VOICE of Madaripur

VOICE of Madaripur Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from VOICE of Madaripur, News & Media Website, Madaripur, New York, NY.

05/07/2024

ভূমি দস্যু কালকিনি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মীর গোলাম ফারুকের ভিডিও ভাইরাল

11/16/2023

শেখ হাসিনাকে চ্যালেঞ্জ করলেন কালকিনির আওয়ামীলীগ নেতা এনায়েত হোসেন

07/17/2023

নির্বাচনে পক্ষপাতিত্বের অভিযোগে জনরোষের কবলে সাংবাদিক

মাদারীপুর জেলার শিবচর উপজেলার মুন্সি কাদিরপুর ইউপি উপ নির্বাচনে সাংবাদিকদের প্রার্থী সমর্থনের জেরে উভয় পক্ষের মধ্যে হাতাহাতির এক পর্যায়ে বিজয় টিভির শিবচর উপজেলা প্রতিনিধি জাফর নামের এক সাংবাদিক আহত হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে আরো জানা যায় যে, এক চেয়ারম্যান প্রার্থী আনারস প্রতীক আজাদুল ইসলাম মাসুমের ফুফাতো ভাই এনটিভি মাদারীপুর জেলা প্রতিনিধি গোলাম মর্তুজা আত্মীয়তার সুযোগে ইউনিয়নের কাদিরপর উচ্চ বিদ্যালয় ২নং ভোট কেন্দ্রে এসে তার মামাতো ভাই আনারস প্রতীক প্রার্থীর পক্ষ পাতিত্য করে কেন্দ্রর ভেতরে ভোট চাইলে স্থানীয় জনতা ও সাধারণ ভোটাররা ক্ষিপ্র হয়ে কেন্দ্রর বাইরে ১নং গেটে ঐ সাংবাদিককে এহেন আচরণ বা কর্মকাণ্ডের বিষয়টি জানতে চাইলে উভয় পক্ষের মধ্যে বাকবিতন্ডার এক পর্যায়ে হাতাহাতি শুরু হলে বিজয় টিভি ও এনটিভি মাদারীপুর জেলা প্রতিনিধি সহ বেশ কয়েকজন মারাত্মক আহত হয়, পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে সাংবাদিকদের নিরাপদ স্থানে সরিয়ে নেয়ার পর তারা দ্রুত স্থান ত্যাগ করেন।

বিষয়টি এলাকায় টক অব টাউনে পরিনত হয়েছে।

#শিবচর
#নির্বাচন
#মাদারীপুর
#সাংবাদিক
#নির্যাতন

কালকিনিতে  মাতৃছায়া ডায়াগনস্টিক এন্ড ক্লিনিকে  অপারেশন ' ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জালড়ছে গৃহবধুমাদা...
10/11/2022

কালকিনিতে মাতৃছায়া ডায়াগনস্টিক এন্ড ক্লিনিকে অপারেশন ' ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জালড়ছে গৃহবধু

মাদারীপুরের কালকিনিতে মোসাঃ শ্রাবনী আক্তার-(২১) নামে এক অন্তঃসত্ত্বা গৃহবধুর সিজারিয়ান অপারেশন করা হয়েছে। তবে অপারেশনের ২০দিন পার হলেও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের লাইফ সাপোর্টের বেডে মৃত্যুর সঙ্গে পাঞ্জালড়ছে ওই গৃহবধু। এদিকে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাঃ জিএম রিয়াজ রহমান স্থানীয় মাতৃছায়া ডায়াগনস্টিক এন্ড ক্লিনিকে এ অপারেশন করেছেন বলে ভূক্তভোগী পরিবারের দাবী। আজ ১১ অক্টোবর ২০২২ মঙ্গলবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন ওই গৃহবধুর পরিবার।
ভূক্তভোগী পরিবারের অভিযোগ সুত্রে জানা গেছে, উপজেলার কয়ারিয়া ইউনিয়নের মোল্লারহাট গ্রামের অসহায় ইউনুস হাওলাদারের ৯মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী শ্রাবনী আক্তার হঠাৎ অসুস্থ হয়ে পরলে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন তার পরিবারের লোকজন। সেখানে ওই গৃহবধুর আল্ট্রাসনোগ্রাম করা হয়। আল্ট্রাসনোগ্রামের রিপোর্ট দেখে ডাঃ জিএম রিয়াজ রহমান বলেন ওই অন্তঃসত্ত্বা গৃহবধুর পেটের বাচ্চা মারা গেছে। পরে স্থানীয় মাতৃছায়া ডায়াগনস্টিক এন্ড ক্লিনিকে ওই গৃহবধুকে ভর্তি করা হয়। এবং ওই ক্লিনিকে ডাঃ জিএম রিয়াজ রহমান অপারেশন করে অন্তঃসত্ত্বা শ্রাবনীর পেটের মরা বাচ্চা বের করেন। ওই ক্লিনিকে ৫দিন থাকার পরে ওই গৃহবধুকে বাড়ি যেতে বলেন ক্লিনিক কর্তৃপক্ষ। কিন্তু ওই গৃহবধু বাড়িতে গেলে পূনরায় অসুস্থ হয়ে পরেন। পরে উপজেলা স্বস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে তার অবস্থার আরো অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের লাইফ সাপোর্টের বেডে দেয়া হয়। অপারেশনের ২০দিন পার হলেও ওই গৃহবধু এখন মৃত্যুর সঙ্গে পাঞ্জালড়ছে।

