Info101 With access to accurate and relevant information let's make informed choices.

12/23/2024

আমরা এখন এমন এক সময়ে বাস করছি যেখানে নিজেকে বেমানান মনে হয়। চারপাশে একটা লক্ষ্যহীন প্রজন্ম, যাদের জীবনের কোনো গভীরতা নেই। তারা বই পড়ার আগ্রহ হারিয়েছে, জানার ক্ষুধা নেই। খবর পড়া যেন পুরোনো অভ্যাস হয়ে গেছে। বাইরে খেলাধুলা তো দূরের কথা, রোদে হাঁটা বা সূর্যোদয়ের মতো ছোট ছোট সৌন্দর্য উপভোগ করাও যেন অবাস্তব হয়ে উঠেছে।

এখন ‘ক্লাস’ বলতে কোনো আদর্শ নেই—শিক্ষা যেন শুধু একটা সার্টিফিকেটের নাম। টোকাই থেকে রাজনীতি, কিংবা সামাজিক মাধ্যমে বিরক্তিকর ভিডিও দিয়ে জনপ্রিয়তা কামানোই জীবনের লক্ষ্য হয়ে উঠেছে। জ্ঞানের বদলে দ্রুত অর্থ উপার্জনের প্রতিযোগিতা চলছে।

এমন এক সময়ে আমরা পৌঁছেছি, যেখানে শব্দের চেয়ে চিৎকারের মূল্য বেশি। এমন এক অদ্ভুত পৃথিবী, যেখানে সৃষ্টিশীল চিন্তার জায়গা কমে গেছে।

আমরা এমন এক প্রজন্মের শেষ অংশ, যারা নিজেদের পাশাপাশি অন্যদের এবং চারপাশের পরিবেশ সম্পর্কে সচেতন থাকার চেষ্টা করি। আমাদের...
10/13/2024

আমরা এমন এক প্রজন্মের শেষ অংশ, যারা নিজেদের পাশাপাশি অন্যদের এবং চারপাশের পরিবেশ সম্পর্কে সচেতন থাকার চেষ্টা করি। আমাদের জীবনের বিভিন্ন অভিজ্ঞতা, মূল্যবোধ এবং শিক্ষা সব সময়ই এই সচেতনতার ভিত্তিতে গড়ে উঠেছে। আমরা অন্যের মতামত, অনুভূতি এবং প্রয়োজনকে গুরুত্ব দিয়ে চলতে শিখেছি। কিন্তু বর্তমান প্রজন্মের মধ্যে একটি পরিবর্তন স্পষ্টভাবে দেখা যাচ্ছে। তারা অনেকটাই নিজেদের নিয়ে ব্যস্ত, তাদের নিজের মতামত এবং চিন্তাধারা নিয়ে এতটাই আবদ্ধ যে অন্যদের অনুভূতি বা মতামত প্রায়ই উপেক্ষিত হচ্ছে।

এটি আমাদের সমাজে একটি বড় পরিবর্তনের ইঙ্গিত দেয়। ব্যক্তিগত মতামতের উপর অতিরিক্ত জোর দেয়ার কারণে পারস্পরিক সম্পর্কের গভীরতা কমে যাচ্ছে, যা সামাজিক সংহতির অভাব তৈরি করছে। নিজেদের চাহিদা ও ইচ্ছাকে প্রাধান্য দেয়ার ফলে সহানুভূতি এবং সহযোগিতার মনোভাব কমে আসছে। এর ফলে একটি দূরত্ব তৈরি হচ্ছে, যা আমাদের সম্পর্ক, পরিবার এবং সমাজের স্থিতিশীলতাকে ক্ষতিগ্রস্ত করছে।

FYI
07/28/2024

FYI

06/05/2024

Life is beautiful when you have time and money at the same time.

“Wahuwa ma’akum ainama kuntum”Agar Allah apke sath hai nothing else matters.
02/23/2024

“Wahuwa ma’akum ainama kuntum”
Agar Allah apke sath hai nothing else matters.

01/13/2024

FYI
না ফেরার দেশে একদিন আমাদের সবাইকে চলে যেতে হবে। তাই ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা করবেন না । তাই করুন যেটা সঠিক ।আপনার রিজিকে যেটা লেখা আছে সেটা আসবেই ,একটু আগে বা একটু পরে।

Address

Maple Shade, NJ

Website

Alerts

Be the first to know and let us send you an email when Info101 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share