Nipa’s vlog usa

Nipa’s vlog usa Hello.. I’m nipa.This page is for daily vlogs, cooking ,activity ,food and travel in Florida .
(12)

08/09/2025

আমেরিকাতে আতা /সরুফা ফলের দাম দেখে 🤨 চোখ কপালে 😀

08/05/2025

আমেরিকা তে করোনা ভাইরাসের উপদ্রব । ভোর রাতে বের হতে হলো।

08/03/2025

আমেরিকার স্বাধীনতা দিবস।আমরাও আয়োজন করলাম বারবিকিউ পার্টির।বাজির আলোয় আলোকিত চারিদিক

07/26/2025

Floridas bipolar weather .

07/24/2025

আমেরিকার ফ্লোরিডা সন্ধ্যা মানে গভীর রাত। ডাউনটাউন একটু অন্যরকম ।

07/21/2025

বাংলাদেশে কন্টেন্ট ক্রিয়েশনের একটা ভয়াবহ যুগ চলছে,কন্টেন্ট ক্রিয়েশনের প্রতিযোগিতায় নেমে সবাই “অমা*নুষ” হয়ে যাচ্ছে।

ভাইরাল হয়ে ডলার কামানোর আশায় হুমড়ি খেয়ে পরছে কন্টেন্ট বানানোর জন‍্য।

আজকেও মাইলস্টোনের “মানুষ” গুলো চলে গিয়ে কিছু “অ*মানুষদের” রোজগারের ‍ব‍্যবস্থা করে গেছেন।

চারিদিকে শুধু লাইক ভিউজ আর শেয়ারের ছড়াছড়ি চলছে, নৈতিকতাকে বেচে দিয়ে ব‍্যাংকে ডলার জমা হচ্ছে।

07/18/2025

আমেরিকা তে আমাদের প্রতিবেশীরা। আসলে ভালো মন্দ নিয়েই আমরা সবাই

07/15/2025

এত যত্ন হয় এইটার । একটুও ময়লা লাগতে পারবে না।

সন্তান যখন আপনার কোলে থাকে, যতটা পারেন আদর করেন।এই যে ফুটফুটে মুখটা, ছোট্ট হাতটা , একটা দিন আসবে, এই হাত আপনার হাতের নাগ...
07/15/2025

সন্তান যখন আপনার কোলে থাকে, যতটা পারেন আদর করেন।এই যে ফুটফুটে মুখটা, ছোট্ট হাতটা , একটা দিন আসবে, এই হাত আপনার হাতের নাগালের বাইরে চলে যাবে।

সন্তানরা সারাজীবন মায়ের কাছে থাকে না।ওদেরও তো জীবন আছে, স্বপ্ন আছে। ক্যারিয়ার গড়বে।কেউ চলে যাবে অন্য দেশে,কেউ উড়ে যাবে দূরের শহরে।

তখন আপনি পড়ে থাকবেন একা এই বাড়িতে।এক কোণে।কখনো কখনো ফোন আসবে।কথা হবে, ‘মা ভালো আছো?’ আপনি বলবেন, ‘ভালো আছি বাবা।

’মনের ভেতর হাজারটা কথা জমা থাকবে, বলতে পারবেন না। কারণ ওদের যে ব্যস্ত জীবন।তখন মনে পড়বে, যখন ও ছিল আপনার কোলে,তখন কেনো যে একটু বেশী আদর করেন নাই!

চাইলেই সন্তানকে আদর করতে পারবেননা,কারণ সে তো থাকে আপনার থেকে অনেক দূরে।

কার জীবনে কী আছে, ভাগ্য কোথায় নিয়ে যাবে কেউ জানি না। তাই শুধু আল্লাহর কাছে বলি —
‘হে আল্লাহ, আমার সন্তান যেন ভালো মানুষ হয়।
সুন্দর জীবন পায়। ঈমানের সাথে জীবন কাটায়।’

লেখা- সংগৃহীত ও পরিমার্জিত।

07/13/2025

ফ্লোরিডার সমুদ্র সৈকতে। এখানকার মানুষ খুব নিরিবিলি নির্জনতা পছন্দ করে।

নীল আকাশ নীল সাগর
07/13/2025

নীল আকাশ নীল সাগর

07/10/2025

আমেরিকাতে ইন্সুরেন্স না থাকলে যে কত বিল আসে ডাক্তার দেখাতে।!পকেট খালি হয়ে যায়।

Address

1673 Lindley Street
Mangonia Park, FL
33410

Website

Alerts

Be the first to know and let us send you an email when Nipa’s vlog usa posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category