Selina Akhter

Selina Akhter N/a

11/26/2025

আমার এই কয়েক লাইনের ভিউ অনেক বেশি। আমাকে শুধু নোটিফিকেশন পাঠায় কিন্তু আজকে দেখলাম তবে দুঃখের বিষয় হলো কেউ একটা রিয়েকশন দেয় নাই । এত গরীবের সাথে বসবাস ফব এ । অনেক লেখা আছে হাফ মিলিয়নের ওপরে ভিউ ।

11/10/2025
10/27/2025
10/24/2025

সফল ব্যক্তিদের কাছে শিক্ষা নিতে গিয়ে যদি আপনি হতাশা,হীনমন্যতায় ভোগেন,তাহলে বুঝতে হবে ঐ শিক্ষা আপনাকে যতটুকু জ্ঞান, শক্তি , ইচ্ছা যা কিছুই দিচ্ছে তারচেয়ে কয়েকগুণ বেশি কেড়ে নিচ্ছে ।

সেলিনা আক্তার

10/21/2025
সেক্সুয়াল পাওয়ার বা যৌন ক্ষমতা শরীর না মধ‍্যাকর্ষণ শক্তির আন্ডারে।যা মনের ভিতর দিয়ে শরীরে প্রবেশের পথ পায়। এজন্য মানুষ ...
10/21/2025

সেক্সুয়াল পাওয়ার বা যৌন ক্ষমতা শরীর না মধ‍্যাকর্ষণ শক্তির আন্ডারে।যা মনের ভিতর দিয়ে শরীরে প্রবেশের পথ পায়। এজন্য মানুষ ভার্চুয়াল রোমান্টিক ফেক্স আদান প্রদান করতে পারে। তবে তা লাভের চেয়ে বিশ্বে ক্ষতির পরিমাণ বাড়িয়ে চলেছে।বিশেষ করে পুরুষদের পঙ্গুত্ব বাড়ছে।নীতিমালা অনুযায়ী শারিরীক উপস্থিতিতে সে শক্তি আহবানের জন‍্য কিছু ডেমো সব জাতির মাঝে দেয়া আছে। দুর্ভাগ্যবশত তা মানুষ ভুলে যাচ্ছে। শারীরিক ফিটনেস থাকার পরও দু’জন দু’দিকে মুখ দিয়ে ঘুমে।একই ব্যক্তি পরকিয়া করে অথচ স্বামী স্ত্রীর কাছে নিজেকে প্রমাণ করতে পারে না কেন? এটাতো শারীরিক সমস্যা না। আগুন আর ঘি পাশাপাশি থাকার পরও কেন গলছে না? ইতিবাচক আর নেতিবাচক শক্তির দ্বন্দ্বে বিশ্বে প্রধান কারখানাগুলোই বন্ধ হওয়ার পথে।
কিছু বিষয় দেখুন -

* সবচেয়ে বড় সমস্যা তৈরী হয়েছে জনসংখ্যা রোধের জন্য ।পরকিয়ার ক্ষেত্র ছাড়া এখন তো পরিবার পরিকল্পনা করতে হয় না । মিচূয়াল পরকিয়া , নীরব ডিভোর্স , ব‍্যস্ততা নামের অজুহাত দেয়াল তৈরী করে রেখেছে। অনেকের বাচ্চা হচ্ছে না।এসমস্ত বাঁধার মুখে নতুন আত্মা শরীর পাচ্ছে না দুনিয়ায় আসার জন্য ।আমাদের দেহ কেবলই একটা যানবাহন। তাঁর মাধ্যমে আমরা আসি যাই এবং মাঝখানে মিশন শেষ করি।

* কথা হলো বর্তমানে চলে যাওয়া মানুষের আত্মা যারা পৃথিবীতে ঘুরছে তারাই বয়ষ্কদের মধ‍্যে বিভিন্ন চরিত্র হয়ে ঢুকে যাচ্ছেন। বয়ষ্কদের ডিমেনসিয়া হচ্ছে যা পজ এবং অন্যান্য শারীরিক নামে কথা বলা হচ্ছে অন‍্য আত্মার উপস্থিতি। তাঁরা সারা বিশ্ব পড়তে পারে। বয়ষ্ক মা ছেলের সাথে প্রেমিকের মত ব্যবহার করছে, বা বাবা মেয়ের সাথে বান্ধবীর মত। যাদের ঘরে আছেন তারা জানেন। বিজ্ঞানীরা এটাকেই কাজে লাগাচ্ছেন মৃত ব্যক্তির ফিরিয়ে আনা হিসেবে। বিজ্ঞান আবিষ্কার করলে হয়তো বোধগম্য হবে। তবে যা স্বাভাবিক তা সুন্দর।সন্তান উৎপাদন স্বাভাবিক রাখতে পারলেই ভারসাম্য বজায় থাকবে।

