তিতা ভাই ২.০

তিতা ভাই ২.০ এটা তিতা ভাই ২.০ এর অফিসিয়াল ফেসবুক পেইজ।সকলে লাইক,কমেন্ট ও শেয়ার করে পাশে থাকুন।সকলের ভালবাসা ও দোয়া নিয়ে সামনে এগিয়ে যেতে চাই।

পৃথিবীতে মানুষের সবচেয়ে বড় আদালত হচ্ছে তার বিবেক।তাই আমার বিবেক যা বলে আমি তাই করি।কারো কথা শুনি নাহ।আমি আপনাদের মত সুশীল হতে পারবো নাহ।কারন এই কথিত সুশীলরাই আজকের এই সমাজ নষ্টের জন্য দায়ী।তাই আসুন ভাল মানুষ হয়ে যাই বা ভাল মানুষ হওয়ার চেষ্টা করি।

অক্টোবরের ১৮ তারিখ পর্যন্ত দেশে ১৫৭ কোটি ডলার রেমিট্যান্স এসেছে। দেশের অর্থনীতি বাঁচিয়ে রাখার ধন্যবাদ প্রবাসী রেমিট্যান্...
10/19/2025

অক্টোবরের ১৮ তারিখ পর্যন্ত দেশে ১৫৭ কোটি ডলার রেমিট্যান্স এসেছে। দেশের অর্থনীতি বাঁচিয়ে রাখার ধন্যবাদ প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা ভাইদের 🇧🇩

বিয়ের সাতদিন পর আমার বউকে গন/ধ/র্ষণ করা হয়েছিল। এই জঘন্য কাজটা আমার সামনেই করা হয়েছিলো কিন্তু আমি কিছু করতে পারিনি। আমাক...
10/19/2025

বিয়ের সাতদিন পর আমার বউকে গন/ধ/র্ষণ করা হয়েছিল। এই জঘন্য কাজটা আমার সামনেই করা হয়েছিলো কিন্তু আমি কিছু করতে পারিনি। আমাকে বেঁধে রেখে আমার সামনেই ন.রপিশাচ.রা আমার বউকে ধ'র্ষণ করেছিল। আমি অনেক আকুতি মিনতি করেছিলাম কিন্তু তাদের কানে আমার আকুতি পৌছায়নি। ওরা ছিলো চার জন। বিয়ের পর আমি নিজেই আমার বউ এর কাছে যাইনি। কারণ সে অসুস্থ ছিলো। কিন্তু ওরা অসুস্থ্যতা দেখেনি। ওরা চলে যাওয়ার পরেও পাঁচ ঘন্টা আমার স্ত্রী আমার সামনে ন/গ্ন, র'ক্তা/ক্ত অবস্থায় পড়েছিলো। তাঁর কান্না আমার ভিতর পর্যন্ত পৌছে গিয়েছিল। তারপর তাকে হাসপাতালে ভর্তি করি। সে অসুস্থ অবস্থায় হাসপাতালের বেডে দিন গুনতে থাকে। আর আমি ধ'র্ষক'দের শাস্তির জন্য দৌড়াদৌড়ি করতে থাকি। একসময় তাদের গ্রেফতার করা হয়। তবে কেস চালাতে হয়েছে আমাকে। আমার সবকিছু আমি বিক্রি করে দিয়েছিলাম শুধু ন্যায় বিচার পাওয়ার জন্য কিন্তু আমি পাইনি।

তিনমাস পর তারা জামিনে বের হয়ে আসে। আর সেদিনই আমার স্ত্রী গ'লায় দ'ড়ি দিয়ে আ"ত্মহ'ত্যা করা। চিঠিতে লিখে গিয়েছিল।
এই দেশে ধ'র্ষকের শাস্তি হয় না কিন্তু ধ/র্ষিতার মানসিক শাস্তি ঠিকই হয়।

আমার সামনে দিয়ে যখন আমার বউকে ধ"র্ষণ করা মানুষগুলো হেঁটে যেতো তখন ম'রে যেতে ইচ্ছে করতো। ওরা ছিল প্রভাবশালী তাই ওদের কে কিছু করা যাবে না সেটা জানি আমি।

