Pinks Glamour

Pinks Glamour Pinks Glamour is a glamour based fortnightly online magazine. We want to present to all readers the

বিশ্ব দরবারে বাংলা চলচ্চিত্রকে তুলে ধরতেই নির্মাতা ও অভিনেতা গাজী রাকায়েত বাংলা ও ইংরেজি উভয় সংস্করণে নির্মাণ করেছিলেন...
01/24/2022

বিশ্ব দরবারে বাংলা চলচ্চিত্রকে তুলে ধরতেই নির্মাতা ও অভিনেতা গাজী রাকায়েত বাংলা ও ইংরেজি উভয় সংস্করণে নির্মাণ করেছিলেন চলচ্চিত্র ‘দ্য গ্রেভ’ যার বাংলা নাম দেয়া হয়েছে ‘গোর’। 'গোর' কিভাবে পৌছালো অস্কারের মঞ্চে? বিষয়টা নিয়ে গাজী রাকায়েত কথা বলেছিলেন পিংক্স গ্ল্যামারের সাথে। সময় করে দেখতে পারেন।

গোর চলচ্চিত্র কিভাবে অস্কারে জায়গা করে নিলো | Gazi Rakayet | গাজী রাকায়েত | The Grave - গোরবিশ্ব দরবারে বাংলা চলচ্চিত্রকে তুলে ধরত...

নতুন মুখের সন্ধানে প্রতিযোগিতার মধ্যদিয়ে আশির দশকে নায়ক হবার স্বপ্ন নিয়ে FDC-তে এসেছিলেন তিনি, কিন্তু হয়ে গেলেন খলনায়ক। ...
01/06/2022

নতুন মুখের সন্ধানে প্রতিযোগিতার মধ্যদিয়ে আশির দশকে নায়ক হবার স্বপ্ন নিয়ে FDC-তে এসেছিলেন তিনি, কিন্তু হয়ে গেলেন খলনায়ক। সিনেমায় যার কণ্ঠ শুনলে ভেতরটা কেঁপে ওঠে, চোখের দিকে তাকালে ভয়ে বুক শুকিয়ে যায় আর ঘৃণায় মুখ ফিরিয়ে নিতে ইচ্ছে করে তার দিক থেকে । তিনি বর্তমান সময়ের সুপারহিট খলনায়ক মিশা সওদাগর।

৪ঠা জানুয়ারি ছিলো এই গুণী অভিনেতার জন্মদিন। তাকে নিয়ে পিংকের ক্ষুদ্র আয়োজন।

কেনো নায়ক থেকে খল নায়ক হলেন মিশা সওদাগর। Misha Sawdagor Biography | Pinks Glamourনতুন মুখের সন্ধানে প্রতিযোগিতার মধ্যদিয়ে আশির দশকে নায়ক ....

চলচ্চিত্র, নাটক, ওয়েব সিরিজ ইত্যাদি বিনোদনের অন্যতম মাধ্যম। এগুলোর শুটিং কিভাবে হয় তা নিয়ে সাধারন দর্শকদের কৌতূহলের অ...
01/05/2022

চলচ্চিত্র, নাটক, ওয়েব সিরিজ ইত্যাদি বিনোদনের অন্যতম মাধ্যম। এগুলোর শুটিং কিভাবে হয় তা নিয়ে সাধারন দর্শকদের কৌতূহলের অন্ত নেই। তাদের জন্যই আমাদের চ্যানেলের প্রয়াস "বিহাইন্ড দ্যা সিন"। শুটিং এর বিভিন্ন ঘটনা নিয়ে তৈরী হবে আমাদের এই ভিডিওগুলো। আজ থাকছে শর্ট ফিল্ম "দায়িত্ববান শিক্ষক" এর কিছু শুটিং মুহুর্ত। সময় করে দেখতে পারেন।

দায়িত্ববান শিক্ষক নাটকের শুটিং দৃশ্য। *Behind The Scene*। Responsible Teacher। Sumon Mollickচলচ্চিত্র, নাটক, ওয়েব সিরিজ ইত্যাদি বিনোদনের অন্যত....

