12/07/2025
একদিন একজন সাহাবী রসূলুল্লাহ ﷺ–এর কাছে এসে বললেন,
“ইয়া রাসূলাল্লাহ! আমি এক পথিককে (মেহমান) পেয়েছি, তাকে আপ্যায়নের কিছু নেই।”
রাসূলুল্লাহ ﷺ সাহাবীদের দিকে তাকিয়ে বললেন,
“আজ রাতে কে তাকে আপ্যায়ন করাবে?”
এক আনসারী সাহাবী বললেন,
“ইয়া রাসূলাল্লাহ,আমি আপ্যায়ন করাব।”
তিনি বাড়িতে গিয়ে স্ত্রীকে বললেন,
“রাসূলুল্লাহ ﷺ–এর একজন মেহমান এসেছে; আমরা তাকে খাবার খাওয়াব।”
স্ত্রী বললেন,“বাড়িতে তো শুধু বাচ্চাদের জন্য সামান্য খাবার আছে।”
সাহাবী বললেন,
“বাচ্চাদের ঘুম পাড়িয়ে দাও। আর যখন খাবার সামনে বসবে, তখন বাতি নিভিয়ে দিও যেন মেহমান বুঝতে না পারে আমরা না খেয়ে আছি।”
তারা তাই করলেন।বাচ্চাদের ঘুম পাড়ালেন, বাতি নিভিয়ে দিলেন,আর দু’জন এমনভাবে বসে হাত নাড়লেন যেন তারাও খাচ্ছেন যাতে মেহমান বুঝতে না পারেন এবং নির্দ্বিধায় পেট ভরে খেতে পারেন।
সকালে রাসূলুল্লাহ ﷺ তাদের দেখে বললেন,
“গত রাতের তোমাদের কাজ দেখে আল্লাহ অত্যন্ত সন্তুষ্ট হয়েছেন।”
এরপরই তিঁনি বরকত সম্পর্কে বলেন,
“একজনের খাবার দুইজনের জন্য যথেষ্ট।আর দুইজনের খাবার তিন-চারজনের জন্য যথেষ্ট।”
(ইবনে মাজাহ ৩৩৪২)