কর্মী বেঁচে থাকুক শতবছর। বিদেশের মাটিতে একটি বিহার প্রতিষ্ঠা করা কত যে কষ্টকর তা ভুক্তভোগী মাত্রাই জ্ঞাত। আপনি তা প্রমাণ করে যাচ্ছেন।
হে পূজনীয় আজকের এই শুভ ৪০তম জন্ম দিবসে জানাই পূজার্ঘ, শ্রদ্ধা বন্দনা ও অভিবাদন। পুণ্যরাশি দান করছি আপনার উজ্জীবিত জীবনের সুখ শান্তি পরসে হাজারো মানুষ যেন সুখী হয়।

এক আলোকবর্তিকা মহাজীবনের জন্মদিন # # # # # # # # # # #গুরু বলতে মূলত এমন একজন শিক্ষক বা পথপ্রদর্শককে বুঝায়, যিনি সর্বদা ...
10/09/2025

এক আলোকবর্তিকা মহাজীবনের জন্মদিন
# # # # # # # # # # #

গুরু বলতে মূলত এমন একজন শিক্ষক বা পথপ্রদর্শককে বুঝায়, যিনি সর্বদা শিষ্যকে জ্ঞান, মূল্যবোধ এবং আধ্যাত্মিক নির্দেশনা দিয়ে জীবনের সম্যক পথ প্রদর্শন করে পরিচালিত করেন। গুরু কেবল শিক্ষকই নন, বরং তিনি একজন সুপরামর্শ দাতা, যিনি শিষ্যের জীবন গঠনে সাহায্য করেন এবং অভিজ্ঞতালব্ধ জ্ঞানদান করে। গুরু সাধারণত আধ্যাত্মিক ও ধর্মীয় জ্ঞান প্রদান করেন তাও নয় বিবিধ ভাবে শিক্ষা প্রদান করেন এবং শিষ্যের জীবনে ইতিবাচক প্রভাব ফেলেন।

আরো কি রকম হতে পারে গুরুর ভূমিকা ও বৈশিষ্ট্য
জেনে নেওয়া যাক- যদিও গুরুরগুণ অচিন্তত্যনীয় ও বর্ণনাতীত।
#শিক্ষক ও সুপরামর্শদাতা: গুরু এমন ব্যক্তি যিনি শিষ্যের জ্ঞান বৃদ্ধি করেন, মূল্যবোধ তৈরি করেন এবং অভিজ্ঞতার মাধ্যমে পথ দেখান তিনি-ই গুরু।
#আধ্যাত্মিক পথপ্রদর্শক: ইনি মানুষকে আধ্যাত্মিক পথে পরিচালিত করেন, যা জন্ম ও মৃত্যুর ঊর্ধ্বে যেতে অনুপ্রাণিত করে সেই অর্থে গুরু মহান।
#জ্ঞান ও আলোর উৎস: গুরুর মুখ থেকে আলো ছড়ায়, যা তাঁর সংস্পর্শে আসা সকলের উপর ইতিবাচক ও শক্তিশালী প্রভাব ফেলে, যার কারণে একজন শিষ্যের জীবনে ইতিবাচক পরিবর্তন আসে এবং সফলতা লাভ করতে সক্ষম হন।
#ঐশ্বরিক গুণাবলী: অনেক ক্ষেত্রে গুরুকে ঐশ্বরিক গুণের অধিকারী বলে মনে করা হয়, যিনি আনন্দময় চেহারা, ধৈর্য এবং মানসিক শান্তি স্বাভাবিকভাবে প্রবাহিত করেন। গুরু ভান্তে ঠিক তেমনি, সবাইকে আপন করে নেয়।
#জ্ঞান বিতরণের কেন্দ্র: গুরু এমন এক ব্যক্তিত্ব যার কাছ থেকে শিষ্য জ্ঞান লাভ করেন এবং তার মাধ্যমে শিষ্য প্রতিষ্ঠিত হন। প্রতিটি ধাপে ধাপে সেই জ্ঞান পেয়ে আমি/আমরা ধন্য ও পুলকিত।

