09/20/2025
অবশেষে অ্যাপল ঘোষণা দিল—আইফোন ১৭ আর চার্জার দিয়ে চার্জ দিতে হবে না, এবার চলবে সোজা পেন্সিল ব্যাটারিতে (AA battery)। এখন থেকে বাসার ঘড়ি, রিমোট কন্ট্রোল আর আইফোন একই ব্যাটারিতে চলবে—একেবারে “এক ব্যাটারি, সব ডিভাইস” নীতি।
কুপারটিনোতে এক সাংবাদিক সম্মেলনে অ্যাপলের সিইও বলেন: “এতদিন ইউএসবি-সি, লাইটনিং নিয়ে সবাই ঝগড়া করছিল, এবার কেউ আর কেবল খুঁজবে না—শুধু পাশের দোকান থেকে দু’টো ব্যাটারি কিনে লাগিয়ে দিন।”
আইফোন ১৭ তে থাকবে ব্যাটারি লো সিগন্যালের নতুন নোটিফিকেশন: “Battery low: দয়া করে পাশের মুদি দোকান থেকে দুইটা চার্জার—মানে ব্যাটারি কিনে আনুন।”
বাংলাদেশে মোবাইল ব্যবহারকারীরা খবর শুনেই উল্লসিত। কারণ চার্জ না পাওয়ার অজুহাতে আর বন্ধুকে বলার সুযোগ নেই— “ভাই, ব্যাটারি শেষ, চার্জ নাই।”
কেউ কেউ ইতিমধ্যেই হিসাব কষতে শুরু করেছে—একদিনে ফেসবুক, টিকটক, ফ্রি ফায়ার চালাতে গেলে কয়টা ব্যাটারি লাগবে। এক তরুণ টিকটকার বললেন: আমার মনে হয় দিনে অন্তত ১২টা পেন্সিল ব্যাটারি লাগবে।
বিশেষজ্ঞদের ধারণা, আগামী বছর হয়তো অ্যাপল ঘোষণা দেবে— “iPhone 18+ চলবে সোলার প্যানেল দিয়ে, আর মশার কয়েল দিয়েই হবে ফাস্ট চার্জ।”
আংশিক সত্যে জানুন,
প্রথম 🥔র সাথেই থাকুন!
#প্রথমআলু