Bangla Foodie

Bangla Foodie Media Bangladesh

একদম সত্যিকথা  😭
05/04/2025

একদম সত্যিকথা 😭

04/18/2025

🎯 মুখরোচক ডাল-সজনা-আলুর বড়া ঝোল 😋 সহজ রেসিপি, Shoshur Bouma Rannaghar, #ডাল_সজনা_আলুর_বড়া

04/17/2025

একদম সত্যিকথা 😎😌

♦️♦️ শাহী মোরগ পোলাও ♦️♦️শাহী মোরগ পোলাও সুগন্ধি চাল, ঘি, মসলা আর মুরগির অপূর্ব সংমিশ্রণ। নতুন কেউ রান্না করলেও এই রেসিপ...
04/17/2025

♦️♦️ শাহী মোরগ পোলাও ♦️♦️

শাহী মোরগ পোলাও সুগন্ধি চাল, ঘি, মসলা আর মুরগির অপূর্ব সংমিশ্রণ। নতুন কেউ রান্না করলেও এই রেসিপিটি সহজেই তৈরি করতে পারবেন। আসুন ধাপে ধাপে জেনে নিই কিভাবে পারফেক্ট শাহী মোরগ পোলাও রান্না করবেন!

✍️উপকরণঃ
▪️মুরগির জন্য:
▪️মুরগি: ১টি (৮-১০ টুকরা)
▪️টক দই: ১/২ কাপ
▪️পেঁয়াজ বাটা: ২ টেবিল চামচ
▪️আদা-রসুন বাটা: ১ টেবিল চামচ
▪️লবণ: স্বাদ অনুযায়ী
▪️গরম মসলা গুঁড়া: ১ চা চামচ
▪️ধনে গুঁড়া: ১ চা চামচ
▪️জিরা গুঁড়া: ১ চা চামচ
▪️দারুচিনি, এলাচ, লবঙ্গ: ৩-৪টি করে
▪️কেওড়া জল: ১ চা চামচ
▪️গোলাপ জল: ১ চা চামচ
▪️জাফরান দুধ: ২ টেবিল চামচ (দুধের সাথে সামান্য জাফরান মিশিয়ে ১০ মিনিট ভিজিয়ে রাখুন)
▪️ঘি: ২ টেবিল চামচ
▪️পোলাওয়ের জন্য:
▪️বাসমতি/চিকন চাল: ২ কাপ
▪️পানি বা মুরগির স্টক: ৩.৫ কাপ
▪️ঘি: ৩ টেবিল চামচ
▪️তেজপাতা: ১টি
▪️দারুচিনি, এলাচ, লবঙ্গ: ৩-৪টি করে
▪️কাঁচা মরিচ: ৪-৫টি (চেরা)
▪️পেঁয়াজ কুচি: ১ কাপ (ভাজা)
▪️কাজু বাদাম, কিসমিস: পরিমাণমতো (ঐচ্ছিক)
▪️লবণ: স্বাদ অনুযায়ী

♦️রান্নার পদ্ধতি (Step-by-Step):

♦️স্টেপ ১: মুরগি মেরিনেট করাঃ

▪️১. মুরগির টুকরোগুলো ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিন।
▪️২. এক বাটিতে মুরগির সাথে টক দই, পেঁয়াজ বাটা, আদা-রসুন বাটা, লবণ, গরম মসলা গুঁড়া, ধনে গুঁড়া, জিরা গুঁড়া ও কেওড়া জল মিশিয়ে নিন।
▪️3. মেরিনেট করা মাংস ১-২ ঘণ্টা ফ্রিজে রেখে দিন।

♦️স্টেপ ২: মুরগি রান্না করাঃ
▪️১. হাঁড়িতে ২ টেবিল চামচ ঘি গরম করুন।
▪️২. দারুচিনি, এলাচ, লবঙ্গ ও তেজপাতা দিয়ে নেড়ে দিন।
▪️৩. মেরিনেট করা মুরগি দিয়ে মাঝারি আঁচে কষাতে থাকুন।
▪️৪. ১০-১৫ মিনিট কষানোর পর অল্প পানি দিয়ে ঢেকে দিন, যেন মাংস ভালোভাবে সিদ্ধ হয়।
▪️৫. মাংস নরম হয়ে গেলে নামিয়ে রাখুন।