এবার গুরু-শিষ্য সম্পর্ক কি রকম হওয়া উচিত জেনে নেওয়া যাক -
#বিশ্বাস ও ভক্তি: গুরুর প্রতি শিষ্যের গভীর বিশ্বাস ও ভক্তি অপরিহার্য, কারণ এই ভক্তির মাধ্যমেই মুক্তি বা জ্ঞান লাভ সম্ভব। এই বিশ্বাস ও ভক্তি কখনো শেষ হওয়ার নয় অসীম।
#গুরু-শিষ্য ঐতিহ্য: এই ঐতিহ্যটি গুরুর কাছ থেকে শিষ্যের ধারাবাহিক উত্তরাধিকার বোঝায়, যেখানে শিষ্য গুরুর পরিবারের সদস্যের মতো থেকে শিক্ষালাভ করেন। যা অফুরন্ত ও অনন্ত কল্পনাতীত।
#আলোকিত জীবন: একজন গুরুর জীবন উদযাপন করার মাধ্যমে শিষ্যেরা জন্ম ও মৃত্যুর ঊর্ধ্বে যাওয়ার অনুপ্রেরণা লাভ করেন এবং আলোকিত সুন্দর ভবিষ্যৎ গড়ে উঠে।

আজ আমার সেই মহান গুরু'র ৮৩ তম জন্মদিন, যার সান্নিধ্যে সুশীতল ছায়ারতলে দীর্ঘ ১২টি বছর। সুখেদুখে কেটে যাচ্ছে দিনগুলি। বয়সের ভারে অনেকটা নুয়ে পড়েছে, কিন্তু মনোবল খুব শক্ত ও মজবুত। যাকে নিয়ে লিখতে গেলে বিভিন্ন দিক থেকে লিখা যায় এবং বর্ণনা করা যায়। একটু একটু চেষ্টা করেছি কিছুটা লিখবার জন্য, এটি স্মৃতি হিসেবে স্মরণে রাখার জন্য। জানে-ইতো স্মৃতি আমাদের জীবনের এক মূল্যবান সম্পদ, যদিও বা নিত্য নয় অনিত্য। তবুও সময়ের স্রোতে হারিয়ে যাওয়া মুহূর্তগুলোই মনে করিয়ে দেয় এবং স্মৃতির পাতায় চির অম্লান থাকে। কখনো কখনো সুখের স্মৃতি আমাদের মুখে হাসি ফোটায়, কখনো বা বেদনার স্মৃতি আমাদের মনকে ভাবুক করে তোলে। স্মৃতির মাধ্যমে অনুভূতিকে সুন্দরভাবে প্রকাশ করে, যা কখনো বলা হয় না, কিন্তু অনুভবে রয়ে যায়। তাই কিছু হৃদয়স্পর্শী স্মৃতির মুহুর্তগুলো ধরে রাখার জন্য এই প্রচেষ্টা। একদিন এই স্মৃতি মুহূর্তগুলো মনে করিয়ে দেবে পাতায় পাতায়। বছরের পর বছর, যুগের পর যুগ। আপনি সব সময় ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনার শতায়ু জীবন কামনায় পুণ্যদান করছি, বিনম্র বন্দনায় আপনার শুভ জন্মদিনের পুষ্পিত শুভেচ্ছা।

জয়তু গুরু, আপনার জয় হোক।
শুভ জন্মদিন মহাজীবন, মহা গুরু।
---
শ্রদ্ধানিবেদনে:
স্থবির বিনয়রত্ন ভিক্ষু
অষ্টবিংশতি বুদ্ধ বিহার ও রত্নপ্রিয় বিদর্শন ভাবনা কেন্দ্র।
টাইগার পাড়া-নীলাচল, বান্দরবান সদর উপজেলা।

