
03/29/2025
'শ্রীমদ্ভগবদগীতা যথাযথ' হাতে শপথ নিলেন লর্ড রাভাল!
সম্প্রতি লন্ডনের হাউস অফ লর্ডস্ এ হার্টসমিয়ারের ব্যারন হিসেবে নিয়োগপ্রাপ্ত হয়ে 'শ্রীমদ্ভগবদগীতা যথাযথ' হাতে নিয়ে শপথ গ্রহণ করেছেন লর্ড রাভাল। পূর্বে তিনি 'ফেইথ ইন লিডারশীপ' এর ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি প্রবাসীদের পাশাপাশি অন্যান্য সম্প্রদায়ের মাঝে সেতুবন্ধন তৈরির জন্য কাজ করবেন বলে জানিয়েছেন। এছাড়াও শ্রীমদ্ভগবদগীতা হাতে শপথ গ্রহণের বিষয়ে তাকে প্রশ্ন করা হলে তিনি জানান, ছয় বছর বয়স থেকেই তিনি লন্ডনে অবস্থিত ইসকন মন্দির তথা 'ভক্তিবেদান্ত ম্যানরে' যেতেন। পরবর্তীতে ১৬ বছর বয়স থেকে তিনি ভক্তিবেদান্ত ম্যানরের ইসকন ইয়ুথ ফোরামের সঙ্গে যুক্ত ছিলেন, যা তাকে অধিকতর দায়িত্বগ্রহণ এবং ইতিবাচক উপলব্ধি লাভে সাহায্য করেছে। তিনি আরও জানান, " আমার বড় সন্তানও ইসকনের গুরুকুলে শিক্ষা গ্রহণ করছে। আমি চিরকাল শ্রুতিধর্ম প্রভুর নেতৃত্ব ও সেবার উদাহরণ থেকে অনুপ্রেরণা লাভ করি।"
এই দুর্দান্ত পথে লর্ড রাভালের যাত্রা সত্যিই সকলের জন্য একটি উদাহরণ এবং অনুপ্রেরণা হিসেবে থাকবে।