Geo Insider

Geo Insider in search of truth,
Always and everywhere
(1)

আফগানিস্তানে টাপি গ্যাস পাইপলাইন প্রকল্পে অগ্রগতি: ১৪ কিলোমিটার অংশ সম্পন্নহেরাত, আফগানিস্তান:আফগানিস্তানে টাপি গ্যাস পা...
04/25/2025

আফগানিস্তানে টাপি গ্যাস পাইপলাইন প্রকল্পে অগ্রগতি: ১৪ কিলোমিটার অংশ সম্পন্ন

হেরাত, আফগানিস্তান:

আফগানিস্তানে টাপি গ্যাস পাইপলাইন প্রকল্পের ১৪ কিলোমিটার অংশ সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন প্রকল্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আবদুল্লা ইউফ। হেরাত প্রদেশের স্থানীয় প্রশাসনের সূত্রে জানা গেছে, আবদুল্লা ইউফ এবং প্রাদেশিক গভর্নর মাওলানা ইসলাম জারের মধ্যে এ নিয়ে একটি বৈঠকও অনুষ্ঠিত হয়েছে।

আবদুল্লাহ রউফ জানান, “টাপি প্রকল্পের ১৪ কিলোমিটার পাইপলাইন স্থাপন সম্পন্ন হয়েছে। পাশাপাশি এই পাইপলাইনের জন্য আরও ২৪ কিলোমিটার জমি সমতল করা হয়েছে।”

উল্লেখ্য, টাপি (TAPI) একটি আন্তর্জাতিক গ্যাস পাইপলাইন প্রকল্প, যা তুর্কমেনিস্তানের গ্যাস আফগানিস্তান হয়ে পাকিস্তান ও ভারতে সরবরাহ হবে। প্রকল্পটি সংশ্লিষ্ট দেশগুলোর জ্বালানি নিরাপত্তা ও আঞ্চলিক সহযোগিতার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হচ্ছে।

04/18/2025

কাতার ৮ লাখ মার্কিন ডলার ব্যয়ে পাকতিয়ার রাজধানী গারদেজ শহরে একটি আবাসন প্রকল্প নির্মাণ করছে।

এই প্রকল্পটি পাকিস্তান থেকে ফিরে আসা আফগান অভিবাসীদের জন্য।

এই প্রকল্পে যা থাকবে:

১০০টি ঘর

একটি স্কুল, মাদ্রাসা, মসজিদ

দোকানপাট

প্রতিটি ঘরে সংযুক্ত বিশুদ্ধ পানির সরবরাহব্যবস্থা

দৈনন্দিন জীবনের জন্য অন্যান্য প্রয়োজনীয় সেবা

পাকতিয়া প্রদেশের শরনার্থী ও প্রত্যাবাসন দফতরের পরিচালক হাবিবুল্লাহ শহীদজাদা জানিয়েছেন, এই প্রকল্পে সব মৌলিক সুবিধা অন্তর্ভুক্ত থাকবে।

বিস্তারিত কমেন্টে.....👇
04/18/2025

বিস্তারিত কমেন্টে.....👇

04/16/2025
11/02/2024

"আমার মৃত্যুর পর যদি আমার কবরে গুলির আওয়াজ শুনতে পাও, তবে জেনে রাখো আমি তখনো ফ্রান্সের বিরুদ্ধে যুদ্ধ করছি।"

— আলেজেরীয় স্বাধীনতা আন্দোলনের অন্যতম অগ্রপথিক, প্রখ্যাত মু জা হিদ শাইখ বুআমামা রহিমাহুল্লাহ

জাওজান প্রদেশের রাজধানী শাবেরহান শহরের একটি বেসরকারি হাসপাতালে আজ (সোমবার) একইসঙ্গে ছয় সন্তানের জন্ম দিয়েছেন এক নারী।হ...
10/28/2024

