
08/31/2025
২০২১ সালের ৩১ আগস্ট রাত
ইতিহাসের এক অবিস্মরণীয় মোড়
কাবুল বিমানবন্দরে ইসলামি ইমারাতের এলিটফোর্স বদরি ৩১৩ ব্যাটালিয়নের সাহসী বিজয়ী মুজাহিদিন লেজগুটানো পরাজিত শেষ মার্কিন সেনাদের মুখোমুখি দাঁড়িয়ে ছিল। সেই মুহূর্তেই দুই দশকের দীর্ঘ দখলদারিত্বের অবসান ঘটে।
শেষ আমেরিকান সেনার পদচিহ্ন মুছে যাওয়ার সাথে সাথেই পুনরুদ্ধার হয় আফগানিস্তানের সার্বভৌমত্ব, আর উন্মোচিত এক নতুন অধ্যায়; স্বাধীনতা ও শান্তির পথে যাত্রার নবসূচনা।