Tita Bhai

Tita Bhai এটা "Tita Bhai" এর অফিসিয়াল ফেসবুক পেইজ।সকলে লাইক,কমেন্ট ও শেয়ার করে পাশে থাকুন।সকলের ভালবাসা ও দোয়া নিয়ে সামনে এগিয়ে যেতে চাই।

পৃথিবীতে মানুষের সবচেয়ে বড় আদালত হচ্ছে তার বিবেক।তাই আমার বিবেক যা বলে আমি তাই করি।কারো কথা শুনি নাহ।আমি আপনাদের মত সুশীল হতে পারবো নাহ।কারন এই কথিত সুশীলরাই আজকের এই সমাজ নষ্টের জন্য দায়ী।তাই আসুন ভাল মানুষ হয়ে যাই বা ভাল মানুষ হওয়ার চেষ্টা করি।

শাহরিয়ার কবির টকশোর জগতে রাজ করতেই এসেছেন! তিনি টকশোতে যেভাবে বই খাতা নিয়ে এসে, দিন তারিখ সাল- ধরে ধরে ইতিহাসের নানান প্...
12/05/2025

শাহরিয়ার কবির টকশোর জগতে রাজ করতেই এসেছেন! তিনি টকশোতে যেভাবে বই খাতা নিয়ে এসে, দিন তারিখ সাল- ধরে ধরে ইতিহাসের নানান প্রশ্নের উত্তর দিচ্ছেন, প্রতিবারই মনে হচ্ছে আমরা খুব কমই জানি। আসলে কিছু স্ক্রিপটেড ইতিহাস ছাড়া আমরা তেমন কিছুই পড়িনি।

যদিও তিনি ব্যারিস্টার হওয়ায় আশা করছিলাম তিনি সবকিছু হয়তো আইনীদের দিক থেকে ব্যাখ্যা করবেন, কিন্তু দেখা যাচ্ছে তার ইতিহাসেও ভালোই দখল।

এই লোক কিছুদিন ক্লাস নিলে ইসলামিস্টদের হীনমন্যতা অর্ধেকে নেমে আসবে। মহান আল্লাহ আপনার মঙ্গল করুক! দোয়া রইল।
#টকশো #শাহরিয়ার_কবির

জুম্মা মোবারক! 🕋নামায!!নামায!!!নামাযশান্তি এখানেই
12/05/2025

জুম্মা মোবারক! 🕋
নামায!!নামায!!!নামায
শান্তি এখানেই

উপস্থাপিকা নিকোল কিডম্যানকে সবাই রোক্সানা ডাকার জন্য অনুরোধ করতেছে। কিন্তু রোক্সানা আলেকজান্ডার দ্যি গ্রেটের ওয়াইফ 😕রোকস...
12/05/2025

উপস্থাপিকা নিকোল কিডম্যানকে সবাই রোক্সানা ডাকার জন্য অনুরোধ করতেছে। কিন্তু রোক্সানা আলেকজান্ডার দ্যি গ্রেটের ওয়াইফ 😕

রোকসানার রাজনৈতিক পরিচয় হচ্ছে যিনি প্রাচীন ব্যাকট্রিয়া এবং সোগদিয়ায় একজন ষড়যন্ত্রকারী হিসাবে পরিচিত ছিলেন, রোক্সানা রাজা বেসাসের ওরফে আওয়ামী লীগের সেবা করতেন। চিরকাল ষড়যন্ত্রকারীনিই ছিলেন। আখামেনিড বংশের শেষ রাজা তৃতীয় দারিয়াসের হত্যার সাথেও জড়িত ছিলেন।

আলেকজান্ডারের সাথে রোক্সানার পরিচয় একটা যুদ্ধের বিজয় উদযাপন অনুষ্ঠানে। সেখানেই প্রেম থেকে বিয়ে।

মেসিডোনিয়ার আর্মি অফিসাররা অবশ্য আলেক্সান্ডারকে নিষেধ করেছিলেন আওয়ামী রোক্সানাকে বিয়ে করতে। তাদের ইচ্ছা ছিল আলেক্সান্ডার যেনো একজন মেসিডোনিয়ান রমনী বিয়ে করেন।

দু:খের বিষয় একাত্তরের বীর মুক্তিযোদ্ধা আলেক্সান্ডার সবার উপদেশ অমান্য করে রোক্সানাকেই বিয়ে করলেন।

