
03/25/2025
যমুনা গ্রুপের মালিকের কথা মনে পড়ে গেল।
অক্সিজেনের অভাবে ভদ্রলোক এক আকাশ আকুতি নিয়ে বলছিলেন-
‘ডাক্তার, আমার সব সম্পত্তি তোমাকে দিয়ে দিবো,
তুমি শুধু আমার নিঃশ্বাসটা ঠিক করে দাও।’
হাজার কোটি সম্পত্তির বিনিময়েও ডাক্তার তার নিঃশ্বাস ঠিক করতে পারে নাই। ভদ্রলোক ঐদিনই মারা গিয়েছিলেন।
তামিম ইকবালের যে পরিমাণ টাকা পয়সা আছে লন্ডনের সবচেয়ে ব্যায়বহুল হাসপাতালে গিয়ে চিকিৎসা করানো তার কাছে দুধভাত!
তবুও আজকে যখন অসুস্থ হয়ে পড়লেন, সামান্য ২০ কিলোমিটার দূরের হাসপাতালে যাওয়ার মতো অবস্থাতেও ছিলেন না।
কতটা দূর্বল এই মানবজীবন, বিশ টাকার বেলুনের চেয়েও হালকা, শিমুলের তুলোর চেয়েও নরম, দম ফুরোলেই ঠুস!
অথচ জীবনের মিথ্যে ম্যারাথন রেসে দৌড়াতে গিয়ে আমরা ভুলেই যাই, একদিন সবাইকে মরতে হবে। কোনো আগাম বার্তা নেই, আনুষ্ঠানিকতা নেই, হুট করে আজরাইল এসে বলবে, ‘চল এবার যাওয়া যাক।
মৃত্যু মানব জীবনের সবচেয়ে নিকটে কিন্তু আমরা এমনভাবে জীবন যাপন করি মনে হয় মৃত্যু বলে কিছুই নেই।
Tamim Iqbal