জান্নাতি নারী

জান্নাতি নারী Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from জান্নাতি নারী, Gaming Video Creator, new york, New York, NY.

রমাদান মাস, আমলের মাস।রমাদান মাস, ইবাদতের মাস।আল্লাহ তা'আলা বলেন:- সিয়াম আমার জন্য আমি নিজেই তার প্রতিদান দিবো।রাসূল (সা...
02/27/2025

রমাদান মাস, আমলের মাস।
রমাদান মাস, ইবাদতের মাস।

আল্লাহ তা'আলা বলেন:- সিয়াম আমার জন্য আমি নিজেই তার প্রতিদান দিবো।
রাসূল (সা.) বলেন:- যারা রমাদান পেলো কিন্তু গুণাহ মাফ করতে পারলো না তাদের মত হতভাগা আর কেউ নেই।
আসন্ন রমাদান উপলক্ষে আমাদের আমলকে সুন্দর থেকে সুন্দরতম করতে, আমরা একটি আমলী আয়োজন করতে যাচ্ছি ইন-শা-আল্লাহ
আমাদের লক্ষ্য, মানুষকে আমলের সাথে সম্পৃক্ত করা।

যেখানে নির্দিষ্ট বই (pdf) থাকবে। বইতে কিছু আমল থাকবে। তা ২৭ রমাদান পর্যন্ত নিয়মিত করতে হবে।
আপনি নিয়মিত আমল করলে তার প্রতিদান অবশ্যই আল্লাহ তা’আলার পক্ষ হতে পাবেন, সাথে আমাদের একাডেমির পক্ষ হতেও থাকবে বিশেষ হাদিয়া।
প্রথম হাদিয়া :- ১৫০০/-৳ সমমূল্যের বই ( ১জন )
দ্বিতীয় হাদিয়া:- ৭০০/-৳ সমমূল্যের বই ( ২ জন)
তৃতীয় হাদিয়া :- ৫০০/-৳ সমমূল্যের বই (৩ জন)
চতুর্থ হাদিয়া ৪০০/-৳ সমমূল্যের বই ( ৪ জন)
পঞ্চম হাদিয়া ৩০০/-৳ সমমূল্যের বই ( ৫ জন)
ছষ্ঠ হাদিয়া ২৫০/-৳ সমমূল্যের বই (১৫ জন)
সর্বমোট

৩০ জনকে হাদিয়া দেওয়া হবে ইন-শা-আল্লাহ।

এই আমলী মুযাকারায় অংশগ্রহণ করার পদ্ধতি:
প্রথমে আপনাকে একটি ফর্ম পূরণ করতে হবে। যেখানে থাকবে শুধু:-
নাম:
ঠিকানা:
মোবাইল :-
জিমেইল:-

https://forms.gle/UiCDrk8JP6ozSUuM9
উপরের তথ্য দিয়ে ফর্ম পূরণ করার পর আপনাদের একটি মেসেঞ্জার গ্রুপে এড করা হবে। সেখানে সকল কার্যক্রম পরিচালিত হবে ইন-শা-আল্লাহ।

কোনো ধরণের এড ফি বা এন্ট্রি ফি নেই!

যারা অংশগ্রহণ করতে পারবেন:
মাদরাসা বা জেনারেল যে কোনো পুরুষ অংশগ্রহণ করতে পারবেন।

এই আয়োজন সম্পূর্ণ পরিচালনা করবেন:
মু’আজ্জম হুসাইন ভাই | সালমান ফারসি ভাই| সাইফুল ইসলাম ভাই | শামীম আহমাদ ভাই

সহযোগিতায়
ERADA SHOP
Ruhama Foods
Shortcut Tour & Travel - শর্টকাট ট্যুর এন্ড ট্রাভেল
Gift Anytime
ANILS WORLD

🥱
02/06/2025

🥱

02/06/2025
12/24/2024

International Madrasa
আবাবিল ইন্টারন্যাশনাল মাদরাসায়
জরুরী ভিত্তিতে একজন খাদেম ও একজন বাবুর্চি আবশ্যক:
১/ অবশ্যই দ্বীনদার ও নামাজী হতে হবে।
২/ আবাসিক থাকতে হবে।
৩/ হাদিয়া অভিজ্ঞতার উপর নির্ভর করবে।

যোগাযোগ :- 01602533258, 01622795039
স্থান:- গোবিন্দপুর বাজার , শনিরআখরা, যাত্রাবাড়ী, ঢাকা।

আপনি কি মনে করেন!?
09/09/2024

আপনি কি মনে করেন!?

