10/03/2025
আজ সদ্ধর্মকোবিদ, ধর্মদূত ভদন্ত এস. লোকজিৎ মহাথের মহোদয়ের ৪৬তম শুভ জন্মদিন
বিশেষ সম্পাদকীয়
বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার প্রাক্তন মহাসচিব, ঐতিহ্যবাহী পুণ্যর্তীথ চান্দগাঁও শাক্যমুনি সার্বজনীন বৌদ্ধ বিহারের পূজনীয় অধ্যক্ষ, বর্তমান প্রজম্মের ভিক্ষুসংঘের উজ্জ্বল নক্ষত্র, বিশ্বশান্তি সেবা রত্ন উপাধিত ভূষিত, ত্রিপিটক বিশারদ, (সদ্ধর্মাচার্য) উপাধি প্রাপ্ত, পিএইচডি গবেষক, ধর্মদূত, জ্ঞানভানক, সদ্ধর্মকোবিদ, পরম পূজনীয় ভদন্ত এস. লোকজিৎ মহাথের মহোদয়ের ৪৬ তম শুভ জম্মদিনে বিনম্র শ্রদ্ধাভিনন্দন জানাচ্ছি।
শ্রদ্ধেয় ভান্তের সংক্ষিপ্ত জীবন বৃত্তান্ত:
পূজনীয় ভদন্ত এস. লোকজিৎ ভিক্ষু ৩ অক্টোবর ১৯৭৯ খ্রিষ্টাব্দে চট্টগ্রাম জেলার অন্তর্গত শীলঘাটা গ্রামের স্বর্গীয় পিতা বাবু ধীরেন্দ্র লাল বড়ুয়ার ঔরসে ও স্বর্গীয়া মমতাময়ী মাতা পুণ্যশীলা শ্রমতি নিরুবালা বড়ুয়ার জঠরে জন্মগ্রহণ করেন। এছাড়াও ভদন্ত এস. লোকজিৎ মহাথের ভান্তে বিশিষ্ট শিক্ষাবিদ, চট্টগ্রাম কলেজের পালি বিভাগীয় প্রধান, অনলবর্ষী ধর্মভাষক ডক্টর অর্থদর্শী বড়ুয়ার অনুজ সহোদর।
ছোটবেলা থেকে লোকজিৎ ভিক্ষুর চিন্তা চেতনায় সদ্ধর্মের প্রতি শ্রদ্ধাযুক্ত। সর্বদা পুণ্যকর্ম করার পাশাপাশি সংসার ত্যাগ চেতনা নিজের মধ্যে জাগ্রত হত। পন্ডিতেরা বলেন "লক্ষ জন্মের থাকলে ভাগ্য, ঘর ছেড়ে হয় বৈরাগ্য " তারই ধারাবাহিকতায় এস. লোকজিৎ ভিক্ষু ৩১শে অক্টোবর ২০০০ সালে প্রখ্যাত বিদর্শনাচার্য ও অত্যন্ত শান্তিপ্রিয়, মৈত্রীবিহারী ও শীলাচার সম্পন্ন পূজনীয় ভদন্ত রত্নপ্রিয় মহাথের মহোদয়ের সান্নিধ্যে প্রথমে প্রব্রজ্যা জীবন গ্রহণ ও ভান্তের আচার্যার্থে এবং পূজনীয় বাংলাদেশী বৌদ্ধদের সর্বোচ্চ ধর্মীয় গুরু, একাদশ সংঘরাজ সুসাহিত্যিক, ভদন্ত শাসনশ্রী মহাথের মহোদয়ের উপাধ্যায়ার্থে পবিত্র উপসম্পদা বা ভিক্ষুধর্ম গ্রহণ করেন। ভিক্ষু জীবনের অনুশীলন ও সদ্ধর্ম শিক্ষার পাশাপাশি পূজনীয় এস. লোকজিৎ ভান্তে সাধারণ শিক্ষায়ও নিজেকে নিয়োজিত থেকে বর্তমানে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পালি বিভাগে Doctor of Philosophy তে গবেষণায় রত আছেন। এছাড়াও লোকজিৎ মহাথের ভান্তে ইতিমধ্যে বেশ কয়েকটি বৌদ্ধদর্শন ও পালি বন্দনামূলক সদ্ধর্ম গ্রন্থ সমাজে উপহার দিয়েছেন।
"সব্ব দানং ধম্ম দানং জিনতি" অর্থাৎ ধর্মদান সকল দানকে জয় করে। শ্রদ্ধাভাজন ভদন্ত এস. লোকজিৎ মহাথের মহোদয়ও বাংলাদেশের ভিক্ষুসংঘের মধ্যে একজন প্রাঞ্জল ধর্মদেশক হিসেবে অত্যন্ত সুপরিচিত। ভান্তের ধর্মদান অত্যন্ত সুমধুর এবং বৌদ্ধ দর্শনের নিরিখে ধর্মদান করেন। পূজনীয় ভান্তের মত আরও সদ্ধর্ম কথিক ভিক্ষু বাংলাদেশ বুদ্ধশাসনে জন্ম হোক এই প্রার্থনা করি।
