
08/05/2025
সে কারো দয়া চায় না… চায় শুধু সম্মান।
পুরো শহর ঘোরে তার রিকশা, আর সেই রিকশার চাকায় ঘোরে তার সংসার।
ভোরে উঠে রাস্তায় নামে, কখনো রোদ, কখনো বৃষ্টি—তবুও থামে না।
দিন শেষে যে কটা টাকা জোটে, তাতেই জ্বলে চুলা, পড়ে ছেলের বই।
লোক হাসে, বলে ‘মেয়েরা রিকশা চালায়?’
সে হেসে জবাব দেয়— ‘আমি রিকশা না, আমার সংসার চালাই।