The New York 24

The New York 24 No Propaganda, No Fake News—Just Real News with a Wicked Twist. A Bengali satire news site that turns the truth on its head with a straight face.

ডাকসু নির্বাচনে এ কেমন নির্লজ্জতা!-ড. জাফর ইকবালআমি রাজনীতি ঠিক বুঝি না। সত্যি বলছি। দেশের রাজনীতি আমার কাছে ভীষণ জটিল ম...
09/09/2025

ডাকসু নির্বাচনে এ কেমন নির্লজ্জতা!
-ড. জাফর ইকবাল

আমি রাজনীতি ঠিক বুঝি না। সত্যি বলছি। দেশের রাজনীতি আমার কাছে ভীষণ জটিল মনে হয়। আমি গণিতের জটিল সূত্র বের করতে পারি, কিন্তু রাজনীতির সমীকরণ বুঝতে পারি না।

আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসু নির্বাচন হচ্ছে। সকাল থেকে খবর রাখছি। কিন্তু যত খবর পাচ্ছি, ততই মর্মাহত হচ্ছি। বুকের ভেতর থেকে একটা কষ্ট পাক খেয়ে গলার কাছে এসে থমকে আছে। শ্বাস নিতে কষ্ট হচ্ছে।

শেখ হাসিনার বিদায়ের এক বছর হতে চলল। সময় খুব বেশি নয়। অথচ এই ক’মাসেই পথ হারিয়েছে বাংলাদেশ। ঢাকা বিশ্ববিদ্যালয়ে নির্বাচন হচ্ছে। কিন্তু কোথায় সেই প্রাণবন্ত তরুণের দল? কোথায় আমাদের হাজার বছরের ঐতিহ্যের ধাওয়া–পাল্টা ধাওয়া? কোথায় সেই হেলমেট, লাঠি, রড, ইটপাটকেল আর আগ্নেয়াস্ত্র? কোথায় সেই আগুনে উত্তাল ক্যাম্পাস! এ কেমন নির্বাচন যেখানে ভোটকেন্দ্র দখল হচ্ছে না, প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছে না, এমনকি সাংবাদিকরাও দৌড়ে পালাচ্ছে না!

আমি ভেবেছিলাম সকাল থেকে দুপুরের মধ্যে ক্যাম্পাস থেকে অন্তত কয়েকটা স্ট্রেচার ঢাকা মেডিকেলের জরুরী বিভাগে ছুটে যাবে। অথচ কিছুই হয়নি। এখন পর্যন্ত একজন আহতও উপহার দিতে পারেনি ছাত্রদের দলগুলি আর বিশ্ববিদ্যালয় প্রশাসন। কী লজ্জার কথা, কী সীমাহীন ব্যর্থতা।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটি ঐতিহাসিক প্রতিষ্ঠানে যদি এমন নিরুত্তাপ ভোট হয়, তবে ভবিষ্যৎ প্রজন্ম কী শিখবে? এভাবে কি গণতন্ত্র রক্ষা হয়? আমি আশা করেছিলাম এসবের প্রতিবাদে অন্তত কেউ একজন অনশনের ডাক দেবে। তারপর খুব মন খারাপ করে ভেবেছি, আমি না থাকলে অনশন ভাঙাবে কে? অনশন তো শুধু ক্ষুধার কষ্ট নয়। অনশনের পর ডাবের পানি আর ভাত খাওয়ানোরও একটা মহিমান্বিত আয়োজন থাকে। সেটি না হলে অনশনের প্রকৃত তাৎপর্যই মাটি হয়ে যায়।

ডাকসু নির্বাচনের ফলাফল নিয়ে আমার আর কোনো আগ্রহ নেই। যে নির্বাচন শেষে আমি ফেসবুকে ঢুকে মন ভরে “থ্যাঙ্ক ইউ পিএম” লিখে পোস্ট দিতে পারব না, সে নির্বাচন আমার কাছে অচেনা, নির্জীব আর অর্থহীন।

আমি রাজনীতি ঠিক বুঝি না। কিন্তু এতটুকু বুঝি, এমন নির্বাচনের বিরুদ্ধে যুদ্ধ করা আমার দায়িত্ব। তাই শাহরিয়ার কবিরের বাড়ি থেকে দুটি মোমবাতি চেয়ে এনেছি। সন্ধ্যা নামলে প্রজ্বালন করব।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম দ্য নিউ ইয়র্ক 24 (The New York 24 | Real News, Twisted Truths)-এর জন্য লিখেছেন অধ্যাপক জাফর ইকবাল।