প্রতিবছরের ন্যায় রামুর বাকঁখালী নদীতে অনুষ্ঠিত হল বৌদ্ধদের ঐতিহ্যবাহী কল্প জাহাজ ভাসা উৎসব। অংশগ্রহণকরা কল্প জাহাজের সৌন...
10/07/2025

প্রতিবছরের ন্যায় রামুর বাকঁখালী নদীতে অনুষ্ঠিত হল বৌদ্ধদের ঐতিহ্যবাহী কল্প জাহাজ ভাসা উৎসব। অংশগ্রহণকরা কল্প জাহাজের সৌন্দর্য মুগ্ধ করেছে সবাইকে।
ছবি সৌজন্যে: সাজু বড়ুয়া, চাকমারকুল -রামু।

পবিত্র প্রবারণা পূর্ণিমা ও তিন মাস বর্ষাব্রত সমাপ্তি দিবস উদযাপন – France, Pierrefitte- সংবাদ দাতাঃ সুভাষ বড়ুয়াগতকাল ফ...
10/07/2025

পবিত্র প্রবারণা পূর্ণিমা ও তিন মাস বর্ষাব্রত সমাপ্তি দিবস উদযাপন – France, Pierrefitte-
সংবাদ দাতাঃ সুভাষ বড়ুয়া
গতকাল ফ্রান্সের,
Ville de Pierrefitte-sur-Seine-এ,
Vénérable Prajnabangsha Mahathera মহোদয়ের বিহারে অনুষ্ঠিত হলো পবিত্র Probarona Purnima (Fête de la Pleine Lune Bouddhiste) এবং তিন মাসের Retraite des Moines (Vassāvāsa) সমাপ্তি অনুষ্ঠান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় Maire (মেয়র) মান্যবর Michel Fourcade,
তাঁর সহকর্মী 1er Adjoint Monsieur Christian,
Madame Cheraz, এবং আরও অনেক সম্মানিত invités।
উদ্বোধনী শুভেচ্ছা বক্তব্য রাখেন Vénérable Prajnabangsha Mahathera,
এবং বর্ষাব্রত সমাপ্তির প্রতীক হিসেবে প্রদীপ প্রজ্বলন করেন
Monsieur le Maire Michel Fourcade,
যা ছিল এক অনুপ্রেরণামূলক মুহূর্ত de paix et de lumière. মেয়র সাহেব তাঁর বক্তব্যে বলেন, Nous sommes tous égaux ; chacun doit pouvoir pratiquer librement sa religion et sa culture, sans aucune barrière. (আমরা সকলে সমান; ফ্রান্সে প্রত্যেকে যেন বাধাহীনভাবে তাঁদের ধর্ম ও সংস্কৃতি চর্চা করতে পারেন)।
তিনি আরও প্রতিশ্রুতি দেন ভবিষ্যতেও প্রয়োজনীয় soutien (সহায়তা) প্রদান করবেন বলে।
শান্তি, সহমর্মিতা ও ঐক্যের এই আলোকিত soirée spirituelle-তে
অংশগ্রহণকারী সকল ভিক্ষু, ভক্ত ও বন্ধুদের আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন
Shuvash BARUA, কর্ণধার, The Chattogram S. Barua Service France.

10/06/2025

রামু সীমা বিহারে ব্যতিক্রমী ফানুস উড্ডয়ন #সীমাবিহার #রামু #কক্সবাজার #ফানুস

10/06/2025
পিন্ড বা ছোঁয়াইং দানের মহাফল****************************অনেক শক্তিশালী মানুষ দুই বা তিন দিন খাদ্য বা আহার ভোজন না করলে খ...
10/05/2025