আমরা এমন সেনাবাহিনী ই তো দেখতে চেয়েছি 🫂🫡
08/24/2024

আমরা এমন সেনাবাহিনী ই তো দেখতে চেয়েছি 🫂🫡

08/23/2024

আসসালামুয়ালাইকুম

প্রিয় ভাই,

বাংলাদেশের পূর্বাঞ্চলীয় জেলা, হবিগঞ্জ , কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, ফেনী জেলায় ভয়াবহ বন্যার কবলে পড়েছে।
প্রাকৃতিক এ দুর্যোগে আশা করি তুমি ও তোমার পরিবারের সকলে নিরাপদে আছো। দেশের বন্যার খবর শুনে খুবই চিন্তিত। তোমাদের সবার নিরাপত্তার জন্য দোয়া করছি। তুমি ও তোমার পরিবার কেমন আছো জানিও। যদি কোনো সাহায্যের প্রয়োজন হয়, দয়া করে জানিও। সকলে মিলে না হয় যথাসাধ্য চেষ্টা করব।

বন্যার সময় সাহায্য পাওয়ার জন্য কিছু উপায়:
1. স্থানীয় প্রশাসনের হেল্পলাইন নম্বরে যোগাযোগ করো।
2. নিকটস্থ আশ্রয়কেন্দ্রে যাও।
3. জরুরি প্রয়োজনে ৯৯৯ নম্বরে কল করো।

ভারী বর্ষণ না হলে ৭২ ঘণ্টার মধ্যে বন্যা পরিস্থিতি স্বাভাবিক হওয়ার আভাস দিয়েছে আবহাওয়া বিভাগ। সবাই মিলে এই কঠিন সময় পার করবো ইনশাআল্লাহ।

শুভেচ্ছান্তে,
আব্দুল্লাহ আল মামুন (তপন)

বন্যাদুর্গত কারো নৌকা স্পিড বোট প্রয়োজন হলে যোগাযোগ করুন। এছাড়া কোথাও উদ্ধারের প্রয়োজন হলেও তথ্য দিয়ে সহযোগিতা করুন।
🔴 জরুরি প্রয়োজনে কল করুন (স্পিড বোট বা অন্য যেকোনো কিছু)
★UNO PARSHURAM- 01713187316
★UNO FULGAZI:- 01713186315
★SENA BAHINI:- 01769335461, 01769335434
★RESCUE TEAM ARFAT-01836-889812
★স্পিড বোট,ছাগলনাইয়া -০১৬৩৭১১৯৩৯০(ফয়সাল)
★JASHED - 01818521000
★JOYNAL - 01818746542
★SHOWRAB SHAKIL- 01843-720516
★MIZAN- 01609430285
★SAIKAT- 01831588759
ছাগলনাইয়া 01644364349
ছাগলনাইয়া 01615414520
মোঃফোরকান -01818738984
আরাফাত হোসেন-01829260044
নাদের চৌধুরী -01690-028474
মীর হোসাইন হৃদয় -01875-149204
মাহেদী হাসান -01766-046785
জিয়াউর রহমান ফারুকী 01820746314(ফুলগাজী)
আবদুর রহমান -01887954818(ফুলগাজী)
আসাদুল ইসলাম -01402933308(পরশুরাম)
ওমর ফারুক -01822789872(ছাগলনাইয়া)
মেহেদী হাসান -01865445795(ছাগলনাইয়া)

আশ্রয়কেন্দ্র ১
এখলাসপুর মাদরাসা, এখলাসপুর উচ্চ বিদ্যালয়
01812355103

আশ্রয়কেন্দ্র ২
এম এ রশিদ উচ্চ বিদ্যালয়, মাইজদি
01616537086
01609884684

আশ্রয়কেন্দ্র ৩
নোয়াখালী সরকারি কলেজের নতুন ভবন
01875418577

আশ্রয়কেন্দ্র ৪
লক্ষীনারায়ণপুর, মাইজদি
আদর্শ উচ্চ বিদ্যালয়,
আল ফারুক জামে মসজিদ
01680943899

আশ্রয়কেন্দ্র ৫
নোয়ান্নই ইউনিয়ন উচ্চ বিদ্যালয়
প্রধান শিক্ষক (মোজাম্মেল স্যার) - 01831873324
সহকারী প্রধান শিক্ষক (জসীম স্যার) -

08/22/2024

বন্যা কবলীত এলাকার জন্য
কারো যদি লাইফ জ্যাকেট প্রয়োজন হয় ,৪০০ টাকার লাইফ জ্যাকেট ১৫০ টাকা পাবেন।

যোগাযোগ :০১৮৮০৬৮২০৯২

08/22/2024

মাকে আশ্রয়কেন্দ্রে রেখে বাবাকে আনতে গিয়ে দেখি
আমাদের ঘরখানাই নেই, ঘরের মধ্যে বাবা ছিল।😭

🗣️কুমিল্লা থেকে এক ভাই।

উত্তরবঙ্গে বন্যার আশঙ্কা: সিকিমে ভয়াবহ বর্ষণের কারনে তিস্তা ব্যারেজ খুলে দিতে পারে ভারত। সূত্র: ডয়চে ভেলে।
08/21/2024

উত্তরবঙ্গে বন্যার আশঙ্কা: সিকিমে ভয়াবহ বর্ষণের কারনে তিস্তা ব্যারেজ খুলে দিতে পারে ভারত। সূত্র: ডয়চে ভেলে।

Address

New York
New York, NY
10007

Website

Alerts

Be the first to know and let us send you an email when জান্নাতি নারী posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to জান্নাতি নারী:

Share