Ummy Habiba

Ummy Habiba Here I post Korean drama and other videos. Here I edit and post videos myself‼️
follow, like my page and invite your friends 🍂🦋

আমরা মনে করছি  আল্লাহ  ফিলিস্তিনিদের পরীক্ষা করছেন কিন্তু না আল্লাহ আসল পরীক্ষা আমাদের করছেন 🤲
04/07/2025

আমরা মনে করছি আল্লাহ ফিলিস্তিনিদের পরীক্ষা করছেন কিন্তু না আল্লাহ আসল পরীক্ষা আমাদের করছেন 🤲

৩৪৬২। ইবনু ’উমার (রাঃ) সূত্রে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে বলতে শুনেছি, যখন তোমর...
04/07/2025

৩৪৬২। ইবনু ’উমার (রাঃ) সূত্রে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে বলতে শুনেছি, যখন তোমরা ঈনা[1] পদ্ধতিতে ব্যবসা করবে, গরুর লেজ আঁকড়ে ধরবে, কৃষিকাজেই সন্তুষ্ট থাকবে এবং জিহাদ ছেড়ে দিবে তখন আল্লাহ তোমাদের উপর লাঞ্ছনা ও অপমান চাপিয়ে দিবেন। তোমরা তোমাদের দ্বীনে ফিরে না আসা পর্যন্ত আল্লাহ তোমাদেরকে এই অপমান থেকে মুক্তি দিবেন না।[2]

بَابٌ فِي النَّهْيِ عَنِ العِينَةِ

حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ دَاوُدَ الْمَهْرِيُّ، أَخْبَرَنَا ابْنُ وَهْبٍ، أَخْبَرَنِي حَيْوَةُ بْنُ شُرَيْحٍ، ح وحَدَّثَنَا جَعْفَرُ بْنُ مُسَافِرٍ التِّنِّيسِيُّ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يَحْيَى الْبُرُلُّسِيُّ، حَدَّثَنَا حَيْوَةُ بْنُ شُرَيْحٍ، عَنْ إِسْحَاقَ أَبِي عَبْدِ الرَّحْمَنِ، قَالَ سُلَيْمَانُ: عَنْ أَبِي عَبْدِ الرَّحْمَنِ الْخُرَاسَانِيِّ، أَنَّ عَطَاءً الْخُرَاسَانِيَّ، حَدَّثَهُ أَنَّ نَافِعًا حَدَّثَهُ، عَنِ ابْنِ عُمَرَ، قَالَ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: إِذَا تَبَايَعْتُمْ بِالْعِينَةِ، وَأَخَذْتُمْ أَذْنَابَ الْبَقَرِ، وَرَضِيتُمْ بِالزَّرْعِ، وَتَرَكْتُمُ الْجِهَادَ، سَلَّطَ اللَّهُ عَلَيْكُمْ ذُلًّا لَا يَنْزِعُهُ حَتَّى تَرْجِعُوا إِلَى دِينِكُمْ، قَالَ أَبُو دَاوُدَ: الْإِخْبَارُ لِجَعْفَرٍ وَهَذَا لَفْظُهُ

صحيح

حدثنا سليمان بن داود المهري، اخبرنا ابن وهب، اخبرني حيوة بن شريح، ح وحدثنا جعفر بن مسافر التنيسي، حدثنا عبد الله بن يحيى البرلسي، حدثنا حيوة بن شريح، عن اسحاق ابي عبد الرحمن، قال سليمان: عن ابي عبد الرحمن الخراساني، ان عطاء الخراساني، حدثه ان نافعا حدثه، عن ابن عمر، قال: سمعت رسول الله صلى الله عليه وسلم يقول: اذا تبايعتم بالعينة، واخذتم اذناب البقر، ورضيتم بالزرع، وتركتم الجهاد، سلط الله عليكم ذلا لا ينزعه حتى ترجعوا الى دينكم، قال ابو داود: الاخبار لجعفر وهذا لفظه صحيح
[1]. ঈনাঃ প্রকত মূল্যের চেয়ে ধারে অধিক মূল্যে ক্রয়-বিক্রয় করা। যেমন কেউ নির্দিষ্ট সময়ের জন্য দশ টাকায় কিছু বিক্রি করলো এবং ঐ সময় শেষ হওয়ার পর তা আট টাকায় কিনে নিলো।

[2]. সহীহঃ সহীহাহ (১১)।
হাদিসের মানঃ সহিহ (Sahih) বর্ণনাকারীঃ আবদুল্লাহ ইবন উমর (রাঃ) পুনঃনিরীক্ষণঃ সুনান আবূ দাউদ (তাহকিককৃত) ১৮/ ইজারা (ভাড়া ও শ্রম বিক্রয়)

রা'ফা'হ শেষ হয়ে গেছে, উত্তর গা'জা শেষ হয়ে গেছে এবং পৃথিবী এটাতে অভ্যস্ত হয়ে গেছে!চারদিক দিয়ে পথ বন্ধ। আল্লাহ তা'আলার সরা...
04/06/2025

রা'ফা'হ শেষ হয়ে গেছে, উত্তর গা'জা শেষ হয়ে গেছে এবং পৃথিবী এটাতে অভ্যস্ত হয়ে গেছে!