একটা মেয়ের সাহায্য নিয়ে ওদের চারজনকে আমি কিড'ন্যাপ করি। কারণ ওরা ছিলো সে"ক্স পাগল। সে"ক্সের জন্য কোনো মেয়ে বললে যেখানেই হোক না চলে যেতো। চারজন মানুষকে একা কিডন্যাপ করা কখনো সম্ভম না। কিন্তু আমি করেছিলাম। তার জন্য ব্যবহার করেছিলাম একজাতীয় স্প্রে যেটা নাকে ধরলে চব্বিশ ঘন্টা অজ্ঞান থাকবে।
ওরা যখন চোখ খুলে তখন একটা অন্ধকার রুমের ভিতর হাত পা বাঁধা অবস্থায় পড়েছিল।

ওদের জ্ঞান ফেরার পরেই আমি ছুটে যাই ওদেরকে চিরতরে শেষ করে দেওয়ার জন্য। কিন্তু তখন আমার মনে হয় আমার বউ এর মৃ'ত্যু য/ন্ত্রণা। কতোটা কষ্ট দিয়েছিলো তাকে। হাসপাতালের বেডে কতোটা যন্ত্রণা সহ্য করেছিল।

তখন আমার মনে হলো এদেরকে শুধু দুইমিনিটের মৃ/ত্যু দিলে আমার বউ এর আত্মা শান্তি পাবে না। এদের আমি পৃৃথিবীর সবচেয়ে ভয়ংকর আর কষ্টকর মৃ/ত্যু উপহার দেবো।

সাতদিন ওদেরকে আমি বাঁচিয়ে রেখেছিলাম। সাতদিন ওদের সাথে আমি নর"পিশা"চের মতো ব্যবহার করেছিলাম।

ওদের শরীরের প্রতি ইঞ্চি পরপর শুই ঢু'কিয়ে'ছিলাম। শুই দিয়ে মুখের সমস্ত জায়গায় ছিদ্র করেছিলাম। তারপর সমস্ত গায়ে ল'বণ ম'রিচ মাখিয়ে দিয়েছিলাম নিজ হাতে।

দ্বিতীয় দিন তাদেরকে টানা দুই ঘন্টা ধ'র্ষণ করিয়েছিলাম। তারা কান্না করে চিৎকার করেছিল। সহ্য করতে পারছে না। তখন আমি এক পৈ'শাচি'ক আনন্দ ভোগ করেছিলাম।

তৃতীয় দিন আমি তাদের মাথার চুলগুলো টেনে টেনে তুলি। এটা করতে আমার অনেক কষ্ট হয়েছিলো। চতুর্থ দিন আমি তাদের কান দুটো প্লাস দিয়ে টেনে টেনে ছিঁড়ে/ছিলাম। তারা সেদিন আমার কাছে মৃ/ত্যু ভিক্ষা চেয়েছিল। খুব করে আকুতি করেছিলো তারা আর সহ্য করতে পারছে না। মৃ/ত্যু চায় তারা। কিন্তু আমি তাদের মৃ/ত্যু দেয়নি। পঞ্চম দিন আমি তাদের চোখদুটো তুলে ফেলি। তুলে ফেলার আগে চোখে মরিচের গুড়া দিয়েছিলাম। তারা পঞ্চম দিনে অজ্ঞান হয়ে যায়। আমি ভেবেছিলাম ওরা মা/রা গিয়েছে। তাই নিজের প্রতি অনেক রাগ হয়েছিলো সেদিন। কিন্তু সাতদিনের দিন তাদের জ্ঞান ফিরে। আমি বুঝতে পেরেছিলাম তারা বেশি সময় বাঁচবে না। তাই তাদের চির'তরে শে'ষ করার সিদ্বান্ত নেই।

তাদের লি/ঙ্গে/র অর্ধেক কে/টে ফেলেছিলাম। তারপর তাদের বাকি লি/ঙ্গতে আগুন ধরিয়ে দিয়েছিলাম। সেখান থেকে আস্তে আস্তে পুরো শরীরে আগুন ছড়িয়ে যায়। তবে অনেক সময় লেগেছিলো তাদের শ'রীরে আ'গুন ছ'ড়াতে। তারা প্রায় বিশ মিনিটের মতো আগুনে পু"ড়েছে আর মৃ/ত্যু যন্ত্র/ণায় চি/ৎকার করেছে।
পুরো সাতদিনে আমি একটা ভিডিও বানাই। সাতান্ন মিনিটের একটা ভিডিও। যেটাতে সাতদিনের ভয়ংকর শাস্তিগুলো রেকর্ড করা ছিলো। আমি জানতাম ভিডিওটা ফেসবুকে ছাড়লে ভাইরাল হবে। তাই ফেসবুকে ছেড়ে দেই।

