06/09/2023
ঘরে তেলাপোকা নাশক ওষুধ থেকে দুই ভাইয়ের প্রাণহানি | News 7 | বাংলা নিউজ
রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার একটি ছিমছাম পরিবার। স্বাভাবিক জীবন যাপনের মধ্যেই যেন হঠা্ৎ নেমে এলো এক অন্ধকার দুঃস্বপ্ন। সামান্য অসচেতনতাই কাল হয়ে দারালো পরিবারটির জন্য।
বাসায় তেলাপোকার উতপাৎ থেকে পেস্ট কন্ট্রোলারকে ডাকা। আর সেই ওষুধ দেওয়ার পর অসুস্থ হয়ে প্রাণ হারালো স্কুলপড়ুয়া দুই ভাই।