জাওজান প্রদেশের রাজধানী শাবেরহান শহরের একটি বেসরকারি হাসপাতালে আজ (সোমবার) একইসঙ্গে ছয় সন্তানের জন্ম দিয়েছেন এক নারী।

হাসপাতালের প্রধান কাজেম সিদ্দিকী বলেছেন, শিশুদের মধ্যে চার মেয়ে ও দুই ছেলে রয়েছে। যাদের সবাই শারীরিকভাবে সুস্থ। শিশুদের মায়ের অবস্থাও সন্তোষজনক।

10/25/2024

ফ্যাসিবাদের দোসররা বঙ্গভবনে বসে আছে
— মাহমুদুর রহমান

10/21/2024

আমাদের এ মিছিল নিকট অতীত থেকে অনন্ত কালের দিকে
আমরা বদর থেকে ওহুদ হয়ে এখানে,
শত সংঘাতের মধ্যে এ শিবিরে এসে দাঁড়িয়েছি।
কে প্রশ্ন করে আমরা কোথায় যাবো ?
আমরা তো বলেছি আমাদের যাত্রা অনন্ত কালের।
উদয় ও অস্তের ক্লান্তি আমাদের কোনদিনই বিহ্ব‌ল করতে পারেনি।
আমাদের দেহ ক্ষত-বিক্ষত,
আমাদের রক্তে সবুজ হয়ে উঠেছিল মূতার প্রান্তর।
পৃথিবীতে যত গোলাপ ফুল ফোটে তার লাল বর্ণ আমাদের রক্ত,
তার সুগন্ধ আমাদের নিঃশ্বাসবায়ু।

আমাদের হাতে একটি মাত্র গ্রন্থ আল কুরআন,
এই পবিত্র গ্রন্থ কোনদিন, কোন অবস্থায়, কোন তৌহীদবাদীকে থামতে দেয়নি।
আমরা কী করে থামি ?

আমাদের গন্তব্য তো এক সোনার তোরণের দিকে যা এই ভূ-পৃষ্ঠে নেই।
আমরা আমাদের সঙ্গীদের চেহারের ভিন্নতাকে গ্রাহ্যের মধ্যে আনি না,
কারন আমাদের আত্মার গুঞ্জন হু হু করে বলে
আমরা একআত্মা, এক প্রাণ।
শহীদের চেহারার কোন ভিন্নতা নেই।
আমরা তো শাহাদাতের জন্যই মায়ের উদর থেকে পৃথিবীতে পা রেখেছি।
কেউ পাথরে, কেউ তাঁবুর ছায়ায়, কেই মরুভূমির উষ্মবালু কিংবা সবুজ কোন ঘাসের দেশে।
আমরা আজন্ম মিছিলেই আছি,
এর আদি বা অন্ত নেই।

পনেরশত বছর ধরে সভ্যতার উত্থান-পতনে আমাদের পদশব্দ একটুও থামেনি।
আমাদের কত সাথীকে আমরা এই ভূ-পৃষ্ঠের কন্দরে কন্দরে রেখে এসেছি-
তাদের কবরে ভবিষ্যতের গুঞ্জন একদিন মধুমক্ষিকার মত গুঞ্জন তুলবে।
আমরা জানি,
আমাদের ভয় দেখিয়ে শয়তান নিজেই অন্ধকারে পালিয়ে যায়।
আমাদের মুখয়বয়ে আগামী ঊষার উদয়কালের নরম আলোর ঝলকানি।
আমাদের মিছিল ভয় ও ধ্বংসের মধ্যে বিশ্রাম নেয়নি, নেবে না।
আমাদের পতাকায় কালেমা তাইয়্যেবা,
আমাদের এই বাণী কাউকে কোনদিন থামতে দেয়নি
আমরাও থামবো না।
— আল মাহমুদ (রহিমাহুল্লাহ)