নায়ক হিসেবে চলচ্চিত্রে ক্যারিয়ার শুরু করেছিলেন অভিনেতা মিশা সওদাগর। তবে বড় পর্দায় তিনি পরিচিত পান খল-অভিনেতা হিসেবে। ভিল...
01/04/2022

নায়ক হিসেবে চলচ্চিত্রে ক্যারিয়ার শুরু করেছিলেন অভিনেতা মিশা সওদাগর। তবে বড় পর্দায় তিনি পরিচিত পান খল-অভিনেতা হিসেবে। ভিলেন হয়েও অর্জন করেছেন অসংখ্য দর্শকের ভালোবাসা।

জনপ্রিয় এ অভিনেতার আজ জন্মদিন (০৪ জানুয়ারি)। ১৯৬৬ সালের এ দিনে পুরোনো ঢাকার একটি সম্ভ্রান্ত মুসলিম পরিবারে মিশা সওদাগরের জন্ম। তার বাবা ছিলেন ওসমান গনি এবং মা বিলকিস রাশিদা।

গুনী এই অভিনেতার জন্মদিনে পিংক্স গ্ল্যামারের পক্ষ থেকে শুভেচ্ছা।

সম্প্রতি শুটিং শেষ হয়েছে রেজওয়ানুল ইসলাম সানজিদ পরিচালিত, অনামিকা মণ্ডল এর রচনায় নাটক "ভারপ্রাপ্ত বয়ফ্রেণ্ড" নাটকের শ...
01/04/2022

সম্প্রতি শুটিং শেষ হয়েছে রেজওয়ানুল ইসলাম সানজিদ পরিচালিত, অনামিকা মণ্ডল এর রচনায় নাটক "ভারপ্রাপ্ত বয়ফ্রেণ্ড" নাটকের শুটিং। বঙ্গের জন্য নাটকটি নির্মাণ করা হয়েছে বলে নির্মাতা সূত্রে জানা যায়।

নাটকটির শুটিং স্পটে গিয়েছিলো পিংক্স গ্ল্যামার টিম। কথা বলেছিলো নাটকের অভিনয়শিল্পীদের সাথে। সময় করে দেখতে পারেন।

সম্প্রতি শুটিং শেষ হয়েছে রেজওয়ানুল ইসলাম সানজিদ পরিচালিত, অনামিকা মণ্ডল এর পরিচালনায় নাটক "ভারপ্রাপ্ত বয়ফ্রেণ্.....

সবাইকে একদিন মাটির কাছেই চলে যেতে হবে তাই  তিনি লিখেছিলেন “আমার সারা দেহ খেয়ো গো মাটি”। এই চলে যাওয়ার কথা হয়তো অনেক আগেই...
01/03/2022

সবাইকে একদিন মাটির কাছেই চলে যেতে হবে তাই তিনি লিখেছিলেন “আমার সারা দেহ খেয়ো গো মাটি”। এই চলে যাওয়ার কথা হয়তো অনেক আগেই বুঝে গিয়েছিলেন তিনি। আর তাই তার ফেসবুকের শেষ স্ট্যাটাসে লিখেছিলেন, "আমাকে যেন ভুলে না যাও… তাই একটা ছবি পোস্ট করে মুখটা মনে করিয়ে দিলাম। তিনি হয়তো তখনো বুঝতে পারেননি কোটি মানুষের হৃদয়ে গেঁথে আছে তার নামটি ।
তার নামের সাথে মিশে আছে কথা, সুর, দেশ, মুক্তি, ভালোবাসা আর বুক ভরা ক্রন্দন। আমাদের সঙ্গীত জগতে কথা ও সুরের ঐশ্বর্যে প্রতিভাবান এক সঙ্গীত ব্যক্তিত্ব আহমেদ ইমতিয়াজ বুলবুল। একাধারে গীতিকার, সুরকার ও সঙ্গীত পরিচালকসহ অনেক গুণে গুণান্বিত এই ব্যক্তিটি মহান মুক্তিযুদ্ধে রেখে গিয়েছেন তার অসামান্য অবদান ।

১লা জানুয়ারি এই গুণী মানুষটির জন্মদিন ছিলো। তার জন্মদিনে পিংক্স গ্ল্যামারের ক্ষুদ্র প্রচেষ্টা। সময় করে দেখতে পারেন।

মৃত্যুর আগে আহমেদ ইমতিয়াজ বুলবুল যা বলেছিলেন। Ahmed Imtiaz Bulbul | Pinks Glamourসবাইকে একদিন মাটির কাছেই চলে যেতে হবে তাই তিনি লিখেছ...