ভিডিওটা দেখার পর বারো জন ধ/র্ষক আত্ম"হ'ত্যা করে। কিছু মানুষ দেখে স্ট্রোক করে। কিছু মানুষ ভিডিওটা দেখার সাহস পায়নি।

ভিডিওটা দেখার পর ধ'র্ষণ অনেকটা কমে এসেছে।

তবে আদালত আমার ফা"সির রায় দিয়েছে। আমি এমন একটা দেশে বাস করি যেখানে ধ"র্ষণ করার জন্য জেল,ফাসি কিছু হয় না। কিন্তু ধ"র্ষক"দের শাস্তি দেওয়ার অপরাধে ঠিকই আদালত আইন প্রয়োগ করে।

10/19/2025

আ-গু-নে পু-ড়ে-ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের সরঞ্জাম।

ঈমান বাঁচাতে দৌড় শুরু করার পরও ইউসুফ (আঃ) জানতেন না দরজা খুলে যাবে। মূসা (আঃ) জানতেন না সাগর চিরে পথ তৈরি হবে। কিন্তু নি...
10/19/2025

ঈমান বাঁচাতে দৌড় শুরু করার পরও ইউসুফ (আঃ) জানতেন না দরজা খুলে যাবে। মূসা (আঃ) জানতেন না সাগর চিরে পথ তৈরি হবে। কিন্তু নিশ্চিত জানতেন আল্লাহ বাঁচাবেন! তাই হয়েছিল। অতএব যে কোনো অবস্থাতেই আমাদের আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লার উপর ভরসা রাখা উচিত।

কি ভয়ঙ্কর! এরা বাংলাদেশী রাশিয়ান সোলজার! তারা যুদ্ধের ময়দান থেকে ভিডিও কন্টেন্ট বানাচ্ছেন! হাসতে হাসতে প্রান দেবার জন্য ...
10/19/2025

কি ভয়ঙ্কর!
এরা বাংলাদেশী রাশিয়ান সোলজার! তারা যুদ্ধের ময়দান থেকে ভিডিও কন্টেন্ট বানাচ্ছেন! হাসতে হাসতে প্রান দেবার জন্য প্রস্তুত!

অন্য দেশের জন্য প্রান নিয়েছেন হাতের মুঠোয়! টাকার জন্য মানুষ কি নিজের জীবন বাজি রাখতে পারে? নাকি তাদের বাধ্য করা হয়েছে?

বাংলাদেশ সরকারের নজরে কি বিষয়টি আসে নাই? বাংলাদেশের নাগরিক হয়ে অন্য দেশের ভাড়াটে সৈনিক হওয়া কি আইনসিদ্ধ? এটাতো আন্তর্জাতিক অপরাধ! বেঁচে ফিরলে তারা কি বাংলাদেশে ফিরতে পারবেন? প্রশ্ন অনেক, উত্তর জানাও জরুরী!

নোটঃ এদের মধ্যে একজন "ব্যাচেলর পয়েন্ট" নাটকের ভক্ত! নাটকে পাশা ভাইকে তার খুব ভালো লাগে!

রাকিবুল ইসলাম ছেলেটার নাম যে নাপিত এর ছেলে হয়েও আর্মি  সৈনিক এ জব পায়ছিলো কিন্তু কর্মফল এর জন্য তার চাকরিটা হারাতে হয়েছ...
10/19/2025

রাকিবুল ইসলাম ছেলেটার নাম যে নাপিত এর ছেলে হয়েও আর্মি সৈনিক এ জব পায়ছিলো কিন্তু কর্মফল এর জন্য তার চাকরিটা হারাতে হয়েছে। ঘরে বিবাহিত বউ রেখে অন্য মেয়েদের সাথে পরকীয়া করে বেড়াতো বউ যখন ক্যান্টনমেন্টে রিপোর্ট দেয় তখন চাকরিটা চলে যাই। আর তার যে বউ ছিল সে বিবাহিত সে কখনোই কোথাও বলতো না হাইড করে রাখত। যে প্রথম বউ হাইড করে দ্বিতীয় যে বিবাহ করেছিল আজ সেই মেয়েটা ডিভোর্সি।। তার বড় বউ চারটা মামলা দিচ্ছিলো এজন্য তাকে জেল খাটতে হয়েছিল ২০ দিন এখন সে বড় বউ নিয়ে আছে আর ছোট বউটা ডিভোর্সি তার জীবনটা শেষ করে দিয়েছে।
ছেলেরা অভিনয়ে সেরা রে।