♦️স্টেপ ৩: পোলাও রান্না করাঃ
▪️১. চাল ধুয়ে ৩০ মিনিট ভিজিয়ে রাখুন।
▪️২. আরেকটি হাঁড়িতে ঘি গরম করে তেজপাতা, দারুচিনি, এলাচ, লবঙ্গ দিয়ে নেড়ে দিন।
▪️৩. চাল দিয়ে কিছুক্ষণ ভেজে নিন, যাতে চালে ঘি ভালোভাবে মিশে যায়।
▪️৪. ৩.৫ কাপ গরম পানি বা মুরগির স্টক দিয়ে দিন।
▪️৫. লবণ ও চেরা কাঁচা মরিচ দিয়ে দিন, ঢাকনা দিয়ে ঢেকে দিন।
▪️৬. পানি শুকিয়ে এলে চুলা একদম কমিয়ে দিন (দমে রাখার জন্য)।

♦️স্টেপ ৪: পোলাও ও মুরগি স্তর করে সাজানোঃ
▪️১. পোলাও আধা সেদ্ধ হয়ে এলে অর্ধেক পরিমাণ পোলাও অন্য পাত্রে তুলে নিন।
▪️২. নিচে রাখা পোলাওয়ের উপর মুরগির টুকরোগুলো বিছিয়ে দিন।
▪️৩. উপর থেকে তুলে রাখা বাকি পোলাও দিন।
▪️৪. কাজু, কিসমিস, ভাজা পেঁয়াজ ও জাফরান দুধ ছিটিয়ে দিন।
▪️৫. হাঁড়ির ঢাকনা এয়ারটাইট করে দিন (হাঁড়ির চারপাশে ময়দার খামির দিয়ে আটকে দিতে পারেন)।
▪️৬. খুব কম আঁচে ১৫-২০ মিনিট দমে রাখুন।

♦️স্টেপ ৫: পরিবেশনঃ
▪️১. দম শেষ হলে পোলাও ও মুরগি আলতোভাবে মিশিয়ে নিন।
▪️২. পরিবেশন করুন সালাদ, রায়তা বা বোরহানির সাথে।

♦️টিপসঃ
▪️ মুরগি যত ভালোভাবে মেরিনেট করবেন, তত বেশি সুস্বাদু হবে।
▪️দমে রাখার সময় ঢাকনা ভালোভাবে আটকানো থাকলে সুগন্ধ বেশি আসবে।
▪️কেওড়া জল ও জাফরান দুধ শাহী স্বাদ বাড়িয়ে দেবে।

এই সহজ স্টেপ বাই স্টেপ গাইড অনুসরণ করলেই আপনি তৈরি করতে পারবেন একদম পারফেক্ট শাহী মোরগ পোলাও!

🔥🔥 রান্নার ৫টি গোপন টিপস 🌟 যা আপনার রান্নাকে করবে সুস্বাদু! 👩‍🍳🍗 ১। ব্রয়লার মুরগির স্বাদ বাড়ানোর টিপসমুরগি রান্নার আগে ল...
04/17/2025

🔥🔥 রান্নার ৫টি গোপন টিপস 🌟 যা আপনার রান্নাকে করবে সুস্বাদু! 👩‍🍳

🍗 ১। ব্রয়লার মুরগির স্বাদ বাড়ানোর টিপস
মুরগি রান্নার আগে লবণ-হলুদ মাখিয়ে অল্প তেলে হালকা ভেজে নিন। পরে এই তেলেই রান্না করুন – স্বাদ হবে দ্বিগুণ!

🍚 ২। পায়েস হবে মখমল নরম
চাল ধুয়ে ভালো করে পানি ঝরিয়ে ঘি মাখিয়ে ৩০ মিনিট রেখে দিন। তারপর রান্না করলে পায়েস হবে আরও ক্রিমি ও সুগন্ধি।

🥟 ৩। পরোটার নরম করার টিপস
ময়দায় টক দই বা কুসুম গরম পানি মিশিয়ে মাখুন – পরোটা হবে নরম-নরম, কেমন যেন রেস্তোরাঁ স্টাইল!

🍜 ৪। নুডলস লেগে যাওয়া রোধ করুন
সেদ্ধ নুডলস ফ্রেশ ঠান্ডা পানিতে ধুয়ে নিন – একটাও লেগে থাকবে না, হবে আলাদা আলাদা চমৎকার!