ডাকসু নির্বাচনে ব্যাপক অনিয়মউত্তপ্ত ভোটকেন্দ্র, ভোটারদের বিক্ষোভনিজস্ব সংবাদদাতাঢাকা | ০৯ সেপ্টেম্বর ২০২৫ঢাকা বিশ্ববিদ্য...
09/09/2025

ডাকসু নির্বাচনে ব্যাপক অনিয়ম
উত্তপ্ত ভোটকেন্দ্র, ভোটারদের বিক্ষোভ

নিজস্ব সংবাদদাতা
ঢাকা | ০৯ সেপ্টেম্বর ২০২৫

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসু ও হল সংসদ নির্বাচন শুরু হয়েছ। ৮১০টি কেন্দ্রে ভোটগ্রহণ চলছে। তবে সকাল থেকেই দেখা দিয়েছে ব্যাপক অনিয়ম। বিভিন্ন কেন্দ্রে বিচ্ছিন্নভাবে ভোটাররা বিক্ষোভ করছেন। পর্যবেক্ষকরা আশঙ্কা করছেন, অনিয়ম বন্ধে দ্রুত ব্যবস্থা না নিলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে।

নির্বাচনে ডাকসুর কেন্দ্রীয় কমিটির ২৮টি পদে লড়ছেন ৪৭১ জন প্রার্থী। হল সংসদের ১৮টি পদের জন্য লড়ছেন ১,০৩৫ জন। মোট ভোটার ৩৯,৮৭৪ জন। নির্বাচন কমিশন জানিয়েছে, একজন ভোটারকে সব মিলিয়ে ৪১টি ভোট দিতে হবে। তবে আজ সকাল থেকে সচেতন ভোটাররা এই তথ্যকে প্রতারণা হিসেবে চিহ্নিত করে বিক্ষোভ করছেন।

সচেতন ভোটার সম্প্রদায়ের সভাপতি অমি মজুমদার বলেন, “৪১টি ভোট দেওয়ার কথা বলা হচ্ছে, অথচ আমরা পছন্দের প্রার্থীকে একটার বেশি ভোট দিতে পারছি না। শেখ হাসিনার আমলেও সরকারি দলের প্রার্থীকে যত খুশি তত ভোট দেওয়া যেত, কেউ বাঁধা দেয়নি। এভাবে ভোটের অধিকার কেড়ে নেওয়া সুষ্ঠু গণতন্ত্রের প্রতি আঘাত।”

সচেতন ভোটার সম্প্রদায়ের সাধারণ সম্পাদক তুষারিত পিয়াল বলেন, তীব্র রোদের মধ্যে দাঁড়িয়ে নিজের ভোট নিজে দিতে হচ্ছে। এটা কেমন গণতন্ত্র!”

নির্বাচন পর্যবেক্ষক জোটের মুখপাত্র অধ্যাপক ছোটা কলিমুল্লাহ বলেন, “এমন অগোছালো নির্বাচন গত ষোল বছরে দেখিনি। শেখ হাসিনাকে আপনি ফ্যাসিস্ট বলতে পারেন, কিন্তু তার নেতৃত্বে ভোটের আয়োজন এতো ভালো হত যে সকালের জন্য অপেক্ষা না করে আমরা রাতেই ভোট দিতে পারতাম।মৃত আত্মীয়স্বজনরাও এসে ভোট দিয়ে যেত। এবার দিনের আলোতে ভোট হচ্ছে, একদিকে গরম, অন্যদিকে মৃত আত্নীয়স্বজনরা ভোটের অধিকার প্রয়োগ করতে পারছে না।”

ছোটা কলিমুল্লাহ আরও জানান, ভোটকেন্দ্রে হেলমেটবাহিনী নেই। তাই ভোটাররা অনিরাপদ বোধ করছেন।