10/15/2024

ছাত্রজনতার ওপর চালানো গণহত্যার বিচার না হওয়াতে আজ প্রকাশ্যে আদালত পাড়ায় আওয়ামী জ ঙ্গিগো ষ্ঠী সাবেক স্বৈরশাসক শেখ হাসিনার পক্ষে স্লোগান দেওয়ার দুঃসাহস দেখায়।

সাবেক বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী লেফটেন্যান্ট কর্নেল (অব.) ফারুক খানকে আজ আদালতে হাজির করা হয়। এদিন বিএনপিকর্মী মকবুল হত্যামামলায় রিমান্ড শুনানি শেষে তাকে অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ছানাউল্ল্যাহের আদালত থেকে হাজতখানায় নামানোর সময় আওয়ামী জঙ্গিগোষ্ঠী স্লোগান দিতে থাকে। একপর্যায়ে তারা সিএমএম আদালতের নিচে জড়ো হয়ে ‘শেখ হাসিনার সরকার, বারবার দরকার’, ‘শেখ হাসিনার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’ স্লোগান দেয়।

10/10/2024

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
❝দুই চোখকে জাহান্নামের আগুন কখনো স্পর্শ করবে না। একটি হলো ওই চোখ যা আল্লাহর ভয়ে ক্রন্দন করে। আর অপরটি হলো ঐ চোখ, যা আল্লাহর রাস্তায় (কোনো কাজে বা ইসলামি রাষ্ট্রের সীমান্ত) পাহারা দিয়ে ঘুমহীন রাত কাটিয়ে দেয়।❞

[তিরমিযী | হাদিস নং ১৬৩৯ | সহীহ ]

10/08/2024

গা ZAর বাইত হানুন এলাকায় এক জায়নবাদী জONগিকে ঘৌল স্নাইপার রাইফেল দিয়ে টার্গেট করছে হাMaসের মুZAHIদ স্নাইপার।

10/08/2024

বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের ওপর হামলার মিথ্যা তথ্য দিয়ে কলকাতার রিপাবলিক টেলিভিশন ছাড়াও বিভিন্ন গণমাধ্যমে যে তথ্য ছড়াচ্ছে সেটিকে ‘ভারত মৌচাকে ঢিল মারছে’ বলে মন্তব্য করেছেন রমনা কালী মন্দির পূজা উদযাপন কমিটির আহ্বায়ক অপর্ণা রায় দাস।

অপর্ণা বলেন, ‘আপনারা কি দেখেননি, আমরা ১৫ বছর কীভাবে অনিরাপত্তায় ছিলাম। আমরা পূজা ঠিকমতো করতে পারিনি। সরকার পালিয়ে গেলেও তাদের প্রেতাত্মারা এখনো সক্রিয়। তারা এখন শাহবাগে কিছু না কিছু ছোটখাটো প্রোগ্রাম পালন করছে।

আপনারা জানেন, কলাবাগান মাঠ যেখানে পূজা উৎসব হতো সেখানে তারা পূজা করতে দেয়নি বিগত অবৈধ সরকার। এবার কিন্তু সেখানেও পূজা হচ্ছে। আপনারা দেখেছেন, ওয়ারী পূজা মণ্ডপ ভেঙেছিল সেখানেও পূজা হচ্ছে। এজন্য বলব, ভারত থেকে যা দিচ্ছে সেটা মৌচাকে ঢিল মারা। আমরা যখন মারব তারা পালানোর পথ পাবে না।’

পূজা উদযাপন কমিটির এই আহ্বায়ক বলেন, ‘গত ৫ আগস্ট পটপরিবর্তনের আগে আপনারা দেখেছেন, এদেশের প্রধানমন্ত্রী ভারতে পালিয়ে গেছেন। ভারত থেকে উস্কানিটা দিচ্ছে এই কারণে যে, এরা মানুষের কাছে প্রমাণ করতে চায়, এগুলো সাম্প্রদায়িক দাঙ্গা।’

Address

Miami, FL

Alerts

Be the first to know and let us send you an email when Geo Insider posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Geo Insider:

Share