রাজধানীর ধানমন্ডির একটি বাসা থেকে এক তরুণীর ঝুলন্ত ম*রদেহ উদ্ধার করা হয়েছে। মৃত তরুণীর নাম স্বর্ণময়ী বিশ্বাস (২৬)। তিনি ...
10/19/2025

রাজধানীর ধানমন্ডির একটি বাসা থেকে এক তরুণীর ঝুলন্ত ম*রদেহ উদ্ধার করা হয়েছে। মৃত তরুণীর নাম স্বর্ণময়ী বিশ্বাস (২৬)। তিনি অনলাইন সংবাদমাধ্যম ঢাকা স্ট্রিমে গ্রাফিক্স ডিজাইনার হিসেবে কর্মরত ছিলেন।

সম্প্রতি তিনি ঢাকা স্ট্রিমের বাংলা বিভাগ প্রধান আলতাফ শাহনেওয়াজের বিরুদ্ধে লিখিতভাবে যৌ*ননিপীড়নের অভিযোগ করেছিলেন।

স্বর্ণময়ীর সহকর্মীদের অভিযোগ, অভিযুক্ত যৌ*ননিপীড়ককে শাস্তি দেওয়ার পরিবর্তে সংবাদমাধ্যমটির প্রধান সম্পাদক ইফতেখার মাহমুদ তাকে পুনর্বহাল করেছেন, যা মেনে নিতে পারেননি স্বর্ণময়ী। উল্লেখ্য, আলতাফ শাহনেওয়াজ ও ইফতেখার মাহমুদ দুজনেই সম্প্রতি দৈনিক প্রথম আলো থেকে বেরিয়ে ঢাকা স্ট্রিমের দায়িত্ব গ্রহণ করেছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক ঢাকা স্ট্রিমের এক সহকর্মী শনিবার রাতে নিশ্চিত করেছেন, স্বর্ণময়ী শনিবার সন্ধ্যার দিকে গলায় ফাঁস দিয়ে আত্মহ*ত্যা করেছেন। যদিও ঢাকা স্ট্রিম এক শোকবার্তায় ‘বৃহস্পতিবার সন্ধ্যা’ উল্লেখ করেছে। স্বর্ণময়ীর হাতের রগও কাটা ছিল। তিনি শুক্রবারও ঘুমের ওষুধ খেয়ে আত্মহ*ত্যার চেষ্টা করেছিলেন বলেও জানা গেছে।

স্বর্ণময়ীকে ধানমন্ডির পপুলার মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছিল। সেখানে তাকে মৃত ঘোষণা করা হয়।

10/19/2025

এদেশে মিরপুরের অগ্নিকাণ্ডের চেয়ে আবু তহা আদনান ও তার বউয়ের ইস্যু বড়। চট্টগ্রামের অগ্নিকাণ্ডের চেয়ে রিপন মিয়ার ব্যক্তিগত ইস্যু বড়। এয়ারপোর্টের অগ্নিকান্ডের চেয়ে হিরো আলম ও তার ডি ভো র্সে র কাহিনি অনেক বড়।

সর্বোপরি এদেশের মানুষের নিরাপত্তা, শহীদদের তাজা রক্ত কিংবা মুক্তিযোদ্ধাদের চেয়ে রাজনৈতিক ইস্যুগুলো বেশি গুরুত্ব পাবে, এটাই কি স্বাভাবিক না?

এটাই হচ্ছে আর হবে!

আপনি ভাত খেতে বসছেন। আপনার মনে একটুও শান্তি নাই, জীবনে ঝড় বয়ে যাচ্ছে। প্লেট থেকে ভাত নিয়ে মুখে দিবেন, সে শক্তি টাও পাচ্ছ...
10/18/2025

আপনি ভাত খেতে বসছেন। আপনার মনে একটুও শান্তি নাই, জীবনে ঝড় বয়ে যাচ্ছে। প্লেট থেকে ভাত নিয়ে মুখে দিবেন, সে শক্তি টাও পাচ্ছেন না! ভাত খেতে গিয়ে টের পেলেন আপনি সব অস্পষ্ট দেখছেন, আপনার চোখে পানি! চোখে পানি নিয়েই আপনি ভাত খেতে থাকলেন! আপনি জানেন আপনার কিছু করার নাই! কষ্ট টা কমাইতে পারবেন না কোনো ভাবে!