নির্বাচনে অনিয়মের প্রতিবাদে আসিফ নজরুলকে ট্যাগ করে এক ফেসবুক পোস্টে মেহের আফরোজ শাওন লিখেছেন, “আগে আমাদের কষ্ট করে কেন্দ্রে যেতে হতো না। ভোট শেষ হওয়ার আগেই ফলাফল জানা যেত। এখন গরমে দাঁড়িয়ে নিজের ভোট নিজে দিতে খুব মজা, তাই না! আমি বেয়াক্কল দেখিনি, এদের দেখছি।”

এদিকে ডাকসু নির্বাচন বন্ধের আহ্বান জানিয়েছেন বটবাহিনীর প্রধান লেফটেন্যান্ট কনস্টেবল সিক্রেটুল চৌধুরী। তিনি বলেন, “আমরা বৈষম্যমুক্ত নির্বাচন চাই। হাজার হাজার বট আইডিকে ভোটের বাইরে রেখে নির্বাচন কমিশন রিয়েল আইডির স্বার্থ রক্ষা করছে। এভাবে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।”

নির্বাচন কমিশন ও ঢাকা বিশ্ববিদ্যালয় কতৃপক্ষ বিক্ষোভের বিষয়টি অস্বীকার করে জানিয়েছে, ভোট কেন্দ্রের নিরাপত্তা এবং স্বচ্ছতা নিশ্চিতে প্রয়োজনীয় সকল পদক্ষেপ নেওয়া হয়েছে। প্রয়োজন হলে ভোটারদের অভিযোগ খতিয়ে দেখে সংশোধনমূলক ব্যবস্থা নেওয়া হবে।

তথ্যসূত্র :
The New York 24 | Real News, Twisted Truths

নেতাদের হাফপ্যান্ট পরার নির্দেশ দিলেন মির্জা ফখরুলনিজস্ব সংবাদদাতাঢাকা | ০২ সেপ্টেম্বর ২০২৫বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিক...
09/02/2025

নেতাদের হাফপ্যান্ট পরার নির্দেশ দিলেন মির্জা ফখরুল

নিজস্ব সংবাদদাতা
ঢাকা | ০২ সেপ্টেম্বর ২০২৫

বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর উত্তরায় আয়োজিত খাল পরিষ্কার কর্মসূচিতে দলের নেতাদের হাফপ্যান্ট পরার নির্দেশ দিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিকেলে উত্তরার ১৫ নম্বর সেক্টরে ঢাকা মহানগর উত্তর বিএনপির উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “নেতারা তো আজকে কোট-স্যুট পরে আসছেন। সবাই স্যুট-বুট পরে আসছেন। এভাবে কি খাল পরিষ্কার করা যাবে? যাবে না। গামবুট পরেন বা হাফপ্যান্ট পরেন, সবাই উৎসাহ নিয়ে নামেন।" এসময় তিনি হালকা আকাশী নীল শার্ট, হালকা বাদামি/বেজ প্যান্ট ও সাদা টুপি পরে ছিলেন।

বিএনপি প্রতি বছর প্রতিষ্ঠাবার্ষিকীতে শোভাযাত্রা করে আসলেও এবারের কর্মসূচিতে ব্যতিক্রম ঘটেছে। খাল পরিষ্কারের মাধ্যমে পরিবেশ ও নগরজীবনের গুরুত্বপূর্ণ সমস্যা সমাধানে মনোযোগ দেওয়ার চেষ্টা করছে দলটি। দলের এই কার্যক্রমকে ইতিবাচক হিসেবে দেখছে নগরবাসী।

মানুষের বিবেকই সবচেয়ে বড় আদালত: প্রধান বিচারপতিকে সেনাপ্রধাননিজস্ব প্রতিনিধি | ঢাকাবাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতির ...
08/31/2025

মানুষের বিবেকই সবচেয়ে বড় আদালত: প্রধান বিচারপতিকে সেনাপ্রধান

নিজস্ব প্রতিনিধি | ঢাকা

বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতির মধ্যে আজ প্রধান বিচারপতির সঙ্গে বৈঠক করেছেন সেনাপ্রধান।