ভূক্তভোগী ওই গৃহবধুর স্বামী ইউনুস অভিযোগ করে বলেন, ৯ মাসের অন্তঃসত্ত্বা আমার স্ত্রী শ্রাবনী আক্তার হঠাৎ অসুস্থ হয়ে পরলে হাসপাতালে নিয়ে আসি। পরে ডাঃ জিএম রিয়াজ রহমান স্থানীয় মাতৃছায়া ডায়াগনস্টিক এন্ড ক্লিনিকে অপারেশন করেন। কিন্তু আমার স্ত্রী সুস্থ না হয়ে পূনরায় অসুস্থ হয়ে পরেন। তাকে আমরা এখন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসছি। সে এখন লাইফ সাপোর্টে আছে। আমার স্ত্রী হয়তো আর বাজবেনা। আমি ওই ডাক্তারের বিচার চাই। আমি ডাক্তারের ও ক্লিনিকের নামে মামলা করবো।

মাতৃছায়া ডায়াগনস্টিক এন্ড ক্লিনিকের ম্যানেজার মোঃ রোকনউজ্জামান বলেন, গৃহবধু শ্রাবনীর অপারেশন আমাদের ক্লিনিকে ডাঃ জিএম রিয়াজ রহমান করেছেন। এবং সে সুস্থ হয়ে বাড়িতে গেছেন।

ডাঃ জিএম রিয়াজ রহমান বলেন, আমি ওই গৃহবধুকে মাতৃছায়া ডায়াগনস্টিক এন্ড ক্লিনিকে অপারেশন করেছি।

কালকিনি থানার ওসি মোঃ শামীম হোসেন বলেন, ওই গৃহবধুর পরিবারকে সিভিল সার্জন ও উপজেলা নির্বাহী অফিসারের বরাবর লিখিত অভিযোগ ও আদতালতে মামলা করার জন্য বলে দিয়েছি।

উপজেলা নির্বাহী অফিসার পিংকি সাহা বলেন, ওই গৃহবধুর পরিবারকে ডাক্তারের ও ক্লিনিকের নামে অভিযোগ দিতে বলা হয়েছে।

পবিত্র ঈদে মিলাদুন্নবী সাঃ ইয়া নবী সালাম আলাইকা। ইয়া হাবিব সালাম আলাইকা। ঈদে মিলাদুন্নবী আজ। মহান আল্লাহ পাক রাব্বুল আ...
10/09/2022

পবিত্র ঈদে মিলাদুন্নবী সাঃ

ইয়া নবী সালাম আলাইকা। ইয়া হাবিব সালাম আলাইকা। ঈদে মিলাদুন্নবী আজ। মহান আল্লাহ পাক রাব্বুল আলামীনের প্রিয় হাবিব, রাসুলুল্লাহ মোহাম্মদ (সাঃ) এর শুভাগমন হয়েছিলো আজকের এই দিনে। আসুন রহমতের এই দিনে আমরা প্রার্থনা করি রাসুলের সত্যিকারের সুন্নাত আমরা পালন যেন করতে পারি। রাসুলে পাকের সুন্নিয়তের আদর্শে কিন্তু জাহেলী-ওয়াহাবি-নজদী-মওদুদির হিংসা ফ্যেসাদের মতবাদের কোনো স্থান নেই। রাসুলে পাকের সুন্নত সার্বজনীন, সুন্দর, সহনশীল, অসাম্প্রদায়িক, এবং সাম্যের। দ্বীনের শান্তির বানীর প্রচারই সুন্নিয়ত, শ্রেষ্ঠত্ব নিয়ে হানাহানি যুদ্ধ বিগ্রহ নয়। তিনি বিদায় হজ্জের ভাষনে নির্দেশনা দিয়েছিলেন ধর্মে ধর্মে যেনো আর হানাহানি মারামারি না হয়, পরস্পরের প্রতি শ্রদ্ধাবোধ যেন থাকে। নিজের মধ্যে দ্বীন ধারন করলে হিংসার স্থান থাকেনা। সেই হোক আমাদের প্রতিজ্ঞা। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত করুন, সকলের মাঝে দ্বীনের মূল বানী, মানবিকতা জাগ্রত হোক! জয় হোক শান্তির বানী, জয় হোক সুন্নীয়তের, জয় হোক দ্বীনের, জয় হোক মানবিকতার। আমীন। সাদাকাল্লাহুল আলিউল আজিম, ওয়াসাদাকা রাসুলুহুল নাবিউল কারীম।

*আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী(সঃ)

VOICE of Madaripur একটি নিরপেক্ষ সংবাদ মাধ্যম
10/09/2022

VOICE of Madaripur
একটি নিরপেক্ষ সংবাদ মাধ্যম

Address

Madaripur
New York, NY

Website

Alerts

Be the first to know and let us send you an email when VOICE of Madaripur posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share