RTA Bangla

RTA Bangla RTA Bangla is an unofficial Bengali-language service of RTA Pashto, Afghanistan’s state-owned media outlet Radio and Television of Afghanistan.
(4)

RTA Bangla is a non-recognized Bengali-language service of Afghanistan National Media RTA- Radio Television Afghanistan. it's an unofficial service, not Authorised by RTA. Bengali-translated news on this page is collected not only from RTA but also from other Afghan and international media. So the page managers are not responsible for any content of this page. We are committed to publishing unbiased and truthful news based on Islamic values.

সাত বছর আগের এই দিনে পাকগোয়েন্দা সংস্থা আইএসআই প্রখ্যাত আলেম শাইখ সামিউল হক হাক্কানীকে.... ⬇️⬇️
11/02/2025

সাত বছর আগের এই দিনে পাকগোয়েন্দা সংস্থা আইএসআই প্রখ্যাত আলেম শাইখ সামিউল হক হাক্কানীকে.... ⬇️⬇️

11/02/2025

বেলুচিস্তানের কোয়েটা শহরে পিটিএম (পশতুন তাহাফফুজ মুভমেন্ট) সম্মেলনে পশতু নেতা মালেক আব্দুল মাজিদ:
ইসলামাবাদের বিরুদ্ধে আমরা কাবুলের পাশে আছি।

গত শুক্রবার সকালে কোয়েটায় পশতুনদের এক বিশাল প্রতিবাদ সমাবেশ হয়, যেখানে তারা ইসলামাবাদের আগ্রাসনের বিরুদ্ধে কাবুলের প্রতি অকুণ্ঠ সমর্থন জানায়।

তাঁরা বলেন;
আমরা কখনোই ডুরান্ড লাইন মেনে নিইনি, মেনে নেবও না। আমরা সবসময় আমাদের ভাইদের (কাবুলের) পাশে আছি।

11/01/2025

প্রয়োজনই আবিষ্কা‌র, উৎকর্ষ ও উদ্ভাবনের জনক

ইথিওপিয়ার ওমো উপত্যকার বানা উপজাতি বিষাক্ত সাপ, বন্য প্রাণী এবং কখনও কখনও বন্যা থেকে বাঁচতে লম্বা লাঠি (স্টিল্ট) ব্যবহার করে। পশুপালন এবং সুরক্ষার জন্য এই রীতি তাদের দৈনন্দিন জীবনের অংশ। প্রাচীন জ্ঞান ও জীবনদক্ষতার মেলবন্ধনে তৈরি এই প্রথা দেখায়, কিভাবে মানুষের বুদ্ধিমত্তা এবং প্রয়োজনই নতুন উদ্ভাবনের জন্ম দিতে পারে।

পাকিস্তানের সামরিক সরকার তোষামোদ ও দাসত্বের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে খুশি করার জন্য নিজের সর্বস্ব বিলিয়ে দিলেও, ওয়াশিংটন ঠ...
11/01/2025

পাকিস্তানের সামরিক সরকার তোষামোদ ও দাসত্বের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে খুশি করার জন্য নিজের সর্বস্ব বিলিয়ে দিলেও, ওয়াশিংটন ঠিকই নিজের উপযুক্ত মিত্র চিনে নিয়েছে। দশকের পর দশক ধরে পাকিস্তানের গোলামি ব্যর্থ প্রমাণিত হয়েছে। তারা যতই মাথা নত করুক, কুফফারশক্তি কখনো বন্ধুত্ব দেয় না, কেবল ব্যবহার করে।

পাকিস্তান বারবার বলেছে তারা আমেরিকার প্রকৃত মিত্র, তারাই “বিশ্বস্ত অংশীদার”। কিন্তু তবুও যুক্তরাষ্ট্র ভারতের সঙ্গে দশ বছরের প্রতিরক্ষা ও প্রযুক্তি সহযোগিতা চুক্তি স্বাক্ষর করেছে। এই দশকব্যাপী চুক্তির আওতায় দুই দেশ একসঙ্গে প্রতিরক্ষা, প্রযুক্তি, গোয়েন্দা ও কৌশলগত শক্তি গড়ে তুলবে; যার প্রতিটি দফা যেন পাকিস্তানকে দাফন করা কবরের ওপর নতুন পাথর বসানোর মতো।