চারদিক দিয়ে পথ বন্ধ। আল্লাহ তা'আলার সরাসরি সাহায্য ছাড়া আর কোনো পথ নেই!

ইয়া রব, আপনি অভিভাবক হিসেবে আমাদের জন্য যথেষ্ট হয়ে যান!

গা-জাবাসী শহীদ হয়ে যাক! তারা জান্নাতেই ভাল থাকুক..দুনিয়া ভরা মুনাফিক শাসকসহ আমাদের মত নিষ্প্রাণ মানুষগুলা দুনিয়াতেই একটু...
04/06/2025

গা-জাবাসী শহীদ হয়ে যাক! তারা জান্নাতেই ভাল থাকুক..দুনিয়া ভরা মুনাফিক শাসকসহ আমাদের মত নিষ্প্রাণ মানুষগুলা দুনিয়াতেই একটু শান্তি ভোগ করুক আর কিছু সময় পরেই রব্বের কঠিন রূপ দেখার জন্য প্রস্তুত থাকুক! শহীদরা তাদের প্রাপ্য সম্মান বুঝে জান্নাতেই সুখে থাকুক। যেখানে এক সে*কু+লার দেশ আরবের উপর চেয়ে থাকতে হয়, এত এত নামধারী ইস*লামিষ্ট দেশ আজ চুপ!

অপেক্ষা শুধু মুসলিম উম্মাহ দের খালিদ বিন ওয়ালিদ, মুহাম্মদ আল্প আরসালান, সালাউদ্দিন আইয়ুবী এর মতো পরিবর্তনের😊
"যখন পৃথিবী তার সর্বোচ্চ কম্পনে প্রকম্পিত হবে, যখন সে তার সমস্ত বোঝা বের করে দেবে এবং মানুষ বলবে, এর কি হলো? সেদিন সে তার বৃত্তান্ত বর্ণনা করবে, কারণ, আপনার পালনকর্তা তাকে আদেশ করবেন।" - সূরা আল-যালযালাহ (৯৯: আয়াত ১-৫)

রাসূল (সাঃ) বলেছেন—"খোরাসান দিক থেকে একদল মানুষ কালো পতাকা নিয়ে আগমন করবে। তারা এমনভাবে এগিয়ে আসবে যে, কেউ তাদেরকে থামাত...
04/06/2025

রাসূল (সাঃ) বলেছেন—"খোরাসান দিক থেকে একদল মানুষ কালো পতাকা নিয়ে আগমন করবে। তারা এমনভাবে এগিয়ে আসবে যে, কেউ তাদেরকে থামাতে পারবে না। শেষ পর্যন্ত তারা বায়তুল মুকাদ্দাসে (জেরুজালেম) পৌঁছাবে এবং সেখানে ইসলামী খেলাফত প্রতিষ্ঠা করবে।"আরেকটি হাদিসে এসেছে—"তোমরা যখন খোরাসান দিক থেকে কালো পতাকা আসতে দেখবে, তখন বরফের উপর হামাগুড়ি দিয়ে হলেও তাদের সঙ্গে যোগ দিও, কারণ তাদের মধ্যেই থাকবেন আল্লাহর খলিফা মাহদী।"

কেয়ামতের আগ অব্দি গা*জা থাকবে, আল-আকসা থাকবে। এবং আল আ*কসা মুসলমানদের হেফাজতেই থাকবে, এটা রাসূল (সঃ) এর ভবিষ্যতবানী।গা*জ...
04/06/2025

কেয়ামতের আগ অব্দি গা*জা থাকবে, আল-আকসা থাকবে। এবং আল আ*কসা মুসলমানদের হেফাজতেই থাকবে, এটা রাসূল (সঃ) এর ভবিষ্যতবানী।
গা*জা ধ্বংস হবে না বরং ই*হুদীরা তাদের নিজের ধ্বংসই ডেকে আনছে।
আমার আপনার মতো নাম কা ওয়াস্তে মুসলমানরা গা*জাকে হেফাজত না করলেও স্বয়ং আল্লাহই এর জন্য যথেষ্ট।

গা*জা বাসি মুছবেনা, এটা আল্লাহ এবং তার রাসূলের ওয়াদা। পৃথিবী যতদিন আছে ফি*লিস্তিন ততোদিন থাকবে এবং পৃথিবীর রাজধানী হবে ফি*লিস্তিন!

গাজা—বাইতুল মাকদিসের প্রান্তবর্তী অঞ্চল:
রাসূল (সা.) বলেন:
"আমার উম্মতের একটি দল সবসময় আল্লাহর আদেশ পালন করে যাবে। কেউ তাদের ক্ষতি করতে পারবে না, যতক্ষণ না আল্লাহর আদেশ (কিয়ামত) এসে যায়।"
সাহাবীরা জিজ্ঞাসা করলেন: তারা কোথায় থাকবে?
তিনি বললেন: 'বাইতুল মাকদিস এবং তার আশেপাশে।'"
— (মুসলিম: 156, আহমাদ: 502)

গা*জাবাসীদের জন্য সবাই সবার জায়গা থেকে
দোয়া করুন💔

Address

6852 NW 77th Court
Miami, FL
33166

Telephone

+13055925655

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ummy Habiba posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Ummy Habiba:

Share