Ad-Dhuha Duha

Ad-Dhuha Duha السلام عليكم ورحمه الله وبركاته.

لا إله إلا الله محمد رسول الله
‎‎Manhaj Al- Haqq

রূঢ় ব্যবহার আর অকৃতজ্ঞতার কারণে মানুষ নিজেই অন্যের মনে থেকে চিরদিনের জন্য উঠে যায়!
08/12/2025

রূঢ় ব্যবহার আর অকৃতজ্ঞতার কারণে মানুষ নিজেই অন্যের মনে থেকে চিরদিনের জন্য উঠে যায়!

ছবিতে যে দুটি শিশুকে দেখছেন, তাদের বাস্তব ঘটনা আপনাকে অবাক করতে বাধ্য।এই যমজ শিশু দুটির নাম কাইরি ও ব্রিয়েল জ্যাকসন। ১৯...
08/04/2025

ছবিতে যে দুটি শিশুকে দেখছেন, তাদের বাস্তব ঘটনা আপনাকে অবাক করতে বাধ্য।

এই যমজ শিশু দুটির নাম কাইরি ও ব্রিয়েল জ্যাকসন। ১৯৯৫ সালে, তারা নির্ধারিত সময়ের প্রায় ১২ সপ্তাহ আগে আমেরিকার ম্যাসাচুসেটসে জন্মগ্রহণ করে। অপরিণত অবস্থায় জন্ম হওয়ায় তাদের দুজনকেই ইনকিউবেটরে রাখা হয়।

দুই বোনের মধ্যে কাইরির অবস্থা তুলনামূলকভাবে ভালো ছিলো এবং সে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছিল। কিন্তু ছোট বোন ব্রিয়েলের অবস্থা ছিলো খুবই আশঙ্কাজনক। তার শ্বাসকষ্ট হচ্ছিলো, হৃদস্পন্দন অনিয়মিত ছিলো এবং অক্সিজেনের অভাবে শরীর নীল হয়ে যাচ্ছিলো। ডাক্তাররা তার বাঁচার আশা প্রায় ছেড়েই দিয়েছিলেন।

ঠিক সেই সংকটময় মুহূর্তে, “একজন নার্স” প্রচলিত নিয়মের বাইরে গিয়ে এক যুগান্তকারী প্রস্তাব দেন। তিনি বলেন, “দুই বোনকে একই ইনকিউবেটরে পাশাপাশি রাখলে কেমন হয়?”

এরপর যা ঘটেছিলো, তা এক কথায় অবিশ্বাস্য!

দুর্বল ব্রিয়েলকে তার শক্তিশালী বোন কাইরির পাশে শোয়ানোর সাথে সাথেই কাইরি তার ছোট্ট হাত দিয়ে বোনকে জড়িয়ে ধরে, যেন তাকে সান্ত্বনা দিচ্ছে। আর আশ্চর্য ব্যাপার হলো, এই আলিঙ্গনের পর থেকেই ব্রিয়েলের শ্বাস-প্রশ্বাস স্থিতিশীল হতে শুরু করে, তার হৃদস্পন্দন স্বাভাবিক হয়ে আসে এবং শরীরের তাপমাত্রাও বাড়তে থাকে। ধীরে ধীরে সে পুরোপুরি সুস্থ হয়ে ওঠে!

এই ঘটনাটি “The Rescuing Hug” বা “জীবনরক্ষাকারী আলিঙ্গন” নামে বিশ্বজুড়ে পরিচিতি পায়।

বিজ্ঞানের চোখে এই ঘটনা:

এই একটি ঘটনাই চিকিৎসা জগতে “ক্যাঙ্গারু কেয়ার“ (Kangaroo Care) বা ত্বকের সাথে ত্বকের স্পর্শের (Skin-to-Skin Contact) গুরুত্বকে প্রতিষ্ঠিত করে। গবেষণায় দেখা যায়, মায়ের বা কাছের কারো ত্বকের স্পর্শ পেলে অপরিণত শিশুর হৃদস্পন্দন, শ্বাস-প্রশ্বাস এবং শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণে থাকে, যা তাদের দ্রুত বেড়ে উঠতে ও সুস্থ হতে সাহায্য করে।

আজ বিশ্বজুড়ে অপরিণত নবজাতকদের চিকিৎসায় “ক্যাঙ্গারু কেয়ার” একটি অতিজরুরি ও স্বীকৃত পদ্ধতি। আর এর পেছনের অন্যতম অনুপ্রেরণা হলো কাইরি ও ব্রিয়েলের সেই ছোট্ট একটি আলিঙ্গন।c

08/02/2025

আমেরিকায় এই আইসক্রিম গাড়ি যেখানে যাই দেখা যায় প্রায়। ছোটবেলায় ঘন্টা বাজিয়ে আইস্ক্রিম আনত ফেরিওয়ালা মামারা ঐ কথাগুলো ,দিনগুলোর কথা মনে পড়ে যায়।আমরা আওয়াজ শুনেই খাওয়া ঘুম বাদ দিয়ে , আম্মুকে পাহারা দিয়ে যাইতাম।কটকটি ,শামপাপি,আরও কত কি.... খাইতে দেখতে।

