
04/25/2025
আফগানিস্তানে টাপি গ্যাস পাইপলাইন প্রকল্পে অগ্রগতি: ১৪ কিলোমিটার অংশ সম্পন্ন
হেরাত, আফগানিস্তান:
আফগানিস্তানে টাপি গ্যাস পাইপলাইন প্রকল্পের ১৪ কিলোমিটার অংশ সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন প্রকল্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আবদুল্লা ইউফ। হেরাত প্রদেশের স্থানীয় প্রশাসনের সূত্রে জানা গেছে, আবদুল্লা ইউফ এবং প্রাদেশিক গভর্নর মাওলানা ইসলাম জারের মধ্যে এ নিয়ে একটি বৈঠকও অনুষ্ঠিত হয়েছে।
আবদুল্লাহ রউফ জানান, “টাপি প্রকল্পের ১৪ কিলোমিটার পাইপলাইন স্থাপন সম্পন্ন হয়েছে। পাশাপাশি এই পাইপলাইনের জন্য আরও ২৪ কিলোমিটার জমি সমতল করা হয়েছে।”
উল্লেখ্য, টাপি (TAPI) একটি আন্তর্জাতিক গ্যাস পাইপলাইন প্রকল্প, যা তুর্কমেনিস্তানের গ্যাস আফগানিস্তান হয়ে পাকিস্তান ও ভারতে সরবরাহ হবে। প্রকল্পটি সংশ্লিষ্ট দেশগুলোর জ্বালানি নিরাপত্তা ও আঞ্চলিক সহযোগিতার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হচ্ছে।