ফলাফল আজকে টকশোতে মজুর জন্য কান্নাকাটি শুনতে হয় 😭

ইতিহাস কিভাবে ঘুরে আসে রে সাফিন 😕

পেটের দায়ে রাইড শেয়ার করি। এ্যাপে এখন আর তেমন একটা রিকুয়েস্ট পাওয়া যায় না। তাই মাঝে মধ্যে কন্ট্রাকেও রাইড শেয়ার কর...
12/05/2025

পেটের দায়ে রাইড শেয়ার করি। এ্যাপে এখন আর তেমন একটা রিকুয়েস্ট পাওয়া যায় না। তাই মাঝে মধ্যে কন্ট্রাকেও রাইড শেয়ার করি। আর এই রাইড শেয়ার করেই অল্প কিছু টাকা আয় করি, দিন আনি দিন খাই। কিন্তু রক্ত পানি করা রাইডের টাকা মানুষ মে'রে দেয়, মালিবাগ থেকে একটা ভাড়া নিছি কন্ট্রাকে যাত্রী যাবে টঙ্গী আবার ব্যাক আসবে আমি চাইলাম ১২০০ টাকা উনি রাজি হইলো। যাত্রীকে নিয়ে গেলাম সুন্দর কথা বলতে বলতে গেলাম, উনি উনার কাজে গেলো ১ ঘন্টা পরে আসলো। আমি আবার গাড়ি নিয়ে ব্যাক আসছি, নিকুঞ্জ এসে বলে, "আমার মা অসুস্থ মালিবাগ হাসপাতালে ভর্তি, এখানে আমার ছোট ভাই থাকে খাবার দোকানে আমি মার জন্য কিছু খাবার নিয়া আসছি, তুমি ১০ মিনিট দাড়াও, সেই যে গেলো, আমি ঠিক একই জায়গায় ২ ঘন্টা অসহায়ের মতো দাঁড়িয়ে থাকলাম। লোকটা আর আসলো না, ১২০০ টাকা কিন্তু বড় কথা না। কিন্তু এই টাকাটা আমার সারাদিনের কামাই ছিলো। তাও খারাপ লাগতো না, আমার ঘরে কোন টাকা ছিলো না, আমার ৬ বছর মেয়ে ১০ টাকা ২০ টাকা করে ২০০ টাকা জমাইছে, আমার বাইকে তেল ছিলোনা, মেয়ে জমানো চক চকে ২০০ টাকা নিয়ে আমি বাইকে তেল ভরেছি। আমার চোখ দিয়া শুধু অঝোরে পানি পড়লো আর চিন্তা হলো মেয়ে সামনে কিভাবে দাড়াবো! তাকে বলে আসছি রাতে এসে তোমাকে ৩০০ টাকা দিবো 😪

BikeBD গ্রুপে পোস্ট করেছেন Bike Rider Amir


ধীরে ধীরে মিডিয়াতে নব্য মুক্তিযোদ্ধা তৈরী হচ্ছে। আগে এই দায়িত্বে ছিলেন ফারজানা রুপা,নবনিতা চৌধুরী আর মুন্নি সাহারা। নতুন...
12/05/2025

ধীরে ধীরে মিডিয়াতে নব্য মুক্তিযোদ্ধা তৈরী হচ্ছে। আগে এই দায়িত্বে ছিলেন ফারজানা রুপা,নবনিতা চৌধুরী আর মুন্নি সাহারা।

নতুন বাংলাদেশে মিডিয়ার মুক্তিযোদ্ধা বিভাগে একটা সংকট দেখা দেয়। যমুনা টিভি ও জিটিভির এই দুই সম্মানিত উপস্থাপিকা এখন দায়িত্ব নিয়েছেন।

তাদের প্রতিদিনের টকশোতে যত যাই আলোচনার বিষয়বস্তু হয় না কেন মুক্তিযুদ্ধ নিয়ে ব্যাবসা করাই লাগে। অতীতে দেখতাম ফারজানা রূপারা এই কাজটিই করতো।

মুক্তিযোদ্ধা কচলাতে গিয়ে চেতনার ব্যাবসা করে হাসিনা আজকে এক কাপড়ে দেশ ছাড়া। আর ফারজানা রূপা স্বামীসহ কারাগারে। এমনিতেই বললাম আরকি!!!
কপি: আশরাফ মাহমুদ