বৈঠকে প্রধান বিচারপতি গুজব ও উদ্দেশ্যমূলক প্রোপাগান্ডা ছড়ানো অশুভ শক্তির মূল হোতাদের চিহ্নিত করে দ্রুত আইনের হাতে তুলে দেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, “দেশের শান্তি নষ্ট করছে কয়েকজন ‘গুজব উদ্যোক্তা’। ভোক্তা অধিকার এদের কারখানা, গুদাম কিংবা ডিলারদের খুঁজে পাচ্ছে না। কিন্তু ক্যানভাসাররা অনলাইনে এসব পণ্য বিক্রি করছে। এদের চিহ্নিত ও গ্রেপ্তার না করলে অচিরেই গুজব স্টার্টআপের বাজারমূল্য শেয়ারবাজারকেও ছাড়িয়ে যাবে।”

প্রধান বিচারপতিকে আশ্বস্ত করে সেনাপ্রধান বলেন, “কেউ বিদেশ থেকে গুজব ছড়ায়, কেউ দেশের ভেতর থেকেই ছড়ায়। এমনকি কিছু পত্রিকা আর টেলিভিশন চ্যানেলও এসব গুজবকে সংবাদ হিসেবে পরিবেশন করছে। আমরা তদন্ত করছি, এক্ষেত্রে কোনো আন্তর্জাতিক ফান্ডিং জড়িত আছে কি না, নাকি এটি ছেলেবেলায় আয়োডিনযুক্ত লবণ না খাওয়ার পার্শ্বপ্রতিক্রিয়া।”

নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, উভয় পক্ষ একমত হয়েছেন যে মানুষের বিবেককে সক্রিয় করাই গুজব দমনের সবচেয়ে কার্যকর অস্ত্র। তবে আয়োডিনশূন্যতায় আক্রান্তদের বিষয়টি মানবিক দৃষ্টিকোণ থেকে বিবেচনা করে ব্যবস্থা নেওয়া হবে।

সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে ইতিমধ্যে নানা আলোচনা শুরু হয়েছে। এক তরুণ মন্তব্য করেছেন, “বিবেক যদি আদালত হয়, তবে আমি জামিন চাই।” অন্যজন লিখেছেন, “গুজববাজরা এখন থেকে আদালতের অবমাননার দায়ে বিচারাধীন হবেন।”

তবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই ‘বিবেক-আদালত’ বাস্তবায়ন সহজ হবে না। কারণ বহুদিন ধরে গুজব ও প্রোপাগান্ডার বাজারে বিনিয়োগকারীর সংখ্যা ব্যাপক। তবে আয়োডিনবিহীন লবণ তত্ত্ব লবণ ব্যবহারে সচেতনতার বিষয়টি নতুন করে সামনে এনেছে।

সূত্র : The New York 24 | Real News, Twisted Truths
DSLR (Don't Spread Lies & Rumours)

আন্তর্জাতিক গণমাধ্যমকে যা বললেন..
08/07/2025

আন্তর্জাতিক গণমাধ্যমকে যা বললেন..

আন্তর্জাতিক গণমাধ্যমের সাথে থাকুন।
08/07/2025

আন্তর্জাতিক গণমাধ্যমের সাথে থাকুন।

08/05/2025

একটা প্রশ্ন প্রায়ই কুড়ে কুড়ে খায়— সাধারণ ডালভাতে অভ্যস্ত শেখ হাসিনার ফ্রিজ থেকে গত বছরের ৫ আগস্ট দুপুরে ১০/১৫ কেজি ওজনের দেশি পাঙ্গাস মাছটা যিনি নিয়ে গিয়েছিলেন, তিনি কি সেটা আলু-বেগুন দিয়ে রান্না করেছিলেন না ভুনা করে খেয়েছিলেন?

৫ আগস্ট ‘জাতির দ্বিতীয় শোক দিবস' পালন করবে আওয়ামী লীগনিজস্ব সংবাদদাতানয়াদিল্লি ও ঢাকা | ৪ আগস্ট ২০২৫আগামী ৫ আগস্টকে ‘জা...
08/04/2025

৫ আগস্ট ‘জাতির দ্বিতীয় শোক দিবস' পালন করবে আওয়ামী লীগ

নিজস্ব সংবাদদাতা
নয়াদিল্লি ও ঢাকা | ৪ আগস্ট ২০২৫

আগামী ৫ আগস্টকে ‘জাতির দ্বিতীয় শোক এবং প্রতিবাদ দিবস’ হিসেবে পালনের ঘোষণা দিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ।বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত দলটির কেন্দ্রীয় নেতারা জানিয়েছেন, ৫ আগস্ট একটি থিম সং প্রকাশের মাধ্যমে শেখ হাসিনার প্রতি ভালোবাসা প্রকাশ এবং ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে রাজনৈতিক প্রতিরোধের লড়াই শুরু হবে।