🥒 ৫। করলার তিতা ভাব দূর করুন
করলা কেটে লবণ মাখিয়ে রাখুন ১০ মিনিট, পরে ধুয়ে নিন – তিতা ভাব চলে যাবে, স্বাদ থাকবে ঠিকই!

💡 আরও এমনই রান্নার টিপস ও রেসিপি পেতে "রান্না-বান্না & Recipes" পেইজটি ফলো করুন!

🤲 আল্লাহ সকলকে সুস্থ রাখুন, ভালো রাখুন। আমিন!

#রান্নার_টিপস #রান্নাবান্না

(লাইক 👍, কমেন্ট 💬 আর শেয়ার 🔗 করতে ভুলবেন না!)

🌼 পোলাও মাংস তো অনেক খেলেন।এবারে রুচি ফেরাতে ভর্তা-ভাত খান।মজার মজার দারুন কয়েকটি ভর্তার রেসিপি শেয়ার করছি।🔸🔸ঝুরা মাছের ...
04/17/2025

🌼 পোলাও মাংস তো অনেক খেলেন।এবারে রুচি ফেরাতে ভর্তা-ভাত খান।

মজার মজার দারুন কয়েকটি ভর্তার রেসিপি শেয়ার করছি।

🔸🔸ঝুরা মাছের হাতে মাখা ভর্তা🔸🔸

✍️উপকরনঃ
-------------
যে কোন বড় মাছ (৪ পিছ)
পেয়াজ কুচি ১ কাপ
হলুদ + মরিচ গুড়া আধা চা চামচ
শুকনা মরিচ ৪/৫ টা অথবা ইচ্ছেমত
ধনে পাতা কুচি ৪ টে চা
লেবুর রস ১ চা চামচ
লবণ স্বাদ মত
সরিষা তেল ২ টে চা
মাছ ভাজার জন্য তেল ৪ টে চা

🧑‍🍳প্রণালীঃ
▪️মাছটা ভাল করে ধুয়ে লবন,হলুদ,মরিচ গুড়া ও লেবুর রস দিয়ে মাখিয়ে কিছু সময় রেখে দিন।
▪️এবারে প্যানে তেল দিয়ে মাছ গুলো ভেজে নিন।খুব বেশী ভাজা যাবে না।শুধু সিদ্ধ হওয়া পর্যন্ত ভাজতে হবে।
▪️ঠান্ডা হলে কাটা বেছে নিন।কড়াইতে সামান্য পরিমান তেল নিয়ে অর্ধেক টা পেয়াজ কুচি দিয়ে অল্প নাড়ুন।কাটা ছাড়ানো মাছ এই পেয়াজের সাথে দিয়ে দিন।কয়েক মিনিট মাঝারি আঁচে ভাজুন ও নামিয়ে রাখুন।ঝুরা মাছ রেডি।
▪️শুকনা মরিচ হাল্কা টেলে ঠাণ্ডা করে হাতে ভেংগে ফ্লেক্স করে নিন।
▪️অন্য পাত্রে বাকি পেয়াজ কুচি,ধনে পাতা কুচি,শুকনা মরিচ এর ফ্লেক্স, লবণ ও সরিষা তেল ভাল করে মাখয়ে নিন।এবারে ঝুড়া মাছের সাথে হাল্কা হাতে সব কিছু মাখিয়ে নিন।
▪️গরম ভাতের সাথে পরিবেশন করুন।

------------------//-------------------------

🔸🔸বেগুন-টমেটো ভর্তা🔸🔸

✍️উপকরণঃ
------------
▪️বেগুন বড় ১টা,
▪️পাকা টমেটো ৪টা,
▪️পেঁয়াজ মিহি কুচি আধা কাপা,
▪️শুকনা মরিচ ৪টা,
▪️ধনেপাতা কুচি ২ টেবিল-চামচ,
▪️লবণ ৩-৪ চা-চামচ,
▪️চিনি আধা চা-চামচ,
▪️সরিষার তেল ২ টেবিল-চামচ।

