12/23/2024
আমরা এখন এমন এক সময়ে বাস করছি যেখানে নিজেকে বেমানান মনে হয়। চারপাশে একটা লক্ষ্যহীন প্রজন্ম, যাদের জীবনের কোনো গভীরতা নেই। তারা বই পড়ার আগ্রহ হারিয়েছে, জানার ক্ষুধা নেই। খবর পড়া যেন পুরোনো অভ্যাস হয়ে গেছে। বাইরে খেলাধুলা তো দূরের কথা, রোদে হাঁটা বা সূর্যোদয়ের মতো ছোট ছোট সৌন্দর্য উপভোগ করাও যেন অবাস্তব হয়ে উঠেছে।
এখন ‘ক্লাস’ বলতে কোনো আদর্শ নেই—শিক্ষা যেন শুধু একটা সার্টিফিকেটের নাম। টোকাই থেকে রাজনীতি, কিংবা সামাজিক মাধ্যমে বিরক্তিকর ভিডিও দিয়ে জনপ্রিয়তা কামানোই জীবনের লক্ষ্য হয়ে উঠেছে। জ্ঞানের বদলে দ্রুত অর্থ উপার্জনের প্রতিযোগিতা চলছে।
এমন এক সময়ে আমরা পৌঁছেছি, যেখানে শব্দের চেয়ে চিৎকারের মূল্য বেশি। এমন এক অদ্ভুত পৃথিবী, যেখানে সৃষ্টিশীল চিন্তার জায়গা কমে গেছে।