একটার পর একটা সেঞ্চুরি করেই যাচ্ছিলেন রুট। কিন্ত হেটার্সরা তাও তাকে এই জেনারেশনের সেরা টেস্ট ব্যাটসম্যান হিসেবে আখ্যায়িত...
12/04/2025

একটার পর একটা সেঞ্চুরি করেই যাচ্ছিলেন রুট। কিন্ত হেটার্সরা তাও তাকে এই জেনারেশনের সেরা টেস্ট ব্যাটসম্যান হিসেবে আখ্যায়িত কর‍তে নারাজ। কারণ রুটের অস্ট্রেলিয়ার মাটিতে কোনো সেঞ্চুরি নেই। তাই সে স্মিথ, কোহলিদের থেকে পিছিয়ে। রুট আজকে অস্ট্রেলিয়ার মাটিতেও সেঞ্চুরি করে ফেললেন।

কোহলি, স্মিথ, উইলিয়ামসন এবং রুট!!
এই ৪ জনের মধ্যে কে এই জেনারেশনের সেরা ব্যাটসম্যান এটা নিয়ে একটা ডিবেট ছিলো। কিন্ত করোনার পরবর্তী সময়ে রুট যেভাবে নিজের অস্তিত্বের জানান দিলেন এতে রুট এখন শুধু এই জেনারেশনের সেরা ব্যাটসম্যান হবার রেইসে নয়, সর্বকালের সেরা টেস্ট ব্যাটসম্যান হবার রেইসেও যুক্ত হয়ে গেছেন।

রুট যদি আরও ৪ বছর টেস্ট ক্রিকেট খেলেন তাহলে তিনি শুধু শচীনের রেকর্ড ভাঙবেন না, পাশাপাশি নতুন নতুন রেকর্ড নিজের নামের পাশে বসাবেন। পরবর্তী জেনারেশন তখন রুটের রেকর্ড ভাঙার পিছনে ছুটবে। রুটের পক্ষে এখন সবকিছুই সম্ভব। বিশেষ করে রুট যেই লেভেলের ফর্মে আছে, তার জন্য আসলেই এই মুহূর্তে কোনো কিছু অসম্ভব না। শুধু হুট করে অবসরের ঘোষণা না দিলেই হলো।

ফে*স*বুকে*র এসব ছা*পড়ি*রা দেশের ক*লংক!ছি ছি ছি!!এদের কি মা-বাপ,ভাই-বোন নাই!ঠিকমত মা*ই*র দিলে ভাল হয়ে যেতো!
12/04/2025

ফে*স*বুকে*র এসব ছা*পড়ি*রা দেশের ক*লংক!
ছি ছি ছি!!এদের কি মা-বাপ,ভাই-বোন নাই!ঠিকমত মা*ই*র দিলে ভাল হয়ে যেতো!

অনেকে হয়তো জানেন না হাসনাত আবদুল্লাহ এক সময় প্রচন্ড ভালো লিখালিখি করতো। ওর অনেক পোস্টে কমেন্ট করতেন স্বয়ং ঢাকা বিশ্ববিদ্...
12/04/2025

অনেকে হয়তো জানেন না হাসনাত আবদুল্লাহ এক সময় প্রচন্ড ভালো লিখালিখি করতো। ওর অনেক পোস্টে কমেন্ট করতেন স্বয়ং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। আমি এসব চেক করতাম, ঈর্ষা হতো। কিন্তু মাঝেমধ্যে ভাবতাম- এসব উচ্চ লেভেলের চিন্তা করে কি লাভ যদি বাস্তব জীবনে প্রয়োগ না ঘটাইতে পারে।

একদিন দেখলাম রেজিস্টার বিল্ডিং-এর সামনে প্লেকার্ড নিয়ে একাই দাঁড়াই আছে, লাল ফিতার দৌরাত্ম ভাঙ্গার প্রতিবাদে। আমার ভুল ভাঙ্গলো। মনে হইলো ছেলেটার সচ্চ চিন্তাধারার মত কাজে-কামেও মিল আছে। ঢাবিতে খুব কম মানুষ আছে নিজের সময় নষ্ট করে এসব এক্টিভিজম করে।