07/31/2025

আনন্দ-কেউ নিজেরটা বিলিয়ে পায়, কেউ পরেরটা হরণে পায়।

05/31/2025

আলহামদুলিল্লাহ! খিযির আর মূসা আলাইহিমুসসালামের ঘটনা থেকে ছোট উপলব্ধি, যা জানার পর হয়তো আপনার অন্তরে প্রশান্তি ছেয়ে যাবে।

খিযির আ: কে আল্লাহ অন্যতম বিশেষ কিছু জ্ঞান দান করেছিলেন, যা আল্লাহ মূসা আ: কে দান করেননি। যখন মূসা আ: খিযির করে বললেন, যে আপনাকে যে জ্ঞান শিক্ষা দেওয়া হয়েছে তা থেকে আপনি আমাকে কিচি শেখাবেন, এই শর্তে কি আমি আপনার অনুসরণ করতে পারি? তখন খিযির আ: বলেছিলেন, আপনি এই বিষয়ে সবর ধরতে পারবেন না।! মূসা আ: কে বলছেন, আপনি সবর করতে পারবেন না! সুবাহানাল্লাহ, মূসা আ: হলেন নবীরের মধে শ্রেষ্ঠতম একজন নবী, যার কথা কুর'আনে সবচেয়ে বেশি বলা হয়েছে, যে মূসা বানী ইসরাইলকে সবর করার উপদেশ দিতেন সে মূসা আ: কে খিযির বলছে আপনি সবর করতে পারবেনা না! তখন মূসা বললেন, ‘আল্লাহ্ চাইলে আপনি আমাকে ধৈর্যশীল পাবেন এবং আপনার কোন আদেশ আমি অমান্য করব না।

এরপর ২ জন একসাথে চললেন, এর মধ্যে খিযির আ: এর একটা নৌকায় ফুটো করে দিলেন অথচ এই নৌকাটা ছিল ওই মাঝির জীবিকা উপার্জনের এক মাত্র উপায়, এরপর খিযির আ: একটি বালককে হত্যা করলেন। তখন মূসা বললেন, ‘আপনি কি এক নিষ্পাপ জীবন নাশ করলেন, হত্যার অপরাধ ছাড়াই? আপনি তো এক গুরুত্বর অন্যায় কাজ করলেন। স্বাভাবিক ভাবেই, বাহ্যিক দিক থেকে এসব জঘন্য কাজ মনে হচ্ছিল, কিন্তু এর পিছনে লুকায়িত আছে এক অদৃশ্য বাস্তবতা। যার জ্ঞান খিযির কে দেওয়া হয়েছিল, কিন্তু যেহেতু মূসা আ: কে দেওআ হয়নি তাই তিনি এসবকে জঘন্য কাজ ভাবতে লাগলেন এবং সবর করতে পারলেন না।

বাস্তবতা ২ ধরণের হয়, দৃশ্যমান এবং অদৃশ্য। যেমন:- আমাদের আশে পাশে যা ঘটে সেটা বাহ্যিক বাস্তবতা, যা আমরা দেখতে পাই, কিন্তু আমাদের সবার সাথে ২ জন মালাইকাহ আছে, যাদের আমরা দেখতে পাই না ঠিকই, কিন্তু তারা রয়েছে এটা বাস্তব। লাইলাতুল ক্বদরে আমরা আকাশের দিকে তাকালে আকাশই দেখতে পাই, যা বাহ্যিক বাস্তবতা। কিন্তু এর পিছনে লুকায়িত আছে অদৃশ্য বাস্তবতা যা আমরা দেখি না, আর তা হলো আকাশে ছেয়ে থাকে অগনিত অবতীর্ণরত মালাইকাহ, যা সূরা ক্বদরে বর্ণিত আছে। تَنَزَّلُ الْمَلٰٓئِكَةُ وَالرُّوحُ فِيهَا بِإِذْنِ رَبِّهِم مِّن كُلِّ أَمْرٍ

আসলে আমাদের জীবনে প্রায় সকল ক্ষেত্রে আমরা কখনোই জানতে পারি না আল্লাহ যা যা করে তা কেন করেন? আমাকেই কেন আল্লাহ রোগ দিলেন৷ আমারই কেন এক্সিডেন্ট হলো, আমারই কেন চাকরি হচ্ছে না। আমারই কেন মানসিক শান্তি নেই। ইত্যাদি। এগুলো হচ্ছে বাস্তবতার দৃশ্যমান দিক, যার পিছনের লুকায়িত অদৃশ্যমান দিক আমরা জানি না। যার কারণে আমরা সবর করতে পারি না, যেমনটা সবর করতে না পেরে মূসা আ: খিযির আ: এর কাযে আপত্তি করেছিলেন। কিন্তু পরবর্তীদের খিযির আ: তার কাজের ব্যাখ্যা করলেন। তখন মূসা আ: বুঝতে পারলো তিনি যা করেছেন তা সঠিকই করেছেন। আর খিযির আ: এর করা কাজ তো আল্লাহর পক্ষ থেলে ওহী ছিল।

