Tansi Tusha’s life USA

Tansi Tusha’s life USA My personal vlog and Video Creator
(3)

একদিন একজন সাহাবী রসূলুল্লাহ ﷺ–এর কাছে এসে বললেন,“ইয়া রাসূলাল্লাহ! আমি এক পথিককে (মেহমান) পেয়েছি, তাকে আপ্যায়নের কিছু নে...
12/07/2025

একদিন একজন সাহাবী রসূলুল্লাহ ﷺ–এর কাছে এসে বললেন,
“ইয়া রাসূলাল্লাহ! আমি এক পথিককে (মেহমান) পেয়েছি, তাকে আপ্যায়নের কিছু নেই।”

রাসূলুল্লাহ ﷺ সাহাবীদের দিকে তাকিয়ে বললেন,
“আজ রাতে কে তাকে আপ্যায়ন করাবে?”

এক আনসারী সাহাবী বললেন,
“ইয়া রাসূলাল্লাহ,আমি আপ্যায়ন করাব।”

তিনি বাড়িতে গিয়ে স্ত্রীকে বললেন,
“রাসূলুল্লাহ ﷺ–এর একজন মেহমান এসেছে; আমরা তাকে খাবার খাওয়াব।”

স্ত্রী বললেন,“বাড়িতে তো শুধু বাচ্চাদের জন্য সামান্য খাবার আছে।”

সাহাবী বললেন,
“বাচ্চাদের ঘুম পাড়িয়ে দাও। আর যখন খাবার সামনে বসবে, তখন বাতি নিভিয়ে দিও যেন মেহমান বুঝতে না পারে আমরা না খেয়ে আছি।”

তারা তাই করলেন।বাচ্চাদের ঘুম পাড়ালেন, বাতি নিভিয়ে দিলেন,আর দু’জন এমনভাবে বসে হাত নাড়লেন যেন তারাও খাচ্ছেন যাতে মেহমান বুঝতে না পারেন এবং নির্দ্বিধায় পেট ভরে খেতে পারেন।

সকালে রাসূলুল্লাহ ﷺ তাদের দেখে বললেন,
“গত রাতের তোমাদের কাজ দেখে আল্লাহ অত্যন্ত সন্তুষ্ট হয়েছেন।”

এরপরই তিঁনি বরকত সম্পর্কে বলেন,
“একজনের খাবার দুইজনের জন্য যথেষ্ট।আর দুইজনের খাবার তিন-চারজনের জন্য যথেষ্ট।”
(ইবনে মাজাহ ৩৩৪২)

12/07/2025

ফেরাউনের গালে হযরত মুসা (আঃ) এর চড় মারার বিষ্ময়কর কাহিনী |

রাজকীয় পরীক্ষা: মূসা (আঃ)-এর চড় ও অঙ্গার স্পর্শ |

মিশরের অত্যাচারী শাসক ফেরাউনের প্রাসাদে এক আলোকিত শিশু—আল্লাহর নবী হযরত মূসা (আঃ) —পালিত হচ্ছিলেন। একদিন হযরত আসিয়া (রাঃ) তাঁর পালিত পুত্র মূসা (আঃ)-কে কোলে নিয়ে আদর করছিলেন। এমন সময় ফেরাউন সেখানে এলো। সে আসিয়া (রাঃ)-এর কোল থেকে মূসা (আঃ)-কে নিজের কোলে নিলো এবং আদর করতে করতে তাঁর গালে চুমু খাচ্ছিল।

ঠিক তখনই এক বিস্ময়কর ঘটনা ঘটল: হযরত মূসা (আঃ) তাঁর বাম হাতে ফেরাউনের দাঁড়ি ধরে টান দিলেন এবং ডান হাতে তার গালে জোরে চড় মারলেন!

চড় ও মৃত্যুদণ্ড

এই চড় খেয়ে ফেরাউন রাগে আগুন হয়ে গেল। সে চিৎকার করে বলল: “এই শিশুকে এখনই মেরে ফেলো! আমার আর কোনো সন্দেহ নেই, এই শিশুই আমার প্রধান শত্রু! এ বেঁচে থাকলে আমার সম্পদ, রাজ্য, আমার জীবন—সব বিপদে পড়বে।”

