Georgia Bangla Tv

Georgia Bangla Tv আমরা জর্জিয়ায় বসবাসরত বাংলাদেশীদের ক

যোগ্য ও পরীক্ষিত প্রার্থীকে ভোট দিন।মিষ্টি কথায় বা মিথ্যা আশ্বাসে নয়—নিজের বিবেক ও সিদ্ধান্তে,যোগ্য প্রার্থীকে নির্বাচিত...
10/28/2025

যোগ্য ও পরীক্ষিত প্রার্থীকে ভোট দিন।
মিষ্টি কথায় বা মিথ্যা আশ্বাসে নয়—
নিজের বিবেক ও সিদ্ধান্তে,
যোগ্য প্রার্থীকে নির্বাচিত করুন।

10/17/2025

নির্বাচনী রসগল্প.

নির্বাচনে মালিক এক পক্ষ নিয়েছেন, কিন্তু তার বিশ্বস্ত চাকরকে কোনো পদ দেননি।
চাকর একটু কুটবুদ্ধি খাটিয়ে বিরোধী পক্ষকে ফোন করলো—
বললো, “আমি আসলে আপনাদের সাথেই থাকতে চাই, তবে মালিকের অনুমতি লাগবে।”

বিরোধী পক্ষ ভাবলো, এ তো বড় সুযোগ!
তারা ছুটে গেল মালিকের কাছে অনুমতি নিতে।
মালিকও সহজ-সরল, অনুমতি দিলেন।

কিন্তু চাকর তখন মালিককে গিয়ে বললো—
“দেখেন মালিক, সমাজে আমার কত সম্মান!
বিরোধীরাও আমাকে দলে নিতে চায়,
আর আপনি আমাকে শুধু চাকরই মনে করেন!”

মালিকের মনে দয়া জাগলো,
এবং শেষ পর্যন্ত চাকরকে নিজের প্যানেলে একটি পদ দিয়ে দিলেন।

10/10/2025

বাংলাদেশ এসোসিয়েশন অব জর্জিয়ার নির্বাচনে ‘তথাকথিত সুশীল প্রার্থীদের’ হঠাৎ আগমন: জনমনে নানা প্রশ্ন????,

বাংলাদেশি প্রবাসীদের অন্যতম সংগঠনটির আসন্ন নির্বাচনে তথাকথিত “তথাকথিত সুশীল প্রার্থীদের” হঠাৎ আগমন নিয়ে সাধারণ ভোটারদের মনে নানা প্রশ্নের জন্ম দিয়েছে।

যারা বিগত দিনে সমিতির কার্যক্রমকে ব্যঙ্গ করে বলতেন— “নিজের খেয়ে বনের মহিষ তাড়ানো”—তারাই এখন প্রার্থী হয়ে ময়দানে নেমেছেন। কিন্তু হঠাৎ এই আগ্রহের কারণ কী?

অনুসন্ধানে জানা গেছে, সমিতির নামে বর্তমানে রয়েছে প্রায় অর্ধ মিলিয়ন ডলারের সম্পত্তি এবং উল্লেখযোগ্য পরিমাণ অর্থ সঞ্চিত। তাই অনেকেই প্রশ্ন তুলছেন—তবে কি এই “অতিথি পাখিদের” আগমন শুধুই মিলিয়ন ডলারের আশায়?

বাংলাদেশ এসোসিয়েশন অব জর্জিয়ার নির্বাচনে পারভেজ-সজল পরিষদের আত্মপ্রকাশআসন্ন বাংলাদেশ এসোসিয়েশন অব জর্জিয়ার নির্বাচনে “পা...
10/08/2025

বাংলাদেশ এসোসিয়েশন অব জর্জিয়ার নির্বাচনে পারভেজ-সজল পরিষদের আত্মপ্রকাশ

আসন্ন বাংলাদেশ এসোসিয়েশন অব জর্জিয়ার নির্বাচনে “পারভেজ-সজল পরিষদ” আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করেছে। যখন অনেক কমিউনিটি নেতা এখনো তাদের প্যানেল চূড়ান্ত করতে হিমশিম খাচ্ছেন, ঠিক তখনই এই পরিষদ পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করে মাঠে নেমেছে এবং ভোটারদের দোয়া ও সমর্থন চেয়ে প্রচারণা শুরু করেছে।

এ বিষয়ে সাধারণ সম্পাদক প্রার্থী জানান, “সাধারণ ভোটারদের অনুরোধ ও প্রত্যাশার প্রতিফলন হিসেবেই আমরা এই প্যানেল ঘোষণা করেছি। আমরা বিশ্বাস করি, কমিউনিটির সেবার অঙ্গীকার ও ঐক্যের বার্তা নিয়েই আমাদের পরিষদ বিজয়ী হবে।”