পিন্ড বা ছোঁয়াইং দানের মহাফল
****************************

অনেক শক্তিশালী মানুষ দুই বা তিন দিন খাদ্য বা আহার ভোজন না করলে খুবই দুর্বল হয়ে বসা থেকে উঠে দাড়াতে সক্ষম হন না। খাবার গ্রহন দ্বারা দুর্বল ব্যক্তি শক্তি লাভ করে বলবান হয় এবং ব্যক্তি জীবনে সকল ক্লান্তি দুর করে দৈহিক শক্তি দ্বারা কর্ম জীবন সার্থকময় করে তুলে।
পিন্ড বা ছোঁয়াইং দান করাকে কায়িক বল বা শক্তি বা জীবন দান বলে। বুদ্ধ বলেন,
"সব্বে সত্তা আহারাট্ঠিকা"
জগতের সকল প্রাণি আহারের অধীন।
আহার ছাড়া কোন প্রাণি জীবিত থাকতে পারে না।

পিন্ড বা ছোঁয়াইং দানের সংক্ষিপ্ত ফল।

১. দীর্ঘায়ু সুস্থ জীবন লাভ করেন।

২. বর্ণ উজ্জল ও সুন্দরের অধিকারী হন।

৩. সুখী ও জ্ঞানের অধিকারী হন।

৪. ধীর স্থিরের অধিকারী হন।

৫. প্রচুর খাদ্য ভোজ্য লাভ করেন।

৬. জম্ম জন্মান্তরে ধনী মহা ধনী হন।

৭. ইহলোকে নাম খ্যাতি যশ অর্জন করেন।

৮. অনন্ত জম্মে রাজা ও চক্রবর্তী রাজা হন।

৯. অপায় গমন করেন না।

১০. দেবলোকে উৎপন্ন হয়।

অনাথপিন্ডিক শ্রেষ্ঠী ৫০০ জন বুদ্ধ প্রমুখ ভিক্ষু সংঘকে প্রতিদিন পিন্ডদান করতেন।
অনাথপিন্ডিক শ্রেষ্ঠী ত্রিরত্নের পুজা ও পিন্ডদানের ফলে স্রোতাপন্ন মার্গফল লাভ করেন।

অনুরুদ্ধ স্থবির অতীতে জন্মে দরিদ্র অন্নভার জীবনে গন্ধমাদন পর্বত থেকে নিরোধ সমাপত্তি ধ্যান করে আগমনকারী পচ্চেক বুদ্ধকে নিজের জন্য রাখা খাদ্য পিন্ডদান করে অরহৎ বীজ রোপন করেন।

এছাড়া বিশাখাসহ তখনকার রাজা, মহারাজা, ধনী, গরিব সবাই শ্রদ্ধামনে পিন্ডদান করে ব্যক্তি জীবন সুন্দর ও সার্থক করেছেন।

কিন্তু বর্তমানে দেখা যায় অনেক দায়ক দায়িকা নিজ বিহারের ভিক্ষু শ্রামনদের পিন্ডদান করেন না।

বাস্তব জীবন সার্থক করার জন্য পিন্ড বা অন্নদান প্রয়োজনীয়তা অনেক বেশি।
চলুন না নিজের আর্থিক সামর্থ মতে বিন্দু বিন্দু করে দান করি।
ইহ জীবন ও পর জীবনের পাথেয় অর্জন করি।

বুদ্ধ বলেন
"দুল্লবস্সা মনুস্সানং"
মানব জীবন বড়ই দূর্লভ,

অনন্ত জন্মের পুণ্যের ফলে মনুষ্য কুলে জম্ম নিয়েছি। পরের জীবনে মানব কুলে আসার জন্য দান,শীল,ভাবনা অনুশীলন করি।

সবার সুন্দর মুক্ত চিন্তার উদয় হোক।
সকল প্রাণি সুখি হোক।

শুভ প্রবারণা পূর্ণিমা উপলক্ষে প্রধান উপদেষ্টার সাথে যমুনায় বৌদ্ধ নেতৃবৃন্দের শুভেচ্ছা বিনিময়।  ゚viralシfypシ゚viralシalシ  ゚v...
10/05/2025

শুভ প্রবারণা পূর্ণিমা উপলক্ষে প্রধান উপদেষ্টার সাথে যমুনায় বৌদ্ধ নেতৃবৃন্দের শুভেচ্ছা বিনিময়।
゚viralシfypシ゚viralシalシ
゚viralシviralシfypシ゚viralシalシ