* স্বামী স্ত্রীর মধ্যে শারীরিক সম্পর্ক ঠিক রাখা জরুরী ।
* সন্তান ধারনের ক্ষমতা থাকলে সন্তান নেন। কেউ কারো খাবার খায় না ।তাঁদের খাবার স্রষ্টার দায়িত্ব। সন্তান বেশি নিলে শরীর দুর্বল হয় না। বরং অনেক রোগ বালাই চলে যায়। এটা বিজ্ঞান।
একবার পিছনে তাকান ,দেখুন আগের মায়েদের শরীর আর দেখেন এখন আটা ময়দার বস্তাদের মত মায়েদের শরীর। কিটো ফিটো করে লাভ হচ্ছেনা । ৯৯ ভাগ নারী পুরুষ বেমারের আখড়া হয়ে বসে আছেন।

* পাশাপাশি দুই জন তারপরও যদি সেক্স লাইফ ঠিক না থাকে শরীর বিষাক্ত হয়ে ওঠে ।বিষই বেমার তৈরী করে। বিষই মনকে ঝগড়াঝাটির মধ্যে নিয়ে আসে।থাকুন না চাপাচাপি করে ছোট ঘরে । বৈরী পরিবেশে যদি রোমান্স তৈরী হয় রোমান্স করেন। কি হবে এমন বড় ঘর দিয়ে যদি ঠিক মত স্নোকার না ই খেলতে পারেন?

* ডামি স্বামী স্ত্রীর সম্পর্ক ঘরে বিষাক্ত বায়ু তৈরী করছে। যা বাচ্চাদের অসুস্থ এবং বেফানা ( দিকভ্রান্ত) করে ফেলছে। এজন্য তারা মা বাবাকে সহ্য করতে পারে না। এসব বিস্তারিত বলা উচিত না। তবুও আমি বলছি ।
দুনিয়া জয় করুন তবে সঙ্গ যদি না হয় সংসার কি আর হয় আদর্শগত?

* পুরুষ ব‍্যর্থ হয় কারণ নারীরা অস্পৃশ‍্য থাকে সে শক্তির কাছে। নারীরা নিজেকে স্বামীর জন‍্য প্রজেনটেবল করেন । সেবা সম্মান সব করেন। মেয়েরা প্রেজেন্টেবল না থাকলে মধ‍্যাকর্ষণ শক্তি আসে না। ধর্মে যা রহমত বলা হয়েছে। হাইয়ার অথরিটি তাঁর কাছে আসতে পারে না।সোজা কথায় জীবনী শক্তি হলো আসল অনুগ্রহ। তা আসার রাস্তা তৈরী করতে হয়। তা ই ফেরেশতার কাজ। দেবদূতের কাজ। আর অবৈধভাবে বড় অংশ ইবলিশের সাথে। বাচ্চাকাচ্চা খারাপ হওয়ার পেছনে তাঁর হস্তক্ষেপ আছে জিনগত ভাবে।যা বিজ্ঞান বলছে জিনগত বৈকল্য।

* আমার ভাইদের বলি- নারীর মন এমনিতেই সব সময় হিরো চায়। জোলেখা কি আর ইচ্ছে করে ছলনাময়ী হলেন? সবার কপালে হিরো টাইপ স্বামী জুটবে না স্বাভাবিক। যাঁদের কপালে জোটে শাহরুখ খান, আমির খান তারা যদি পরে চাচা হয়ে যান তাহলে তো বৌ হাতের আঙ্গুল দিয়ে বের হয়ে ইউসুফ খুঁজবে।


