
09/29/2025
শুভ সপ্তমী!
সবার ঠাকুর দেখা কেমন চলছে? আমাদের বাড়িতে একদম ঠাকুর দেখার চল ছিল না। আমার পুরো ছোটোবেলা কেটেছে কলেজ স্কোয়ার আর ভবানীপুরে আমার বাবার মাসির বাড়ীর ঠাকুর দেখে। তারপর হিমাদ্রির সঙ্গে আলাপ হবার পর দেখলাম কলকাতার কোনও ঠাকুরএর পান্ডেল ছাড়ে না। উত্তর থেকে দক্ষিণ সব ঠাকুর দেখতাম। বিয়ের পর আমার ঘরকুনো বাবাকেও টেনে নিয়ে বেরোতো ঠাকুর দেখতে। এখন তো সবই স্মৃতি। তবে আমরা খুব লাকি যে এখানেও প্রচুর পুজো হয় । তবে অনেক দূরে দূরে। তবু দু তিনটে ঠাকুর তো দেখেই নি। তোমাদের মধ্যেও নিশ্চই অনেকে আছো যারা প্রচুর ঠাকুর দেখতে ভালোবাসো বা একটাও দেখো না?