জুলাইয়ে হাসনাত আবদুল্লাহ'কে আবার নতুন করে চিনলাম। এক কাপড়ে দেশ স্বাধীন করায় হাসনাত আবদুল্লাহ'র যতটা ভূমিকা ছিলো- এরচে বড় ভূমিকায় অবতীর্ণ হলো জুলাইয়ের পর। বিপ্লবের স্পিরিট ধরে রাখতে সবচে বেশি লড়াই যারা করে যাচ্ছে, হাসনাতের নাম বোধহয় সবার উপরে থাকবে। স্বাভাবিক ভাবেই দালাল মিডিয়া কিংবা স্বৈরাচারীদের চোখ হাসনাতের দিকেই পড়লো।

মূল কথা যেটা বলতে চাইছিলাম- আমি এরকম অনেক মানুষকে দেখেছি যাদের চিন্তাভাবনা লিখালিখি খুব সুন্দর কিন্তু সেটা অনলাইনের মধ্যেই সীমাবদ্ধ। আমার এক বন্ধু ছিলো, হাজার হাজার বই পড়তো- কিন্তু কোনদিন তাকে হল থেকে বের হয়ে টিএসসিতে যাইতে দেখি নাই, দেখি নাই কখনো নিপীড়িত স্টুডেন্ট কিংবা দেশের স্বার্থে দাঁড়াইতে। এই মানুষ গুলার উপর আমার একটা রাগ কাজ করতো সব সময়।

কিন্তু হাসনাত আবদুল্লাহ'কে দেখলাম- যার চিন্তাভাবনা, কথাকাজ, অনলাইন কিংবা বাস্তব জীবন সবখানে সেইম।

কোন মেকি কান্না নেই, শো'অফ নেই, অভিনয় নেই- পুরোটাই যেন রক্তেমাংসে সাধারণ কিন্তু অসাধারণ এক আত্মা।

স্বপ্ন দেখতে কোন দোষ নাই। পুরো পৃথিবী এখন রাজত্ব করতেছে তরুণরা। এক জাস্টিন ট্রুডো কোটি কোটি মানুষের আইডল। লাস্ট ৫ বছরে আমি বাংলাদেশে অনেক সম্ভাবনাময় তরুণ দেখেছি। প্রত্যেকটা দলেই এরা আছে। শুধু দরকার এদেরকে একটু সাপোর্ট দেয়া, স্পেস দেয়া। হাসনাত আবদুল্লাহ'দের হারাই যাইতে দিলে বাংলাদেশ আবার হেরে যাবে।
কপি: তারেক আহমেদ

ভাইয়ো!!!কি খবর আপনার?বিএনপি থেকে নমিনেশন পাইছেন?
12/04/2025

ভাইয়ো!!!
কি খবর আপনার?
বিএনপি থেকে নমিনেশন পাইছেন?

কমেডিয়ান কনটেন্ট ক্রিয়েটর আলামিনকে দেখতে আজ হাসপাতালে গিয়েছিলাম। আল্লাহর রহমতে তিনি আগের থেকে অনেকটাই সুস্থ আছেন।সেখা...
12/04/2025

কমেডিয়ান কনটেন্ট ক্রিয়েটর আলামিনকে দেখতে আজ হাসপাতালে গিয়েছিলাম। আল্লাহর রহমতে তিনি আগের থেকে অনেকটাই সুস্থ আছেন।

সেখানে তিনি সকল কমেডিয়ান কনটেন্ট ক্রিয়েটরদের প্রতি আন্তরিক অনুরোধ জানিয়েছেন— কেউ যেন আগুন বা বিপদজনক ঘটনা নিয়ে বিনোদনের ভিডিও না বানান।

মোঃ আলামিনের জন্য দোয়া রইল—আল্লাহ তাকে সম্পূর্ণ সুস্থতা দান করেন, আমিন।

দেশের জনসংখ্যার চেয়ে সাংবাদিক বেশি 🙂
12/04/2025

দেশের জনসংখ্যার চেয়ে সাংবাদিক বেশি 🙂

ব্র্যাড হজ! ক্রিকেট বিশ্বের অন্যতম দূর্ভাগা এবং ভুল সময়ে জন্ম নেওয়া বা ভুল সময়ে ক্রিকেটে আসা এক ব্যক্তি। প্রথমেই বলে রাখ...
12/04/2025