সময়ের পরিবর্তনের সাথে সাথে বাংলাদেশের টেলিভিশনের সেই ধারাবাহিক নাটকের স্বর্ণযুগ আর আমাদের মাঝে নেই । বর্তমানে দু-একটি ন...
01/02/2022

সময়ের পরিবর্তনের সাথে সাথে বাংলাদেশের টেলিভিশনের সেই ধারাবাহিক নাটকের স্বর্ণযুগ আর আমাদের মাঝে নেই । বর্তমানে দু-একটি নাটক জনপ্রিয়তা পেলেও সেটার গুণগত মান নিয়ে দেখা দেয় সমালোচনা । এখন দর্শকদের কাছে ধারাবাহিক নাটকের উজ্জ্বল অধ্যায় মানেই পুরনো স্মৃতি মাত্র । সেইকালে নাটকের সময় হলেই পরিবারের সকলে বসে যেত টেলিভিশনের সামনে। বর্তমানেও ইউটিউবে পুরনো ধারাবাহিক নাটকের দর্শক সংখ্যা অনেক। সে স্বর্ণযুগে টেলিভিশনে প্রচারিত হওয়া অন্যতম ৩০টি ধারাবাহিক নাটক নিয়ে সাজানো আজ আমাদের এই আয়োজন। নাটকের তালিকা প্রচার সাল অনুযায়ী তৈরী করা হয়েছে। আমাদের এই ভিডিওটি তৈরী করা হয়েছে হৃদয় সাহা’র লেখা অবলম্বনে। হৃদয় সাহা দীর্ঘদিন ধরেই বাংলা নাটক এবং চলচ্চিত্র নিয়ে লেখালেখি করছেন।

সময় করে দেখতে পারেন।

সময়ের পরিবর্তনের সাথে সাথে বাংলাদেশের টেলিভিশনের সেই ধারাবাহিক নাটকের স্বর্ণযুগ আর আমাদের মাঝে নেই । বর্তমানে...

আজ মুক্তি পেয়েছে মীর সাব্বির পরিচালিত প্রথম চলচ্চিত্র "রাত জাগা ফুল"। এই চলচ্চিত্রে অভিনয় করেছেন মীর সাব্বির, জান্নাতুল ...
12/31/2021

আজ মুক্তি পেয়েছে মীর সাব্বির পরিচালিত প্রথম চলচ্চিত্র "রাত জাগা ফুল"। এই চলচ্চিত্রে অভিনয় করেছেন মীর সাব্বির, জান্নাতুল ফেরদৌস ঐশী, আবু হুরায়রা তানভীর, তানিন তানহা, ফজলুর রহমান বাবু প্রমুখ।

ছবি দেখার পরে দর্শকদের প্রতিক্রিয়া জানার চেষ্টা করেছিলো পিংক্স গ্ল্যামার। সময় করে দেখতে পারেন।

রাত জাগা ফুল মুভি দেখে দর্শকদের প্রতিক্রিয়া | Rat Jaga Phool Hall Reaction | Mir Sabbir | OisheePublic reaction of new Bangla movie "Rat Jaga Phool" from ci...

আমাদের দেশের অনেক কণ্ঠশিল্পী বলিউডের সিনেমায় বিভিন্ন সময়ে গান গেয়েছেন। সেসব গানে অনন্য প্রতিভার স্বাক্ষর রেখেছেন তারা।বল...
12/30/2021

আমাদের দেশের অনেক কণ্ঠশিল্পী বলিউডের সিনেমায় বিভিন্ন সময়ে গান গেয়েছেন। সেসব গানে অনন্য প্রতিভার স্বাক্ষর রেখেছেন তারা।

বলিউডি সিনেমার গানে বাংলাদেশী শিল্পীদের গান গাওয়া নিয়ে পিংক্স গ্ল্যামারের আয়োজন "বলিউডে বাংলাদেশী কণ্ঠশিল্পী"। সময় করে দেখতে পারেন।

পৃথিবীব্যাপী সঙ্গীতের ভাষা একটাই। সঙ্গীতের কোনো সীমানা নেই, দেশ নেই। সঙ্গীত সবসময়ই মুক্ত। একে কখনো কাঁটাতারের ব....

