12/05/2025
শাহরিয়ার কবির টকশোর জগতে রাজ করতেই এসেছেন! তিনি টকশোতে যেভাবে বই খাতা নিয়ে এসে, দিন তারিখ সাল- ধরে ধরে ইতিহাসের নানান প্রশ্নের উত্তর দিচ্ছেন, প্রতিবারই মনে হচ্ছে আমরা খুব কমই জানি। আসলে কিছু স্ক্রিপটেড ইতিহাস ছাড়া আমরা তেমন কিছুই পড়িনি।
যদিও তিনি ব্যারিস্টার হওয়ায় আশা করছিলাম তিনি সবকিছু হয়তো আইনীদের দিক থেকে ব্যাখ্যা করবেন, কিন্তু দেখা যাচ্ছে তার ইতিহাসেও ভালোই দখল।
এই লোক কিছুদিন ক্লাস নিলে ইসলামিস্টদের হীনমন্যতা অর্ধেকে নেমে আসবে। মহান আল্লাহ আপনার মঙ্গল করুক! দোয়া রইল।
#টকশো #শাহরিয়ার_কবির