ভান্তে এস. লোকজিৎ মহাথের মহোদয় গত কয়েক বছর পূর্বে চট্টগ্রাম পতেঙ্গা সমুদ্র সৈকত সংলগ্ন পতেঙ্গা শাক্যমুনি বুদ্ধ বিহার ও আর ডি এনএ ধ্যান কেন্দ্র প্রতিষ্ঠা করেছেন। যা পাহাড়ি ও বড়ুয়া উভয় বৌদ্ধরা একত্রে ধর্ম-পুণ্য চর্চা করার সুবর্ণ সুযোগ পেয়েছে। এছাড়াও চান্দগাঁও বিশাখা মহিলা সমিতি, প্রভাতী সদ্ধর্ম শিক্ষা নিকেতন, আনন্দ সীবলী সংসদ, চান্দগাঁও কীর্তনীয় পরিষদসহ বিবিধ ধর্মীয় ও সামাজিক সংগঠন প্রতিষ্ঠা করে ধর্ম ও সমাজের কল্যাণ সাধন করে যাচ্ছেন। বিশেষ করে চান্দগাঁও শাক্যমুনি বিহারে সকালে ছোট ছোট ছেলেমেয়েদেরকে সাপ্তাহিক প্রভাতী সদ্ধর্ম শিক্ষা দানটা ব্যাপকভাবে সাড়া ফেলেছে। সকল ছাত্রছাত্রূীদের শ্বেতবস্ত্র পরিধান করে বিহারে এসে ধর্মীয় শিক্ষা গ্রহণ করে ধর্মজ্ঞানে সমৃদ্ধ নতুন প্রজন্ম সৃষ্টি করছেন শ্রদ্ধেয় ভান্তে।
বর্তমানে তিনি ডি.এন বুড্ডিস্ট ওয়েলফেয়ার মিশন, সাতকানিয়া লোহাগাড়া সদ্ধর্মশিক্ষা পরিষদ ও রত্নপ্রিয় কল্যাণ পরিষদের মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করে যাচ্ছেন এছাড়াও তিনি সাতকানিয়া লোহাগাড়া ভিক্ষু সমিতির সহ-সভাপতি ও বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহামন্ডলের দপ্তর সম্পাদক, এবং পুর্ণাচার ভিক্ষু সংসদের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
ভদন্ত এস. লোকজিৎ মহাথের মহোদয়ের সুকন্ঠের সুত্রপাঠ, বিনয়াবনাত ভিক্ষু জীবন যাপন ও সমগ্র বাংলাদেশে প্রাঞ্জল ভাষায় বুদ্ধবচন বা সদ্ধর্মদেশনা দানের অনন্য স্বীকৃতি স্বরূপ উখিয়া উপজেলাধীন থেরবাদ আদর্শের আলোকিত অনন্য সাংঘিক প্রতিষ্ঠান; জ্ঞানসেন বৌদ্ধ-ভিক্ষু-শ্রামণ প্রশিক্ষণ ও সাধনা কেন্দ্র শ্রদ্ধেয় ভান্তেকে "ধর্মদূত" উপাধিতে বিভূষিত করে শাসন সদ্ধর্মের কল্যাণে আরও কাজ করার জন্য প্রভূত অনুপ্রেরণা দান করেন।
শ্রদ্ধেয় ভান্তে ভারতের সিদ্ধার্থ ওয়েলফেয়ার মিশন কলকাতা হতেও সম্মাননা প্রাপ্ত হয়েছেন এছাড়াও তিনি ভারতের বুদ্ধগয়ার ড. রাষ্ট্রপাল মহাথের মহোদয় কর্তৃক প্রতিষ্ঠিত আন্তর্জাতিক বিদর্শন ভাবনা কেন্দ্রের একজন জীবন সদস্য।
ভদন্ত লোকজিৎ থের মহোদয় একজন উৎসাহী ও জ্ঞানান্বেষুক হিসেবে সংঘের প্রতি গভীর শ্রদ্ধা পরায়ন ভিক্ষু হিসেবে পরিচিত, তাই সংঘের সেবার নিরিখে তিনি বিগত সময়ে বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার মহাসচিব পদে দায়িত্ব লাভ করেন এবং যথাসাধ্য চেষ্টা করেছেন শাসন সদ্ধর্মের কল্যাণে কাজ করতে। এছাড়াও তিনি ব্যক্তিগত জীবনে ভ্রমণ পিপাসু হিসেবে ভারত, বার্মা, থাইল্যান্ড, শ্রীলঙ্কা, লাওস, কম্বোডিয়া, ভিয়েতনাম, মালেশিয়া, হংকং, নিউজিল্যান্ড, ও যুক্তরাষ্ট্র আমেরিকায় একাধিকবার সফর করে বুদ্ধের ধর্ম প্রচারে কাজ করে যাচ্ছেন।
আজকে পূজনীয় ভান্তে এস. লোকজিৎ মহাথের মহোদয়ের ৪৬তম শুভ জন্মদিনে বিনম্র বন্দনা ও পুষ্পাভিনন্দন জানাচ্ছি পাশাপাশি ভান্তেরর নীরোগ-দীর্ঘায়ু জীবন কামনায় পুণ্যরাশি দান করছি।
"জয়তু এস. লোকজিৎ মহাথের মহোদয়"
゚viralシfypシ゚viralシalシ
゚viralシviralシfypシ゚viralシalシ