Third Eye

Third Eye Never regret, learn from mistakes. Good decisions come from bad & good experience. this is life.

09/30/2024
09/26/2024

অন্ধকার, ঘোর অন্ধকার, ঘিরে ফেলেছে অমানিশায়;

গ্রাম থেকে শহর, সমতল থেকে পাহাড়, কূল, উপকূল,
মূর্তি, মঠ, মন্দির, বাড়ি,ঘর, জমি, সরকারি ভবন, গণভবন, জমিদার, বাজার, কিছু ভালো নেই; কিছু ভালো নেই।

শিক্ষক,ছাত্র,কর্মী, সচিব,গায়ক,নায়ক, জেলে, ডাক্তার, পুলিশ, উকিল, পশু, গাছ, মাছ, আজ কেউ ভালো নেই; কেউ ভালো নেই।

শিক্ষা প্রতিষ্ঠান, ব্যাবসা প্রতিষ্ঠান, শিল্প কারখানা, কারখানা,পাইকারী, ক্রেতা, বিক্রেতা, স্কুল, কলেজ, বিশ্ব বিদ্যালয়, হাসপাতাল, পঙ্গু, পাগল, আমি, তুমি, আপনি, আমরা, আজ কেউ ভালো নেই; কেউ ভালো নেই।

চারিদিকে চলছে নৈরাজ্য, চলছে হতাশা, আসছে হতাশা, বহমান আশঙ্কা, শুনশান নিরবতা, অনিশ্চিত গন্তব্য, বিভীষিকাময় পরিবেশ, অন্তরে চাপা আগুন কেউ বলে কেউ বলে না। শুধু আমরা বলি, আজ কেউ ভালো নেই; কেউ ভালো নেই।

কানে কানে চলে ফিসফিস।
চারিদিকে ভয়ংকর অমানুষ গুলোর আনাগোনা রাতদিন। খুনিদের উন্মাদ উল্লাসে বিভৎস হত্যার প্রতিযোগিতা।
লক্ষ্যহীন, আদর্শহীন পথযাত্রীর পেছনে আমরা দিশেহারা। গন্তব্য জানা নেই কারো। শুধু পিছনে চলেছি হেমিলনের মুগ্ধময়ী বাঁশির সূরে মোহিত হয়ে। আমি, আপনি, আমরা, চলেছি পঙ্গপালের মতো সুমধুর সূরে মোহিত হয়ে রহস্যময় পাহাড়ের আড়ালে। হয়তো হারিয়ে যাবো, ফিরে আসবো কি না জানিনা। শুধু বলি, আজ কেউ ভালো নেই; কেউ ভালো নেই।

অন্ধকার, ঘোর অন্ধকার, ঘিরে ফেলেছে অমানিশায়। পথ হারিয়ে ফেলেছি আমরা উদভ্রান্ত আমরা সবাই। ফেরাবে কে? কেউ আসবে কি আলোকবর্তিকা হাতে, নাকি আসবে না? কেউ কোথাও নেই। শুধু জানি আজ কেউ ভালো নেই; কেউ ভালো নেই।..SKB

09/06/2024

Address

New York, NY

Alerts

Be the first to know and let us send you an email when Third Eye posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Third Eye:

Share