দেশ মুক্তি বিপ্লব মঞ্চ

দেশ মুক্তি বিপ্লব মঞ্চ Dear Bangladeshi, we are steadfast on the truth! M.A Deep News reveals the deep news that no one else reveals.

Please support us by liking, commenting and sharing our objective news! ❤️🇧🇩❤️

আমরা বার বার বলি বিএনপি আমাদের শক্রু না। বিএনপি প্রেসিডেন্ট জিয়ার দল। বিএনপি ছাড়া দেশ রক্ষার আর কোন শক্তি নাই যে যাই বলু...
07/14/2025

আমরা বার বার বলি বিএনপি আমাদের শক্রু না। বিএনপি প্রেসিডেন্ট জিয়ার দল। বিএনপি ছাড়া দেশ রক্ষার আর কোন শক্তি নাই যে যাই বলুক। যা হচ্ছে তা ভারত ও আমাদের গোয়েন্দা সংস্থা সহ ওয়াকারের কারসাজি। বিএনপি আবারো সামনের যুদ্ধে জনগণের পাশে থাকবে। এত বৃহৎ দল কন্ট্রোল করা মুসকিল। কিন্তু মূলত ভারতের বিরুদ্ধে সার্বভৌমত্ব বাঁচাতে বিএনপি সহ জামায়াত ও ইসলামপন্থী দলগুলো ছাড়া কোন দলকেই খুঁজে পাবেন না। অথচ বাংলাদেশে নাকি ২০০ উপরে দল। যাইহোক টোকাইরা ইতিমধ্যে চাঁদাবাজ দলে পরিণত হয়েছে। জনসমর্থন হারিয়েছে। তাদের ডাকে মানুষ আসবে না। কিন্তু বিএনপি ও জামাত নিজেস্ব একটা শক্তিশালী সংগঠন। দেশের ক্রান্তিলগ্নে তারা দাঁড়াবে। সামনে চুপ্পু ও ওয়াকারকে সরানোর প্রচেষ্টা চলছে। এদের দিয়ে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। এদের সরাতে গেলে সেনাবাহিনীর মধ্যে থাকা ভারত ও লীগপন্থী ওয়াকারের ক্ষুদ্র অংশের সাথে দেশপ্রেমিক বৃহৎ সেনাবাহিনীর ঝামেলা হলেও হতে পারে। আমাদেরকে জনগণের কাতারে থেকে দেশপ্রেমিক সেনাবাহিনীর বৃহৎ অংশের পাশে দাড়াতে হবে। তাহলে ওযাকারের ভারত ও লীগপন্থী গ্রুপ সহ ভারত পিছু হঠবে। বিশ্ব বাংলাদেশের বিপ্লবী জনগণের পাশে দাড়াবে ইনশাআল্লাহ। তাই আসুন আপাতত আমরা নিজেদের বৃহৎ স্বার্থে চাদাবাজি, খুন, খারাপি, হিংসা, বিদ্বেষ ভুলে ভারত ও লীগের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকি। আমীন!!

বাবা পুলিশের আইজি, মামা আওয়ামী লীগের টুঙ্গিপাড়ার সাংগঠনিক সম্পাদক এবং মেয়ে নিজে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ সহকারীর এক...
07/14/2025

বাবা পুলিশের আইজি, মামা আওয়ামী লীগের টুঙ্গিপাড়ার সাংগঠনিক সম্পাদক এবং মেয়ে নিজে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ সহকারীর একান্ত সচিব

এ যেন “যেমন খুশি তেমন স্বেচ্ছাচারিতার” এক অনুপম দৃষ্টান্ত! ডক্টর ইউনূসের নয়া বন্দোবস্তে পুলিশের সর্বোচ্চ পদ, অর্থাৎ আইজিপির পদটি দেয়া হয়েছে অবসরে চলে যাওয়া বাহারুল আলমকে। অবসর থেকে ফিরিয়ে এনে বয়স্ক এবং অলস এই মানুষটিকে পুলিশের আইজির মতো গুরুত্বপূর্ন পদে বসানো হয়েছে। দেশের চরম নাজুক আইনশৃঙ্খলা পরিস্থিতির জন্য এই অযোগ্য এবং অপদার্থ আইজিপিকেই অনেকে দায়ী করেন।

এই ব্যক্তি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে কতটা প্রভাবশালী সেটা আঁচ করা যায় তার মেয়ের পদায়ন দেখে। কনফ্লিক্ট অফ ইন্টারেস্টকে তোয়াক্কা না করেই তার মেয়ে শিমসাদ নারমীনকে বানানো হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ সহকারীর একান্ত সচিব! সরকারি চাকরি বা আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে নূন্যতম ধারণা না রাখা বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া একটি মেয়েকে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ এই পদে বসানো হয়েছে।

এখানেই শেষ নয়। ফ্যাসিস্ট আওয়ামী লীগের শাসনামলের সময় টুঙ্গিপাড়া ছিল আওয়ামী দুর্বৃত্তদের পাপের আঁতুরঘর। সেই আঁতুড়ঘরের, অর্থাৎ টুঙ্গিপাড়া আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্বে ছিলেন আইজিপি বাহারের শ্যালক মাসুদ গাজী! পাঁচ আগস্টের পর টুঙ্গিপাড়া থেকে আওয়ামী দুর্বৃত্তদের অনেকেই পালিয়ে গেলেও; এখনো দুলাভাই কোটায় বহাল তবিয়তে আছেন মাসুদ গাজী!