ভারতে অবস্থানরত আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আজ আন্তর্জাতিক সংবাদমাধ্যম TNY24-কে জানান, আওয়ামী লীগের নির্বাচনী থিম সং “জয় বাংলা, জিতবে আবার নৌকা”র সফলতার কথা মাথায় রেখে নতুন থিম সং তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছে। আন্তর্জাতিক গণমাধ্যমের মনোযোগ আকর্ষণে অস্কারজয়ী ভারতীয় সংগীত পরিচালক এ আর রহমানকে থিম সং তৈরির দায়িত্ব দেওয়া হয়েছে।

কাদের বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যস্থতায় দিল্লিতে এ আর রহমানের সাথে আলোচনা হয়। এই আলোচনায় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সংস্কৃতি বিষয়ক কমিটি এবং সম্মিলিত সাংস্কৃতিক জোটের কয়েকজন নেতা।

জানা যায়, এই আলোচনায় এ আর রহমানকে শেখ হাসিনার প্রতি জনগণের মমতা এবং তার অনুপস্থিতিতে আকাশে বাতাসে উদ্ভূত হাহাকার ফুটিয়ে তোলার অনুরোধ করা হয়। ভারতে আশ্রয় নেবার পর হতে হাসিনা বারবার "দেশে ফিরবেন" বলেও না ফেরায় কর্মীরা হতাশয় ভুগছেন, কর্মীদের এই মনোভাব তুলে ধরার আহ্বান জানান হয়।

মুম্বাই মিউজিক ইন্ডাস্ট্রির সাথে ঘনিষ্ঠ একাধিক সূত্র জানায়, এ আর রহমান এসব শর্ত মেনে প্রস্তাব এবং আগাম পারিশ্রমিক গ্রহণ করেন। তিনি গান তৈরির জন্য এক সপ্তাহ সময় চেয়ে নেন। তবে মাত্র চার দিনের মাথায় পারিশ্রমিক ফিরিয়ে দিয়ে তিনি বলেন, “আমার পক্ষে এই গান তৈরি করা সম্ভব নয়। তবে, আপনাদের দেওয়া আবেগ, শর্ত আর পরিস্থিতি মিলিয়ে যে গান খুঁজছেন, তা আজম খান অনেক আগেই তৈরি করে রেখে গেছেন।”

এরপরই থিম সং হিসেবে বেছে নেওয়া হয় বাংলা রক গানের পথিকৃৎ আজম খানের কালজয়ী গান "আসি আসি বলে তুমি আর এলে না / সেই দিন থেকে জীবনের সাথে শুরু সাধনা।”

বর্তমানে গানটির রিমিক্স সংস্করণ তৈরি করছে ভারতীয় ব্যান্ড ‘মোদিমনা’। ভিডিও নির্মাণ করছে ‘জয়শংকরা অ্যান্ড অমিত ব্রাদার্স’ নামে একটি যৌথ প্রোডাকশন টিম।

৫ আগস্ট সারাদিন 'জাতির দ্বিতীয় শোক ও প্রতিবাদ দিবস’ পালনে শেখ হাসিনাকে উদ্দেশ্য করে "আসি আসি বলে তুমি আর এলে না / সেই দিন থেকে জীবনের সাথে শুরু সাধনা” গানটি বাজাতে এবং সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতে আওয়ামী লীগের নেতাকর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে।

সরকারি পক্ষ থেকে এ বিষয়ে এখনো কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এদিকে শেখ হাসিনার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা গভীর হচ্ছে। দলের ভেতর হতাশা বাড়ছে। নেত্রীবিহীন আওয়ামী লীগের কাছে এখন আজম খানের বিরহের গানই যেন শেষ আশ্রয়।

© The New York 24 | Real News, Twisted Truths

শোকাবহ জুলাইয়ের প্রথম প্রহরে ভারতের প্রধানমন্ত্রীর সরকারি বাসস্থান এবং প্রধান কার্যালয় 'লোক কল্যাণ মার্গ'।ছবি : The New...
06/30/2025