🧑‍🍳প্রণালীঃ
-----------
▪️বেগুন ধুয়ে একটু তেল মাখিয়ে আগুনে পুড়ে নিন। এরপর খোসা ছাড়িয়ে নিন। টমেটো ধুয়ে পাঁচ মিনিট গরম পানিতে ছেড়ে সেদ্ধ করে নিন। পানি থেকে নামিয়ে খোসা ছাড়িয়ে নিন।
▪️বেগুন ও টমেটো ছোট ছোট টুকরা করে নিন। চুলায় প্যানে অল্প তেল গরম করে নেড়েচেড়ে শুকিয়ে নিন।
▪️একটি বাটিতে পেঁয়াজ, মরিচ, সরিষার তেল ও ধনেপাতার সঙ্গে স্বাদমতো লবণ দিয়ে ভালোভাবে মেখে নিন। তারপর বেগুন ও টমেটো একসঙ্গে মিশিয়ে মেখে নিন।
▪️খুদের ভাতের সাথে এই ভর্তা পরিবেশন করুন।

---------------------//---------------------

🔸🔸লাউয়ের খোসা ভর্তা🔸🔸

✍️উপকরণঃ
-------------
▪️লাউয়ের খোসা- ১ কাপ
▪️চিংড়ি কুচি- ২ টেবিল চামচ
▪️শুকনা মরিচ টালা- ৪/৫ টি
▪️হলুদ গুঁড়া- সামান্য
▪️পেঁয়াজ কুচি- ২ টেবিল চামচ
▪️রসুন কুচি- ১ টেবিল চামচ
▪️সরিষার তেল- ১ টেবিল চামচ
▪️লবণ- পরিমাণমতো

🧑‍🍳প্রস্তুত প্রণালীঃ
-----------------
▪️প্রথমে লাউয়ের খোসা ধুয়ে সেদ্ধ করে নিন। এরপর ভালোভাবে বেটে নিন। তবে ব্লেন্ডও করতে পারেন। এবার তেল গরম করে তাতে রসুন কুচি দিয়ে সামান্য ভেজে নিন। এরপর তাতে চিংড়ি দিয়ে ভাজুন। এবার একে একে সব উপকরণ দিয়ে মিশিয়ে নিন। নামানোর আগে ধনেপাতা কুচি ছড়িয়ে দিন। ব্যস, তৈরি হয়ে গেল সুস্বাদু লাউয়ের খোসা ভর্তা।

------------------//--------------------

🔸🔸পোড়া টমেটো ভর্তা🔸🔸

✍️উপকরণঃ
-------------
▪️৪টি টমেটো
▪️২ টেবিল চামচ ধনেপাতা কুচি
▪️২টি শুকনা মরিচ
▪️১টি কাঁচামরিচ কুচি
▪️মাঝারি সাইজের ১টি পেঁয়াজ কুচি
▪️স্বাদ মতো লবণ
▪️দেড় টেবিল চামচ সরিষার তেল

🧑‍🍳প্রস্তুত প্রণালিঃ
----------------
▪️টমেটো ভালো করে ধুয়ে অর্ধেক করে কেটে নিন। চুলায় মৃদু আঁচে একটি প্যান বসান। সামান্য তেল দিয়ে টমেটো দিয়ে ঢেকে দিন। প্রায় ৫ মিনিট পর টমেটো উল্টে দিন। এভাবে পুরো টমেটো পুড়ে দিন।
সেদ্ধ হয়ে পোড়া পোড়া হয়ে গেলে একটি বাটিতে টমেটোর টুকরা নিয়ে চামড়া সরিয়ে ফেলুন।
▪️শুকনা মরিচ টেলে লবণ দিয়ে মেখে নিন। পেঁয়াজ কুচি, সরিষার তেল, কাঁচামরিচ কুচি ও ধনেপাতা দিয়ে মেখে নিন শুকনা মরিচ। টমেটো হালকা ভর্তা করে পেঁয়াজ ও মরিচের মিশ্রণের সঙ্গে ভর্তা করে নিন। পরিবেশন করুন গরম ভাতে সঙ্গে।
▪️গরম ভাতের সাথে পরিবেশন করুন মজাদার এই ভর্তা।

--------------------//----------------------

🔸🔸চিংড়ি মাছের ভর্তা🔸🔸

✍️উপকরণঃ
------------
▪️খোসা ছাড়ানো চিংড়ি মাছ ১০০ গ্রাম
▪️সর্ষের তেল ২ টে চামচ
▪️পেঁয়াজ কুচি ১/২ কাপ
▪️রসুন ৪/৫ কোয়াশুকনো মরিচ ৪/৫ টি
▪️ধনেপাতা কুচি ২ টে চামচ
▪️হলুদ গুড়া সামান্য
▪️লবণ স্বাদমত