পরিষদ সূত্রে জানা যায়, আগামী দিনগুলোতে তারা আনুষ্ঠানিকভাবে তাদের নির্বাচনী ইশতেহার ও কর্মপরিকল্পনা প্রকাশ করবে।

10/08/2025

বাংলাদেশ এসোসিয়েশন অব জর্জিয়ার নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে! 🇧🇩
কে আসছেন নেতৃত্বে, কারা দিচ্ছেন মনোনয়ন—সব খবর জানতে আমাদের সাথেই থাকুন!
📢 নির্বাচনের সকল আপডেট, বিশ্লেষণ ও তথ্য পেতে চোখ রাখুন আমাদের পেজে।

10/08/2022

It’s still unclear why the suspect brought the guns to the school.

09/14/2022
07/06/2022

শোক সংবাদঃ

ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাহে রাজিউন।
আটলান্টার বাংলাদেশী কমিউনিটির পরিচিত ব্যবসায়ী ( Halal King Indian Grill এর সত্ত্বাধিকারী ) নজরুল ইসলাম এর মাতা সফিনা আলী আজ ৪.৩০ মিনিটে শেষ নিঃস্বাস ত্যাগ করেন। মরহুমার জানাজা নামাজ আগামীকাল বাদ জোহর ডোরাভিলের আত তাকওয়া মসজিদে সম্পন্ন করে নিউটন কাউন্টির মুসলিম গোরস্থানে দাফন করা হইবে।

চলে গেলেন নাসার চন্দ্রজয়ের নেপথ্য নায়ক,সিলেটের কৃতিসন্তান বিজ্ঞানী রফিক উদ্দিন চলে গেলেন নাসার চন্দ্রজয়ের নেপথ্য নায়ক বি...
05/13/2022

চলে গেলেন নাসার চন্দ্রজয়ের নেপথ্য নায়ক,
সিলেটের কৃতিসন্তান বিজ্ঞানী রফিক উদ্দিন

চলে গেলেন নাসার চন্দ্রজয়ের নেপথ্য নায়ক বিজ্ঞানী রফিকউদ্দিন আহমেদ (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর।
আজ শুক্রবার বাংলাদেশ সময় সকাল ১১টা ৫৫ মিনিটে নিউইয়র্কের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তিনি বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন।
রফিক উদ্দিনের নাতি আয়ান হক বলেন, গতকাল দাদা হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন তাকে নিউইয়র্কের একটি হাসপাতালে নেওয়া হয়। কর্তব্যরত চিকিৎসারা দাদা স্ট্রোক করেছেন বলেন জানান। তার শারীরিক অবনতির কারণে তাকে আইসিইউতে নেওয়া হয়।
আজ শুক্রবার বাংলাদেশ সময় ১১ টা ৫৫ মিনিটে তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেন চিকিৎসারা।
রফিক উদ্দিন আহমেদ ১৯৩৬ সালের ২০ আগস্ট সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার গঙ্গানগর গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি সত্তোরের দশকে আলোচিত অ্যাপলো-১১ মহাকাশযানের গুরুত্বপূর্ণ অংশ লোনার মডিউলের রাডার নকশা প্রণয়ন ও কারিগরি কার্যক্রমে যুক্ত ছিলেন।
১৯৬৮ সালে গ্রুম্মান অ্যারোস্পেস করপোরেশনে প্রকৌশলী হিসেবে যোগদানের মধ্যে দিয়ে তিনি কর্মজীবন শুরু করেন। এ প্রতিষ্ঠান থেকে তাকেসহ আরও কয়েকজন তড়িৎ প্রকৌশলীকে নাসা, অ্যাপোলো-১১ প্রকল্পের ‘লুনার মডিউল প্রকল্পে’ কাজ করার জন্য নির্বাচন করে। তার দল সে সময় মহাকাশযানের গুরুত্বপূর্ণ অংশ লোনার মডিউল-এর রাডার নকশা প্রণয়ন ও কারিগরি কার্যক্রমে যুক্ত ছিলেন তিনি। এমনকি চন্দ্র অভিযানে অংশগ্রহণকারীদের প্রশিক্ষণ দেওয়ার কাজে সম্পৃক্ত ছিলেন তিনি।
এছাড়াও উনি সিলেট বিভাগের সবচেয়ে বড় সামাজিক প্ল্যাটফর্ম সেভ সিলেট এর চেয়ারম্যান হিসেবে সমাজের অসহায় মানুষের জন্য কাজ করে গেছেন।

05/02/2022

যুক্তরাষ্ট্র জর্জিয়াতে চাঁদরাত মেলা।

04/25/2022

Need help to setup Facebook tv In Atlanta.

Address

New York, NY

Alerts

Be the first to know and let us send you an email when Georgia Bangla Tv posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Georgia Bangla Tv:

Share

Category