যে পাকিস্তান অর্ধশতাব্দীর বেশি সময় ধরে ওয়াশিংটনের অনুগত দাসের মতো আচরণ করে এসেছে, তথাকথিত “স্ট্র্যাটেজিক পার্টনারশিপ” এর নামে রাষ্ট্রের সার্বভৌমত্ব বিকিয়েছে, ঈমান-আদর্শ জলাঞ্জলি দিয়েছে; আজ তাদের সেই গোলামির প্রতিদান হলো অপমান, অপদস্থতা, উপহাস আর উপেক্ষা।

ওয়াশিংটন তার আসল বন্ধুর হাত ধরেছে। নিজের উপযুক্ত বন্ধু চিনে নিতে ভুল করেনি। “আল-কুফরু মিল্লাতুন ওয়াহিদাহ” — এই চিরন্তন সত্য আজ আবারও প্রমাণিত হলো। কিন্তু তথাকথিত “মুসলমানদের রক্ষাকর্তা” পাকবাহিনী কখনোই শিক্ষা নেবে না। অবশ্য যাদের রক্তে কাদিয়ানি প্রভাব, নেতৃত্বে শিয়াপন্থী চিন্তা; তারা কখনোই মুসলমানদের মিত্র হতে পারে না।

দুই কুফফারশক্তির প্রতিরক্ষা চুক্তি বলে দিচ্ছে—ভারতই এশিয়ার উদীয়মান পরাশক্তি। ভারতই এই অঞ্চলে আমেরিকার প্রহরী। ওয়াশিংটন জানে, এই অঞ্চলে কুফরি সভ্যতার শক্তঘাঁটি হলো ভারত; তাই নয়া দিল্লিকেই তারা উপযুক্ত মিত্র হিসেবে দেখছে। এই চুক্তি দক্ষিণ এশিয়ার শক্তির ভারসাম্য পুরোপুরি বদলে দেবে। আর আমেরিকা আবারও পাকিস্তানকে টয়লেট টিস্যুর মতোই আবর্জনায় নিক্ষেপ করেছে। তবুও পাকিস্তানের নেতারা আমেরিকার দুয়ারে দুয়ারে অনুদান, ঋণ, অস্ত্রের ভিক্ষাবৃত্তি বন্ধ করছে না। তারা বুঝতে পারছে না, এই ভিক্ষার রাজনীতিই তাদের পতনের মূল কারণ। যারা আল্লাহর দীনকে তুচ্ছ করে, মুসলমানদের ওপর গণহত্যা চালায়, কুফফারের দরবারে মাথা নত করে, লাঞ্ছনা, অপমানই তাদের নিয়তি।

পাকিস্তানের জন্য এই চুক্তি নিঃসন্দেহে এক দুঃস্বপ্ন। সামরিক বাহিনী যতই “আমরা আমেরিকার পুরনো মিত্র” বলে চিৎকার করুক না কেন, বাস্তবতা স্পষ্ট— ওয়াশিংটন আর ইসলামাবাদের কান্নাকাটিতে কর্ণপাত করছে না। এখন প্রশ্ন হলো— আসিম মুনির ও খাজা আসিফরা কি মাথা ঝুঁকিয়ে বলবেন “আমরা এখনো বন্ধু”? আগের মতোই নতজানু থেকে ভাঙা রেকর্ড বাজিয়ে যাবেন? নাকি তাদের জুলুমের শিকার ইমরান খানের মতো মেরুদণ্ড সোজা করে দাঁড়াবেন?