🧑‍🍳প্রণালীঃ
-----------
▪️প্রথমে চিংড়ি মাছ গুলিতে লবণ ও হলুদ ভাল করে মাখিয়ে নিন। এবার পেঁয়াজ, ধনেপাতা, রসুন, কাঁচা লঙ্কা কুচি কুচি করে কেটে নিন। এবার কড়াইয়ে তেল দিন। গরম তেলে চিংড়ি মাছগুলো দিয়ে ভেজে নিন। তেল থেকে মাছগুলো তুলে নিয়ে তাতে পেঁয়াজ, রসুন দিয়ে ভেজে নিন।
▪️আবার একটু তেল নিন। এবার তাতে গোটা শুকনো মরিচ ভেজে তুলে নিন।
▪️ধনেপাতা ,ভাজা শুকনো মরিচ, পেয়াজ রসুন,সরিষা তেল একটা পাত্রে নিয়ে হাত দিয়ে ডলুন। এবার শীল পাটায় বা হামান দিস্তায় ভাজা চিংড়িগুলো নিয়ে ছেঁচে বা থেতো করে নিন। এরপর চিংড়ি গুলো পেয়াজ রসুনের মিশ্রণের সাথে ভাল করে হাতে মেখে নিলেই তৈরি চিংড়ি মাছের ভর্তা। গরম ভাতের সঙ্গে এই ভর্তা দিয়ে খেতে দারুণ লাগবে।

--------------------//-----------------------

🔸🔸পেঁয়াজ-শুকনামরিচের ভর্তা🔸🔸

এই ভর্তার কোন বিশেষত্ব নেই, কিন্তু এটা দিয়ে এক গামলা ভাত খেয়ে ফেলা যায়।এই ভর্তা রেসিপিও সহজ।

✍️উপকরণঃ
------------
▪️পেঁয়াজ মিহি কুচি,
▪️ধনেপাতা কুচি,
▪️শুকনো তাওয়ায় টালা শুকনামরিচ,
▪️লবণ
▪️সরিষার তেল

▪️সবকিছু একসাথে নিয়ে ভাল করে মাখিয়ে নিলেই ভর্তা রেডি।

-----------------------//-------------------

🔸🔸চিনাবাদাম ভর্তা🔸🔸

✍️উপকরণঃ
------------
▪️চিনাবাদাম ভাজা (খোসা ছাড়া) ১ কাপ,
▪️পেঁয়াজ কুচি আধা কাপ
▪️শুকনো মরিচ ৪-৫ টি
▪️ধনেপাতা কুচি ২ টে চামচ
▪️সরিষার তেল ১ টেবিল-চামচ
▪️লবণ পরিমাণমত

🧑‍🍳প্রণালিঃ
-----------
▪️শুকনো মরিচ শুকনো খোলায় টেলে নিতে হবে। বাদামে কড়াইতে শুকনো ভেজে ঠান্ডা করে লাল খোসা ঘষে তুলে ফেলুন। এবার পাটায় বাদাম ও শুকনো মরিচ বেটে নিতে হবে।
▪️এবার একটি পাত্রে সরিষা তেল, পেঁয়াজ, লবণ, ধনেপাতা কুচি মেখে বেটে রাখা বাদাম এর সাথে ভাল করে মাখিয়ে নিন। গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন।

🥰🥰🥰🥰রেসিপি ভালো লাগলে শেয়ার করে রাখুন আপনার টাইমলাইনে।❤️❤️

04/17/2025

🥔🔥 ক্রিস্পি ভেজিটেবল কাটলেট রেসিপি, বাচ্চাদের প্রিয় ও মুখে জল আনা স্ন্যাক্স! |

বাচ্চার স্কুলের টিফিনের জন্য পারফেক্ট সহজ, সুস্বাদু ও ভিন্ন স্বাদের 👉 ২২টি স্যান্ডউইচ রেসিপি নিয়ে এলাম আপনার জন্য.... ✅স...
04/17/2025

বাচ্চার স্কুলের টিফিনের জন্য পারফেক্ট সহজ, সুস্বাদু ও ভিন্ন স্বাদের 👉 ২২টি স্যান্ডউইচ রেসিপি নিয়ে এলাম আপনার জন্য....