আজ সদ্ধর্মকোবিদ, ধর্মদূত ভদন্ত এস. লোকজিৎ মহাথের মহোদয়ের ৪৬তম শুভ জন্মদিনবিশেষ সম্পাদকীয়বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার প...
10/03/2025

আজ সদ্ধর্মকোবিদ, ধর্মদূত ভদন্ত এস. লোকজিৎ মহাথের মহোদয়ের ৪৬তম শুভ জন্মদিন

বিশেষ সম্পাদকীয়
বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার প্রাক্তন মহাসচিব, ঐতিহ্যবাহী পুণ্যর্তীথ চান্দগাঁও শাক্যমুনি সার্বজনীন বৌদ্ধ বিহারের পূজনীয় অধ্যক্ষ, বর্তমান প্রজম্মের ভিক্ষুসংঘের উজ্জ্বল নক্ষত্র, বিশ্বশান্তি সেবা রত্ন উপাধিত ভূষিত, ত্রিপিটক বিশারদ, (সদ্ধর্মাচার্য) উপাধি প্রাপ্ত, পিএইচডি গবেষক, ধর্মদূত, জ্ঞানভানক, সদ্ধর্মকোবিদ, পরম পূজনীয় ভদন্ত এস. লোকজিৎ মহাথের মহোদয়ের ৪৬ তম শুভ জম্মদিনে বিনম্র শ্রদ্ধাভিনন্দন জানাচ্ছি।

শ্রদ্ধেয় ভান্তের সংক্ষিপ্ত জীবন বৃত্তান্ত:
পূজনীয় ভদন্ত এস. লোকজিৎ ভিক্ষু ৩ অক্টোবর ১৯৭৯ খ্রিষ্টাব্দে চট্টগ্রাম জেলার অন্তর্গত শীলঘাটা গ্রামের স্বর্গীয় পিতা বাবু ধীরেন্দ্র লাল বড়ুয়ার ঔরসে ও স্বর্গীয়া মমতাময়ী মাতা পুণ্যশীলা শ্রমতি নিরুবালা বড়ুয়ার জঠরে জন্মগ্রহণ করেন। এছাড়াও ভদন্ত এস. লোকজিৎ মহাথের ভান্তে বিশিষ্ট শিক্ষাবিদ, চট্টগ্রাম কলেজের পালি বিভাগীয় প্রধান, অনলবর্ষী ধর্মভাষক ডক্টর অর্থদর্শী বড়ুয়ার অনুজ সহোদর।

ছোটবেলা থেকে লোকজিৎ ভিক্ষুর চিন্তা চেতনায় সদ্ধর্মের প্রতি শ্রদ্ধাযুক্ত। সর্বদা পুণ্যকর্ম করার পাশাপাশি সংসার ত্যাগ চেতনা নিজের মধ্যে জাগ্রত হত। পন্ডিতেরা বলেন "লক্ষ জন্মের থাকলে ভাগ্য, ঘর ছেড়ে হয় বৈরাগ্য " তারই ধারাবাহিকতায় এস. লোকজিৎ ভিক্ষু ৩১শে অক্টোবর ২০০০ সালে প্রখ্যাত বিদর্শনাচার্য ও অত্যন্ত শান্তিপ্রিয়, মৈত্রীবিহারী ও শীলাচার সম্পন্ন পূজনীয় ভদন্ত রত্নপ্রিয় মহাথের মহোদয়ের সান্নিধ্যে প্রথমে প্রব্রজ্যা জীবন গ্রহণ ও ভান্তের আচার্যার্থে এবং পূজনীয় বাংলাদেশী বৌদ্ধদের সর্বোচ্চ ধর্মীয় গুরু, একাদশ সংঘরাজ সুসাহিত্যিক, ভদন্ত শাসনশ্রী মহাথের মহোদয়ের উপাধ্যায়ার্থে পবিত্র উপসম্পদা বা ভিক্ষুধর্ম গ্রহণ করেন। ভিক্ষু জীবনের অনুশীলন ও সদ্ধর্ম শিক্ষার পাশাপাশি পূজনীয় এস. লোকজিৎ ভান্তে সাধারণ শিক্ষায়ও নিজেকে নিয়োজিত থেকে বর্তমানে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পালি বিভাগে Doctor of Philosophy তে গবেষণায় রত আছেন। এছাড়াও লোকজিৎ মহাথের ভান্তে ইতিমধ্যে বেশ কয়েকটি বৌদ্ধদর্শন ও পালি বন্দনামূলক সদ্ধর্ম গ্রন্থ সমাজে উপহার দিয়েছেন।

