10/16/2025
টাকা থাকলেই সবাই মানুষ হয় না:
টাকা-পয়সা থাকলেই মানুষ শিক্ষিত হয়, এমনটা ভাবা সবচেয়ে বড় ভুল। প্রকৃত শিক্ষা কখনো শুধু ডিগ্রি বা ব্যাংক ব্যালেন্স দিয়ে মাপা যায় না। শিক্ষিত সেই মানুষ, যাদের মধ্যে বিনয় আছে, সৎ আচরণ আছে, অন্যের প্রতি সম্মান আছে। অথচ আজকাল এমন অনেক মানুষকে দেখা যায়, যাদের পায়ের নিচে জমিন পর্যন্ত থাকে না। অহংকারে তারা এতটাই উড়ে বেড়ায় যে আকাশও লজ্জা পায়!
টাকার গরমে তারা ভাবে, তারা-ই পৃথিবীর কেন্দ্রবিন্দু, বাকি সবাই নাকি তুচ্ছ। কিন্তু মজার ব্যাপার হলো, যাদেরকে তারা ফকিন্নি ভাবে, সেই মানুষেরও একটা ক্লাস আছে, মানবিকতার ক্লাস, সততার ক্লাস। আর এইসব অহংকারী লোকদের ক্লাস বলতে কিছুই নেই। থাকলেও সেটি কেবল দাম্ভিকতার আবর্জনায় ভরা।
এরা সারাদিন অন্য মানুষের নাম ধরে আলোচনা করবে, গুজব রটাবে, কুৎসা রটাবে। কিন্তু নিজের চরিত্রে যে দুর্গন্ধ, সেটা কখনো নিজেরাই টের পায় না। আয়নায় নিজেদের মুখ দেখা যেন তাদের জন্য সবচেয়ে বড় কঠিন কাজ। কারণ সেখানে যে প্রতিফলিত হয় তা মানুষ নয়, বরং টাকা আর অহংকারে অন্ধ এক প্রাণী।
সমাজে আসল সম্মান কখনো টাকায় কেনা যায় না। সম্মান আসে আচরণে, আসে বিনয়ে, আসে মানবিকতায়। তাই টাকা-পয়সা যত বড়ই হোক না কেন, বিনয় না থাকলে সেই মানুষ আসলে মানুষের পর্যায়েই পড়ে না।