✅স্কুল টিফিন, বিকেলের স্ন্যাকস বা হঠাৎ খিদে — সব পরিস্থিতির জন্য একদম পারফেক্ট।

✅ঝামেলা ছাড়াই, ঘরের উপকরণেই তৈরি করুন এই রেসিপিগুলো

🔴 ১ = সেদ্ধ ডিম স্যান্ডউইচ
🔴 ২ = ঝুরা ডিমের স্যান্ডউইচ
🔴 ৩ = শসা হাং দই স্যান্ডউইচ
🔴 ৪ = ভেজিটেবল স্যান্ডউইচ
🔴 ৫ = ব্রেড বাটার স্যান্ডউইচ
🔴 ৬ = পিনাট বাটার বানানা স্যান্ডউইচ
🔴 ৭ = আপেল এবং চিজ স্যান্ডউইচ
🔴 ৮ = ডিম ও স্যুভেজ স্যান্ডউইচ
🔴 ৯ = পনির ও সবজি স্যান্ডউইচ
🔴 ১০ = চিকেন টিক্কা স্যান্ডউইচ
🔴 ১১ = হেলদি রেইনবো স্যান্ডউইচ
🔴 ১২ = ডিম রাজামা খোলা স্যান্ডউইচ
🔴 ১৩ = পনির মুগ স্যান্ডউইচ
🔴 ১৪ = চিজ কর্ন এবং গাজর স্যান্ডউইচ
🔴 ১৫ = স্পিনাচ কর্ন টোস্টেড স্যান্ডউইচ
🔴 ১৬ = হামাস স্যান্ডউইচ (ছোলা এবং মশলা দিয়ে তৈরি)
🔴 ১৭ = রাজমা ও চিজ স্যান্ডউইচ
🔴 ১৮ = পটেটো ও মটর স্যান্ডউইচ
🔴 ১৯ = পটেটো স্যান্ডউইচ
🔴 ২০ = কুমড়া এবং লাল ক্যাপসিকাম স্যান্ডউইচ
🔴 ২১ = জ্যাম স্যান্ডউইচ
🔴 ২২ = এগ মেয়ো স্যান্ডউইচ

✅ রেসিপির বিষয়ে কোন কিছু জানার দরকার হলে কমেন্টে জানাবেন আপুরা। ইনশাআল্লাহ সময় করে আপনাদের প্রশ্নের উত্তর দিব ।

✅ যে রেসিপি দরকার কমেন্টে জানাবেন আপুরা আপনাদের সুবিধা অনুযায়ী রেসিপি দেয়া হবে ।

❤️ আপু রেসিপিগুলো ভালো লাগলে শেয়ার করে অন্যদেরকেও জানার সুযোগ করে দিন । ধন্যবাদ 🥰

👉 রেসিপি এবং ছবি কপি করা থেকে বিরত থাকার অনুরোধ রইল। কপি না করে শেয়ার করে নিউজ ফিডে রাখতে পারেন।

🥰এরকম আরো পুষ্টিকর রেসিপি এবং বাচ্চাদের সম্পর্কে বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য পেতে পেইজ 🥰 ফলো করে পেইজের সাথেই থাকুন ।

#খাবার #বাচ্চা #শিশু #মা ゚viralシ
ধন্যবাদ আপুরা 🥰

🔥🔥 কাঁচা আমের টক ডাল 🔥🔥গরমের দিনে স্বাদে ও স্বাস্থ্যে ভরপুর এই সহজ রেসিপি! মসুর ডাল আর টক কাঁচা আমের কম্বিনেশন তৈরি করে ...
04/16/2025

🔥🔥 কাঁচা আমের টক ডাল 🔥🔥

গরমের দিনে স্বাদে ও স্বাস্থ্যে ভরপুর এই সহজ রেসিপি! মসুর ডাল আর টক কাঁচা আমের কম্বিনেশন তৈরি করে এক অনন্য স্বাদ। মাত্র কয়েকটি সাধারণ উপকরণে বানানো এই ডাল গরম ভাতের সাথে খেলে মন ভরে যায়। ফোড়নের ঘ্রাণ আর আমের টক-মিষ্টি স্বাদ যুক্ত হয়ে এই ডালকে করে তোলে অবিস্মরণীয়। রেসিপিটিতে সময় লাগে মাত্র ২০-২৫ মিনিট - পারফেক্ট কোনো তাড়াতাড়ি রান্নার জন্য!