পরিশেষে মনে রাখবেন যে সব কিছুর পেছনে কর্মা সাপ হয়ে বসে আছে । আবার অনেক জাতি ( খারাপ আত্মারা) স্বামী স্ত্রীর মাঝখানে বিচ্ছেদের জন‍্য হস্তক্ষেপ করে। সেটাও নতুন ভাবে পৃথিবীতে আসতে না পারার কারণ। আরো অনেক বিষয় আছে। জ্ঞানের আহ্বান ছাড়া শারীরিক মিলন সম্ভব নয়। এটা যখন ঘটছে না মনে রাখবেন সে রহমত আপনাকে দেয়া হচ্ছে না। কোথাও ভুল হচ্ছে। আদম হাওয়া,রাম সীতা মাঝখানে ইবলিশ, রাবণ বসে আছে।সে চলে যাবে ধ‍্যান করুন । নিজেকে ভালোবাসুন । শারিরীক ধর্ম ঠিকমত পালন করুন ।এসব হলো কালেকটিভ কনশাসনেস।মনকে সজীব রাখুন। তখন সত্যি দেখতে পাবেন। শুনতে পারবেন। সারা পৃথিবী সুন্দর দেখবেন। আপনার ভেতরে যে বৃহত্তর শক্তি জ্ঞান তার সাথে সংযুক্ত থাকতে হবে।

সেলিনা আক্তার
ভেতরের পৃথিবী
১০.২১.২৫

“Today I give myself to you, the Great Spirit that lives within me and beyond me and throughout the universe.”
10/18/2025

“Today I give myself to you, the Great Spirit that lives within me and beyond me and throughout the universe.”

01/16/2025

ধর্ম মানে আপনি নিজে কি ধারন করছেন ? শুধু রিচূয়াল পালনই যথেষ্ট নয় । আবার শুধু বিজ্ঞান চর্চায় ব্যস্ত থাকার নামই জ্ঞান নয়। একজন মানুষ চিন্তা চেতনা এবং দৈনন্দিন ব্যবহারের মধ্যে কতটা শান্ত , কতটা পবিত্র , কতটা ধৈর্য্য ধারণ করেন, কতটা মানবিক কথা বার্তায় তার নাম ধর্ম । ইসলাম মানে শান্তি এবং মুসলমান মানে যেখানে শান্তি প্রতিষ্ঠিত হয়েছে । যা সমগ্র মানব জাতির জন‍্য প্র‍্যযোজ‍্য। শুধু জন্মালে আর বিশ্বাস করলেই হবে না । জ্ঞান খুব জরুরী সে যে ধর্মের মানুষ হোক না কেন? জ্ঞান যখন কথা বলে তখন আল্লাহ ঈশ্বর ভগবান গড যা ডাকবেন সে এসে কথা বলবে আপনার সাথে । অন্ধ বিশ্বাস তো আল্লাহও পছন্দ করেন না।উনি সব সময় বলেছেন , জানো । জানতে চাইলে আমি খুলে খুলে বলবো।

অন‍্য ধর্মের মানুষ যদি পবিত্র রূহ নিয়ে পৃথিবীতে আসে বা মুক্ত হয় তবে সেও যেখান থেকে এসেছে সেখানে ফেরত যাবে। সূরা বাকারার ৬২- থেকে ৬৫ নং আয়াত বুঝে শুনে পড়ুন এবং চিন্তা করুন যে আল্লাহ আপনাকে কি বলছেন যারা ইব্রাহিম ( আঃ) , ইসহাক( আঃ) , ঈসা( আঃ) , দাউদ (আঃ) এর বংশধর এবং অগ্নিপূজারী তাঁদের ব‍্যাপারে? তিনি তো স্পষ্টভাবে বলেছেন তারাও তাঁদের সুফল ভোগ করবেন। “তোমরা বেশি জান , না আমি জ্ঞানী”আবারও বলেছেন ১৩৫-১৪০ নং পর্যন্ত দেখবেন যারা এসব নিয়ে তর্ক বিতর্ক করবে তাঁদেরই জবাব দেয়া হবে। তবে এগুলো গভীর চিন্তা ছাড়াও প্রকাশিত হবে না। প্রশ্ন করেছেন, ঘৃণা করেছেন তো মরেছেন এবং মরবেন সময় এবং শূন‍্যতার মধ‍্যে । চিন্তা করুন একবার আইনস্টাইনের রিলেটিভিটি থিওরির কথা।

