11/04/2025
নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের নির্বাচন
** গুড মর্নিং Election Bulletin-1 **
Assalamualaikum,
নিউইয়র্ক, ৯ নভেম্বর ২০২৫,
আজ, শনিবার নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাব-এর সাধারণ সভা ও নির্বাচন-২০২৫।
১) সাধারণ সভা:- জ্যাকসন হাইটসের নবান্ন পর্টি হলে সকাল ১০:৩০টায় অনুষ্ঠিত হবে।
২) নির্বাচন:- আগামী দুই বছরের (২০২৬-২০২৭) জন্য নির্বাচনের মাধ্যমে নতুন কার্যকরী পরিষদ গঠিত হবে।
নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাব, আমেরিকার বিভিন্ন স্টেট থেকে আগত, ঐক্যবদ্ধ, বয়জৈষ্ট, অভিজ্ঞবান এক ঝাঁক নবিন প্রবিন সাংবাদিকদের সংগঠন। একযুগের ও অধীক সময় তারা ঐক্যবদ্ধ ভাবে কাজ করে আসছে, তাদের অনেক সুনাম, Out look, Brotherhood environment, আনেক যোগ্য প্রার্থীরাই এবার নির্বচন করছেন, New York ছাড়ও Vergenia, Washington DC ও প্রাক্তন রাজধানী শহর Philadelphia থেকে ও অনেক প্রবিন সাংবাদিকরা বিভিন্ন পদে প্রার্থী হয়েছেন।
বিশেষ সুত্রে জানা গেল এবার সভাপতি জনাব মনোয়ারুল ইসলাম, সাধারন সম্পাদক মুবিন মজুমদার ও ট্রেজারার মৌলানা রশীদ সাহেবের তত্বাবধানে ভোটারদের জন্য নবান্ন স্পেসিয়াল Breakfast + Lunch + Dinner সহ আয়োজন করেছেন রকমারী খাবার ও দিনব্যাপি চা চক্র।
তবে আরদেরী কেন চলে আসুন, আমিও আপনার
Life Member, Newyork BD Press Club.
Editor, Bangla News Philadelphia
President, Penn-Bangla Press Club
বোনেরা আপনি কিন্তু বিশেষ ভাবে আমন্ত্রীত ।
আপাদত প্রার্থীদের কয়েকটি পোস্টার দেওয়া হলো, মাননীয় নির্বচন কমিশনার, সাথে মাননীয় সকল প্রার্থীদের নামের তালিকা ও পোস্টার আসিতেছে, অপেক্ষা করুন, ধন্যবাদ । (চলবে)
Reported by Banglanews Philadelphআয়,