Musafir-মুসাফির

Musafir-মুসাফির আল্লাহুর সন্তুষ্টি অর্জন ও মানব সেবার প্রত্যয়

আসসালামু আলাইকুম

"Musafi-মুসাফির" ফেসবুক পেজ থেকে আপনাদের স্বাগতম। সম্পূর্ণ অরাজনৈতিক ও অলাভজনক পেজটির উদ্দেশ্য ইসলামের প্রচার ও প্রসারে কাজ করা।

ইসলামের প্রচার ও প্রসারে ও ইসলামিক জীবন ব্যবস্থা প্রতিষ্ঠায় এবং আখিরাতে কল্যান পাবার মহিমায়,আমাদের পাশে থেকে চাইলে আপনিও এ মহৎ কাজে নিজেকে স্বাক্ষী ও সহযোগী হিসেবে শামিল করতে পারেন।

আমাদের কর্যক্রমঃ

১। কোরআন ও সুন্নাহ্'র দলিল ভিত্তিক আলোচনা ।
(

যে কেউ 'হিলফুল ফুজুল'এই গ্রুপে পোস্ট করতে পারবেন )

২। ইসলামিক কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরন ইনশাআল্লাহ্।
( যে কেউ প্রতিযোগিতায় অংশ গ্রহন করতে পারবেন 'হিলফুল ফুজুল' গ্রুপে গিয়ে ইনশাআল্লাহ্ )

৩। বাংলা অর্থসহ কোরআন ও ইসলামিক বই বিতরণ ইনশাআল্লাহ্ ।
(যা 'হিলফুল ফুজুল' গ্রুপের তত্বাবধানে পরিচালনা করা হবে)

৪। 'সদকায় জারিয়া' মূলক কাজে অংশগ্রহণ ইনশাআল্লাহ্।
( যা 'হিলফুল ফুজুল' গ্রুপের মাধ্যমে পরিচালনা করা হবে)

৫। এলাকা ভিত্তিক বয়স্ক মানুষদের "কোরআন মাজীদ" ও জীবন ঘনিষ্ঠ সহী হাদিস শিক্ষা, এই প্রজেক্টের নাম "আল্লাহ্ ও রাসূল" যা ছয় মাসে ২৪ টি ক্লাসের মাধ্যমে বয়স্ক পুরুষ ও মহিলাদের মাঝে দ্বীনি জ্ঞান বিতরন করা হবে ইনশাআল্লাহ্। এবং প্রজেক্ট শেষে প্রথম,দ্বিতীয়,তৃতীয় পুরস্কার হিসেবে থাকবে ধামাকা ও বাকী সকলের জন্য ইসলামিক বই।

৬। কোরআনুল কারীমের প্রতিটা আয়াত ভিত্তিক আলোচনা, সহী শুদ্ধ উচ্চারন, শানে নুযূল ও তাফসির যা ভিডিও আকারে প্রচার করা হবে ইনশাআল্লাহ্।

৭। দেশব্যাপী যেকোনো মানুষের জন্য অনলাইন ভিত্তিক ফ্রি 'কুরআন শিক্ষা' ইনশাআল্লাহ্ ।

৮। "ইসলাম ও জীবন ব্যবস্থা" প্রজেক্টের মাধ্যমে সাপ্তাহিক বিষয় ভিত্তিক আলোচনা লাইভ অথবা ভিডিও আকারে প্রকাশ করা হবে ইনশাআল্লাহ্।

৯। ''উসওয়াতুন হাসানা'হ" প্রজেক্টের মাধ্যমে সাপ্তাহিক হাদীসের দারস লাইভ অথবা ভিডিও আকারে প্রকাশ করা হবে ইনশাআল্লাহ্।

১০। হতদরিদ্র পরিবার ও অসহায় মানুষদের আর্থিক অনুদান ও সার্বিকভাবে পাশে থাকা হবে ইনশাআল্লাহ্।
(যা 'হিলফুল ফুজুল' গ্রুপের তত্বাবধানে পরিচালনা করা হবে)

'হিলফুল ফুজুল' গ্রুপের লিংক : https://www.facebook.com/pg/musafirusa/groups/

'হিলফুল ফুজুল' প্রোফাইল লিংক: https://www.facebook.com/profile.php?id=100085920212483

'হিলফুল ফুজুল' পেজ লিংক: https://www.facebook.com/profile.php?id=100085616898129

যমুনা গ্রুপের মালিকের কথা মনে পড়ে গেল।অক্সিজেনের অভাবে ভদ্রলোক এক আকাশ আকুতি নিয়ে বলছিলেন-‘ডাক্তার, আমার সব সম্পত্তি তোম...
03/25/2025