শোকাবহ জুলাইয়ের প্রথম প্রহরে ভারতের প্রধানমন্ত্রীর সরকারি বাসস্থান এবং প্রধান কার্যালয় 'লোক কল্যাণ মার্গ'।
ছবি : The New York 24
সূত্র : DSLR (Don't Spread Lies & Rumours)

শোকাবহ জুলাইয়ের প্রথম প্রহরে লুটিয়েন্স বাংলো, দিল্লি।
06/30/2025

শোকাবহ জুলাইয়ের প্রথম প্রহরে লুটিয়েন্স বাংলো, দিল্লি।

নির্বাচন ঘিরে গভীর ষড়যন্ত্রনিজস্ব সংবাদদাতাসিআইএ সদর দপ্তর | ২২ মে ২০২৫বাংলাদেশের আসন্ন নির্বাচন বানচালের লক্ষ্যে বাস্তব...
05/22/2025

নির্বাচন ঘিরে গভীর ষড়যন্ত্র

নিজস্ব সংবাদদাতা
সিআইএ সদর দপ্তর | ২২ মে ২০২৫

বাংলাদেশের আসন্ন নির্বাচন বানচালের লক্ষ্যে বাস্তব ও ভয়ানক ষড়যন্ত্রের তথ্য উঠে এসেছে এক গোপন গোয়েন্দা প্রতিবেদনে। প্রতিবেদনের উৎস অজ্ঞাত হলেও, ভাষা ও তথ্য বিশ্লেষণ সম্পূর্ণ পেশাদার বলে নিশ্চিত করেছেন ইন্টারন্যাশনাল শার্লক হোমস ইনস্টিটিউটের অধ্যাপক ড. কন সি পিরেসিনি।

নাম প্রকাশে অনিচ্ছুক বাংলাদেশ সরকারের একজন উচ্চপদস্থ কর্মকর্তা জানান, ‘TOP SECRET INTELLIGENCE REPORT’ শিরোনামের এই নথি রাষ্ট্রীয় নিরাপত্তার প্রশ্নে একাধিক ‘অপ্রমাণিত কিন্তু বিশ্বাসযোগ্য’ তত্ত্ব উত্থাপন করেছে, যা উপেক্ষা করা কঠিন।

গোয়েন্দা প্রতিবেদনে বলা হয়েছে, দেশের একটি গুরুত্বপূর্ণ গোষ্ঠী ইচ্ছাকৃতভাবে জাতীয় নির্বাচন বিলম্বিত করার চেষ্টা করছে। তাদের উদ্দেশ্য, নেটফ্লিক্সের জনপ্রিয় সিরিজ Desperate Dictators of Dhaka–এর নবম মৌসুম শেষ না হওয়া পর্যন্ত নির্বাচন বন্ধ রাখা। তাদের প্ররোচনায় ইতিমধ্যে পপকর্ন আমদানিতে উল্লম্ফন দেখা গেছে এবং রাজনৈতিক দলগুলোর অফিস এলাকায় ব্রডব্যান্ড ব্যবহারে অস্বাভাবিক বৃদ্ধি লক্ষ্য করা গেছে।

আরও বলা হয়েছে, দক্ষিণ-পূর্ব ব্লকের পশ্চিমমুখী উত্তরপাড়াভিত্তিক একটি গোষ্ঠী ধূতুরা ফুলের অস্বাস্থ্যকর গুঁড়ো ব্যবহার করে শীর্ষ রাজনীতিকদের সম্মোহিত করছে। এদের মধ্যে কেউ কেউ বাধ্য হচ্ছেন ‘মধু খেতে’। এ গোষ্ঠী চায়, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যতদিন না ট্রাম্প ও পুতিনকে হুমকি দেন, ততদিন বাংলাদেশে নির্বাচন না হোক। ততদিন তারা জ্যোতিষশাস্ত্রভিত্তিক নীতিমালায় রাষ্ট্র পরিচালনার প্রস্তাব দিচ্ছে।

