09/18/2025
শোক ও নিন্দার সাথে আজমানের মৃত্যুকে আমরা স্মরণ করছি আজমান, স্কলার্সহোম শাহী ঈদগা শাখার এইচএসসি ২৬ ব্যাচ, সেকশন বকুলের একজন প্রতিশ্রুতিবদ্ধ ছাত্র, প্রি-টেস্ট পরীক্ষায় ফলাফলের কারণে প্রচণ্ড মানসিক চাপের মুখে নিজের জীবন শেষ করেছে। রেজাল্ট প্রকাশের পর ক্লাস টিচার শামীম তার গার্ডিয়ানকে নিয়ে কলেজে আসতে বলেছিলেন TC নেওয়ার জন্য।আজমানের গার্ডিয়ান দীর্ঘ সময় ক্লাস টিচারের কাছে অনুরোধ করেও কোনো সমাধান পাননি। স্কুল ও কলেজের পক্ষ থেকে শিক্ষার্থীর প্রতি মানবিকতা প্রদর্শিত না হওয়ায়, আজমানের উপর যে মানসিক চাপ পড়েছিল, তা অতি ভারী ছিল। এই পরিস্থিতি তাকে আত্মহত্যার পথে ঠেলে দিয়েছে।আমরা জোরালোভাবে দাবি করছি:পরিপূর্ণ তদন্ত করা হোক—কেন ছাত্রছাত্রীর প্রতি এমন হুমকি এবং অবহেলা প্রদর্শিত হলো।স্কুল ও কলেজ কর্তৃপক্ষের দায়িত্ব নির্ধারণ করা হোক এবং প্রয়োজনীয় শাস্তি নিশ্চিত করা হোক।শিক্ষার্থীর মানসিক স্বাস্থ্য ও নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রতিবন্ধকতা হ্রাসের ব্যবস্থা নেওয়া হোক।স্কলার্সহোম কর্তৃপক্ষকে সতর্ক করা হচ্ছে—যদি এমন অমানবিক আচরণ চলতে থাকে, শিক্ষার্থীর জীবন ঝুঁকিতে থাকবে এবং এই ধরনের ঘটনা পুনরায় ঘটতে পারে। সমাজের কাছে প্রশ্ন—শিক্ষাপ্রতিষ্ঠান কি শিক্ষার্থীর জন্য নিরাপদ স্থান নাকি চাপ ও অপমানের কেন্দ্র?আমরা চাই, আজমানের মৃত্যু যেন বৃথা না যায়, স্কুল ও কলেজের প্রশাসন যেন শিক্ষার্থীর প্রতি মানবিক দায়িত্ব পালন করে।