06/27/2023
★ ফ্রী ল্যান্সিং কি.?
আপনি কি অনলাইন থেকে টাকা আয় করতে চান?
আপনার উত্তর যদি হ্যাঁ হয়!
তাহলে আপনি অবশ্যই একবার হলেও ফ্রী ল্যান্সিং এর নাম শুনেছেন।
ফ্রী ল্যান্সিং কি এবং কিভাবে কাজ করে, এসব বিষয়ে জানার কৌতুহল থাকলেও, রয়েছে সঠিক গাইড লাইনের অভাব।
চলুন এখন ফ্রী ল্যান্সিং এর বিষয়ে সম্পুর্ণ ধারনা নেওয়া যাক।
★
আমাদের সবার আগে জানতে হবে ফ্রী ল্যান্সিংটা আসলে কি?
★ What is free lensing ?
উত্তরঃ সহজ ভাষায় ফ্রী ল্যান্সিং মানে কোনো প্রতিষ্ঠানে চাকরি বা কোনো বসের অধীনে কাজ না করে নিজের ইচ্ছামত নিস (কাজের ধরন)বেঁছে নিয়ে মুক্তভাবে কাজ করাকেই ফ্রী ল্যান্সিং বলে।
★
বর্তমান বাংলাদেশের ফ্রী লান্সারদের সংখ্যা প্রায় সাড়ে ছয় লাখ,এবং এদের বার্ষিক আয় ১০০কোটি ডলার যা বাংলাদেশের টাকায় ১০হাজার ৬০০ কোটি টাকা।
(ডলার ১০৬ টাকা ধরে)
আপনি জানলে অবাক হবেন, সারা বিশ্বের মধ্যে ফ্রী ল্যান্সিং এ বাংলাদেশের স্থান দ্বিতীয় এবং প্রথম স্থানে আছে ভারত।
★
# ফ্রী ল্যান্সিং করে কি আসলেই মোটা অংকের টাকা আয় করা যায়.?
$ হ্যাঁ অবশ্যই এটা সম্ভব। আপনি যদি সঠিক গাইড লাইন ফলো করেন।আর যে নিস নিয়ে কাজ করবেন সে নিসের উপর উপর সম্পুর্ণ ধারণা থাকতে হবে এবং কাজের ক্ষেত্রে এক্সপার্ট হতে হবে।
★
আর একটা বিষয় আপনি ধৈর্য সহকারে মহান আল্লাহর নাম নিয়ে ফ্রী ল্যান্সিং জগতে যাত্রা শুরু করেন আমি মাসুদ গ্যারান্টি দিচ্ছি, "ইনশাআল্লাহ"আপনি একজন সফল ফ্রী লান্সার হতে পারবেন।
★
বর্তমান বাংলাদেশে আইটি সেন্টারের অভাব নেই কিন্তু বিশ্বস্ত এবং সঠিক গাইড লাইন দেওয়ার মত আইটি সেন্টারের অভাব আছে।তাই কোনো আইটি সেন্টার থেকে এডমিশন নেওয়ার আগে অবশ্যই যাচাই-বাছাই করে তারপর এডমিশন নেন।
★
ফ্রী ল্যান্সিং বিষয়ে আরও বিস্তারিত জানতে এবং শিখতে চাইলে আমাকে ইনবক্সে নক দিন।আপনাদের জন্য একটি সু-খবর আছে!😊
লেখাঃ মাসুদ রানা।