সুতরাং মানুষকে মানুষ ভাবার মধ‍্য দিয়ে চলতে হবে। ধর্মীয় জ্ঞান নিবেন জ্ঞান আহরণের জন‍্য । আল্লাহকে ঘুষ দেওয়ার জন‍্য নয়। মন যাতে উল্টা পাল্টা চিন্তা যাতে না করে এ জন‍্য তসবিহ এসেছে। মন মুখ বন্ধ করার ক্ষমতা না থাকলে সব কিছু বাংলায় এফার্মেশন করেন। মন ক্লিন হওয়া জরুরী । আমি মনোবিজ্ঞান নিয়ে পড়াশোনা করেছি। তবে কথা কি মনের খবর আল্লাহ ছাড়া কারো এখতিয়ারে নেই । এটা আমার স্পিরিচূয়াল নলেজ দিয়েছে। মনোবিজ্ঞানের আওতায় থেকেও অনেকে আত্মহত্যা করে কেন করে? কিন্তু কোনো স্পিরিচূয়াল কারো আন্ডারে কেউ থাকলে সে ভালো মানুষ হয়ে উঠবে গ্রান্টেড । দিস ইজ দ‍্যা পাওয়ার অব নলেজ যা সরাসরি ঈশ্বরের তরফ থেকে আসে। মানুষ পুতুল মাত্র , রোবট মাত্র, ভেহিকল মাত্র । বো ডাউন করুন । ভদ্র হোন , জ্ঞানের অধিকারী হোন।

আমার কথা ধর্মীয় গুরুদের মত মনে হয় তবে আমি তাই । জ্ঞান যদি জন্মে আমার কিছু করার নেই । আমি সবাইকে বলি যার যার ধর্মীয় গ্রন্থ ঘুম থেকে উঠে একবার পড়ুন । এটা এডাপটেশনের বিষয় ।তারপর স্মার্ট দুনিয়ার সাথে যুক্ত হোন। কোনো সনস‍্যা নেই । আমি আফগান, প‍্যালেস্টাইন পরিবারের সাথে এক সপ্তাহ করে কাটিয়েছি জ্ঞান অর্জনের জন‍্য। আমরা যে ভাবে ইসলাম ধর্ম পালন করি তাঁদের সাথে অনেক ব‍্যবধান। এই ব‍্যবধান তো বাঙালিদের ঘরে ঘরে। আসোল কথা তো আল্লাহ আপনার মাধ‍্যমে বলছেন কিন্তু সে মাধ‍্যম যদি ক্লিন না হয় সেখানে ইবলিশের বলার সম্ভাবনা বেশি। সব বলতে চাই না। শুধু বলি ধ‍্যন করেন নিজের সাথে সংযোগ তৈরী করেন ।বাংলায় বা ইংরেজিতে অর্থ বুঝে পড়েন । হাবিজাবি অজস্র বই পড়েছেন অথচ যে সব বইয়ে সৃষ্টির সব রহস‍্য সে সব পড়তেই সমস‍্যা ? এনি রিলিজিয়সা নলেজ ইজ ভ‍্যালুএবল। আমার তো মনে হয় নাওয়া খাওয়া বন্ধ রেখে পড়ি । পড়েন যার যার ধর্ম মতে বা বাড়তি সব জ্ঞান। যে মায়ের একের বেশি সন্তান সে কি তার পুরনোগুলো কে বাতিল করে দেয় ? দেয় না। স্রষ্টাও জ্ঞান রিফাইন করেছেন শুধু আমাদের কাজে লাগানোর জন্য । এগুলো ছাড়াও অসংখ‍্য বই আছে। লেখক সমাজ শান্ত শিষ্ট কেন ? কারণ তাঁরা অন‍্যের জ্ঞান দ্বারা সব সময় এবাইড থাকেন । কিন্তু পিওর নলেজ ইজ পিওর নলেজ যা গ্রহ নক্ষত্রের মত আমাদের শিরা উপশিরায় যুক্ত করে । আমাদের ভেতরে আরেক বিশ্বভ্রমান্ড যা পূর্ণ হয় না সঠিক জ্ঞান ছাড়া।তৃপ্ত হয় না মন। এ তৃপ্তির অভাবই পুরুষকে করে টাকার জন‍্য ঘর ছাড়া নারীকে করে মোহের জন‍্য তাড়া।