"সব্ব দানং ধম্ম দানং জিনতি" অর্থাৎ ধর্মদান সকল দানকে জয় করে। শ্রদ্ধাভাজন ভদন্ত এস. লোকজিৎ মহাথের মহোদয়ও বাংলাদেশের ভিক্ষুসংঘের মধ্যে একজন প্রাঞ্জল ধর্মদেশক হিসেবে অত্যন্ত সুপরিচিত। ভান্তের ধর্মদান অত্যন্ত সুমধুর এবং বৌদ্ধ দর্শনের নিরিখে ধর্মদান করেন। পূজনীয় ভান্তের মত আরও সদ্ধর্ম কথিক ভিক্ষু বাংলাদেশ বুদ্ধশাসনে জন্ম হোক এই প্রার্থনা করি।
ভান্তে এস. লোকজিৎ মহাথের মহোদয় গত কয়েক বছর পূর্বে চট্টগ্রাম পতেঙ্গা সমুদ্র সৈকত সংলগ্ন পতেঙ্গা শাক্যমুনি বুদ্ধ বিহার ও আর ডি এনএ ধ্যান কেন্দ্র প্রতিষ্ঠা করেছেন। যা পাহাড়ি ও বড়ুয়া উভয় বৌদ্ধরা একত্রে ধর্ম-পুণ্য চর্চা করার সুবর্ণ সুযোগ পেয়েছে। এছাড়াও চান্দগাঁও বিশাখা মহিলা সমিতি, প্রভাতী সদ্ধর্ম শিক্ষা নিকেতন, আনন্দ সীবলী সংসদ, চান্দগাঁও কীর্তনীয় পরিষদসহ বিবিধ ধর্মীয় ও সামাজিক সংগঠন প্রতিষ্ঠা করে ধর্ম ও সমাজের কল্যাণ সাধন করে যাচ্ছেন। বিশেষ করে চান্দগাঁও শাক্যমুনি বিহারে সকালে ছোট ছোট ছেলেমেয়েদেরকে সাপ্তাহিক প্রভাতী সদ্ধর্ম শিক্ষা দানটা ব্যাপকভাবে সাড়া ফেলেছে। সকল ছাত্রছাত্রূীদের শ্বেতবস্ত্র পরিধান করে বিহারে এসে ধর্মীয় শিক্ষা গ্রহণ করে ধর্মজ্ঞানে সমৃদ্ধ নতুন প্রজন্ম সৃষ্টি করছেন শ্রদ্ধেয় ভান্তে।
বর্তমানে তিনি ডি.এন বুড্ডিস্ট ওয়েলফেয়ার মিশন, সাতকানিয়া লোহাগাড়া সদ্ধর্মশিক্ষা পরিষদ ও রত্নপ্রিয় কল্যাণ পরিষদের মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করে যাচ্ছেন এছাড়াও তিনি সাতকানিয়া লোহাগাড়া ভিক্ষু সমিতির সহ-সভাপতি ও বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহামন্ডলের দপ্তর সম্পাদক, এবং পুর্ণাচার ভিক্ষু সংসদের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
ভদন্ত এস. লোকজিৎ মহাথের মহোদয়ের সুকন্ঠের সুত্রপাঠ, বিনয়াবনাত ভিক্ষু জীবন যাপন ও সমগ্র বাংলাদেশে প্রাঞ্জল ভাষায় বুদ্ধবচন বা সদ্ধর্মদেশনা দানের অনন্য স্বীকৃতি স্বরূপ উখিয়া উপজেলাধীন থেরবাদ আদর্শের আলোকিত অনন্য সাংঘিক প্রতিষ্ঠান; জ্ঞানসেন বৌদ্ধ-ভিক্ষু-শ্রামণ প্রশিক্ষণ ও সাধনা কেন্দ্র শ্রদ্ধেয় ভান্তেকে "ধর্মদূত" উপাধিতে বিভূষিত করে শাসন সদ্ধর্মের কল্যাণে আরও কাজ করার জন্য প্রভূত অনুপ্রেরণা দান করেন।
শ্রদ্ধেয় ভান্তে ভারতের সিদ্ধার্থ ওয়েলফেয়ার মিশন কলকাতা হতেও সম্মাননা প্রাপ্ত হয়েছেন এছাড়াও তিনি ভারতের বুদ্ধগয়ার ড. রাষ্ট্রপাল মহাথের মহোদয় কর্তৃক প্রতিষ্ঠিত আন্তর্জাতিক বিদর্শন ভাবনা কেন্দ্রের একজন জীবন সদস্য।