উপকরণ:

মসুর ডাল – ½ কাপ
কাঁচা আম – ১টি (মাঝারি, টুকরো করা)
পেঁয়াজ কুচি – ১টি (মাঝারি)
রসুন কুচি – ½ চা চামচ
হলুদ গুঁড়া – ½ চা চামচ
লবণ – স্বাদমতো
পানি – প্রয়োজনমতো

সংশার/ফোড়নের জন্য:

তেল – ২ টেবিল চামচ
পেঁয়াজ কুচি – ১.৫ চা চামচ
রসুন কুচি – ১ চা চামচ
সরিষা – ১ চা চামচ
শুকনো মরিচ – ২-৩টি

(প্রয়োজনে শুধু শুকনো মরিচ ও জিরা দিয়েও ফোড়ন দিতে পারেন)
প্রণালী:

১. ডাল প্রস্তুত করা:

মসুর ডাল ১০-১৫ মিনিট ভিজিয়ে ২-৩ বার ধুয়ে নিন।
পাত্রে ডাল, পেঁয়াজ-রসুন কুচি ও ১.৫ কাপ পানি দিয়ে মাঝারি আঁচে সিদ্ধ করুন।
ডাল সেদ্ধ হলে ঘুটনি দিয়ে ভালো করে ঘুটে নিন।

২. ডালে স্বাদ যোগ:

ঘুটে নেওয়া ডালে প্রয়োজনমতো পানি, লবণ ও হলুদ গুঁড়া দিয়ে ৫-৭ মিনিট জ্বাল দিন।
ডাল কিছুটা ঘন হলে কাঁচা আমের টুকরো যোগ করুন।

৩. ফোড়ন তৈরি:

আলাদা প্যানে তেল গরম করে শুকনো মরিচ, পেঁয়াজ-রসুন কুচি হালকা বাদামি করে ভাজুন।

সরিষা যোগ করে ফুটে উঠলে ডালের হাঁড়িতে ঢেলে দিন।

৪. চূড়ান্ত রান্না:

সব উপকরণ ভালোভাবে মিশিয়ে ২-৩ মিনিট জ্বাল দিন।
গরম ভাত বা পান্তা ভাতের সাথে পরিবেশন করুন।

টিপস:

আমের টক বাড়াতে চাইলে বেশি পরিমাণে আম দিন।
ডাল ঘন করতে চাইলে কম পানি ব্যবহার করুন।

#টকডাল #কাঁচা_আমের_ডাল

গরমের দিনে এই টক ডাল আপনার খাবারে যোগ করবে ভিন্নমাত্রা! 😋

04/16/2025

🔥 ঝাল-টক বোম্বাই মরিচের তেঁতুল আচার রেসিপি 😋 এই আচার খেলে মুখে জল আসবেই! 😍 Bombay Chili Tamarind Pickle,
প্রথম কমেন্টে সম্পূর্ণ রেসিপি দেয়ে আছে। আপনার মতামত দিন।

💥💥 পাঁচফোড়ন ভেন্ডি 🌿উপকরণঃ২৫০ গ্ৰাম ভেন্ডি২ টি মাঝারি সাইজের টমেটো বাটাপ্রয়োজন মতো ধনেপাতা কুচি৭ কোয়া রসুনস্বাদ অনুযায...
04/16/2025

💥💥 পাঁচফোড়ন ভেন্ডি

🌿উপকরণঃ
২৫০ গ্ৰাম ভেন্ডি
২ টি মাঝারি সাইজের টমেটো বাটা
প্রয়োজন মতো ধনেপাতা কুচি
৭ কোয়া রসুন
স্বাদ অনুযায়ী কাঁচালঙ্কা
১ চা চামচ জিরে গুঁড়ো
১ চা চামচ ধনে গুঁড়ো
১/২ চা চামচ হলুদ গুঁড়ো
স্বাদ অনুযায়ী লবণ
১ চা চামচ গরমশলা গুঁড়ো
প্রয়োজন অনুযায়ী সর্ষের তেল
প্রয়োজন অনুযায়ী ফোড়নের জন্য পাঁচফোড়ন ও শুকনো লঙ্কা

