01/04/2026
টাকার যেমন ইনফ্লেশন হয়, তেমনি
বয়স হলে সময়ের ইনফ্লেশন হয়!
২৫ ত্রিশ পেরুলেই দেখবেন কি করে হাউই মিঠাই হয়ে ফুরিয়ে যায় সময়গুলো
কি দ্রুত সপ্তাহ যায়, মাস যায়, বয়স চলে যায়!
পঁচিশ থেকে পলক ফেলতেই বয়স ৪০ এর ঘরে পৌঁছে যায়!
এর মধ্যে দেখবেন কতগুলো পরিচিত মানুষ মরে গেছে, সদ্য হাটতে শেখা যে শিশুকে দেখেছেন ক দিন আগে, সে তার বিয়ের নিমন্ত্রণ পত্র নিয়ে এসেছে!
চোখ খুলতেই দেখবেন শহর বদলে গেছে,
বাড়ি ভেঙে গেছে, বয়স্ক গাছটা কেটে ফেলা হয়েছে।
চারদিকে সব নতুন মানুষের দল, তাদের উৎসব তাদের জীবন!
এসবের মাঝে, সবার অলক্ষ্যে আপনার বেলা ফুরিয়ে যাচ্ছে অবিশ্বাস্য দ্রুত গতিতে....!
-ইমরান কায়েস