16/08/2025
সফলতা আসে তখনই, যখন হার মানা শব্দটা অভিধান থেকে মুছে ফেলি।
প্রতিটি ব্যর্থতা সফলতার সিঁড়ির একটি ধাপ মাত্র।
সফল হতে চাইলে অজুহাত নয়, চেষ্টা বেছে নিন।
সফলতা তাদেরই হাতে ধরা দেয়, যারা অপেক্ষা না করে পরিশ্রম করে।
স্বপ্ন দেখতে সাহস করুন, আর তাকে পূরণ করতে লড়াই করুন—এটাই সফলতা।