🌿পদ্ধতি:

প্রথমে প্যানে তেল গরম করে ভেন্ডি গুলো কে হালকা ভেজে তুলে রাখতে হবে।

এরপর ওই তেলেই পাঁচফোড়ন ও শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে থেঁতো করে রাখা রসুন দিয়ে ভালো করে ভেজে ওর মধ্যে একে একে টমেটো বাটা,লঙ্কা বাটা দিয়ে কষিয়ে নিতে হবে।

এরপর ওর মধ্যে জিরে গুঁড়ো,ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো ও স্বাদমতো লবণ দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। মশলা থেকে তেল ছেড়ে আসলে আগে থেকে ভেজে রাখা ভেন্ডি গুলো কে দিয়ে ভালো করে নেড়ে হাফ কাপ মতো গরম জল দিয়ে ঢেকে দিতে হবে।

কিছুক্ষন পর ঢাকনা খুলে গ্ৰেভি গায়ে মাখা হলে উপর থেকে গরমশলা গুড়োঁ ও ধনেপাতা কুচি ছড়িয়ে নামিয়ে নিলেই তৈরি পাঁচফোড়ন ভেন্ডি।

এই গরমে এরকম একটা তরকারি হলে কেমন হয় ? 🔥🔥 চিংড়ি, আলু ও ডাঁটার ঝাল কারি 🔥🔥( শেয়ার দিয়ে আপনার টাইমলাইনে রেখে দিন। )উপকরণ:...
04/16/2025

এই গরমে এরকম একটা তরকারি হলে কেমন হয় ?

🔥🔥 চিংড়ি, আলু ও ডাঁটার ঝাল কারি 🔥🔥
( শেয়ার দিয়ে আপনার টাইমলাইনে রেখে দিন। )

উপকরণ:

চিংড়ি (৩০০ গ্রাম)
আলু (২টি মাঝারি সাইজের, টুকরো করে কাটা)
ডাঁটা (১০-১২টি, ২ ইঞ্চি লম্বা করে কাটা)
পেঁয়াজ (২টি কুচি)
রসুন (১ টেবিল চামচ বাটা)
আদা (১ চা চামচ বাটা)
টমেটো (১টি কুচি)
কাঁচা মরিচ (৩-৪টি)
ধনেপাতা (কুচি করে কিছু)
হলুদ গুঁড়া (১ চা চামচ)
মরিচ গুঁড়া (১ চা চামচ, স্বাদ অনুযায়ী)
জিরা গুঁড়া (১/২ চা চামচ)
গরম মসলার গুঁড়া (১/২ চা চামচ)
তেল (৩ টেবিল চামচ)
লবণ (স্বাদ অনুযায়ী)

প্রণালী:

১. চিংড়ি ভালো করে ধুয়ে হলুদ ও লবণ মাখিয়ে ১০ মিনিট রেখে দিন।
২. একটি কড়াইয়ে তেল গরম করে পেঁয়াজ নরম ও হালকা বাদামি করে ভেজে নিন।
৩. আদা, রসুন, কাঁচা মরিচ দিয়ে কয়েক সেকেন্ড ভেজে হলুদ, মরিচ ও জিরা গুঁড়া দিন।
৪. টমেটো কুচি দিয়ে নরম হওয়া পর্যন্ত ভাজুন।
৫. আলু ও ডাঁটা দিয়ে কিছুক্ষণ ভেজে অল্প পানি দিন (১ কাপ)। ঢাকনা দিয়ে আলু সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করুন।
৬. আলু সেদ্ধ হলে চিংড়ি দিয়ে দিন এবং মাঝারি আঁচে ৫-৭ মিনিট রান্না করুন।
৭. গরম মসলা ও ধনেপাতা ছড়িয়ে নামিয়ে ফেলুন।
৮. গরম ভাত বা রুটির সাথে পরিবেশন করুন।

স্বাদ নিন এই সুস্বাদু চিংড়ি, আলু ও ডাঁটার ঝাল কারি! 😊

Address

47 W 13th Street
New City, NY
10011

Alerts

Be the first to know and let us send you an email when Bangla Foodie posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Bangla Foodie:

Share