বিএনপিকে দুর্বল করতে সামাজিক মাধ্যমে চালু করা হয়েছে হ্যাশ ট্যাগ DanceToDemocracy (ড্যান্স টু ডেমোক্রেসি) এবং EiderPorElection (ঈদের পর ইলেকশন) রিলস চ্যালেঞ্জ। বর্তমানে বিএনপি যখনই কোনো সমাবেশের চেষ্টা করছে, তখনই এক রহস্যময় ডিজে পার্টি রিমিক্স চালিয়ে সমাবেশকে নাচের অনুষ্ঠানে পরিণত করে ফেলছে। এতে একদিকে কর্মীরা বিভ্রান্ত হন এবং নেতারা রাজনৈতিক বক্তব্যের খেই হারিয়ে প্রকৃতির ডাকে সাড়া দিতে উৎসাহী হয়ে পড়েন।

প্রতিবেদনের শেষে কঠোরভাবে সতর্ক করে বলা হয়েছে, এই তথ্যসমূহ অত্যন্ত গোপন এবং এগুলো সামাজিক মাধ্যম বা হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করা যাবে না।

©The New York 24 | Real News, Twisted Truth

জরুরি বিজ্ঞপ্তিসম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ‘পরিবারসহ কফিল পলাতক/কোস্ট গার্ডের হাতে সান্ডা জব্দ’ শিরোনামে একটি ফটো কা...
05/16/2025

জরুরি বিজ্ঞপ্তি

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ‘পরিবারসহ কফিল পলাতক/কোস্ট গার্ডের হাতে সান্ডা জব্দ’ শিরোনামে একটি ফটো কার্ড ছড়িয়ে পড়েছে, যেখানে আন্তর্জাতিক সংবাদমাধ্যম দ্য নিউ ইয়র্ক২৪-এর লোগো ও ব্র্যান্ডিং ব্যবহৃত হয়েছে।

আমরা স্পষ্টভাবে জানাচ্ছি যে ছড়িয়ে পড়া ফটো কার্ডটি ভুয়া। এটি দ্য নিউ ইয়র্ক২৪-এর কোনো অফিসিয়াল প্রকাশনা নয় এবং এর সঙ্গে আমাদের কোনো সম্পৃক্ততা নেই।

কার্ডে ব্যবহৃত ছবিটি ২০২৪ সালের। ওই বছরের ৫ আগস্ট গণঅভ্যুত্থানের মুখে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশত্যাগ করলে তাঁর উপদেষ্টা, মন্ত্রী ও দলীয় নেতারা পালিয়ে যেতে শুরু করেন। ১৩ আগস্ট আইনশৃঙ্খলা বাহিনীর হাতে শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান এবং তৎকালীন আইনমন্ত্রী আনিসুল হক আটক হন। ভাইরাল হওয়া ছবিটি তখনই তোলা। এটি ‘সান্ডা’ বা ‘কফিল’-এর সঙ্গে সম্পর্কিত নয়।

এই ধরনের উদ্দেশ্যপ্রণোদিত ও বিভ্রান্তিকর প্রচারণা জনসচেতনতা ও নিরপেক্ষ সাংবাদিকতার জন্য হুমকিস্বরূপ। আন্তর্জাতিক সংবাদমাধ্যম দ্য নিউ ইয়র্ক২৪ এই ধরনের মিথ্যা প্রচারের তীব্র প্রতিবাদ ও নিন্দা জ্ঞাপন করছে। দৃপ্তকণ্ঠে জানাচ্ছে, এমন ষড়যন্ত্র করে আন্তর্জাতিক সংবাদমাধ্যম দ্য নিউ ইয়র্ক২৪-এর অগ্রযাত্রা ও সাহসী সাংবাদিকতা স্তব্ধ করা যাবে না।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম দ্য নিউ ইয়র্ক২৪ সবসময় সত্যনিষ্ঠ এবং সাহসী সাংবাদিকতায় প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের নাম ও লোগো ব্যবহার করে কেউ যদি ভুয়া সংবাদ বা বিভ্রান্তিকর কনটেন্ট ছড়ায়, তবে তা কঠোরভাবে মোকাবিলা করা হবে।

সতর্ক থাকুন, সত্যের পক্ষে থাকুন। আন্তর্জাতিক সংবাদমাধ্যম দ্য নিউ ইয়র্ক২৪-এর প্রতি আস্থা রাখুন।

© The New York 24 | Real News, Twisted Truths

Address

Gulistan Flyover
New City, NY
10001

Alerts

Be the first to know and let us send you an email when The New York 24 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share