ফেরাউনের কথা শুনে হযরত আসিয়া (রাঃ) আতঙ্কিত হলেন। তিনি বললেন: “আপনি এ কী বলছেন, জাহাপনা? এ তো একটা নিষ্পাপ শিশু! এর মধ্যে ভালো-মন্দ বোঝার জ্ঞানও তৈরি হয়নি। এই বয়সের শিশুরা এমন আচরণ করেই থাকে। এটা সব শিশুর মধ্যেই দেখা যায়। এই কাজকে গুরুত্ব দেওয়া ঠিক হবে না, আর এমনিতেই হত্যা করা হবে নির্দয়তার পরিচয়।”

ঘটনাস্থলে উপস্থিত পাপী হামান (ফেরাউনের মন্ত্রী) বললেন: “বেগম সাহেবার কথা মেনে নেওয়া যেতে পারে। তবে আমরা পরীক্ষা করে দেখি, এই শিশুর আচরণের পিছনে কোনো গুরুত্ব আছে কি না।”

অঙ্গার ও এয়াকুব পাথরের পরীক্ষা

হামানের কথা অনুযায়ী, হযরত মূসা (আঃ)-কে পরীক্ষা করার জন্য একটি পাত্রে জ্বলন্ত অঙ্গার এবং অন্য একটি পাত্রে উজ্জ্বল এয়াকুব পাথর (রত্ন) এনে পাশাপাশি রাখা হলো।

এরপর শিশু মূসা (আঃ)-কে মাটিতে ছেড়ে দেওয়া হলো। শিশু মূসা (আঃ) উজ্জ্বল দুটি জিনিস দেখে হামাগুড়ি দিয়ে এয়াকুব পাথরের দিকে এগিয়ে তা ধরতে গেলেন—স্বাভাবিক শিশু যেমন উজ্জ্বল জিনিস পছন্দ করে।
ঠিক সেই মুহূর্তে, ফেরেশতা জিবরাইল (আঃ) অদৃশ্যভাবে এসে হযরত মূসা (আঃ)-এর হাতটি উজ্জ্বল এয়াকুব পাথর থেকে জ্বলন্ত অঙ্গারের দিকে ঘুরিয়ে দিলেন।

হযরত মূসা (আঃ) তখন জ্বলন্ত অঙ্গারটি হাতে নিয়ে মুখে দিয়ে ফেললেন। ফলে তাঁর হাত এবং মুখ পুড়ে গেল। এই ঘটনার কারণে হযরত মূসা (আঃ) সামান্য তোতলিয়ে কথা বলতেন।

এই ঘটনা দিয়ে প্রমাণ হলো যে, হযরত মূসা (আঃ) চড় মারার সময় শিশুসুলভ আচরণ করেছিলেন। যদি তাঁর মধ্যে অন্য শিশুদের মতো আলাদা কোনো বিশেষ জ্ঞান থাকতো, তাহলে তিনি জ্বলন্ত অঙ্গার ধরে মুখে দিতেন না।

এরপর হামান এবং ফেরাউনের আর বলার কোনো কথা ছিল না। তাদের মনের সন্দেহ দূর হয়ে গেলো যে, হযরত মূসা (আঃ) দ্বারা তাদের কোনো ক্ষতি হবে না।

এইভাবে ফেরাউন পুরোপুরি নিশ্চিত হয়ে গেলেন। নিঃসন্তান ফেরাউনের শূন্য হৃদয়ে হযরত মূসা (আঃ) পুত্রের আসন পেলেন, এবং আসিয়া (রাঃ) নিজের সন্তানের চেয়েও বেশি ভালোবেসে তাঁকে লালন-পালন করতে লাগলেন।

শিক্ষা:

আল্লাহ্‌র হেফাযত বা রক্ষা এমন অলৌকিকভাবে আসে যে, শত্রুরাও তাঁর প্রিয় বান্দাকে চিনতে পারে না। সামান্য একটি শারীরিক ত্রুটি (তোতলানো) দিয়ে আল্লাহ তাঁর প্রিয় নবীকে শৈশবে মৃত্যুদণ্ড থেকে রক্ষা করেছিলেন।

07/11/2025

It’s time for weapons

07/11/2025

Belts testing at martial arts

2 bon ak shate guraguri Miami Beach Florida USA
06/26/2025

2 bon ak shate guraguri Miami Beach Florida USA

06/26/2025

Supper strong martial arts

Miami Florida 😍😍
06/24/2025

Miami Florida 😍😍

06/24/2025

Bey sides boating

06/17/2025

Micky Mouse shows At magic kingdom at Florida USA

06/17/2025

Address

Memphis, TN

Alerts

Be the first to know and let us send you an email when Tansi Tusha’s life USA posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Tansi Tusha’s life USA:

Share

Category