যে হিন্দু তাঁকে হিন্দু ঘরে আল্লাহ পাঠিয়েছেন। আমার এক হিন্দু বন্ধু ডাক্তার সে অনেক ধার্মিক পরিবারের। সে বলেছে কিছু মানুষ মুসলিম হতে বলে। আমাকে সব ধর্ম থেকে আহ্বান করেছে। তবে এটা হলো ফেরেশতাদের পক্ষ থেকে পরীক্ষা । আপনি আপনার নিজের ধর্ম বা অন‍্যের প্রতি কতটা শ্রদ্ধাশীল তা পরীক্ষা করা হয়। কেউ একান্ত কঠিন পরিস্থিতিতে যদি ধর্ম বদল করে সেটা তাঁর ব‍্যাপার। যেমন এ আর রহমান । তাছাড়া ইসলাম রিফাইন হয়ে এসেছে সুতরাং কেউ যদি তাঁর জ্ঞান যাচাই বাছাই করে জয়েন করে সেটাও তাঁর বিষয়। আমি তো সোজা বলতাম,”আমি আমার ধর্মের চর্চা করি এবং সব ধর্মকে শ্রদ্ধা করি । সুতরাং আমার বদলের কিছু নেই । বদলাতে হলে আল্লাহ আমাকে অন‍্য ঘরে পাঠাতো । জ্ঞান খুব জরুরী । “

আমার বেশ ভূষার সাথে এসব কথা মানায় না ঠিক। কোরানের কথা বললে মাথায় কাপড় দিয়ে বলতে হয় । আমি তো সারা জীবন লুকিয়ে ইবাদত করেছি । আমার রোকেয়া হলের মেয়েরা জানতো যারা রুম মেট ছিল। ওরা বলতোনা আপা আপনাকে তো বোঝা যায় না। কারণ আমি অনেক ফ‍্যাশনেবল ছিলাম। যদিও লুকিয়ে ইবাদত করাই স্রষ্টার বেশি পছন্দ । এক সময় মা নানীরা বেশি ইবাদত করতেন তাই ঘরে সে বাতাস , বাতাবরণের ভাইব্রেশন ছিল। পুরুষ আয় রোজগারের ধান্দায় থাকতো তবু শুক্রবার দেয়া হয়েছিল যে একদিন হলেও যাও কোনো পবিত্র স্থানে বো ডাউন করো । সেও নিজের মঙ্গলের জন্য। কারণ আমরা যদি নিজের সাথে সংযোগ না করি অনেক কিছু দেখবো না।

যাই হোক জ্ঞানের কথা না বলাও অন‍্যায়। আমার একবার অসুখ হয়েছিল । তাঁর পর আমি যখনই কোরান পড়তাম, বুকে ধরে বলতাম যে , “আল্লাহ তুমি বলো যে আমি ভালো হয়ে গেছি । “এবং আমি ভালো ছিলাম এবং এখনও আছি । আমি কষ্ট পেয়েছি যখন আমার ভাগ্নি অসময়ে চলে যায় । তাঁর কাজই ছিল গুগল ঘেঁটে কি হলে কি হয় ? এসব ভাবনা। যা বর্তমান বিশ্বকে আরো নীচে নামিয়ে দিচ্ছে । মানুষ যদি নিজের জ্ঞান ব‍্যবহার না করে তাহলে এভাবে অন‍্যের জ্ঞান দ্বারা গুমরাহ হবে । মরার আগে মরে যাবে। যাকে বলে লস্ট । আমাদের অবস্থা পি কে মুভির পিকের মত । আমরাও হারিয়ে গেছি । এক সময় আমাদের রিমোট ছিল দাদী নানী মায়েদের হাতে। আমরা নাদান হলেও তাদের শক্তি আমারদের শক্তি যুগিয়েছে । এখন কোথায় সে রকম নানী , দাদী , আর মা ? তার সাথে আছে সন্তানদের সম্পর্ক ?

সেলিনা আক্তার
আটলান্টা
01.15.25

Address

New York, NY
11432

Opening Hours

Monday 9am - 5pm
Tuesday 9am - 5pm
Wednesday 9am - 5pm
Thursday 9am - 5pm
Friday 9am - 5pm
Saturday 7pm - 3am

Telephone

+13477411543

Website

Alerts

Be the first to know and let us send you an email when Selina Akhter posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share