সব মিলিয়ে ভারত-আমেরিকা চুক্তি পাকিস্তানের সামরিক শাসকদের জন্য এক কঠিন শিক্ষা—
"চাটুকারিতা কখনো কূটনীতি নয়, আর ভিক্ষার রাজনীতি দিয়ে বন্ধুত্ব কেনা যায় না।"

আলহামদুলিল্লাহ!অনেক দেরিতে হলেও আমাদের টেলিগ্রাম চ্যানেলে ২ হাজার সাবস্ক্রাইবার হয়েছে। ফেসবুক পেইজের তুলনায় টেলিগ্রাম চ...
11/01/2025

আলহামদুলিল্লাহ!

অনেক দেরিতে হলেও আমাদের টেলিগ্রাম চ্যানেলে ২ হাজার সাবস্ক্রাইবার হয়েছে।

ফেসবুক পেইজের তুলনায় টেলিগ্রাম চ্যানেলেই আন্তর্জাতিক সংবাদ বেশি দেওয়া হয়। ফেসবুক পেজে শুধু বাছাইকৃত কয়েকটি সংবাদ প্রকাশ করা হয়।

আমরা আশা করি আমাদের পাঠকরা আরটিএ বাংলার ফেসবুক পেইজ ও টেলিগ্রাম চ্যানেল নিজেদের মনে করেই প্রমোট করবে।

10/31/2025
পাকিস্তান জামাআতে ইসলামির এই নেতা আরও বলেন,গত ৪০ বছরের আফগানযুদ্ধ মূলত পাকিস্তানকেই সুরক্ষা দিয়েছে। এই দেশটি না থাকলে হয়...
10/30/2025

পাকিস্তান জামাআতে ইসলামির এই নেতা আরও বলেন,
গত ৪০ বছরের আফগানযুদ্ধ মূলত পাকিস্তানকেই সুরক্ষা দিয়েছে। এই দেশটি না থাকলে হয়তো পাকিস্তান ধ্বংস হয়ে যেতো।

বিস্তারিত কমেন্টে..... ⬇️

বিস্তারিত কমেন্টে....⤵️
10/30/2025

বিস্তারিত কমেন্টে....⤵️

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে, গত রাতের ইসরায়েলি আগ্রাসনে গাজায় ১০৪ জন ফিলিস্তিনি শহীদ হয়েছ...
10/29/2025

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে, গত রাতের ইসরায়েলি আগ্রাসনে গাজায় ১০৪ জন ফিলিস্তিনি শহীদ হয়েছেন। শহীদদের মধ্যে ৪৬ জন শিশু ও ২০ জন নারী রয়েছেন। এছাড়া ২৫৩ জন ফিলিস্তিনি আহত হয়েছেন, যাদের মধ্যে ৭৮ জন শিশু ও ৮৪ জন নারী।

বিবৃতিতে আরও বলা হয়েছে, গত ১১ অক্টোবর যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে আইওএফ (ইসরায়েলি দখলদার বাহিনী)- এর আগ্রাসনে মোট ২১১ জন ফিলিস্তিনি শহীদ এবং ৫৯৭ জন আহত হয়েছেন।

গণহত্যা শুরুর পর থেকে এখন পর্যন্ত মোট শহীদের সংখ্যা দাঁড়িয়েছে ৬৮ হাজার ৬৪৩ জনে, আর আহতের সংখ্যা ১ লাখ ৭০ হাজার ৬৫৫ জনে পৌঁছেছে।

আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হোন!ফেসবুকে পেইজে সংবাদ প্রকাশের আগে টেলিগ্রামেই দেওয়া হয় সর্বশেষ খবর।আরও বেশি সংবাদ টেল...
10/29/2025

আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হোন!

ফেসবুকে পেইজে সংবাদ প্রকাশের আগে টেলিগ্রামেই দেওয়া হয় সর্বশেষ খবর।
আরও বেশি সংবাদ টেলিগ্রামেই পাবেন। পেইজে শুধুমাত্র বাছাইকৃত কিছু সংবাদ প্রকাশ করা হয়।ফেসবুকের সীমাবদ্ধতার কারণে আমরা টেলিগ্রামেই বেশি সক্রিয়।

চ্যানেল লিং ক....⬇️

Address

Galiano Street
Miami, FL
33124

Alerts

Be the first to know and let us send you an email when RTA Bangla posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to RTA Bangla:

Share