
02/27/2025
রমাদান মাস, আমলের মাস।
রমাদান মাস, ইবাদতের মাস।
আল্লাহ তা'আলা বলেন:- সিয়াম আমার জন্য আমি নিজেই তার প্রতিদান দিবো।
রাসূল (সা.) বলেন:- যারা রমাদান পেলো কিন্তু গুণাহ মাফ করতে পারলো না তাদের মত হতভাগা আর কেউ নেই।
আসন্ন রমাদান উপলক্ষে আমাদের আমলকে সুন্দর থেকে সুন্দরতম করতে, আমরা একটি আমলী আয়োজন করতে যাচ্ছি ইন-শা-আল্লাহ
আমাদের লক্ষ্য, মানুষকে আমলের সাথে সম্পৃক্ত করা।
যেখানে নির্দিষ্ট বই (pdf) থাকবে। বইতে কিছু আমল থাকবে। তা ২৭ রমাদান পর্যন্ত নিয়মিত করতে হবে।
আপনি নিয়মিত আমল করলে তার প্রতিদান অবশ্যই আল্লাহ তা’আলার পক্ষ হতে পাবেন, সাথে আমাদের একাডেমির পক্ষ হতেও থাকবে বিশেষ হাদিয়া।
প্রথম হাদিয়া :- ১৫০০/-৳ সমমূল্যের বই ( ১জন )
দ্বিতীয় হাদিয়া:- ৭০০/-৳ সমমূল্যের বই ( ২ জন)
তৃতীয় হাদিয়া :- ৫০০/-৳ সমমূল্যের বই (৩ জন)
চতুর্থ হাদিয়া ৪০০/-৳ সমমূল্যের বই ( ৪ জন)
পঞ্চম হাদিয়া ৩০০/-৳ সমমূল্যের বই ( ৫ জন)
ছষ্ঠ হাদিয়া ২৫০/-৳ সমমূল্যের বই (১৫ জন)
সর্বমোট
৩০ জনকে হাদিয়া দেওয়া হবে ইন-শা-আল্লাহ।
এই আমলী মুযাকারায় অংশগ্রহণ করার পদ্ধতি:
প্রথমে আপনাকে একটি ফর্ম পূরণ করতে হবে। যেখানে থাকবে শুধু:-
নাম:
ঠিকানা:
মোবাইল :-
জিমেইল:-
https://forms.gle/UiCDrk8JP6ozSUuM9
উপরের তথ্য দিয়ে ফর্ম পূরণ করার পর আপনাদের একটি মেসেঞ্জার গ্রুপে এড করা হবে। সেখানে সকল কার্যক্রম পরিচালিত হবে ইন-শা-আল্লাহ।
কোনো ধরণের এড ফি বা এন্ট্রি ফি নেই!
যারা অংশগ্রহণ করতে পারবেন:
মাদরাসা বা জেনারেল যে কোনো পুরুষ অংশগ্রহণ করতে পারবেন।
এই আয়োজন সম্পূর্ণ পরিচালনা করবেন:
মু’আজ্জম হুসাইন ভাই | সালমান ফারসি ভাই| সাইফুল ইসলাম ভাই | শামীম আহমাদ ভাই
সহযোগিতায়
ERADA SHOP
Ruhama Foods
Shortcut Tour & Travel - শর্টকাট ট্যুর এন্ড ট্রাভেল
Gift Anytime
ANILS WORLD