
11/08/2024
সস্তা পিছুটান ঝেড়ে ফেলে দাও। একবার নিজের মতো করে সবকিছু সাজিয়ে দেখো। সবকিছুই অন্য রকম মনে হবে। অনেক হয়েছে অন্যের খুশিতে নিজের সুখের সন্ধান করা। একবার নিজের মতো করে বাঁচতে শেখো। অনেক ভালো থাকবে। জানি মোটেও সহজ হবে না তবুও একবার চেষ্টা করেই দেখো না, নতুন করে বাঁচতে শিখবে।