‘পায়ের আওয়াজ পাওয়া যায়’ মুক্তিযুদ্ধের নাটক। যুদ্ধ চলাকালে একটি খণ্ড ঘটনা। এই ঘটনায় স্বাধীনতা প্রাপ্তির কথা বলা হয়ন...
12/28/2021

‘পায়ের আওয়াজ পাওয়া যায়’ মুক্তিযুদ্ধের নাটক। যুদ্ধ চলাকালে একটি খণ্ড ঘটনা। এই ঘটনায় স্বাধীনতা প্রাপ্তির কথা বলা হয়নি তবে জাতীয় পতাকা দিয়ে স্বাধীনতা প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করে পরিসমাপ্তি টানা হয়েছে। মুক্তিযুদ্ধে জীবনদান করা বা জীবন বাঁচানোর কৌশল এই নাটকে পরিষ্কারভাবে তুলে ধরা হয়েছে। বাস্তবতা কত নির্মম ছিল ভয়াবহ সেই দিনগুলোয়, তার সাক্ষাৎ এখানে পাওয়া যাবে।

সম্প্রতি এই নাটকটির প্রদর্শনীতে উপস্থিত হয়েছিলো পিংক্স গ্ল্যামার টিম। প্রদর্শনী শেষে দর্শকদের সাথে কথা বলেছিলাম আমরা, জেনেছিলাম তাদের প্রতিক্রিয়া। সময় করে দেখতে পারেন।

‘পায়ের আওয়াজ পাওয়া যায়’ মুক্তিযুদ্ধের নাটক। যুদ্ধ চলাকালে একটি খণ্ড ঘটনা। এই ঘটনায় স্বাধীনতা প্রাপ্তির কথ...

বর্তমান বাংলাদেশী চলচ্চিত্রের অবিসংবাদিত সুপারস্টার শাকিব খান। তার চলচ্চিত্র মুক্তি পেলে ভক্তদের মধ্যে এক অন্য ধরণের উন্...
12/27/2021

বর্তমান বাংলাদেশী চলচ্চিত্রের অবিসংবাদিত সুপারস্টার শাকিব খান। তার চলচ্চিত্র মুক্তি পেলে ভক্তদের মধ্যে এক অন্য ধরণের উন্মাদনা কাজ করে। তাকে বলা হয় ঢালিউডের কিং খান।

পিংক্স গ্ল্যামারের আজকের আয়োজন দর্শকনন্দিত এই নায়ককে নিয়ে। সময় করে দেখতে পারেন।

Biography of Shakib Khan | *তারার কথা* | শাকিব খানের জীবনী | Pinks Glamourআজ এমন একজন একজন গল্প শুনবো, সময়ের প্রয়োজনে যিনি হয়ে উঠেছেন আমাদে...

বাংলাদেশের সাড়া জাগানো নাটক "কনডেমড সেল" এর প্রদর্শনীতে উপস্থিত হয়েছিলো পিংক্স গ্ল্যামার টিম। জেনেছিলো দর্শকদের এবং নাট...
12/26/2021

বাংলাদেশের সাড়া জাগানো নাটক "কনডেমড সেল" এর প্রদর্শনীতে উপস্থিত হয়েছিলো পিংক্স গ্ল্যামার টিম। জেনেছিলো দর্শকদের এবং নাট্যকার এর কিছু কথা।
সেই সাথে সংগ্রহ করেছিলো নাটকের কিছু মুহূর্ত। সময় করে দেখতে পারেন।

বাংলাদেশের সাড়া জাগানো নাটক "কনডেমড সেল" (Condemned Cell)Prangonemor Production-10Written By: Ananta HiraDirected By: Awal Reza-----------------------------...

Address

89-52 220th Street, Queens Village
New York, NY
11427

Telephone

+17183627089

Website

Alerts

Be the first to know and let us send you an email when Pinks Glamour posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category