যমুনা গ্রুপের মালিকের কথা মনে পড়ে গেল।
অক্সিজেনের অভাবে ভদ্রলোক এক আকাশ আকুতি নিয়ে বলছিলেন-

‘ডাক্তার, আমার সব সম্পত্তি তোমাকে দিয়ে দিবো,
তুমি শুধু আমার নিঃশ্বাসটা ঠিক করে দাও।’
হাজার কোটি সম্পত্তির বিনিময়েও ডাক্তার তার নিঃশ্বাস ঠিক করতে পারে নাই। ভদ্রলোক ঐদিনই মারা গিয়েছিলেন।

তামিম ইকবালের যে পরিমাণ টাকা পয়সা আছে লন্ডনের সবচেয়ে ব্যায়বহুল হাসপাতালে গিয়ে চিকিৎসা করানো তার কাছে দুধভাত!
তবুও আজকে যখন অসুস্থ হয়ে পড়লেন, সামান্য ২০ কিলোমিটার দূরের হাসপাতালে যাওয়ার মতো অবস্থাতেও ছিলেন না।

কতটা দূর্বল এই মানবজীবন, বিশ টাকার বেলুনের চেয়েও হালকা, শিমুলের তুলোর চেয়েও নরম, দম ফুরোলেই ঠুস!
অথচ জীবনের মিথ্যে ম্যারাথন রেসে দৌড়াতে গিয়ে আমরা ভুলেই যাই, একদিন সবাইকে মরতে হবে। কোনো আগাম বার্তা নেই, আনুষ্ঠানিকতা নেই, হুট করে আজরাইল এসে বলবে, ‘চল এবার যাওয়া যাক।

মৃত্যু মানব জীবনের সবচেয়ে নিকটে কিন্তু আমরা এমনভাবে জীবন যাপন করি মনে হয় মৃত্যু বলে কিছুই নেই।

Tamim Iqbal

03/08/2025

যুক্তরাষ্ট্র অবৈধ ১০০০ বাংলাদেশীদের ফেরত পাঠাচ্ছে- আজকাল #অবৈধ #অভিবাস #বাংলাদেশ #ফেরত #যুক্তরাষ্ট্র

মেয়েটা মারা গেছে, মানুষদের বিবেক এর মতোই ...বড় বোনের বাড়িতে বেড়াতে গিয়েছিল বাচ্চা মেয়েটা। ফিরতে রাত হয়ে যাবে বিধায় বড় ব...
03/07/2025

মেয়েটা মারা গেছে, মানুষদের বিবেক এর মতোই ...

বড় বোনের বাড়িতে বেড়াতে গিয়েছিল বাচ্চা মেয়েটা। ফিরতে রাত হয়ে যাবে বিধায় বড় বোন বলেছিল এর পরদিন বাড়িতে যেতে। বড় বোন কিছুক্ষণের জন্যে বাইরে গিয়েছিল।

মেয়েটা বোনের রুমে গুটিসুটি হয়ে শুয়ে ছিল এককোনায়। দুলাভাইও ছিল রুমে। বড়বোন ভেবেছিল তার হাসবেন্ড যেহেতু আছে তাহলে আর কোন সমস্যা হবে না।

তারপর দুপুরের দিকে বড় বোন বাসায় এসে দেখে রুমে লাইট নিভানো, ঘুটঘুটে অন্ধকার। তড়িঘরি করে লাইট জ্বালিয়ে দেখে তার আদরের ছোট বোনটা এলোমেলোভাবে পড়ে আছে, চেহারাটা ফ্যাকাশে।

বড় বোন বুঝতে পারেনা কি হয়েছে তার আদরের বোনটার সাথে। অনেকক্ষণ পর যখন বুঝতে পারে তখন অনেকটাই দেরি হয়ে গিয়েছে।

বড় বোন শাশুড়িকে হাতজোড় করে তার বোনটাকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্যে। কিন্তু শাশুড়ি নিষেধ করছিল ঘটনাটা যাতে জানাজানি না হয়,হলে না-কি মানসম্মানে কমতি পড়বে তাদের।

তারপর বহু কষ্টে শাশুড়িকে রাজি করিয়ে বড় বোন তার ছোট বোনটাকে নিয়ে আসে মাগুড়া হাসপাতালে। কোনরকম দায়সারা ভাবে হাসপাতালে দিয়েই শাশুড়ি পালিয়ে যায় সেখান থেকে।