——
নাজমুস সাকিব,
১৪ জুলাই, ২০২৫

ইনুচকে সরিয়ে বিপ্লবী সরকার গঠনের কোন বিকল্প নেই।
07/12/2025

ইনুচকে সরিয়ে বিপ্লবী সরকার গঠনের কোন বিকল্প নেই।

07/12/2025

ছাইয়্যা ছাইয়্যা কি বলে সরকারী দল আবার কোন টা ??? ভারতের থেকে কতটাকা খাইয়া এই মাতারী এই বক্তব্য ডেলিভারি দিল? এনএসআই, ডিজিএফআইয়ের উচিত আরো সক্রিয় ভাবে এই মাতারির সাথে ভারতের সম্পৃক্ততা যাচাই করা।

07/12/2025

#নিহতের_মেয়ের_সাক্ষাৎকার
দেশের সকল মিডিয়া এই বক্তব্য চেপে গেছে। কিন্তু বাংলার প্রতিটি মানুষ একটি করে মিডিয়া সেল। বীর বাঙালি সব সময় নির্যাতিত মানুষের পাশে আছে এবং থাকবে।

07/11/2025

রাজধানীর সলিমুল্লাহ মেডিকেলের গেটে চাঁদা না দেয়ায় বিএনপি-যুবদল কর্তৃক নৃশংস খু'নের প্রতিবাদ ও বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা।

07/11/2025

সবাই নেমে আসুন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা খাম্বা তারেকের বিরুদ্ধে স্লোগানে রাস্তায় নেমে এসেছে। দেশে এত খুন আর চাঁদাবাজি মেনে নেওয়া হবে না। দেশ কোন দল বা গোষ্ঠীকে লিজ দেওয়া হয়নি। দেশ জনগণের। ইনুচকে উৎখাত করে ড. কর্ণেল শহীদ খানের নেতৃত্বে বিপ্লবী সরকার গঠনের আর কোন বিকল্প নাই। খাম্বা তারেক নিপাত যাক।

07/06/2025
07/02/2025

৩য় মুক্তিযুদ্ধের মাধ্যমে হাইজ্যাক হওয়া বিপ্লব পুনরুদ্ধার করে বিপ্লবী সরকার গঠনের কোন বিকল্প নেই। এই মুহূর্তে ড. কর্ণেল শহীদ খান বিপ্লবী সরকার প্রধান হওয়ার একমাত্র যোগ্য ব্যক্তি। কেননা তিনিই সর্ব প্রথম ২০১৮ সাল থেকে গণ-অভ্যুত্থানের ডাক দিয়ে আসছিলেন।

07/01/2025

এভাবেই বাংলাদেশের বিভিন্ন স্থানে মাঠ পর্যায়ের জুনিয়র সেনা অফিসাররা ওয়াকার ও ফ্যাসিষ্ট শাসনের বিরুদ্ধে যেয়ে জনগণের পক্ষে দাঁড়িয়ে তৎকালীন স্বৈরাচার পুলিশ ও অস্ত্রধারী আওয়ামীলীগের বিরুদ্ধে টিগারে চাপ দিতে বাধ্য হয়। তখনই আসল খেলা শুরু হয়ে যায় বাংলাদেশে। তখন আর ভাড়ত ও হাসিনার বোন জামাই ওয়াকারের নিয়ন্ত্রণে ছিল না বাংলাদেশ সেনাবাহিনী। ফলে ভাড়তের গুপ্তচর হাসিনা পালাতে বাধ্য হয়। সূত্রপাতটা হয় এখান থেকেই। এখানে জনগণ+সেনাবাহিনী বনাম আওয়ামীলীগ+পুলিশ যুদ্ধ। সেদিনই বাংলাদেশের ইতিহাসে সেনাবাহিনী সরাসরি পুলিশের দিকে ফায়ার করতে বাধ্য হয়। কারণ পুলিশ সর্বপ্রথম সেনাবাহিনীর দিকে ফায়ার করে জনগণ মনে করে। তারপর আর যাবেন কোথায়। ঝর ঝরানি শব্দ তোলে সেনা বাহিনী। ভয়ে অপর প্রান্তে থাকা তৎকালীন স্বৈরাচার পুলিশ ও অস্ত্রধারী আওয়ামীলীগ জান নিয়ে পালাতে বাধ্য হয়। এই ঘটনা ঘটে ৩রা আগষ্ট ২০২৪ দুপুরে।

07/01/2025

সার্জিস-হাসনাতকে একশোটা কল দিলেও তারা আমার ফোন রিসিভ করে না।
- শহীদ আবদুল্লাহ বিন জাহিদের মা।

""উনার বড় ছেলে আব্দুল্লাহ বিন জাহিদ ১৬ বছর বয়সে স্বৈরাচার পতন আন্দোলনে শহীদ হন। ছোট ছেলে মারা যাওয়ার দুই সপ্তাহ পর ছোট ছেলের ক্যান্সার ধরা পড়ে। উনার হাজব্যান্ড এই বছর মার্চে ব্রেইন স্ট্রোক করে মারা যান।"😔

জুলাইয়ের চেতনা, নতুন বন্দোবস্ত, শহীদের র*ক্ত শুকানো নিয়ে অনেক কথা চলে। অনেকে এগুলোকে অবলম্বন করে অনেক লুটপাটের বন্দোবস্ত করে ফেলেছেন। কিন্তু প্রকৃত অর্থে আহ*ত ও নিহ*তদের পরিবারের পাশে সেভাবে দাঁড়ায়নি।

সেনা সদর দপ্তর এখনো বিপ্লবোত্তর RAW এর হেডকোয়ার্টার
06/26/2025

সেনা সদর দপ্তর এখনো বিপ্লবোত্তর RAW এর হেডকোয়ার্টার

Address

West New York, NJ

Website

Alerts

Be the first to know and let us send you an email when দেশ মুক্তি বিপ্লব মঞ্চ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to দেশ মুক্তি বিপ্লব মঞ্চ:

Share