এই ঘটনা থেকে আমরা দারূন একটি শিক্ষা লাভ করতে পারি। তা হলো- আমাদের সাথে ঘটে যাওয়া কোন ঘটনা বাহ্যিক ভাবে খারাপ মনে হলেও এর পিছনে রয়েছে আমাদের জন্যে কল্যান। কী কল্যান আছে তা আমরা জানি না। তবে কল্যান আছে। যখন আমরা দেখতে পাবো, এই কাজের পিছনে এই কল্যান ছিল তখন আমাদের চোখ বেয়ে অশ্রু পড়বে এবং অন্তর বলে উঠবে আলহামদুলিল্লাহ! আপনার অসুস্থতা আপনার চাকরি না হওয়া ইত্যাদি এর পিছনে নিশ্চয়ই আল্লাহ কল্যান রেখেছেন। নিশ্চয়পি তিনি লাতীফ। তিনি যা করে তা অত্যন্ত সূক্ষভাবে করেন। কাজেই আমরা অধৈর্য না হয়ে সবর করি। যেদিন আমাদের সামনে অদৃশ্যমান বাস্তবতা আল্লা দৃশ্যমান করে দিবেন, সেদিন আপনি কেঁদে কেঁদেই বলবেন
' আলহামদুলিল্লাহ ' … কাজেই ভরসা হোক আল্লাহর উপর
Salafi sunnah
🌿


এক ফোঁটা শান্তির আশায় , আমি হৃদয় বিক্রি করতে বেরিয়েছিলাম।  কিন্তু খরিদ্দার দুঃখ দিয়ে গেল ,হৃদয় ও নিয়ে গেল…!  egg s...
05/28/2025

এক ফোঁটা শান্তির আশায় , আমি হৃদয় বিক্রি করতে বেরিয়েছিলাম। কিন্তু খরিদ্দার দুঃখ দিয়ে গেল ,হৃদয় ও নিয়ে গেল…!
egg salad 🥗

05/26/2025

যে আপনাকে হৃদয় থেকে মুহাব্বাত করতে পারেনি,সে আপনার সুন্দর চেহারাতেও ধূলো দেখবে!

Oats offer numerous health benefits 🌱🌿
05/26/2025

Oats offer numerous health benefits 🌱🌿

05/26/2025

ভুলভাবে বিচার হওয়া মানে আপনি ভুল এমনটা নাও হতে পারে। বরং আপনি হয়তো সময় বা তাদের চেয়ে এগিয়ে আছেন। নিজের প্রতি একনিষ্ঠ ও সত্য থাকুন। প্রকৃত সাফল্য অনেক সময় প্রত্যাখ্যান থেকে শুরু হয়। ইনশাআল্লাহ।

05/07/2025

যারা অতীত ভুলে যায় তারা ভবিষ্যতে হারিয়ে যায়।

01/18/2025

শুরু হতে যাচ্ছে শা'বান মাস। হয়ত আগামীকালই দেখা পাবেন নতুন চাঁদের। রাসূলুল্লাহ ﷺ নতুন চাঁদ দেখলে এই দু'আটি পড়তেন।اَللّٰهُ...
02/10/2024

শুরু হতে যাচ্ছে শা'বান মাস। হয়ত আগামীকালই দেখা পাবেন নতুন চাঁদের। রাসূলুল্লাহ ﷺ নতুন চাঁদ দেখলে এই দু'আটি পড়তেন।

اَللّٰهُ أَكْبَرُ، اَللّٰهُمَّ أَهِلَّهُ عَلَيْنَا بِالْأَمْنِ وَالْإِيْمَانِ، وَالسَّلَامَةِ وَالْإِسْلَامِ، وَالتَّوْفِيْقِ لِمَا تُحِبُّ رَبَّنَا وَتَرْضَى، رَبُّنَا وَرَبُّكَ اللّٰهُ

অর্থ: আল্লাহ সবচেয়ে বড়। হে আল্লাহ! এই নতুন চাঁদকে আমাদের ওপর উদিত করুন নিরাপত্তা, ঈমান, শান্তি ও ইসলামের সাথে; আর হে আমাদের রব! যা আপনি পছন্দ করেন এবং যাতে আপনি সন্তুষ্ট হন তার প্রতি তাওফীক লাভের সাথে। আল্লাহ আমাদের রব এবং তোমার (চাঁদের) রব। [হিসনুল মুসলিম]

শা'বান মাসে রাসূলুল্লাহ ﷺ বেশি বেশি সিয়াম পালন করতেন। তিনি সাধারণত এ মাসের অধিকাংশ দিন একটানা সিয়াম পালন করতেন এবং এ মাসে সিয়াম পালন করতে সাহাবীগণকে উৎসাহ প্রদান করতেন।

শা’বান মাসে বান্দার আমল আল্লাহর দরবারে পেশ করা হয়; এজন্য এই মাসে বেশি বেশি নফল সিয়াম পালন করা উচিত। [আহমাদ, নাসাঈ]
أكاديمية طيبة - Taibah Academy

Address

Queens
New York, NY

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ad-Dhuha Duha posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category