হাসপাতালে আনার পর বাচ্চা মেয়েটার অবস্থা আরও বেশি গুরুতর হয়ে পড়ে। ব্যথায় কাতরাচ্ছিল শুধু। বাচ্চা মেয়ে বয়স আর কত হবে? সাত কিংবা আট।

যৌনতার কিছুই বুঝে না, পুতুল নিয়ে খেলার বয়স তার।

মেয়ের মা এবং বোনের সন্দেহ দুলাভাই সজীব এবং শ্বশুর হিটুর প্রতি। জোরালো সন্দেহ দুলাভাই সজীবের প্রতি যেহেতু তার রুমেই ছিল বাচ্চা মেয়েটা।

এই বাচ্চা মেয়েটার কি দোষ ছিল? ওর তো ওড়না পড়ার বয়সও হয়নি। ওড়না পড়ার বয়স হলে নাহয় ওড়নার দোহাই দিয়ে দায়সারা যেত।

সমাজ কি এবারেও ধ* র্ষ কের পক্ষ নিয়ে ফুলের মালা দিয়ে বরন করে নিবে? না-কি বাচ্চা মেয়েটার পক্ষ নিয়ে ধ* র্ষ কের কঠিন বিচার করতে সাহায্য করবে?

মেয়ের মা এবং বোন মিলেই এখনও অসহায়ের মত পড়ে আছে হাসপাতালে। তাদেরকে সাহায্য করতে আসেনি কেউ, আসেনি কোন নারীবাদী সংগঠনও।

বাচ্চা মেয়েটার মুখে অক্সিজেন মাস্ক লাগানো। ব্যথায় একটু পর পর ককিয়ে উঠতেছে শুধু। বড় বোন একপাশে হাতে ধরে দাড়িয়ে আছে।

মেয়েটার মা মাথায় হাত বুলিয়ে দিচ্ছে আর আশ্বাস দিচ্ছে - সব ঠিক হয়ে যাবে মা

03/07/2025

সবাইকে পবিত্র জুম্মা মোবারক।

তারপর বলুন রমাদান কেমন যাচ্ছে?

02/07/2025
01/14/2025

ইসলামিক সংগীত পরিবেশন করছেন অনুপম সাংস্কৃতিক সংসদ, ঢাকা- শিল্পীগোষ্ঠী।

বানীবহ কল্যান ট্রাস্ট এর উদ্যোগে ইসলামিক সাংস্কৃতিক সন্ধ্যা।

12/16/2024

হিলফুল ফুজুল ফাউন্ডেশন এর পক্ষ থেকে মা বোনদের জন্য সহীহ কুরাআন তালীম।

11/22/2024

সনাতন ধর্মের বোন জোসনা রানীর দীর্ঘদিনের বিশুদ্ধ পানির অভাব পূরণ করলেন হিলফুল ফুজুল ফাউন্ডেশন।

11/07/2024

মুনার আয়োজনে আমেরিকার নিউইয়র্কে স্ট্রিট দাওয়া কার্যক্রম।
Muslim Ummah of North America -MUNA

11/05/2024

সূরা মূলক (৬৭) প্রথম দশ আয়াত, উচ্চারণ ও অর্থ।

11/03/2024

আল্লাহর সাথে সম্পর্ক স্থাপনে ৪টি উপায় ও গুরুত্বপূর্ণ নছীহত।

10/29/2024

মুনার এডুকেশন সেশনে সুমধুর কন্ঠে তেলাওয়াত | সুরা বাকারাহ্ Muslim Ummah of North America -MUNA

10/28/2024

আল্লাহর পাঁচটি গুরুত্বপূর্ণ আদেশ। সুনানে আত তিরমিজি ২৮৬৩

08/20/2024

ছাত্রজনতাকে হুমকি দেওয়া আওয়ামী ক্যাডার প্রধান শিক্ষক কবির উদ্দিন বিশ্বাসের বিরুদ্ধে শত অভিযোগের কারনে পদত্যাগের এক দফা দাবি নিয়ে আন্দোলন করছে বৈষম্যবিরোধী ছাত্রজনতা।

08/14/2024

শতশত অভিযোগ ও অনিয়মের কারনে প্রধান শিক্ষক কবির বিশ্বাসের পদত্যাগ দাবিতে আলহাজ্ব আব্দুল করিম উচ্চ বিদ্যালয়ে বৈষম্যবিরোধী ছাত্রজনতার আন্দোলন।

08/10/2024

আমেরিকায় মুনা কনভেনশনে আলোচনা করছেন মাওলানা আবুল কালাম আজাদ বাসার।

Address

New York, NY

Alerts

Be the first to know and let us send you an email when Musafir-মুসাফির posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Musafir-মুসাফির:

Share

Category