ভদন্ত লোকজিৎ থের মহোদয় একজন উৎসাহী ও জ্ঞানান্বেষুক হিসেবে সংঘের প্রতি গভীর শ্রদ্ধা পরায়ন ভিক্ষু হিসেবে পরিচিত, তাই সংঘের সেবার নিরিখে তিনি বিগত সময়ে বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার মহাসচিব পদে দায়িত্ব লাভ করেন এবং যথাসাধ্য চেষ্টা করেছেন শাসন সদ্ধর্মের কল্যাণে কাজ করতে। এছাড়াও তিনি ব্যক্তিগত জীবনে ভ্রমণ পিপাসু হিসেবে ভারত, বার্মা, থাইল্যান্ড, শ্রীলঙ্কা, লাওস, কম্বোডিয়া, ভিয়েতনাম, মালেশিয়া, হংকং, নিউজিল্যান্ড, ও যুক্তরাষ্ট্র আমেরিকায় একাধিকবার সফর করে বুদ্ধের ধর্ম প্রচারে কাজ করে যাচ্ছেন।
আজকে পূজনীয় ভান্তে এস. লোকজিৎ মহাথের মহোদয়ের ৪৬তম শুভ জন্মদিনে বিনম্র বন্দনা ও পুষ্পাভিনন্দন জানাচ্ছি পাশাপাশি ভান্তেরর নীরোগ-দীর্ঘায়ু জীবন কামনায় পুণ্যরাশি দান করছি।
"জয়তু এস. লোকজিৎ মহাথের মহোদয়"
゚viralシfypシ゚viralシalシ
゚viralシviralシfypシ゚viralシalシ

পূজনীয় বুদ্ধশাসন কর্মী, বুদ্ধগয়ায়১০০ফুট সিংহশয্যা বুদ্ধবিম্বের প্রতিষ্ঠাতা, আন্তর্জাতিক পরিমন্ডলের ধর্মদূত,  ভদন্ত বি আ...
10/03/2025

পূজনীয় বুদ্ধশাসন কর্মী, বুদ্ধগয়ায়১০০ফুট সিংহশয্যা বুদ্ধবিম্বের প্রতিষ্ঠাতা, আন্তর্জাতিক পরিমন্ডলের ধর্মদূত, ভদন্ত বি আরিয়াপাল মহাথের মহোদয়ের শুভ জন্মদিনে বিনম্র বন্দনা ও শুভেচ্ছাভিনন্দন।

Address

Los Angeles, CA
CA90002

Alerts

Be the first to know and let us send you an email when JYOTI - জ্যোতি posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to JYOTI - জ্যোতি:

Share