12/30/2025
Innalillahi wainnailahi rajiun. Former Prime Minister Khaleda Zia has passed away at 6AM Bangladesh time today.
Keep her in your prayers, we lost yet another person this December 😢.
চলে গেলেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী এবং আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া। আজ ভোর ৬টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বাংলাদেশের রাজনীতির ইতিহাসে একটি বিশাল অধ্যায়ের সমাপ্তি ঘটল। দেশের গণতন্ত্র রক্ষা এবং সাধারণ মানুষের অধিকার আদায়ে তাঁর দীর্ঘ লড়াই চিরস্মরণীয় হয়ে থাকবে। বারবার কারাবরণ আর নানা প্রতিকূলতার মাঝেও তিনি যেভাবে নিজের আদর্শে অবিচল ছিলেন, তা এক বিরল দৃষ্টান্ত।
তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি। মহান আল্লাহ তাঁকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন এবং তাঁর পরিবার ও কোটি কোটি ভক্ত-অনুসারীদের এই শোক সইবার শক্তি দিন।
বিদায়, মাদার অফ ডেমোক্রেসি। আপনি বেঁচে থাকবেন দেশপ্রেমিক প্রতিটি মানুষের হৃদয়ে।