মানুষ এর জীবনে এতো 'খারাপ' সময় না আসুক!🤍

রিপন মিয়ার মাসিক ইনকাম নিয়ে যা জানা গেল… 🎬রিপন মিয়ার নেপাল ট্যুর দেখে সবাই বলেছিল—“আহা, কী সুখী মানুষ!”নেপালের পাহাড়...
10/18/2025

রিপন মিয়ার মাসিক ইনকাম নিয়ে যা জানা গেল… 🎬

রিপন মিয়ার নেপাল ট্যুর দেখে সবাই বলেছিল—
“আহা, কী সুখী মানুষ!”
নেপালের পাহাড়ে হাসিখুশি মুখে ভিডিও বানাচ্ছে, মনে হয় দুনিয়ার সব সুখ যেন ওর ঝুলিতেই! 😊

কিন্তু জানেন কি?
ওর জীবনের পর্দার পেছনে গল্পটা একদম অন্যরকম।
রিপনের প্রায় সব ভিডিওই আগে থেকে ম্যানেজার লিখে দেওয়া স্ক্রিপ্ট অনুযায়ী তৈরি হয়।
ফেসবুক পোস্ট, ইউটিউব ভিডিও — সবকিছুর পরিকল্পনা, লেখা, সেটিং, এমনকি কখন হাসবে বা কাঁদবে তাও ঠিক করে দেয় ওর টিম।
রিপন শুধু অভিনয় করে।

আর আয়?
ফেসবুক আর ইউটিউব মিলিয়ে মাসে প্রায় ৩ থেকে ১০ লক্ষ টাকা পর্যন্ত ইনকাম হয়।
কিন্তু আশ্চর্যের বিষয় — ওই টাকার মাত্র ১০% পায় রিপন মিয়া,
বাকি ৯০% যায় ম্যানেজারের পকেটে!
কারণ রিপন পড়তে বা লিখতে জানে না —
সে নিরক্ষর, শুধু নিজের সততা আর পরিশ্রম দিয়েই মানুষের মন জয় করেছে।

অনেকে বলেছিল,

“রিপন যদি পড়াশোনা না করেও এত কিছু করতে পারে, তাহলে পড়াশোনার দরকার কী?”

কিন্তু আজকের বাস্তবতা সেই প্রশ্নের জবাব দিয়ে দিচ্ছে—
পড়াশোনা মানে শুধু ডিগ্রি না, জীবনের হিসাব বোঝা।
শিক্ষা আপনাকে শেখায় কে আপনাকে ব্যবহার করছে, কে আপনাকে সম্মান করছে,
শিক্ষা শেখায় কিভাবে নিজের অধিকার বুঝে নিতে হয়।

রিপন টাকা উপার্জন করেছে,
কিন্তু শিক্ষা না থাকায় নিজের টাকাতেই নিজের উপর অন্যের মালিকানা তৈরি হয়েছে।
এটাই শিক্ষার অনুপস্থিতির সবচেয়ে বড় মাশুল।

শেষ কথা—
সোশ্যাল মিডিয়ায় আমরা যা দেখি,
সবই সুখের গল্প নয়, সবই সত্য নয়।
হাসির আড়ালে লুকিয়ে থাকে অনেক অগোচর কষ্ট, অনেক অবমূল্যায়ন।
এই পৃথিবীতে সবাই নিজের মতো করে একটা চরিত্রে অভিনয় করে যায়… 🎭

তাই বলি—
শিক্ষা শুধু চাকরি পাওয়ার জন্য নয়,
নিজেকে চিনে নেয়ার জন্য সবচেয়ে বড় অস্ত্র।

কি যে হচ্ছে দেশে!মাদ্রাসা ছাত্রীকে ৩দিন রেখে ধ*র্ষ*ণ করছে একজন হিন্দু যুবক।এটা খুব বেশি বাড়ছে ইদানিং।কেন হচ্ছে এমন বুঝতে...
10/18/2025

কি যে হচ্ছে দেশে!
মাদ্রাসা ছাত্রীকে ৩দিন রেখে ধ*র্ষ*ণ করছে একজন হিন্দু যুবক।এটা খুব বেশি বাড়ছে ইদানিং।কেন হচ্ছে এমন বুঝতে পারছি নাহ।দেশবাসীকে সজাগ থাকার আহ্বান জানাচ্ছি।

"তিতা ভাই ২.০" টিম পৃথিবীর সকল নির্যাতিত মানুষের পক্ষে থাকবে।
10/18/2025

"তিতা ভাই ২.০" টিম পৃথিবীর সকল নির্যাতিত মানুষের পক্ষে থাকবে।

Address

Dhaka
Manhattan, NY

Alerts

Be the first to know and let us send you an email when তিতা ভাই ২.০ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to তিতা ভাই ২.০:

Share