ব্র্যাড হজ! ক্রিকেট বিশ্বের অন্যতম দূর্ভাগা এবং ভুল সময়ে জন্ম নেওয়া বা ভুল সময়ে ক্রিকেটে আসা এক ব্যক্তি। প্রথমেই বলে রাখি ব্র্যাড হজ আমাদের বিপিএলের প্রথম দুই আসরে বরিশালের হয়ে খেলেছেন তাছাড়া সবধরনের টি-টুয়েন্টিতে এক সময় তিনি সেরা ব্যাটসম্যান ছিলেন। ব্র্যাড হজ কেন দূর্ভাগা জানেন কারণ তিনি এমন সময়ে অস্ট্রলিয়ার ক্রিকেটে ছিলেন/এসেছিলেন যখন রিকি পন্টিং,গিলক্রিস্ট,হেইডেন,মাইক হাসি,সায়মন্ডসদের মতো লিজেন্ডরা অস্ট্রেলিয়া দলে খেলতেন। ব্র্যাড হজের জন্য দলে বা একাদশে জায়গা পাওয়া অ্যাভারেস্ট জয় করার মতোই ছিল।

প্রথম শ্রেনীর ক্রিকেটে হজের সেঞ্চুরি ৫১টি এবং লিস্ট-এ তে ২৯টি,সবধরনের টি-টুয়েন্টিতে সেঞ্চুরি ২টি। ব্যাটসম্যান হিসেবে ধারাবাহিকতার কোনো অভাব ছিল না তার,ব্যাটিংয়ের ধরনও ছিল মুগ্ধ করার মতো। ক্রিকেট বিশ্বের সকল লীগেও তিনি খেলেছেন হরহামেশাই। জাতীয় দলেও যতটুকু সুযোগ পেয়েছেন পারফরম্যান্স করেছেন চোখে পড়ার মতো। অস্ট্রেলিয়ার ২০০৭ বিশ্বকাপ জয়ী দলের সদস্যও ছিলেন হজ। ৫টি ম্যাচও খেলেন হজ, ২ ম্যাচে ব্যাট করে ১ সেঞ্চুরিতে করেন ১৫২ রান। টেস্টেও ব্র্যাড হজ ছিলেন সফল।

ব্র্যাড হজের টেস্ট ব্যাটিং স্ট্যাট-

ম্যাচ- ৬
ইনিংস- ১১
নট আউট- ২
রান- ৫০৩
গড়- ৫৫.৮৮
সেঞ্চুরি- ১
ফিফটি- ২
সেরা- ২০৩*

টেস্টের পাশাপাশি ওয়ানডে এবং আন্তর্জাতিক টি-টুয়েন্টিতেও হজ ছিলেন যথেষ্ট সফল কিন্তু ক্যারিয়ার ছিল ছোট্ট। ওয়ানডেতে ২১ ইনিংসে ৩ ফিফটি এবং ১ সেঞ্চুরিতে করেন ৫৭৫ রান। আন্তর্জাতিক টি-টুয়েন্টিতে ২৬ গড়ে এবং ১২৭ স্ট্রাইক রেইটে করেন ১৮৩ রান। ব্র্যাড হজ জাতীয় দলে পর্যাপ্ত সুযোগ না পেলেও সবধরনের টি-টুয়েন্টিতে ছিলেন সত্যিকারের লিজেন্ড।

সবধরনের টি-টুয়েন্টিতে ব্র্যাড হজ-

ইনিংস- ২৬১
নট আউট- ৬০
রান- ৭৪০৬
গড়- ৩৬.৮৬
স্ট্রাইক রেইট- ১৩১.২৮
সেঞ্চুরি- ২
ফিফটি- ৪৮
সেরা- ১০৬
চার- ৭০৯
ছয়- ২৪৮

ব্র্যাড হজের ব্যাটিং যারা দেখেছেন তারা বলতে পারবেন ব্র্যাড হজ কতটা কার্যকরী এবং যোগ্যতা সম্পন্ন ব্যাটসম্যান ছিলেন। ক্রিকেট ইতিহাসের অন্যতম দূর্ভাগা লিজেন্ড নিঃসন্দেহে ব্র্যাড হজ।

Address

Dhaka
Manhattan, NY

Alerts

Be the first to know and let us send you an email when Tita Bhai posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Tita Bhai:

Share